ডিপিএড বাংলা (এসকে)প্রশ্ন সমাধান ২০১৯
৩। ক) হলুদ সরষে ক্ষেত কোন ঋতুর পরিচায়ক?
শরৎ/হেমন্ত/শীত/বসন্ত
উত্তর: শীত
খ) ভোরের পাখি কোন কবির উপাধি?
বিহারীলাল/বিষ্ণুদে/আলাওল/ঈশ্বরচন্দ্র গুপ্ত।
উত্তর: বিহারীলাল
গ) ‘দুরের পাল্লা’ কবিতাটি কোন ছন্দে রচিত?
মাত্রাবৃত্ত/স্বরবৃত্ত/অক্ষরবৃত্ত/গদ্যছন্দ।
উত্তর: স্বরবৃত্ত
ঘ) নাটকের জন্য অপরিহার্য বিষয় কোনটি?
ছন্দ/উপমা/সংলাপ/ছন্দ ও উপমা।
উত্তর: সংলাপ
ঙ) কওম শব্দের অর্থ কী?
পেশা/ নেতা/ফকির/জাতি।
উত্তর: জাতি
চ) কোনটি রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা নয়?
সুলতানার স্বপ্ন/পদ্মরাগ/ক্ষণিকা/মতিচুর।
উত্তর: ক্ষণিকা
ছ) ‘শেষের কবিতা’ রবীন্দ্রনাথ ঠাকুরের-
কবিতা/নাটক/প্রবন্ধ/উপন্যাস।
উত্তর: উপন্যাস
জ) প্রকৃষ্ট বন্ধন অনুসরণ করে গদ্যরীতিতে রচিত মননশীল রচনাকে কী বলে?
ছোটগল্প/ছড়া/প্রবন্ধ/কবিতা।
উত্তর: প্রবন্ধ
’চিড়িয়াখানার খবর’ ছড়াটি লিখেছেন--
উপেন্দ্রকিশোর রায় চৌধুরী/ অন্নদাশংকর/কাজী নজরুল ইসলাম/সুকুমার রায়।
উত্তর: অন্নদাশঙ্কর
ঞ) ‘বাংলাদেশ স্বপ্নদ্যাখে’ বইটি লিখেছেন--
জসীম উদ্দীন/ শামসুর রহমান/ বন্দে আলী মিয়া/ রবীন্দ্রনাথ ঠাকুর।
উত্তর: শামসুর রাহমান
ডিপিএডের সব সাজেশন ও প্রশ্ন সামধান পেতে আমাদের ফেজবুক পেজে লাইক দিয়ে এই সাইটের সাথেই থাকুন।
Tags:
ডিপিএড প্রশ্ন সমাধান