ডিপিএড (২০১৯-২০২০) শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এখানে ডিপিএড গণিত(বিষয়জ্ঞান) বহুনির্বচনী পরীক্ষা দিতে পারবেন।পরীক্ষা দিয়ে আপনারা যাচাই করতে পারবেন আপনাদের কয়টা ঠিক হলো আর কয়টা ভূল হলো। পরীক্ষা শেষে সাবমিট করার পর ভূল উত্তর গুলো সঠিক উত্তর দেখতে পাবেন। পরীক্ষা দেওয়ার আগে প্রশ্নগুলো পড়ে নেওয়ার জন্য পিডিএফ ফাইল হিসেবে এটা ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড লিংকটি নিচে দেওয়া আছে।
পিডিএফ আকারে বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তরগুলো ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
ডিপিএড গণিত(বিষয়জ্ঞান) বহুনির্বাচনী প্রশ্নগুলো এখান থেকে পড়ে নিতেও পারেন। যা নিচে দেওয়া হলো
১। গণিতের বিষয়বস্তু
সংগঠনের মূলনীতি হবে?
ক) শিশু কেন্দ্রিক
খ) বয়স্ক কেন্দ্রিক
গ) ছাত্র কেন্দ্রিক
ঘ) ছাত্রী কেন্দ্রিক
২। বিভিন্ন দেশে প্রাথমিক স্তরে গণিতের
বিষয়বস্তকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি
৩। গুণনীয়ক ও গণিতক কোন ডোমেইনের অন্তর্ভুক্ত?
ক) সংখ্যা ও গণনা
খ) জ্যামিতি ও পরিমাণ
গ) পরিমাণবাচক সম্পর্ক
ঘ) সংখ্যা পদ্ধতি
৪। চারটি মৌলিক নিয়ম কোন ডোমেইনের অন্তর্ভুক্ত?
ক) সংখ্যা ও গণনা
খ) সংখ্যা
গ) গণনা
ঘ) পরিমাপ
৫। শিখণ ফলপ্রসূ করতে হলে প্রথমেই শিক্ষাককে
দৃষ্টি দিতে হবে?
ক) বিষয়বস্তুর উপর
খ) ফলাফলের উপর
গ) মূল্যায়নের উপর
ঘ) যাচাইয়ের উপর
৬। ত্রিভুজ ও চতুর্ভূজ কোন ডোমেইনের
অন্তর্ভূক্ত?
ক) বীজগণিত
খ) পাটিগণিত
গ) জ্যামিতি ও পরিমাপ
ঘ) পরিমাপ
৭। উপাত্ত সংগ্রহ ও বিন্যাস কোন ডোমেইনের
অন্তর্ভূক্ত?
ক) পরিমাণমবাচক সম্পর্ক
খ) পরিমাপবাচক সম্পর্ক
গ) বস্তুবাচক
ঘ) সংখ্যাবাচক
৮। পরিমাণবাচক সম্পর্ক ডোমেইনের অন্তর্ভূক্ত
কোনটি? (ডিপিএড ২০১৬)
ক) ল.সা.গু
খ) গ.সা.গু
গ) ত্রিভুজ
ঘ) অনুপাত
৯। সমস্যা সমাধানের জন্য কী প্রণয়ন করতে
হয়?
ক) একটি পরিকল্পনা
খ) একটি সমাধান
গ) একটি মূল্যায়ন
ঘ) যাচাই
১০। জর্জ পলিয়ার কোন স্তরে পরিকল্পনা
বাস্তবায়ন করতে হবে?
ক) ২য়
খ) ৩য়
গ) ৪র্থ
ঘ) ৫ম
১১। Eureca শব্দের অর্থ কোনটি?
ক) পেয়েছি
খ) খোজা
গ) আবিষ্কার
ঘ) সমস্যা
১২। মান সংখ্যাকে কী
বলে?
ক) cardinal
number
খ) ordinal number
গ) natural number
ঘ) real number
১৩। আবিষ্কার পদ্ধাতিতে
প্রশ্নের আকার কী হবে না?
ক) খুব বেশি
খ) খুব বেশি নয়
গ) খুব কম
ঘ) কম
১৪। √-২
কোন ধরনের সংখ্যা
ক) মূলদ
খ) বাস্তব
গ) কাল্পনিক সংখ্যা
ঘ) অমূলদ সংখ্যা
১৫। মূলদ সংখ্যা ও অমূলদ
সংখ্যাকে একত্রে কি সংখ্যা বলে?
ক) বাস্তব সংখ্যা
খ) অবাস্তব সংখ্যা
গ) কাল্পনিক সংখ্যা
ঘ) অমূলদ সংখ্যা
১৬। অভিব্যক্তি ও উত্তর
এক হলেও বাদ দেয়া, তুলনা করা ও পার্থক্য করা এর কয়টি অর্থ রয়েছে?
ক) ৩টি
খ) ৪টি
গ) ৫টি
ঘ) ৬টি
১৭। একক পরিমাণ বের
করতে হলে কী হবে?
ক) বণ্টনের ভাগ
খ) পরিমাণ ভাগ
গ) পার্থক্য করা
ঘ) তুলনা করা
১৮। (ক+খ)+গ=ক+(খ+গ)
এটি কোন বিধি?
ক) বিনিময় বিধি
খ) সংযোগ বিধি
গ) বণ্টন বিধি
ঘ) বণ্টন ও সংযোগ
১৯। ভাগ পক্রিয়ায় ভাজ্য
ও ভাজকের স্থান পরিবর্তন করলে ফলাফর
ক) পরিবর্তিত হয়
খ) পরিবর্তিত হয় না
গ) উভয়টি
ঘ) কোনটি নয়
২০। অনুক্রমের একটি
বিয়ম হলো
ক) গণনা
খ) সূচনা
গ) বর্ণনা
ঘ) বলা
২১। প্রাথমিক চার নিয়মে
শেষের আগে হিসাব করা হয়?
ক) বিয়োগ
খ) যোগ ও বিয়োগ
গ) যোগ
ঘ) গুণ
২২। আজকে শুক্রবার হলে
৫১ দিন পর হবে?
ক) শনিবার
খ) রবিবার
গ) সোমবার
ঘ) মঙ্গলবার
২৩। একটি সংখ্যা অন্যটির
গুণিতক হলে বড়টি হবে তাদের
ক) লসাগু
খ) গসাগু
খ) গুণফল
ঘ) ভাগফল
২৪। প্রত্যেকটি সংখ্যা
পরস্পর মৌলিক হরে তাদের লসাগু হবে সংখ্যাগুলোর
ক) ভাগফল
খ) গুণফল
গ) গসাগু
ঘ) বিয়োগফল
২৫। গসাগু নির্ণয়ের
পদ্ধতি কয়টি?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি
২৬। ১ ব্যতীত অন্য মৌলিক
সংখ্যার কয়টি গুণনীয়ক থাকে?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি
২৭। ইউক্লিডিয় পদ্ধতিতে
নিঃশেষে বিভাজ্যের শেষ ধাপের কী হবে সংখ্যা দুইটি গসাগু
ক) ভাজক
ক) ভাজক
খ) ভাজ্য
গ) ভাগফল
ঘ) ভাগশেষ
২৮। অনুপাত প্রকাশ করা
ভগ্নাংশকে কী ভগ্নাংশ বলে?
ক) সমানুপাতিক
খ) আনুপাতিক
গ) সমতুল
ঘ) মিশ্র
২৯। একই সংখ্যার আকারে
গঠিত ভগ্নাংশকে কোন ভগ্নাংশ বলা হয়?
ক) অসমতুল
খ) সমতুল
গ) অপকৃত
ঘ) মিশ্র
৩০। একাধিক ভগ্নাংশের
ভিন্ন ভিন্ন হর থাকলে যোগ করতে হয়?
ক) রুপান্তর করে
খ) যোগ করে
গ) বিয়োগ করে
ঘ) ভাগ করে।
৩১। একটি পূর্ণ সংখ্যা ও অপরটি ভগ্নাংশ হলে পূর্ণ সংখ্যাটি কিসের সাথে
গুণ করতে হবে?
ক) হরের
খ) লবের
গ) উভয়ের
ঘ) লব হর দুটার সাথেই
৩২। সারাবিশ্বে কত মেট্রিক
পদ্ধতিতে হিসাব নিকাশ চালু আছে?
ক) শূন্য ভিত্তিক
খ) দশ ভিত্তিক
গ) একশ ভিত্তিক
ঘ) হাজার ভিত্তিক
৩৩। দশমাংশ কোন ভগ্নাংশের
স্থানীয় মান?
ক) দশমিক
খ) দশমিকনয়
গ) দশভিত্তিক
গ) শতাংশ
৩৪। সবগুলো মান না
বসিয়ে কাছাকাছি একটি মান বসিয়ে কোন মান ধরা হয়?
ক) আসন্ন
খ) স্থানীয় মান
গ) দশমাংশ
ঘ) পুন:পুণিক
৩৫। ১/৩ এর অর্থ কী?
ক) ১ভাগের ৩ভাগ
খ) ৩ভাগের ১ ভাগ
গ) ৩ ভাগের ৩ ভাগ
ঘ) ৩ ভাগের ৪ ভাগ
৩৬। ভাগ প্রক্রিয়া দশমিকের
পর একই সংখ্যা বার বার আসলে তাকে কী বলে?
ক) অনাবৃত সংখ্যা
খ) আবৃত সংখ্যা
গ) মূলদ সংখ্যা
ঘ) অমূলদ সংখ্যা
৩৭। সকল মূলদ সংখ্যাই
ক) আবৃত অংশ
খ) অনাবৃত্ত অংশ
গ) মূলদ অংশ
ঘ) অমূলদ অংশ
৩৮। পরিমাপের জন্য এস
আই একক পদ্ধতি আমদের দেশে প্রথম চালু হয় কত সাল থেকে?
ক) ১৯৮০
খ) ১৯৮২
গ) ১৯৮৬
ঘ) ১৯৮৬
৩৯। পরিমাপ হলো পরিমাপকৃত
রাশি ও এজন্য নির্ধারিত
ক) এককের অনুপাত
খ) আয়তনের অনুপাত
গ) বর্গের অনুপাত
ঘ) ঘরের অনুপাত
৪০। কত গ্রামে ১ মিলি
গ্রাম
ক) ০.০০১
খ) ১.০০১
গ) ০.০১
ঘ) ১০০০
৪১। প্রধানত ত্রিভূজকে
কয় ভাগে ভাগ করা হয়?
ক) ৩ ভাগে
খ) ২ ভাগে
গ) ৪ভাগে
ঘ) ৫ভাগে
৪২। সূক্ষকোণী ত্রিভূজের
ক্ষেত্রে
ক) একটি কোন সমকোণ
খ) একটি কোণ সূক্ষকোণ
গ) সকল কোণ সূক্ষকোণ
ঘ) সকল কোন সমকোণ
৪৩। সামান্তরিকের কর্ণদ্বয়
পরস্পরকে
ক) সমদ্বিখন্ডিত করে
না
খ) সমদ্বিখন্ডিত
করে
গ) সমান হয়
ঘ) সবকটি ঠিক
৪৪। বর্গাকার ক্ষেত্রের
একটি বাহু ‘ক’ হলে এর পরিসীমা হবে?
ক) ক২ বর্গ একক
খ) ক বর্গ একক
গ) ক×ক একক
ঘ) ৪ক একক
৪৫। রম্বসের ক্ষেত্রফল
নির্ণয়ের সূত্র কোনটি
ক) দৈর্ঘ্য × প্রস্থ
খ) (ভুমি × উচ্চতা)/২
গ) ভূমির দৈর্ঘ্য
× উচ্চতা
ঘ) ২× (দৈর্ঘ্য + প্রস্থ)
৪৬। আয়তের ক্ষেত্রফল
ত্রিভূজক্ষেত্রের ক্ষেত্রফলের
ক) অর্ধেক
খ) সমান
গ) দ্বিগুণ
ঘ) সর্বসম
৪৭। পেন্টোমিনোতে কয়টি
বর্গক্ষেত্র পাশাপাশি সাজানো থাকে?
ক) ৪টি
খ) ৫টি
গ) ৬টি
ঘ) ৭টি
৪৮। একটি বৃত্তের ব্যাসার্ধ
৩সেমি হলে এর ক্ষেত্রফর কত সেমি
ক) ১৮.২৬ বর্গ সেমি
খ) ২৮.২৬ বর্গ সেমি
গ) ৯.৩৩ বর্গ সেমি
ঘ) ১৫.০০ বর্গ সেমি
৪৯। একটি ঘনকের কয়টি
তল রয়েছে?
ক) ৪টি
খ) ৬টি
গ) ৮টি
ঘ) ১০টি
৫০। ইট কতমাত্রিক বস্তু?
ক) দ্বিমাত্রিক
খ) ত্রিমাত্রিক
গ) বহুমাত্রিক
ঘ) একমাত্রিক
৫১। একটি আয়তাকার ঘনকের
কয়টি ধার বিদ্যমান থাকে?
ক) ২২টি
খ) ১২ টি
গ) ১৬টি
ঘ) ৯টি
৫২। প্রিজমের তল আছে?
ক) ৬টি
খ) ১৫টি
গ) ৫টি
ঘ) ৪টি
৫৩। বেলনের সমতল পৃষ্ঠ
রয়েছে
ক) ১টি
খ) ২টি
গ) ৩টি
ঘ) ৪টি
৫৪। গোলকের তল রয়েছে
ক) ১টি
খ) ২টি
গ) ৩টি
ঘ) ৪টি
৫৫। ২সেমি ধার বিশিষ্ট
ঘনকের আয়তন কত?
ক) ৪ বর্গ সেমি
খ) ৮ ঘন সেমি
গ) ৬ ঘন সেমি
ঘ) ৮ বর্গ সেমি
৫৬। ২সেমি ধার বিশিষ্ট
ঘনকের পৃষ্ঠের ক্ষেত্রফল কত?
ক) ১৬ বর্গ সেমি
খ) ২০ বর্গ সেমি
গ) ২৪ বর্গ সেমি
ঘ) ২৬ বর্গ সেমি
৫৭। একটি ঘনকের প্রত্যেকটি
পৃষ্ঠই
ক) আয়কাক্ষেত্র
খ) বর্গ
গ) সামান্তরিক
ঘ) রম্বস
৫৮। ধাপে ধাপে কী বিন্যাস
করা হয়?
ক) তথ্য
খ) উপাত্ত
গ) গড়
ঘ) মধ্যক
৫৯। একই সময়ে কাছাকাছি
সমানুপাতিক সম্পর্ক প্রদর্শনের জন্য ব্যবহার করা হয় কোন গ্রাফ?
ক) বার গ্রাফ
খ) রেখাচিত্র
গ) পাইগ্রাফ
ঘ) গ্রাফ
৬০। বিভিন্ন বিভাগের
সাথে তুলনা করার জন্য ব্যবহার করা হয়?
ক) বরা গ্রাফ
খ) বার চার্ট
গ) রেখাচিত্র
ঘ) গ্রাফ চার্ট
৬১। দুটি চলকের মধ্যে
সম্পর্ক দেখানো হয় কীসের সাহয্যে?
ক) কাটার প্লট গ্রাফ
খ) উপাত্ত
গ) রেখাচিত্র
ঘ) পাইগ্রাফ
৬২। জরিপ কাজের দ্বিতীয়
ধাপ কোনটি?
ক) বিষয় নির্বাচন
খ) উপাত্ত সংগ্রহ
গ) উপাত্ত বিশ্লেষণ
ঘ) ফলাফল নির্বাচন
ডিপিএড এর আরো সাজেশন পেতে এই সাইটের সাথেই থাকুন ফেজবুক পেজে লাইক দিয়ে ও ইউটিউব এ সাব্সক্রাইব করে।
অন্যকে জানাতে চাইলে ও শেয়ার করতে চাইলে সোসাল মিডিয়া আইকনে ক্লিক করুন।
Tags:
ডিপিএড সাজেশন