১ম থেকে ৪র্থ শ্রেণির বার্ষিক সংগীত নমুনা প্রশ্ন



---------------- সরকারি প্রাথমিক বিদ্যালয়, -------- সদর
বার্ষিক পরীক্ষা- ২০১৯
বিষয়ঃ সংগীত          শ্রেণিঃ ১ম      সময় ১ ঘণ্টা        পূর্ণমানঃ ২৫
==================================================
[প্রতি প্রশ্নের মান সমান]
১। প্রিয় ফুল শাপলা ফুল ছড়া গানটির কথা ও সুর কার?
২। প্রিয় ফুল শাপলা ফুল ছড়া গানটি কোন তালে বিবন্ধ?
৩। গীত, বাদ্য ও নৃত্য- এই তিনের একত্র সমাবেশকে কী বলে?
৪। দুইজন সুর সাধকের নাম বল?
৫। সংগীতের কয়টি স্বর আছে?

---------------- সরকারি প্রাথমিক বিদ্যালয়, -------- সদর
বার্ষিক পরীক্ষা- ২০১৯
বিষয়ঃ সংগীত    শ্রেণিঃ ২য়    সময় ১ ঘণ্টা   পূর্ণমানঃ ২৫
==================================================
[প্রতি প্রশ্নের মান সমান]
১। গান কী?
২। দুইটি সমপদী তালের উদাহরণ বল।
৩। বাংলাদেশের জাতীয় সংগীতের কথা ও সুর কার?
৪। জাতীয় সংগীত কীভাবে গাইতে হয়?
৫। তিনটি বাদ্যযন্ত্রের নাম বল।

---------------- সরকারি প্রাথমিক বিদ্যালয়, -------- সদর
বার্ষিক পরীক্ষা- ২০১৯
বিষয়ঃ সংগীত    শ্রেণিঃ ৩য়   সময় ১ ঘণ্টা   পূর্ণমানঃ ২৫
==================================================
[প্রতি প্রশ্নের মান সমান]
১। সংগীত কাকে বল?
২। সংগীতের সাতটি স্বরের সংক্ষিপ্ত নাম বল।
৩। প্রাথমিক স্বরের নির্বাচিত গানে কয়টি তাল ব্যবহার করা হয়?
৪। গানের কয়টি অংশ ও কী কী?
৫। তিনজন সংগীত সাধকের নাম বল।

---------------- সরকারি প্রাথমিক বিদ্যালয়, -------- সদর
বার্ষিক পরীক্ষা- ২০১৯
বিষয়ঃ সংগীত     শ্রেণিঃ ৪র্থ    সময় ১ ঘণ্টা     পূর্ণমানঃ ২৫
==================================================
[প্রতি প্রশ্নের মান সমান]
১। প্রাথমিক স্তরের নির্বাচিত গানে কী কী তাল ব্যবহার করা হয়?
২। জাতীয় সংগীত কোন লয়ের কোন তালের কয় মাত্রায় নিবদ্ধ?
৩। জাতীয সংগীত গাইবার সময় কোন কোন উচ্চারণ করার  দিকে খেয়াল রাখতে হবে?
৪। শহিদ দিবসের গানটির কথা ও সুর কার?
৫। চারটি বাদ্যযন্ত্রের নাম বল।


প্রথম শ্রেনি সংগীত প্রশ্ন দ্বিতীয় শ্রেণি সংগীত প্রশ্ন তৃতীয় শ্রেণি সংগীত প্রশ্ন চতুর্থ শ্রেণি সংগীত প্রশ্ন ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন