৩। ক) ধ্বনি সৃষ্টির মূল কেন্দ্র কোনটি?
জিহ্বা/কণ্ঠ/ফুসফুস/মুখগহব্বর।
খ) উপসর্গযোগে নিচের কোন শব্দ গঠিত হয়?
মৌলিক শব্দ/সংস্কৃত শব্দ/সাধিত শব্দ/দেশি শব্দ।
গ) পড়ার মূল উদ্দেশ্য কোনটি?
উচ্চারণ/বোধগম্যতা/বানান সচেতনতা/ধ্বনি সচেতনতা।
ঘ) বলা দক্ষতা উন্নয়নের জন্য শিক্ষার্থীরা নিচের কোন কাজটির অনুশীলন করেন?
আবৃত্তি শোনা/কথোপকথন/নির্দেশনা অনুসরণ/শ্রুতি লিখন।
ঙ) শিশুর প্রথম উচ্চারিত ধ্বনি কোনটি?
স-সংশ্লিষ্ট/ব-সংশ্লিষ্ট/ম-সংশ্লিষ্ট/আ-সংশ্লিষ্ট।
চ) ’বর্তমান বিশ্ব এবং তার রাজনৈতিক গতি-প্রকৃতি বোঝা’ কোন ধরনের সাক্ষরতা?
প্রযুক্তি সাক্ষরতা/বিশ্বায়ন সাক্ষরতা/তথ্য সাক্ষরতা/ সংস্কৃতিক সাক্ষরতা।
ছ) ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?
ধ্বনি/বর্ণ/বাক্য/ শব্দ।
জ) ব্যাকরণ শেখার জন্য খুবই কার্যকর কৌশল হচ্ছে-
বিচ্ছিন্ন কৌশল/নিবিষ্ট কৌশল/প্রথিত কৌশল/নিয়ন্ত্রিত কৌশল।
ঝ) একজন ব্যক্তির দরকারের সময় প্রয়োজনীয় তথ্যটি সংগ্রহ ও ব্যবহার করার যোগ্যতাকে বলা হয়-
কার্যক্ষম সাক্ষরতা/সাংস্কৃতিক সাক্ষরতা/তথ্য সাক্ষরতা/গণমাধ্যম সাক্ষরতা।
ঞ) শিশু বিমূর্ত ধ্বনিকে মূর্ত করে তোলে কোন দক্ষতার মাধ্যমে?
শোনা দক্ষতা/ বলা দক্ষতা/পড়া দক্ষতা/ লেখা দক্ষতা।
বাংলা(শিক্ষণবিজ্ঞান ২য় শিফট) প্রশ্ন সামধান
ক)বাতাবি লেবু
খ) দ্বিতীয় শ্রেণি
গ) তিন ভাগ
ঘ) পদ্মফুল
ঙ) ছোট গল্প
চ) জিভ দিয়ে চাটা
ছ) অন্নাপূর্ণা
জ) ছোট গল্পের
ঝ) তিন যুগে
ঞ) কাব্য
Tags:
ডিপিএড প্রশ্ন সমাধান