ডিপিএড বাংলাদেশ ও বিশ্বপরিচয় (শিক্ষণবিজ্ঞান) সাজেশনটি ডিপিএড পরীক্ষার্থীরা অনুসরণ করতে পারেন।
ডিপিএড এর সাজেশন, প্রশ্ন সমাধান সহ অন্যান্য সকল কিছু পেতে এই সাইটের ফেজবুক পেজে লাইক দিয়ে রাখুন।
ডিপিএড এর সাজেশন, প্রশ্ন সমাধান সহ অন্যান্য সকল কিছু পেতে এই সাইটের ফেজবুক পেজে লাইক দিয়ে রাখুন।
বাংলাদেশ ও বিশ্বপরিচয় (শিক্ষণবিজ্ঞান)
রচনামূলক
১। বাংলাদেশ ও বিশ্বপরিচয় শিখন শেখানো লক্ষ উদ্দেশ্য লিখুন। ডিপিএড ২০১৩, পৃ: ১০৩
২। শিক্ষক,আদর্শ,অনুকরণ ও অনুসরণযোগ্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় শিক্ষণের জন্য শিক্ষককে কতগুলো বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী হতে হয়। বাংলাদেশ ও বিশ্বপরিচয় শিক্ষণে শিক্ষকের প্রযোজনীয় এসন বৈশিষ্ট্যগুলো লিখুন। ডিপিএড ২০১৭, পৃ: ১০৩
৩। একজন শিক্ষক হিসেবে আপনি বাংলাদশে ও বিশ্বপরিচয় বিষয়টির শিখন শেখানো কাজ কীভাবে ভালোভাবে কার্যকর করবেন? যুক্তি সহকারে আপনার মতামত ব্যক্ত করুন। ডিপিএড ২০১৫, পৃ: ১০৫
৪। গঠনবাদ বলতে কী বোঝায়? গঠনবাদের প্রয়োগ কৌশল ব্যাখ্যা করুন। পৃ: ১১৪
৫। Albert Bandura এর সামাজিক শিখন তত্ত্বের বর্ণনা দিন। পৃ: ১১৬
৬। বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের শিক্ষক হিসেবে আপনি কিভাবে বহুমুখী বুদ্ধিমত্তার তত্ত্বের প্রয়োগ করবেন। ডিপিএড ২০১৪, পৃ: ১১৭
৭। শিশুর শিখন ও আচরণ তরি পরিবেশ দ্বারা নির্ধারিত হয়” --কথাটি পরিবেশবদী তত্বের আলোকে ব্যাখ্যা করুন। ডিপিএড ২০১৪, পৃ: ১২০
৮। শিখনশৈলী কী? শিশুর শেখার উপায়কে কয় ভাগে ভাগ করা হয় ও কী কী? বর্ণনা করুন। ডিপিএড ২০১৩, পৃ: ১২৩
৯। বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে বিভিন্ন শিখনশৈলী সম্পন্ন শিক্ষার্থীদের বৈশিষ্ট্য লিখুন। পৃ: ১২৪
১০। শিখন প্রতিবন্ধকতা কী? এর ক্ষেত্রগুলো চিহ্নিত করুন। আপনি এই প্রতিবন্ধকতা দুর করে কীভাবে শিখন শেখানো কার্যক্রম পরিচালনা করবেন লিখুন। ডিপিএড ে২০১৩, পৃ: ১২৫
১১। ব্যক্তিগত শিখন কী? ব্যাক্তিগত শিখনের প্রয়োজনীয়তা কতটুকু? কীভাবে শিক্ষার্থীদেরকে ব্যক্তিগত শিখনে উৎসাহিত করা যায়? উদাহরণসহ ব্যাখ্যা করুন। ডিপিএড ২০১৪, পৃ: ১২৮
১২। পাঠ পরিকল্পনা কী? পাঠ পরিকল্পনার ধাপগুলো উল্লেখ করে েএর গুরুত্ব বর্ণনা করুন। ডিপিএড ২০১৪, পৃ: ১৩৩
১৩। পাঠ পরিকল্পনা কী? শ্রেণি উল্লেখপূর্বক শিক্ষার্থীদের শিখন চাহিদার ভিন্নতা বিবেচনা করে বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের যে কোন বিষয়বস্তুর উপর একটি পাঠ পরিকল্পনা লেখার কৌশল লিখুন। ডিডিএড ২০১৫, পৃ: ১৩৪
১৪। “বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা” এর ওপর শ্রেণি উল্লেখপূর্বক একটি পাঠ পরিকল্পনা তৈরি করুন। ডিপিএড ২০১৫, পৃ: ১৩৫
১৫। শ্রেণি উল্লেখপূর্বক “ গণতাত্রিক মনোভাব” এর ওপর একটি পাঠ পরিকল্পনা তৈরি করুন। ডিপিএড ২০১৫, পৃ: ১৩৬
১৬। বাংলাদশ ও বিশ্বপরিচয় বিষয়ের ৩য়-৫ম শ্রেণির যেকোন একটি বিষয়বস্তুর উপর পাঠ নিয়ে একটি পাঠ পরিকল্পনা তৈরি করুন। ডিপিএড ২০১৩, পৃ: ১৩৯
১৭। শিখন কী? শিক্ষার্থীদের শিখনকে ফলপ্রসু ও টেকসই করার লক্ষে আপনি দৈনন্দিন শিখন শেখানো কার্যক্রমে যে সকল পদক্ষেপ গ্রহণ করেন তা উদাহরণসহ বর্ণনা করুন। ডিপিএড ২০১৪, পৃ: ১৪৫
১৮। শিক্ষণ এর সংজ্ঞা দিন। শিক্ষার্থীদের শিখনকে কার্যকর ও দীর্ঘস্থায়ী করার জন্য আপনার প্রাত্যহিত শিখন-শেখানো প্রক্রিয়া উদাহরণসহ লিখুন। ডিপিএড ২০১৬, পৃ: ১৪৬
বাংলাদেশ ও বিশ্বপরিচয় (শিক্ষণবিজ্ঞান)
সংক্ষিপ্ত প্রশ্ন
১। বাংলাদশ ও বিশ্বপরিচয় বিষয়টি শিক্ষনের চারটি উপাদানের নাম লিখুন। ডিপিএড ২০১৩, পৃ: ১০৫
২। প্রাথমিক স্তরে বাংলাদেশ ও বিশ্বপরিচয় শিক্ষণের উদ্দেশ্যের একটি চার্ট তৈরি করুন। ডিপিএড ২০১৩, পৃ: ১০৬
৩। জাতীয় শিক্ষানীতি ২০১০ এর মূল উদ্দেশ্যগুলো উল্লেখ করুন। পৃ: ১০৬
৪। প্রাক প্রাথমিক শিক্ষার শিখন ক্ষেত্র কয়টি ও কী কী? ডিপিএড ২০১৪, পৃ: ১০৭
৫। শিক্ষকের জীবনে পেডাগোজিকাল কনটেন্টনলেজ প্রয়োজন কেন? ডিপিএড ২০১৪, পৃ: ১০৭
৬। শিখনফল কী? একজন শিক্ষকের প্রতিদিনের পাঠের শিখনফল জানা জরুরী কেন? ডিপিএড ২০১৬, পৃ: ১১১
৭। প্রাথমিক স্তরের শিক্ষাক্রমের ধাপসমূহ রেখাচিত্র লিখুন। ডিপিএড ২০১৭, পৃ: ১১২
৮। যোগ্যতাকে শ্রেণিভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতার বিভাজনের কারণ কী? ডিপিএড ২০১৫, পৃ: ১১৩
৯। বাংলাদেশ ও বিশ্বপরিচয় শিক্ষক কেন সাংস্কৃতিক বান্ধব হবে? ডিপিএড ২০১৫, পৃ: ১২২
১০। শিক্ষার্থদের ব্যক্তিগত শিখনে উৎসাাহিত করতে আপনি কী পন্থা অবলম্বন করবেন? ব্যাখ্যা করুন। ডিপিএড ২০১৩,২০১৫, পৃ: ১৩০
১১। শিক্ষার্থীর শিখনের উপায় ই হলো শিখন শৈলী। শিখনশৈলী শিক্ষার্থীভেদে ভিন্নতার দাবী রাঝে। এ ভিন্ন ভিন্ন শিখনশৈলী কী কী লিখুন। ডিপিএড ২০১৭, পৃ: ১৩১
১২। সুষ্ঠ শিখন শেখানো কার্যবলির পরিচালনায় পাঠ পরিকল্পনার গুরুত্ব লিপিবদ্ধ করুন। ডিপিএড ২০১৩, পৃ: ১৩৮
১৩। ফলপূসু শিখনের জন্য উপকরণ ব্যবহারের যৌক্তিকতা আলোচনা করুন। ডিপিএড ২০১৪, পৃ: ১৩৯
১৪। বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের বেসলাইন মূল্যায়নের নিয়মাবলি লিখুন। পৃ: ১৩৯
১৫। পাঠ পরিকল্পনার লক্ষনীয় দিকস ূহ কী কী ধাপসমূহ উল্লেখ করুন। ডিপিএড ২০১৭, পৃ; ১৪
১৬। সোস্যল স্টাডিজ বিষয়ের শিখন-শেখানো প্রধান লক্ষ্য উদ্দেশ্যাবলী চিহ্নিত করুন। ডিপিএড ২০১৫, পৃ: ১৪৭
১৭। একীভূত শিক্ষার ধারণার আলোকে শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা কেমন হওয়া প্রয়োজন? ডিপিএড ২০১৪, পৃ: ১৪৭
১৮। শিখন-শেখানোর প্রস্তুতিকালে সময় ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করুন। ডিপিএড ২০১৩, পৃ: ১৪৮
১৯। ফলপ্রসূ শিখনে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের চাহিদা পূরণে আপনার করণীয় কী? ডিপিএড ২০১৩, পৃ: ১৪৮
ডিপিএড বাংলাদেশ ও বিশ্বপরিচয় (শিক্ষণবিজ্ঞান) সাজেশন (DPEd ba o bi pk suggestion) টি ডিপিএড পরীক্ষার্থীরা মনোযোগ সহকারে ফলো করলে পরীক্ষায় ভালো করা সম্ভব।
প্রাথমিকের যে কোনো বিষয় সম্পর্কে জানতে ও ডিপিএড এর সাজেশন, প্রশ্ন সমাধান সহ অন্যান্য সকল কিছু পেতে এই সাইটের ফেজবুক পেজে লাইক দিয়ে রাখুন।
Tags:
ডিপিএড সাজেশন
English suggestion
উত্তরমুছুন