ডিসেম্বর মাসিক মিটিং এর নির্দেশনাসমূহ


ডিসেম্বর মাসিক মিটিং অনুষ্ঠিত হয় ৯/১২/২০১৯ (উপজেলা ভিত্তিক ভিন্ন তারিখ)। ডিসেম্বর মাসিক মিটিং এ কর্মকর্তা কর্তৃক যে নির্দেশনাগুলো দেওয়া হয় তা নিয়ে আলোচনা করা হল।

  • বাংলা/ইংরেজি/গণিত পশিক্ষণে যারা পশিক্ষণ নিতে চাই তাদের তালিকা প্রস্তুতকরতে হবে।
  • ১৮/১২/২০১৯ তারিখ থেকে সাব-ক্লাস্টার ট্রেনিং শুরু হবে।
  • আন্ত-বিদ্যালয় ক্রিড়া প্রতিযোগিতা শুরু হবে।
বিদ্যালয় পর্যায়ে (১০-থেকে ১৩/১২/২০১৯ইং)
ইউনিয়ন পর্যায়ে (১৪-থেকে ১৬/১২/২০১৯ইং)
উপজেলা পর্যায়ে (১৭-থেকে ১৯/১২/২০১৯ইং)
জেলা পর্যায়ে (২০-থেকে ২২/১২/২০১৯ইং)
বিভাগিয় পর্যায়ে (২৩-থেকে ২৬/১২/২০১৯ইং)
ক্রিড়া প্রতিযোগিতার বিস্তারিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইটে পাওয়া যাবে। এবং ক্রিড়া প্রতিযোগিতার চিঠি উপজেলা অফিস থেকে গ্রহণ করতে হবে।

  • মহান বিজয় দিবস ২০১৯ উপলক্ষে বইপড়া, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা বিদ্যালয় পর্যায়ে করতে হবে।

রচনা হবে ১০০০ শব্দের, এবং চিত্রাঙ্কন( ৭ বছর থেকে ১২ বছর পর্যন্ত)
১৭/১২/১৯ শিল্পকলায় বিদ্যালয় পর্যায়ের বিজয়ী প্রতিযোগিদের প্রতিযোগিতা হবে।


  • ক্লাস রুটিন ০১/০১/২০ ইং তারিখ এর মধ্যে অনুমোদন করতে হবে।
  •  স্লিপের টাকা দিয়ে প্রত্যেক শিশুকে ১টি করে ওয়ানডে ওয়ান ওয়ার্ড খাতা কিনতে হবে। প্রত্যেক শিক্ষকের জন্য এবং প্রধান শিক্ষকের জন্যও একটি কিনতে হবে।
  • স্লিপ বরাদ্দ হয়ে গেছে। পরিকল্পনা তৈরি করতে হবে। (একটি বিদ্যালয়ে রাখতে হবে  এবং আরেকটি শিক্ষা অফিসে জমা দিতে হবে)
  • ৫টি বিদ্যালয়ের কাব ড্রেস নিশ্চিত করতে হবে।
  • ১ সপ্তাহের মধ্যে আগের স্লিপের টাকা খরচ করতে হবে।
  • বিদ্যালয়ের বুক কর্ণারে বঙ্গবন্ধু ও বঙ্গমাতার ছবি থাকতে হবে।
  • ম্যানেজিং কমিটি গঠন করতে হবে। ( অভিভাবক  এসএসসি ও সভাপতি বিএ পাশ হবে)
  • ম্যানিজিং কমিটির ভোটার তালিকা করতে হবে।
  • শিক্ষা ভাতার তালিকা তৈরি করতে হবে।
  • বই উৎসব ০১/০১/২০২০ তরিখে করতে হবে।
  • উপবৃত্তির চাহিদা অক্টো-ডিসেম্বর আগামী ১২/১২/১৯ তারিখের মধ্যে দিতে হবে।
  • উপবৃত্তি অনুমোদন করতে হবে।
  • ভর্তি রেজিস্টার অনুমোদন করতে হবে।
  • নতুন বই সেলাই ও মলাট লাগাতে হবে।
  • ৩মাসের আনুষঙ্গিক খরচ কন্টিডেন্সির নিকট দাখিল করতে হবে। এবং ১৯ তারিখ এর মধ্যে জমা দিতে হবে।
  • বিজয় ফুলের ভাওচার (মেলা, পুরষ্কার, সার্টিফিকেট) জমা ‍দিতে হবে।
  • ফূল কাব ড্রেস পরে ১৬ ডিসেম্বর যেতে হবে।
  • ফেজবুকে সরকারের বিরুদ্ধে কোন কমেন্ট করা যাবে না।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন