ডিপিএড বিজ্ঞান(বিষয়জ্ঞান) বহুনির্বাচনী প্রশ্নগুলি ভালোভাবে আয়ত্ব করলে ইন শাহ আল্লাহ আপনারা ভালো করবেন। প্রশ্নগুলো নিচে দেওয়া হলো।
পোস্টটি আপনাদের সামান্যতম উপকারে আসলে এই সাইটের ফেজবুক পেজে লাইক দিয়ে রাখুন।
অধ্যায় ১
১। নিচের কোন প্রবাহচিত্র খাদ্য শৃঙ্খলের
নমুনা?(ডিপিএড ২০১৬)
i) উদ্ভিদ >ঘাসফড়িং>মুরগি>মানুষ
ii) ঘাসফড়িং>উদ্ভিদ>মানুষ>মুরগি
iii)মুরগি>ঘাসফড়িং>উদ্ভিদ>মানুষ
iv) উদ্ভিদ>মুরগি>ঘাসফাড়িং>মানুষ
২। কোনটি অমেরুদণ্ডী প্রাণি? (ডিপিএড ২০১৬)
রুই/কাতলা/মৃগেল/চিংড়ি
৩।মাটিতে খনিজ ও অজৈব পদার্থের পরিমাণ শতকরা?
(ডিপিএড ২০১৫)
২৫/৩৫/৪৫/৫০
৪। দ্বিবীজ পত্রী উদ্ভিদ কোনটি? (ডিপিএড ২০১৪)
নারিকেল/গম/ভুট্টা/শিম
৫। কোন উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে
পারে না? (ডিপিএড ২০১৪)
ক্লোরেলা/অ্যাগারিকাস/মস/ঢেকিশাক।
৬। মাটিতে খনিজ পদার্থের পরিমাণ কতভাগ? (ডিপিএড
২০১৩)
৫/১৫/২৫/৪৫
৭। পরিবেশের অর্থ
সংকীর্ণ/ক্ষুদ্র//সরু/ব্যাপক
৮। জীবের জীবনকালকে
কয় পর্যায়ে ভাগ করা হয়েছে?
এক/দুই/তিন/পাঁচ
৯। উদ্ভিদের কোনো
একটি শ্রেণির কোনো সমস্যকে ভালোভাবে জানার জন্য জানতে হবে?
শ্রেণিবিন্যাস/শ্রেণিকরণ/বন্যস্ত/শ্রেণিবদ্ধ
১০। অপুষ্পক উদ্ভিদ
কত প্রকার?
৩/৫/৭/৯
১১। সমাঙ্গবর্গীয়
উদ্ভিদ কত শ্রেণিতে বিভক্ত?
২/৪/৬/৮
১২। কোনটি শৈবালের
উদাহরণ?
ক্লোরেলা/মস/এগারিকাস/মিউকর
১৩। কোনটি ছত্রাকের
উদাহরণ?
স্পাইরোগাইরা/মস/ক্লোরেলা/মিউকর
১৪। নগ্নবীজী উদ্ভিদের
উগারহরণ কোনটি?
সাইকাস/আম/জাম/কাঁঠাল
১৫। আবৃতবীজী উদ্ভিদের
উদাহরণ কোনটি?
সাইকাস/পাইন/এগারিকাস/আম
১৬। একবীজপত্রি উদ্ভিদের
উদাহরণ কোনটি?
নারিকেল/সাইকাস/পাইন/এগারিকাস
১৭। উভচর প্রাণির
উদাহরণ কোনটি?
ঘড়িয়অল/গিরগিটি/গুইসাপ/সালামান্ডার
১৮। পরিবেশ অনুসারে
বাস্তুসংস্থান কত প্রকার?
দুই/তিন/চার/ছয়
১৯। প্রথম স্তরের
খাদক কোনটি?
ভাগমান ক্ষুদে প্লাঙ্কটন/ছোটো ছোট মাছ/চিংড়ি/ব্যাঙ
২০। দ্বিতীয় স্তরের
খাদক কোনটি?
ভাসমান ক্ষুদে পোকা/মশার
শূককীট/জুয়োপ্লাঙ্কটন/চিংড়ি
দ্বিতীয় অধ্যায়
২১। জীবের খাদ্য
সরবরাহের জন্য অত্যাবশ্যক- (ডিপিএড
২০১৫)
আর্গন/অক্সিজেন/নাইট্রোজোন/কার্বন ডাই
অক্সাইড
২২। কার্বন ডাই অক্সাইড বেড়ে যাওয়া পৃথিবীর
একটি বড় সমস্যা, অথচ কার্বন ডাই অক্সাইড মিথেন আর জলীয় বাষ্প বায়ুমণ্ডলে না থাকলে পৃথিবী?
(ডিপিএড ২০১৬)
গরম হয়ে যেত/ ঠাণ্ডা হয়ে পড়ত/ বরফ গলে যেত/ গাছপালা বেড়ে
যেত
২৩। পদার্থের বৈশিষ্ট্য কোনটি?
ওজন আছে/জায়গা দখল করে/ বল প্রয়োগে বাধা দেয়/
সবগুলো
২৪। বায়ুর প্রধান দুটি উপাদান কী?
নাইট্রোজেন ও ফসফরাস/ নাইট্রোজন ও ম্যাগনেসিয়াম/অক্সিজেন
ও ম্যাঙ্গানিজ/ অক্সিজেন ও নাইট্রোজেন।
২৫। কোন সার মাটিতে মিশিয়ে নাইট্রোজেন দেয়া
হয়?
ইউরিয়া/টিএসপি/পটাশ/জৈব।
২৬। বায়ুর প্রধান উপাদান কোনটি?
তিনটি/চারটি/দুটি/পাঁচটি
২৭। ঝালাইয়ের কাজে কোন গ্যাস ব্যবহৃত হয়?
অক্সিজেন/নাইট্রোজেন/কার্বন মানোক্সাইড/ সালফার
২৮। সূক্ষ পরিমাপের জন্য যে ব্যারোমিটার ব্যবহার
করা হয় তার নাম কী?
পারদ ব্যারোমিটার/ পানি ব্যারোমিটার/ অ্যানরয়েড
ব্যারোমিটার/ ফরটন ব্যারোমিটার।
অধ্যায় ৩
২৯। আমাদের শরীরে কত ভাগ পানি? (ডিপিএড ২০১৪)
৬৫ভাগ/৭০ভাগ/৭৫ভাগ/৮০ভাগ
৩০। কোনটি পানিবাহিত রোগ নয়? (ডিপিএড ২০১৫)
ডায়রিয়া/জন্ডিস/আমাশয়/বসন্ত
৩১। আর্সেনিকের সহনীয় মাত্রা কত মিলিগ্রাম/লিটার?
(ডিপিএড ২০১৪)
০.০৫/০.৫/০.০১/০.১
৩২। প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত পানির মধ্যে
কোন পানি সবচেয়ে বিশুদ্ধ
বৃষ্টিরপানি/ ভূগর্ভস্থ পানি/ সমুদ্রের পানি/ নদীর পানি
৩৩। পানির প্রধান উৎস কোনটি?
নদী/সমুদ্র/বৃষ্টি/খাল-বিল
৩৪। পানি বিদ্যুৎকেন্দ্র কোথায়?
কাপ্তাই/রাঙামাটি/চট্রগ্রাম/বান্দরবান
৩৫। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত পানীয়
জলে কী পরিমাণ আর্সেনিক যুক্ত থাকে?
৫০/২৫/৭৫/১০০ মাইক্রোগ্রাম
৩৬। পানিবাহিত রোগ কোনটি?
কলেরা/ক্যান্সার/জ্বর/ জন্ডিস
৩৭। কোন এলাকার চীনামাটির তৈরি ফিল্টার জনপ্রিয়?
কুমিল্লা/রাজশাহী/বগুড়া/যশোর
৩৮। পানি আলাদা করার পদ্ধতিকে কী বলা হয়?
ছাঁকন/থিতানো/ফুটানো/পানি বিশিুদ্ধকরন
৩৯। রাসায়নিক পদার্থ মিশিয়ে পানি বিশুদ্ধকরণের
ক্ষেত্রে ছাঁকন ও থিতানোর পর কোন গ্যাস মিশানো হয় পানিতে?
ক্লোরিন/এ্যামোনিয়া/সালফার/পটাশিয়াম
পার ম্যঙ্গানিজ
অধ্যায় ৪
৪০। উত্তর গোলার্ধে সবচেযে বড় দিন কোন তারিখে?
(ডিপিএড ২০১৪)
২১ডিসেম্বর/২১জুন/২২মার্চ/২৩সেপ্টেম্বর
৪১। হ্যালির ধুমকেতু আবার দেখা যাবে? (ডিপিএড
২০১৫)
২০৫২/২০৬২/২০৭৬/২০৮৬
৪২। উত্তর গোলার্ধে দিন-রাত সমান হয় কোন তারিখে?
(ডিপিএড ২০১৬)
২১ডিসেম্বর/২১জুন/২১মার্চ/২১সেপ্টেম্বর
৪৩। খালিচোখে আমরা কী পরিমাণ জ্যেতিষ্ক দেখতে
পাই?
প্রায় ৬০০০/ প্রায় ৫০০০/ প্রায় ৪০০০/প্রায় ৩০০০
৪৪। মহাবিশ্বে এক একটি ছায়াপথের মধ্যে কোটি
কোটি কী আছে?
নক্ষত্র/গ্রহ/উপগ্রহ/গ্যালাক্সি
৪৫। আমাদের মিল্পিওয়ে ছায়াপথে কত বিলিয়ন নক্ষত্র
আছে?
প্রায় ২০০ বিলিয়ন/ প্রায় ৪০০ বিলিয়ন/ প্রায় ১০০ বিলিয়ন/প্রায়
৬০০ বিলিয়ন
৪৬। বিশাল মাহবিশ্বে কযেকশ বিলিয়নের বেশি
কী নিয়ে গঠিত?
গ্যালাক্সি/নক্ষত্র/গ্রত/উপগ্রহ
৪৭। সূর্যের ব্যাস পৃথিবীর ব্যাসের প্রায়
কতগুণ?
১০০গুণ/৫০গুণ/১০গুণ/১৫গুণ
৪৮। জ্বলন্ত গ্যাসপিণ্ডে মূলত কী কী গ্যাস
রয়েছে?
হাইড্রোজেন/হিলিয়াম/অক্সিজেন/হাইড্রোজেন
ও হিলিয়াম
৪৯। সর্বশেষ কত সালে হ্যালির ধুমকেতু দেখা
যায়?
১৯৮৬/১৯৮৪/১০৮২/১০৮৩ সালে
৫০। কোন দেশীয় রুপকথায় পৃথিবী কসমিক ডিম থেকে
জন্মলাভ করেছে?
চীন/গ্রীস/জাপান/বাংলাদেশ
৫১। সবচেয়ে লম্বা দিন ও ছোট রাত কবে?
২১জুন/২১জুলাই/১২মে/২রা মার্চ
অধ্যায় ৫
৫২। বিশ্বিক উষ্ণায়ন আর জলবায়ু পরিবর্তন কীভাবে
রোধ করা যায়? (ডিপিএড ২০১৬)
মিথেন গ্যাস কমানো/কার্বন ডাই অক্সাইড কমানো/অক্সিজেন কমানো/
নাইট্রোজেন কমানো
৫৩। আবহাওয়া পরিবর্তনে মূল ভূমিকা কে রাখে
(ডিপিএড ২০১৬)
সূর্যতাপ/জলীয় বাষ্প/বায়ূ চাপ/বায়ুপ্রবাহ
৫৪। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে
বায়ূচাপের কী অবস্থা হয়?
বেড়ে যায়/ কমে যায়/ অপরিবর্তিত থাকে/কখনো
বাড়ে কখনো কমে।
৫৫। টর্নেডো সৃষ্টির কারণ কী?
বায়ুচাপ কমে যাওয়া/ বায়ুচাপ ভীষন কমে যাওয়া/
বায়ুচাপ বেড়ে যাওয়অ/ আর্দ্রতা হ্রাস পেলে।
৫৬। বাতাসের গতি ঘণ্টায় কত কি,মি পর্যন্ত
হতে পারে?
৪৫০-৫০০কিমি/ ৫০০-৭০০কিমি/৮০০-১০০০কিমি/ ৪০০-৬০০কিমি
৫৭। ভারত মহসাগর অঞ্চলে উৎপন্ন ঘূর্ণিঝড় কে
কী নামে ডাকা হয়?
সাইক্লোন/হারিকেন/সিডর/টাইফুন
৫৮। জাপান ও পূর্ব এশিয়ায় উৎপন্ন ঘূর্ণিঝড়
কে কী নামে ডাকা হয?
সাইক্লোন/সিডর/টাইফুন/হারিকেন।
অধ্যায ৬
৫৯।পদার্থের বৈশিষ্ট্য কয়টি?
১/২/৩/৪
৬০। গঠনের উপর ভিত্তি করে পদার্থকে সাধারণত
কয়টি ভাগে ভাগ করা হয়?
দুই/তিন/চার/পাঁচ
৬১। যৌগিক পদার্থের ক্ষুদ্র কলার নাম কী?
অণু/পরমাণু/ইলেকট্রন/প্রোটন
৬২। ধাতুর মধ্যে সবচেয়ে ব্যবহৃত ধাতু?
লোহা/অ্যলুমিনিয়াম/স্বর্ণ/তামা
৬৩। উপধাতু বা অপধাতুর উদাহরণ কোনটি?
অক্সিজেন/ পানি/স্বর্ণ/আর্সেনিক
৬৪। নিচের কোনটি উপধাতু? (ডিপিএড ২০১৫)
সালফার/সিলিকন/সোডিয়াম/ম্যাগনেসিয়াম
অধ্যায় ৭
৬৫। যে কোন পরিবর্তনের জন্য কী দরকার?
শক্তি/ধাতু/অধাতু/উপধাতু
৬৬। পদার্থের গঠনের ওপর ভিত্তি করে পদার্থকে
কয়টি ভাগে ভাগ করা যায়?
দুই/তিন/চার/পাঁচ
৬৭। আলট্রাসনিক শব্দ তরঙ্গ ব্যবহার করে সূক্ষ
যন্ত্রপাতি পরিষ্কার করা হয় , এক্ষেত্রে শক্তির পরিবর্তন হয়?
আলো থেকে বিদ্যুৎ শক্তি/ তাপ থেকে যান্ত্রিক
শক্তি/ শব্দ থেকে যান্ত্রিক শক্তি/ পারমানবিক শক্তি থেকে যান্ত্রিক শক্তি
অধ্যায় ৮
৬৮। শিক্ষাক্ষেত্রে প্রথমে বৈপ্লবিক পরিবর্তন
নিয়ে আসে কোন উদ্ভাবন?
কাগজ/কম্পিউটার/ইন্টারনেট/টেলিভিশণ
৬৯। সাধারণ অর্থে তথ্য হলো?
অর্থবোধক সংকেত/অঙ্ক/প্রযুক্তি/বিজ্ঞান
৭০। স্যামুয়েল মোর্স কত সালে তারের মধ্য দিয়ে
সংকেত পাঠাতে পারেন?
১৮৩৭/১৯৩৭/১৮৪১/১৮৪৩
৭১। বর্তমান সময়ে তথ্য যোগাযোগের অন্যতম প্রযুক্তি
কী?
টেলিভিশণ/টেলিগ্রাফ/স্যাটেলাইট/ইন্টারনেট
৭২। বিজ্ঞান ও প্রযুক্তি দুটোরই কেন্দ্রে
রয়েছে?
বিজ্ঞান/প্রকৃতি/প্রযুক্তি/মানুষ
অধ্যায় ৯
৭৩। মানবদেহে তন্ত্র আছে?
১১টি/১৫টি/১৮টি/২১টি
৭৪। মানব কঙ্কাল কয় ভাগে বিভক্ত?
৪ভাগে/৬ভাগে/৭ভাগে/১০ভাগে
৭৫। শ্বসনতন্ত্রের অন্তর্গত নয় কোনটি?
স্বরতন্দ্র/শ্বাসনালী/মুখগহব্বর/ব্রঙ্কাস
৭৬। দেহের বৃদ্ধি ও বিকাশের জন্য প্রয়োজন?
হরমোন/রক্ত/লোহিত কণিকা/শ্বেত কণিকা
৭৭। কোনটি মানবদেহের রক্ত সংবহন তন্ত্রের
অন্তর্গত?
মুখগহব্বর/শ্বাসনালী/ব্রঙ্কাস/হৃৎপিণ্ড
৭৮। স্নায়ূতন্ত্রের প্রধান অংশ কী?
মস্তিষ্ক/সুষুম্না/নিউরন/নাসিকা
অধ্যায় ১০
৭৯। উৎস হিসেবে আমিষ কত প্রকার?
দুই/তিন/চার/পাঁচ
৮০। আমাদের দেহের বৃদ্ধি কত বছর পর্যন্ত হয়ে
থাকে?
২৬/২৫/২৭/২৮
৮১। একজন পূর্ণবয়স্ক সুস্থ কর্মক্ষম ব্যক্তির
দৈনিক কত গ্রাম আমিষের প্রয়োজন।
৬৫/৬০/৭০/৭৫
৮২। সাধারনত কত বছর বয়সে শিশুদের কোয়াশিয়রকর
রোগ হয়?
৩-৫/২-৪/১-৩/৭-৮
৮৩। কোন খাদ্যে শতকরা ৪০-৬০ ভাগ স্নেহ জাতীয়
উপাদান থাকে?
ঘি/মাখন/কড মাছের তেল/চিনাবাদাম
৮৪। পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটি?(পানিতে
অদ্রবনীয় হলো এ,ই,ডি,কে)
ভিটামিন এ/ভিটামিন ডি/ভিটামিন বি কমপ্লেক্স/ভিটামিন
ই
৮৫। ভিটামিন বি সমৃদ্ধ খাবার কোনটি?
দুধ/মাখন/কলিজা/মাছের
তেল
৮৬। ভিটামিন ডি সমৃদ্ধ খাবার কোনটি?
দুধ/মাখন/ডিম/মাছের তেল
৮৭। ভিটামিন কে/ই আছে কোনটিতে/
মটরসুটি/অঙ্কুরিত ছোলা/লেটুস/পালংশাক
৮৮। রিকেট রোগ হয় কিসের অভাবে?
ভিটামিন ই/ভিটামিন কে/ভিটামিন ডি/ভিটামিন
সি
৮৯। শরীর গঠনে আমিষের পরে কোনটি প্রয়োজন?
শর্করা/স্নেহ/ভিটামিন/খনিজ লবণ
৯০। অস্থি,পেশি,রক্ত িইত্যাদি গঠনে সক্রিয়
অংশ নেয় কোনটি?
সোডিয়াম/সালফার/আয়োডিন/পটাশিয়াম
৯১। প্রোটিন গঠনের উপাদান (ডিপিএড ২০১৫)
অ্যামাইনো এসিড/ফ্যাটি এসিড/লিপিড/গ্লুকোজ
৯২। স্নেহজাতীয় পদার্থের দ্রবণীয় ভিটামিন
হল ।(ডিপিএড ২০১৫)
এসি/ এবি/ডিই/বিকে
৯৩। কোন ভিটামিনের অভাবে রিকেটস রোগ হয়? (ডিপিএড
২০১৪)
ভিটামিন ই/ভিটামিন কে/ভিটামিন ডি/ভিটামিন
সি
অধ্যায় ১১
৯৪।হাতে তৈরি খাবার স্যালাইন কত ঘণ্টা পর্যন্ত
খাওয়ানো যায়?
৬ঘণ্ট/৭/৮/১২
৯৫। কতগুলি স্বাস্থ্যবিধি মেনে চললে মানুষ
সুস্থ থাকতে পারে
৫/৬/৭/৮
৯৬। কোনটি ব্যাকটেরিয়াজনিত রোগ?
যক্ষা/ডায়রিয়া/জন্ডিস/রিকেটস
৯৭। যক্ষা রোগের প্রতিশেষক টিকার নাম কি?
ইসিজি/বিসিজি/পিসিজি/ডিসিজি
৯৮। সাধারণত শিশু জেন্মের কত বছরের মধ্যে
বিসিজি টিকা দিতে হয়?
এক বছরের মধ্যে/দু্িই বছরের মধ্যে পাঁচ বছরের মধ্যে/সাত
বছরের মধ্যে
৯৯। স্ট্রেপটোকক্কাস কোন রোগের জিবাণু?
বাতজ্বর/জন্ডিস/আমাশয়/টাইফয়েড
১০০। ভাইরাস জনিত রোগ কোনটি?
জন্ডিস/আমাশয়/সোয়ইন ফ্লু/টাইফয়েড
Tags:
ডিপিএড সাজেশন