ডিপিএড গণিত(শিক্ষণবিজ্ঞান) বহুনির্বচনী dped math(pk) mcq with solution

ডিপিএড গণিত(শিক্ষণবিজ্ঞান) বহুনির্বচনী dped math(pk) mcq with solution

ডিপিএড শিক্ষার্থীদের গণিত শিক্ষণবিজ্ঞান এর উপর কিছু টিপস। (শিক্ষণবিজ্ঞান এ যে প্রশ্ন গুলো প্রতিবছর থাকে)

  • ডোমেইন সম্পর্কিত একটি প্রশ্ন
  • শিশুর বয়সসীমা বা স্তর অনুযায়ী বয়স
  • কোন ভগ্নাংশটি ছোট কিংবা বড়
  • ভগ্নাংশকে শতকরাং প্রাকশ
  • মৌলিক সংখ্যা সম্পর্কিত
প্রথমে কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন দেওয়া হল। তারপর নিচে বিগত সালের প্রশ্ন ‍গুলো দেওয়া হলো।



১। সামষ্টিক মূল্যায়ন কখন করা হয়?
শিখনের আগে/শিখনের পরে/শিখনের সময়/সব সময়

২। গাঠনিক মূল্যায়নের সময় কখন?
শিখনের পরে/ শিখনের আগে/শিখনের সময়/মাস শেষে
৩। পারদর্শিতাভিত্তিক মূল্যায়ন? (ডিপিএড ২০১৭)
মৌখিক উপস্থাপন/শূন্যস্থান পূরণ/সত্য-মিথ্যা/সারবচিন্তা
৪। সামষ্টিক মূল্যায়নে শিক্ষকের ভূমিকা কিরুপ?
নিয়ন্ত্রণকারী/সহায়তাকারী/গ্রহণকারী/নিয়ন্ত্রণহীন
৫। মানসম্মত শিক্ষণচক্র --সোপানবিশিষ্ট।
তিন/দুই/চার/এক।
৬। মানসম্মত শিক্ষণচক্রের উদ্দেশ্য ----নিশ্চিত করা।
গণিত শেখানো/শিক্ষার্থীদের মনোযোগ/টেকসই বা স্থায়ী শিখন/মূল্যায়ন।
৭। মানম্মত শিক্ষণচক্রের প্রথম ধাপ হলো
পরিকল্পনা /বাস্তবায়ন/মূল্যায়ন/কোনটিয় নয়।
৮। মানসম্মত শিখনচক্রের তৃতীয় ধাপ হল
পরিকল্পনা /বাস্তবায়ন/মূল্যায়ন/কোনটিয় নয়।
৯। মাইক্রোটিচিং পদ্ধতিতে প্রতি দরে সাধারণত কতজন থাকে?
 ১০-১৫/২০-২৫/৩০-৪৫/৫৫-৬০
১০। মাইক্রোটিচিং পদ্ধতিতে প্রতি প্রশিক্ষার্ণীর কত মিনিট সময় দেয়া হয়?
১-২/৩-৫/৫-১০/১০-১৫
১১। প্রতিফলন অনুশীলনের কৌশল কয়টি? (ডিপিএড ২০১৬)
১টি/২টি/৩টি/৪টি/
১২। প্রত্যক্ষনের প্রধান দিক হল
পর্যবেক্ষণ/সাক্ষাৎকার/নমুনায়ন/মৌখিক প্রশ্ন
১৩। বেঞ্চামিন ব্রুমস এর টেকো্নমি অন এডুকেশন অনুযায়ী চিন্তন দক্ষতাকে কয়টি স্তরে ভাগ করা হয়েছে?
৫//৩/২
১৪। মাইক্রোটিচিং পদ্ধতির প্রচলন ধটে কত সালে
১৯৫৫/১৯৬০/১৯৫৪/১৯৮০
১৫। দুইটি রাশির তুলনা কোন শব্দটি ব্যবহার করা হয়?
ভগ্নাংশ/অনুপাত/শতকরা/সমহর।
১৬। শতকরা একটি?
ভগ্নাংশ/স্বাভাবিক সংখ্যা/ঐকিক নিয়ম/জটিল বিষয়
১৭। শতকরা ১২ টাকা হার মুনাফায় ৩ বছরের মুনাফ কত?
৬৩/৩৬/৩৬০/১৩৬
১৮।  ৩/৪ কে শতকরায় প্রকাশ করলে কোনটি হবে?
৭৫%/৮০%/২৫%/২০%
১৯। ৪৫% কে শতকরায় প্রকাশ করলে হবে? (ডিপিএড ২০১৬)
৩/১০০, ৯/২০, ১/১৫, ৩/১০
২০। বারগ্রাফ হল এক প্রকার --(ডিপিএড ২০১৬)
ভগ্নাংশ/পাইচিত্র/লেখচিত্র/বৃত্তলেখ
২১। গণিত শিক্ষার উদ্দেশ্য প্রধানত কত প্রকার?
২//৪/৫
২২। নিচের কোন বিষয়গুলো ক্ষেত্রে গণিত অপরিহার্য
গবেষণা ওপরিসংখ্যান/সৌন্দর্য বিকাশে/ নৈতিকও আধ্যাতিক মূল্যাবোধ সৃষ্টিতে/সবগুলো
২৩। গণিতকে বর্তমান সভ্যতার কী বলা হয়?
হৃৎপিণ্ড/মাথা/মেরুদণ্ড/চোখ।
২৪। গণিত বিষয়ের প্রান্তিক যোগ্যতার সংখ্যা কয়টি? (ডিপিএড ২০১৬)
৩০টি/২৯টি/১৩টি/২টি
২৫। প্রাথমিক শিক্ষার কত নম্বর উদ্দেশ্যটি গণিত শিক্ষার সাথে সম্পৃক্ত?
৪নং/৫নং/৬ং/১১নং
২৬। উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণ কোন ডোমেইনের অন্তর্ভুক্ত (ডিপিএড২০১৬)
সংখ্যা ও গণনা/জ্যামিতি ও পরিমাপ/পরিমাণবাচক সম্পর্ক/সংখ্যা ও পরিমাণ
২৭। শতকরা এর অর্থ ও ব্যবহার গণিতের কোন ডোমেইনের অন্তর্ভূক্ত? (ডিপিএড ২০১৭)
সংখ্যা ও গণনা/জ্যামিতি ও পরিমাপ/পরিমাণবাচক সম্পর্ক/সংখ্যা ও পরিমাণ
২৮। লসাগু ও গসাগু কোন ডেমেইনের অন্তর্ভূক্ত? (ডিপিএড ২০১৫)
সংখ্যা ও গণনা/জ্যামিতি ও পরিমাপ/পরিমাণবাচক সম্পর্ক/সংখ্যা ও পরিমাণ
২৯। একটি চিত্র বা ছবি কত শব্দের সমতুল্য (ডিপিএডে ২০১৫,২০১৭)
১০সহস্র/২০সহস্র/৩০সহস্র/১০০ সহস্র
৩০। ডোনাল্ড কত সালে প্রতিফলন অনুশীলন সম্পর্কে মত দেন?
১৯৮৬/১৯৮৭/১৯৯৮/১৯৮৯
৩১। ১ কে ১০ টি সমানভাগে ভাগ করলে প্রতিভাগে কত হবে? (ডিপিএড ২০১৬)
০.০০১/০.১/১.০১/০.০০০১
৩২। জ্যা পিয়াজে কোন দেশের গণিতবিদ?
জার্মানি/ফরাসি/যুক্তরাষ্ট্র/রাশিয়ান
৩৩। শিশুর অঙ্গ সঞ্চালনের স্তর কোনটি? (ডিপিএড ২০১৬)
০-১ বছর/০-২বছর/০-৩বছর/৩-৪ বছর
৩৪। জ্যা পিয়াজের মতবাদ অনুসারে শিশু কোন স্তরে  দুই সেট বস্তুর মধ্যে তুলনা করতে পারে? (ডিপিএড ২০১৫)
অঙ্গ সঞ্চালনস্তরে/ প্রাক সক্রিয়তা স্তরে/বস্তু নিরপেক্ষ চিন্তা সংগঠনি স্তরে/বস্তু নির্ভর সংগঠনি স্তরে
৩৫। কোন স্তরে শিশুরা বস্তুর মিল ও অমিল বুঝতে পারে? (ডিপিএড ২০১৭)
অঙ্গ সঞ্চালনস্তরে/ প্রাক সক্রিয়তা স্তরে/বস্তু নিরপেক্ষ চিন্তা সংগঠনি স্তরে/বস্তু নির্ভর সংগঠনি স্তরে
৩৬। scaffolding কী? (ডিপিএড ২০১৬)
নির্মাণ করা /শিক্ষা দেওয়া/মুখস্ত করা/ সহায়তা করা
৩৭। সামাজিক  গঠনবাদের উদ্ভাবক হলেন
আর্যভট্ট/লেভ ভিগটস্কি/পীথাগোরাস/কার্ল মার্কস
৩৮। গঠনবাদের উদ্ভাবক হলেন
রাশিয়ান/ফরাসি/ভারতিয়/চীনা
৩৯। একটি ফলজ সম্পন্ন স্তর ও সহায়ক কার্য সম্পাদন স্তরের মাধ্যমে ফাকা জায়গাকে বলে?
ZPD/ZDP/DPZ/PDZ
৪০। কোন ধরনের উপলব্ধিকে সূত্র বা কার্যনীতি ব্যবহার করে সমস্যার সমাধান করা হয়?
যান্ত্রিক/তন্ত্রীয়/জ্ঞানমূলক/সম্পর্কমূলক

বিগত সালের ডিপিএড গণিত(শিক্ষণবিজ্ঞান) বহুনির্বচনী dped math(pk) mcq
১। গণিত বিষয়ের প্রান্তিক যোগ্যতার সংখ্যা কয়টি? (ডিপিএড ২০১৩,২০১৬)
ক. ৩টি
খ. ১২পি
গ. ২৯টি
ঘ. ৩০টি
২। ৪৮ এর প্রকৃত গুণনীয়ক কয়টি? (ডিপিএড ২০১৩)
ক) ৬টি
খ) ৭টি
গ) ৮টি
ঘ) ৯টি
৩। ৪/৫ কে শতকরায় প্রকাশ করলে কত হয়? (ডিপিএড ২০১৩,2017)
ক) ৫০%
খ) ৬০%
গ) ৭০%
ঘ) ৮০%
৪। ক্ষেত্রফলের ধারণা গণিতের কোন ডোমেইনের অন্তর্ভূক্ত? (ডিপিএড ২০১৪)
ক) সংখ্যা ও পরিমাপ
খ) সংখ্যা ও এর হিসাব নিকাশ
গ) জ্যামিতি ও পরিমাপ
ঘ) সংখ্যাবাচক সম্পর্ক
৫। শিক্ষার্থীদের গাণিতিক শব্দের সমস্যার ভূলের কারণ নির্ণয়ের জন্য নিউম্যানের এ্যাপ্রোচ কয়টি ধাপ অনুসরণ করা হয়েছে? (ডিপিএড ২০১৪)
ক) ৫টি
খ) ৪টি
গ) ৩টি
ঘ) ২টি
৬। ররুমস টেক্সোনমি অনুযায়ী চিন্তন দক্ষতাকে কয়টি স্তরে বিভক্ত করা হয়েছে? (ডিপিএড ২০১৪)
ক) ৫টি
খ) ৪টি
গ) ৩টি
ঘ) ২টি
৭। বাংলাদেশের প্রাথমিক শিক্ষার উদ্দেশ্যাবলির কত নম্বর উদ্দেশ্যটি গণিত বিষয়ের সাথে সরাসরি সম্পর্কযুক্ত? (ডিপিএড ২০১৪)
ক) ৪নং
খ) ৫নং
গ) ৮নয়
ঘ) ১২নং
৮। শিশুরা বস্তু নিরপেক্ষ পর্যায়ে যুক্তিতর্কের মাধ্যমে শিখতে পারে- (ডিপিএড ২০১৪)
ক) ৫-৬
খ) ৭-৮
গ) ৯-১০
ঘ) ১১- ১২ বৎসর বয়স থেকে
৯। প্রাথমিক স্তরের গণিত বিষয়ের সাথে সংশ্লিষ্ট প্রান্তিক যোগ্যতার সংখ্যা কয়টি? (ডিপিএড ২০১৪)
ক) ২টি
খ) ৩টি
গ) ৫টি
ঘ) ৬টি
১০। গণিতকে বর্তমান সভ্যতার কী বলা হয়? (ডিপিএড ২০১৪)
ক) হৃৎপিন্ড
খ) মাথা
গ) মেরুদণ্ড
ঘ) চোখ
১১। সংযোজন ও বিয়োজনের ভিত্তিতে কী শেখানো হয়? (ডিপিএড ২০১৪)
ক) যোগ-বিয়োগ
খ) গুণ-ভাগ
গ) গুণ
ঘ) ভাগ
১২। নিচের কোন ভগ্নাংশটি বড়? (ডিপিএড ২০১৪)
ক) ২/৫
খ) ৩/৫
গ) ৭/১০
ঘ) ৯/৪০
১৩। ২৮ থেকে ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? (ডিপিএড ২০১৪)
ক) ৩টি
খ) ৪টি
গ) ৫টি
ঘ) ৬টি
১৪। ল.সা.গু ও গসাগু গণিতের কোনডোমেইনের আওতাভুক্ত? (ডিপিএড ২০১৫)
ক) সংখ্যা ও পরিমাপ
খ) সংখ্যা ও এর হিসাব নিকাশ
গ) জ্যামিতি ও পরিমাপ
ঘ) সংখ্যাবাচক সম্পর্ক
১৫। ৬/৮ এবং ৪/৬ ভগ্নাংশটি হল- (ডিপিএড ২০১৫)
ক) ৬/৮=৪/৬
খ) ৬/৮<৪/৬
গ) ৬/৮>৪/৬
ঘ) ৬/৮৪/৬
১৬। ১-২০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?  (ডিপিএড ২০১৫)
ক) ৬টি
খ) ৭টি
গ) ৮টি
ঘ) ৯টি
১৭। ২.৩×২.৮ এর গুণফলের ‘হর’ হচ্ছে? (ডিপিএড ২০১৫)
ক) দশমাংশ
খ) শতাংশ
গ) সহস্রাংশ
ঘ) কোনোটিই নয়
১৮। শিশুরা দীর্ঘক্ষণ মনোযোগ দিতে পারে না কোন বয়সে? (ডিপিএড ২০১৫)
ক) ৩-৫
খ) ৫-৮
গ) ৮-১১
ঘ) ১১-১৪
১৯। ১১/১০ কে শতকরায় প্রকাশ করলে হয়? (ডিপিএড ২০১৫)
ক) ১০%
খ) ১১%
গ) ১১০%
ঘ) ১১০০%
২০। একখন্ড চিত্র কত শব্দের সমতুল্য? (ডিপিএড ২০১৫,২০১৭)
ক) ১০ সহস্র
খ) ২০সহস্র
গ) ৩০ সহস্র
ঘ) ৪০ সহস্র
২১। প্রতিফলন অনুশীলনের কৌশল কয়টি? (ডিপিএড ২০১৫)
ক) ৩টি
খ) ৪টি
গ) ৫টি
ঘ) ৬টি
২২। নিচের কোন ভগ্নাংশটি ছোট? (ডিপিএড ২০১৫)
ক) ৩/৮
খ) ৫/৮
গ) ৭/১০
ঘ) ১৩/৪০
২৩। জ্যা পিঁয়াজের মতবাদ অনুসারে শিশু কোন স্তরে দুই সেট বস্তুর মাধ্যে তুলনা করতে পারে?  (ডিপিএড ২০১৫)
ক) অঙ্গ সঞ্চালন স্তর
খ) প্রাক-সক্রিয়তা স্তর
গ) বস্তুনির্ভর চিন্তা সংগঠনী স্তর
ঘ) বস্তু নিরপেক্ষ চিন্তা সংগঠনী স্তর
২৪। scaffolding ক? (ডিপিএড ২০১৬)
ক) নির্মাণ করা
খ) শিক্ষা দেয়া
গ) মুখস্থ করা
ঘ) সহায়তা করা
২৫। ৪৫% কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে হবে? (ডিপিএড ২০১৬)
ক) ৩/১০০
খ) ৯/২০
গ) ১/১৫
ঘ) ৩/১০
২৬। ৩সেমি দৈর্ঘ্য ও ২সেমি প্রস্থবিশিষ্ট কোনো ১মি বাহুবিশিষ্ট কয়টি ক্ষেত্র রয়েছে? (ডিপিএড ২০১৬)
ক) ৬টি
খ) ৩টি
গ) ২টি
ঘ) ১টি
২৭। কোনো ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ সমান হলে   এটি কী ধরণের ত্রিভূজ? (ডিপিএড ২০১৬)
ক) সমকোণী ত্রিভূজ
খ) স্থুলকোণী ত্রিভূজ
গ) সমবাগু ত্রিভূজ
ঘ) বিষমবাহু ত্রিভূজ
২৮। ‘১’ কে ১০টি সমান ভাগে ভাগ করলে প্রতি ভাগে কত হবে? (ডিপিএড ২০১৬)
ক) ০.০০১
খ) ০.১
গ) ১.০১
ঘ) ০.০০০১
২৯। শিশুর অঙ্গ সঞ্চালন স্তরের বয়সসীমা কত? (ডিপিএড ২০১৬)
ক) ০-১ বছর
খ) ০-২ বছর
গ) ০-৩ বছর
ঘ) ৩-৪ বছর
৩০। উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণ গণিতের কোন ডোমেইনের অন্তর্ভূক্ত? (ডিপিএড ২০১৬)
ক) সংখ্যা ও গণনা
খ) জ্যামিতি ও পরিমাপ
গ) পরিমাপবাচক সম্পর্ক
ঘ) সংখ্যা ও পরিমাপ
৩১। ‘বারগ্রাফ’ হল এক প্রকার? (ডিপিএড ২০১৬)
ক) ভগ্নাংশ
খ) পাইচিত্র
গ) লেখচিত্র
ঘ) বৃত্তলেখ
৩২। প্রক্রিয়াকেন্দ্রিক মূল্যায়নের সাথে সম্পর্কিত? (ডিপিএড ২০১৬)
ক) সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
খ) মিলকরণ
গ) মৌখিক উপস্থাপনা
ঘ) পোর্টফলিও

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন