আজ থেকে সারা দেশব্যপি শুরু হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা। এই পরীক্ষা সম্পর্কে সরকারি কিছু নিদের্শনাবলী।
- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এর ২৮/০৮/২০১৯ খ্রি. তারিখের ৩৮.০০.০০০০.০৩৫.০২৬.১৯.৫১৫ নং স্মারকে জারিকৃত সর্বশেষ পরিপত্র অনুযায়ী স্ব স্ব বিদ্যালয়ের শিক্ষকগণ প্রশ্নপত্র প্রণয়ন করে পরীক্ষা গ্রহণ করবেন। কোন অবস্থাতেই কোন সমিতি বা অন্য কোন উৎস থেকে প্রশ্নপত্র সংগ্রহ করা যাবে না।
- পরীক্ষা শেষে প্রত্যেকে বিদ্যালয় থেকে আবশ্যিকভাবে সকল শ্রেণির ০১(এক) সেট করে প্রশ্ন সংশ্লিষ্ট সহকারী উপজেলা শিক্ষা অফিসারের নিকট জমা দিতে হবে।
- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত সর্বশেষ পরিপত্র অনুযায়ী নির্ধারিত হারে পরীক্ষার ফিস আদায় করতে হবে।
- প্রশ্নপত্রের গোপনীয়তা কঠোরভাবে বজায় রাখতে হবে।
- আসন বিন্যাসসহ মানসম্মত উত্তরপত্র সরবারাহ করে পরীক্ষা গ্রহণ করতে হবে।
- পরীক্ষার সময়সূচি সঠিকভাবে মেনে চলতে হবে।
- আগামী ২৪/১২/২০১৯ খ্রি. তারিখে মা/অভিভাবক সমাবেশ করে পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে।
- পরীক্ষার ফলাফল প্রকাশ করে ফলাফল রেজিষ্টারে যথাযথভাবে সংরক্ষণ করতে হবে এবং ছাত্র-ছাত্রীদের পাঠোন্নতির বিবরণীপত্র প্রদান করতে হবে।
- পরীক্ষার মূল্যায়নকৃত উত্তরপত্র আগামী ০১(এক) বছরের জন্য বিদ্যালয়ে যথাযথভাবে সংরক্ষণ করতে হবে।
Tags:
স্কুল প্রশ্ন