সমাপনী ইসলাম প্রশ্ন সমাধান

সমাপনী  ইসলাম প্রশ্ন সমাধান

সমাপনী  ইসলাম প্রশ্ন সামধান

আজ অনুষ্ঠিত হলো প্রাথমিক শিক্ষা সমাপনী  ইসলাম পরীক্ষা। যেহেতু  এই বিষয়টি শিক্ষার্থীদের কাছে একটু সহজ। এবং এটিতে খুব ভলো প্রস্তুতি না নিলেও ভালো করার সম্ভাবনা থাকে। তবে যারা এ প্লাস প্রত্যাশি শিক্ষার্থী তারা অবশ্যই এই বিষয়টি অনেক ভালো ভাবে আয়ত্ত্ব করেছে। আজ অনুষ্ঠিত সমাপনী ইসলাম প্রশ্ন খুবই সহজ হয়েছে। উক্ত সমাপনী ইসলাম প্রশ্ন সমাধান নিচে দেওয়া হলো।
 সেট কোড ৫৫৫/১
১। ক) আল্লাহর গুণবাচক সুন্দর নামসমূহকে আসমাউল হুসনা বলে।
খ) আল্লাহ অতি ক্ষমাললতার গুণের কারনে আমরা ক্ষমা পাই।
গ) ’আল্লাহ ক্বাদীরুন’ জেনে আমি তার  ইবাদত করি ও আনুগত্য প্রকাশ করি।
ঘ) সালাতে আমি অবশ্যই সূরা ফাতিহা পড়ব।
ঙ) সবাই যাকাতের মাসারিফ নয় তাই সবাইকে যাকাত দেওয়া যায় না।
চ) কুরবানির পশুর বর্জ্য মাটিতে পুতে রাখব।
ছ) সকল সৃষ্টির প্রতি আমাদের করণীয় হলো দয়া ও সহানুভূতি দেখানো।
জ) সবাইকে নিষেধ করব ও মিলেমিশে থাকতে বলল।
ঝ) মানুষের বিশ্বাস অর্জন করার জন্য আমি সর্বদা সত্য কথা বলব।
ঞ) মুখের খালি জায়গা থেকে মাদ্দ এর হরফ উচ্চারিত হয়।
ট)
ঠ) কোথায় কতটুকু থামতে হবে তা জেনে শুদ্ধভাবে কোরআর তেলাওয়াত করা।
ড) চাচা আবু তালিবের আশ্রয়ে বড় হন।
ঢ) আর্তের সেবা করি।
ণ) আমি তওবা করব ও আল্লাহর কাছে ক্ষমা চাইব।

২। ক. বিশ্বাস
খ. নবি-রাসুলগণ
গ. সালাতের
ঘ. তিনটি
ঙ. খুঁটি
চ. নির্ভরশীল
ছ. চেষ্টা
জ. গুন্নাহ্
ঝ. আরবি
ঞ. ওয়াজিব
ট. দশম
ঠ. নৌকায়
ড. ছদ্মবেশে
ঢ. আল্লাহর।

৩। ক) আখিরাতের প্রথম ধাপ ---- কবর

  • খ) ইসলামের রুকন---------  ৫টি
  • গ) প্রত্যেক রাকআতে সূরা ফাতিহা পড়া ---------  ওয়াজিব
  • ঘ) সূরা মা’উন এর আয়াত সংখ্যা --------৭
  • ঙ) মদিনা সনদের ধারা -------- ৪৭


৪। ক) মৃত্যর পরের জীবন হলো আখিরাত। তিনটি প্রশ্ন করা হবে। প্রশ্ন তিনটির সঠিক উত্তর দিতে আমার প্রস্তুতি সম্পর্কে  চারটি বাক্য নিচে দেওয়া হলো

  • আমি আল্লাহর হুকুম  ও নবি রাসুলের দেখানো পথে চলবো
  • মিথ্যা কথা বলবনা
  • ভালো কাজে নিজেকে নিয়োজিত করবে।
  • সালাত আদায় করব।

খ) যে আল্লাহকে এক ও অদ্বিতীয় মেনে নিয়ে আল্লাহর হুকুম মেনে চলে  এবং সকল পাপ কাজ থেকে দুুরে থাকে তাকে মুমিন বলে। একজন মুসলমানের চরিত্র সুন্দর হওয়া উচিত।  এ সম্পর্কে চারটি বাক্য নিচে দেওয়া হলে।

  • মুমিন তার মনকে মন্দ কাজ থেকে মুক্ত রাখবে।
  • মুমিন তার দৃষ্টি সংযত রাখবে।
  • মুমিন ব্যক্তি কারো উপর ‍জুলুম করবেনা।
  • মুমিন হারাম জিনিস দিয়ে পেট ভরাবে না।
  •  

গ)  আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভের আশায় সুবহে সাদিক থেকে শুরু করে সুর্যাস্থ পর্যন্ত পানাহার ইত্যাদি থেকে বিরত থাকাকে সাওম বলে।

  • সাওম পালনকালে মুমিন ব্যক্তি কু-প্রবৃত্তি, কামনা-বাসনা ও লোভ - লালসা থেকে নিজেকে বিরত রাখে তাই সাওমকে আত্মশুদ্ধির ঢাল বলা হয়। 
  • ইফতারের সময় যে দোয়াটি পাঠ করতে হয় তা হলো:
  • আল্লাহুম্মা লাকা সুম্তু ওয়া আলা রিজকিকা আফতারতু।


ঘ)  যাকাত অর্থ পরিচ্ছন্নতা, পবিত্রতা, ও বৃদ্ধি। যাকাতের চরিটি গুরুত্ব নিচে দেওয়া হলো:

  • যাকাত দিলে দাতার অন্তর কৃপণতার কলুষতা থেকে পবিত্র হয়।
  • যাকাত দিলে ধনি গরিবের ব্যবধান কমে।
  • যাকাত দিলে ধনি গরিবের মাঝে বন্ধনের সৃষ্টি হয়।
  • যাকাত দিলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়।


ঙ) আখলাক হলো সদাচার , চরিত্র। চরিত্র সুন্দর করার চারটি উপায় নিচে দেওয়া হলো।

  • সদা সত্য কথা বলতে হবে।
  • পিতা-মাতার কথা শুনতে হবে।
  • শিক্ষককে সম্মান করতে হবে।
  • সৃষ্টির সেবা করতে হবে।


চ) আমার সবচেয়ে আপনজন হলো আমার পিতা মাতা। আমি পিতামাতার সাথে কিরূপ ব্যবহার করবো তা নিচে পাঁচটি বাক্যে দেওয়া  হলো।

  • পিতামাতর আদেশ নিষেধ মেনে চলব।
  • তাদের সম্মান করব।
  • পিতামাতর সেবাযত্ন করব।
  • তাদের চিকিৎসার ব্যবস্থা করব।


ছ) কুরআন মজিদ হযরত মুহাম্মদ (স) এর উপর  নাজিল হয়। আরবি হরফ উচ্চারণের পাঁচটি স্থানের নাম নিচে দেওয়া হলো
জিহ্বা, দাঁত, ঠোঁট, কণ্ঠনালি, তালু।

জ) সূরা কাউসার বাংলা উচ্চরণে লেখা হলো:

  • ১. ইন্না আতাইনা কালকাওছার।
  • ২. ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার।
  • ৩. ইন্না শানিয়াকা হুয়াল আবতার।

অর্থ:

  • ১. আমি অবশ্যই তোমাকে কাওছার দান করেছি।
  • ২. সুতরাং তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় কর এবং কুরবানি কর।
  • ৩. নিশ্চয়ই তোমার প্রতি বিদ্বেষ পোষণকারীই তো নির্বংশ।


ঝ) মহানবি (স)  এর জীবনের শেষ হজকেই বিদায় হজ বলে।  বিদায় হজে শিক্ষা নিয়ে আমি করি এমন চারটি কাজ নিচে দেওয়া হলে।

  • আমি মুসলমানদের সাথে ভাই ভাই সম্পর্ক নিয়ে বসবাস করি।
  • আমি যা খায় এবং পরি তা অন্যদের খাওয়াই ও পরাই।
  • একের অপরাধে অন্যকে শাস্তি দিই না।
  • আমি সুদ গ্রহন করিনা


ঞ) নূহ নবির আমলে মহাপ্লাবন হয়েছিল। মহাপ্লাবন সম্পর্কে চারটি বাক্য নিচে দেওয়া হলো:

  • নূহ নবি এক বিরাট নৌকা তৈরি করেছিলেন।
  • নবি ইমানদার লোকদের ও এক এক জোড়া জীবজন্তু নিয়ে নৌকায় উঠেছিলেন।
  • চল্লিশ দিন পর্যন্ত মুষলধারে বৃষ্টি হয়েছিলো।
  • মহাপ্লাবনে কাফেররা ধ্বংস হয়ে ‍গিয়েছিল।



সমাপনী  ইসলাম প্রশ্ন সমাধান

সমাপনী  ইসলাম প্রশ্ন সমাধান


অনেকের হয়তো অন্য সেট কোড। যাদের সেট কোড অন্য তারা তাদের প্রশ্নে একটি ছবি তুলে কমেন্ট করলে ইন শাহ আল্লাহ আমি তাদের প্রশ্নের উত্তর করে দিব।
প্রশ্নের উত্তরে কোন ভূল থাকলে অবশ্যই জানাবেন। আমি ঠিক করে দিব।
আপনারা আমাদের ফেজবুজ পেজে লাইক দিয়ে রাখেন। সকল প্রশ্ন সমাধান পেতে এবং সাজেশন পেতে ফেজবুক পেজে লাইক দিন। আমাদের ফেজবুক পেজের লিংক  । অথবা সাইটের নিচের দিকে ফেজবুক পেজের লাইক অপশন আছে। সেখানে লাইক দিন।

আপনারা গণিত সাজেশনের জন্য ফেসবুজ

BD Primary  পেজে লাইক দিন।

সমাপনী  ইসলাম প্রশ্ন সমাধান ভালো লাগলে আপনারা গুগল এ সার্চ দিয়েও সাজেশনটি পেতে পারেন


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন