সরকারি এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ছুটির একটি তালিকা অনলাইনে পাওয়া যাচ্ছে। অনেক নিউজ সাইট বলছে তারা বিশেষ সূত্রে এটি পেয়েছেন যদিও সরকারি এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ছুটির এই তালিকাটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অথবা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কোন ওয়েবসাইটেই প্রকাশ পাইনি।
যদি ধরে নেওয়া হয় এটিই ২০২০ সালের সরকারি এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ছুটির তালিকা তাহলে ছুটির যে বেশি/কম হবে তা নিচে আলোচনা করা হলো
যে ছুটিগুলো বাড়বে
ছুটির
নাম
|
আগে
ছিল
|
এখন
হয়েছে
|
গ্রীস্মকালীন অবকাশ
|
৩
|
৭
|
পবিত্র ঈদ-উল আযহা
|
৫
|
৭
|
শ্রী শ্রী দূর্গাপূজা(বিজয়া
দশমী)
|
৩
|
৭
|
যিশু খ্রিষ্টের জন্মদিন(বড়দিন)ও
শীতকালীন অবকাশ
|
৫
|
১০
|
এবার দেখে নেওয়া যাক গত বছর কোন ছুটিগুলো শুক্রবার ছিল এবার নাই অথবা এবার শুক্রবারে পড়েছে যা গতবার শুক্রবারে ছিলোনা
২০১৯
সালে যে ছুটিগুলো শুক্রবারে ছিল
|
ছুটির
পরিমাণ
|
শুভ জন্মাষ্টামী
|
০০
|
মধু পূর্ণিমা
|
০০
|
২০২০
সালে যে ছুটিগুলো শুক্রবারে পড়েছে
|
ছুটির
পরিমাণ
|
শহিদ দিবস
|
০০
|
শ্রী শ্রী শিবরাত্রী ব্রত
|
০০
|
হিজরী নববর্ষ
|
০০
|
ঈদ-ই-মিলাদুন্নবী(সা)
|
০০
|
শ্রী শ্রী লক্ষীপূজা
|
০০
|
ফাতেহা-ই-ইয়াজদাহম
|
০০
|
অর্থাৎ ২০১৯ সালের ৭৫ দিন থেকে এবারের ৬টি শুক্রবার বাদ দিলে হয় ৬৯ দিন
এবং ২০১৯ সালের দুটি শুক্রবার এবার ধরলে মোট হয় ৬৯+২=৭১
গত বছর শব-ই-বরাত ও স্টার সানডে মিলে ১দিন ছুটি ছিল যেখানে ২০২০ সালে তা ২দিন আলাদা ছুটি হয়েছে। তাহলে হল ৭০ দিন
সব মিলিয়ে ৮৫ দিন।
সরকারি এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ছুটির তালিকা
Tags:
প্রাথমিকের খবর