পিইসিই বাংলাদেশ ও বিশ্বপরিচয় প্রশ্ন সমাধান pece ba o bi question solution 2019
সেট কোড -৩৪৬
১। ক) জয বাংলা
খ) একশ বছর।
গ) ১৪ ই ডিসেম্বর
ঘ) সোনারগাঁও
ঙ) উত্তর ও পশ্চিম
চ) দক্ষ জনশক্তি
ছ) পানি উন্নয়ন বোর্ড
জ) তারা একই কাজ একটানা করতে পারে।
ঝ) ৯ ডিসেম্বর
ঞ) আগুনের ব্যবহারে সতর্ক থাকা
ট) গণতান্ত্রিক আচরণ চর্চার জন্য
ঠ) সালজং
ড) ১৯৫ টি
ঢ) খাদ্যের চাহিদা
ণ) ৭ ই এপ্রিল
২। ক) ১৯৫২
খ) ১৭৭০
গ) ইটের
ঘ) অর্থকারী
ঙ) ৩৫
চ) ভূমিকম্প
ছ) মানবাধিকার
জ) ক্ষতিগ্রস্ত
ঝ) সতর্ক
ঞ) গণতান্ত্রিক
ট) ধার্মেস
ঠ) নিরাপত্তা
৩। ক+ii (সৈয়দ আমীর আলী)
খ+iv (মঙ্গল পান্ডে)
গ+v (বেগম রোকেয়া)
ঘ+i (সিরাজ উদ দৌলা)
ঙ+vi (তিতুমির)
৪। ক। ১৯৭১ সালের ১০ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথ তলায় যে অস্থায়ী সরকার গঠন করা হয় তাই মুজিবনগর সরকার। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য এই সরকার গঠন করা হয়। মুজিবনগর সরকারের চারটি অবদান নিম্নে দেওয়া হল।
খ। ময়নামতি ছিলেন রাজা মাণিক চন্দ্রের স্ত্রী। এখানে বৌদ্ধ সভ্যতার অনেক নিদর্শন পাওয়া যায় তায় একে বৌদ্ধ সভ্যতার কেন্দ্র বলা হয়। ময়নামতির চারটি নিদর্শন নিম্নে দেওয়া হল
গ) যারা কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে তারাই কৃষিজীবী। বাংলাদেশের শতকরা ৮০ ভাগ মানুষ কৃষিকাজের সাথে জড়িত তাই বাংলাদেশকে কৃষিপ্রধান দেশ বলা হয়। কৃষি উৎপাদন বৃদ্ধিতে আমার ৪টি মতামত নিম্নে দেওযা হল।
ঘ) অতিরিক্ত জনসংখ্যার ফলে সৃষ্ট সমস্যাকেই জনসংখ্যা সমস্যা বলা হয়। মানুষের মৌলিক চাহিদা সঠিকভাবে নিশ্চিত করার জন্যই জনসংখ্যা সমস্যা সমাধানের প্রয়োজন। জনসংখ্যা সমস্যা সমাধানের চারটি উপায় নিম্নে দেওয়া হল।
ঙ) প্রাকৃতিক দুর্যোগ হলো প্রকৃতির একটি মারাত্মক পরিস্থিতি। জলবায়ু পরিবর্তনের মাত্রা ব্যাপক হরে প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা বেড়ে যায়। প্রাকৃতিক দুর্যোগ মোকাবলায় চারটি করণিয়:
চ। শিক্ষা গ্রহণ মৌলিক অধিকার। এটি গুরুত্বপূর্ণ কারণ এটি না থাকলে মানবাধিকার লঙ্ঘিত হবে। এ অধিকার রক্ষায় আমর চারটি করণীয়
ছ। বেগম রোকেয়া ১৮৮০ সালে জন্মগ্রহন করে। নারী শিক্ষা প্রসারের জন্য তিনি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। নারী শিক্ষার চারটি সুফল হল
জ। প্রাথমিক চিকিৎসায় ব্যবহৃত সামগ্রি যে বক্সে রাখা হয় তাকে প্রাথমিক চিকিৎসা বাক্স বলে। প্রাথমিক চিকিৎসা বাড়িতেই দেওয়ার জন্য এটি বাড়িতে রাখা প্রয়োজন। প্রাথমিক চিকিৎসা বক্সের চারটি উপকরণ হলো
ঝ। ম্রোদের ধর্মের নাম তোরাই। ম্রো পরিবারের পিতাই প্রধান তাই এদর পিতৃপ্রধান বলা হয়। ম্রোদের চারটি খাবার হলো
ঞ। ইউনেস্কো জাতিসংঘের সাংকৃতিক ও শিক্ষা বিষয়ক সংস্থা। এটি বাংলাদেশে পাহাড়পুর ও অন্যান্য প্রত্মতাত্ত্বিক নিদর্শন রক্ষার জন্য কাজ করে। এর চারটি অবদান হলো
আরো পড়তে পারেন
সেট কোড -৩৪৬
১। ক) জয বাংলা
খ) একশ বছর।
গ) ১৪ ই ডিসেম্বর
ঘ) সোনারগাঁও
ঙ) উত্তর ও পশ্চিম
চ) দক্ষ জনশক্তি
ছ) পানি উন্নয়ন বোর্ড
জ) তারা একই কাজ একটানা করতে পারে।
ঝ) ৯ ডিসেম্বর
ঞ) আগুনের ব্যবহারে সতর্ক থাকা
ট) গণতান্ত্রিক আচরণ চর্চার জন্য
ঠ) সালজং
ড) ১৯৫ টি
ঢ) খাদ্যের চাহিদা
ণ) ৭ ই এপ্রিল
২। ক) ১৯৫২
খ) ১৭৭০
গ) ইটের
ঘ) অর্থকারী
ঙ) ৩৫
চ) ভূমিকম্প
ছ) মানবাধিকার
জ) ক্ষতিগ্রস্ত
ঝ) সতর্ক
ঞ) গণতান্ত্রিক
ট) ধার্মেস
ঠ) নিরাপত্তা
৩। ক+ii (সৈয়দ আমীর আলী)
খ+iv (মঙ্গল পান্ডে)
গ+v (বেগম রোকেয়া)
ঘ+i (সিরাজ উদ দৌলা)
ঙ+vi (তিতুমির)
৪। ক। ১৯৭১ সালের ১০ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথ তলায় যে অস্থায়ী সরকার গঠন করা হয় তাই মুজিবনগর সরকার। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য এই সরকার গঠন করা হয়। মুজিবনগর সরকারের চারটি অবদান নিম্নে দেওয়া হল।
- মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গড়ে তোলা
- মুক্তিযুদ্ধের সঠিক পরিচালনা করা ।
- মুক্তিযুদ্ধের গতি বৃদ্ধি করা।
- দেশ বিদেশের সমর্থন আদায় করা।
খ। ময়নামতি ছিলেন রাজা মাণিক চন্দ্রের স্ত্রী। এখানে বৌদ্ধ সভ্যতার অনেক নিদর্শন পাওয়া যায় তায় একে বৌদ্ধ সভ্যতার কেন্দ্র বলা হয়। ময়নামতির চারটি নিদর্শন নিম্নে দেওয়া হল
- জীবজন্তু অঙ্কিত পোড়ামাটির ফলক।
- বেজির সঙ্গে যুদ্ধরত গোখরা সাপ।
- আগুয়ান হাতি।
- বিভিন্ন মুদ্রা ও পাথরের ফলক
গ) যারা কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে তারাই কৃষিজীবী। বাংলাদেশের শতকরা ৮০ ভাগ মানুষ কৃষিকাজের সাথে জড়িত তাই বাংলাদেশকে কৃষিপ্রধান দেশ বলা হয়। কৃষি উৎপাদন বৃদ্ধিতে আমার ৪টি মতামত নিম্নে দেওযা হল।
- আধুনিক চাষাবাদ পদ্ধতি প্রয়োগ করতে হবে।
- উন্নত জাতের বীজের ব্যবহার করতে হবে।
- সঠিক পরিমাণে কীটনাশক ও সার প্রয়োগ করতে হবে।
- আধুনিক কৃষি যন্ত্রপাতি আমদানি করতে হবে।
ঘ) অতিরিক্ত জনসংখ্যার ফলে সৃষ্ট সমস্যাকেই জনসংখ্যা সমস্যা বলা হয়। মানুষের মৌলিক চাহিদা সঠিকভাবে নিশ্চিত করার জন্যই জনসংখ্যা সমস্যা সমাধানের প্রয়োজন। জনসংখ্যা সমস্যা সমাধানের চারটি উপায় নিম্নে দেওয়া হল।
- বাল্যবিবাহ রোধ
- কর্মসংস্থান বৃদ্ধি
- সচেতনতা সৃষ্টি
- জন্মনিরোধ ব্যবস্থা গ্রহণ।
ঙ) প্রাকৃতিক দুর্যোগ হলো প্রকৃতির একটি মারাত্মক পরিস্থিতি। জলবায়ু পরিবর্তনের মাত্রা ব্যাপক হরে প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা বেড়ে যায়। প্রাকৃতিক দুর্যোগ মোকাবলায় চারটি করণিয়:
দুর্যোগপূর্ণ এলাকা চিহ্নিত করে দুর্যোগ সংক্রান্ত পূর্ব পরিকল্পনা গ্রহণ করতে হবে।
- দুর্যোগ মোকাবেলায় আশ্রয়কেন্দ্র নির্মাণ করতে হবে।
- জনগণকে সচেতন করতে হবে।
- প্রশিক্ষিত কর্মীবাহিনী গঠন করতে হবে।
- যানবাহন, বেতার যন্ত্র ইত্যাদি প্রস্তুত রাখতে হবে।
- কেউ শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে কিন তা দেখব।
- শিশুদের শিক্ষা দিতে সহায়তা করব।
- কেউ শিক্ষার সামগ্রি না পেলে তাকে তা দিতে সাহায্য করব।
- শিক্ষায় কেউ বাধা সৃষ্টি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করতে যথাযখ কর্তৃপক্ষের কাছে যাব।
ছ। বেগম রোকেয়া ১৮৮০ সালে জন্মগ্রহন করে। নারী শিক্ষা প্রসারের জন্য তিনি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। নারী শিক্ষার চারটি সুফল হল
- নারী শিক্ষিত হলে জাতি শিক্ষিত হবে।
- নারী শিক্ষিত হলে তারা অন্যায় নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবে।
- নারীরা শিক্ষিত হলে তারা তাদের সন্তানদের শিক্ষিত করতে পারবে।
- নারীরা শিক্ষিত হলে তাদের অধিকার সম্পর্কে তারা সচেতন হবে।
জ। প্রাথমিক চিকিৎসায় ব্যবহৃত সামগ্রি যে বক্সে রাখা হয় তাকে প্রাথমিক চিকিৎসা বাক্স বলে। প্রাথমিক চিকিৎসা বাড়িতেই দেওয়ার জন্য এটি বাড়িতে রাখা প্রয়োজন। প্রাথমিক চিকিৎসা বক্সের চারটি উপকরণ হলো
- তুলা
- কাঁচি
- জীবানুনাশক
- থার্মোমিটার
ঝ। ম্রোদের ধর্মের নাম তোরাই। ম্রো পরিবারের পিতাই প্রধান তাই এদর পিতৃপ্রধান বলা হয়। ম্রোদের চারটি খাবার হলো
- ভাত
- শুটকিমাছ
- মাংস
- নাপ্পি
ঞ। ইউনেস্কো জাতিসংঘের সাংকৃতিক ও শিক্ষা বিষয়ক সংস্থা। এটি বাংলাদেশে পাহাড়পুর ও অন্যান্য প্রত্মতাত্ত্বিক নিদর্শন রক্ষার জন্য কাজ করে। এর চারটি অবদান হলো
আরো পড়তে পারেন
পিইসিই বিজ্ঞান সাজেশন ২০১৯ (pece science suggestion 2019)
Tags:
সমাপনী প্রশ্ন সমাধান