dped science(sk) mcq suggestion ডিপিএড বিজ্ঞান(বিষয়জ্ঞান) বহুনির্বাচনী


ডিপিএড বিজ্ঞান(বিষয়জ্ঞান) বহুনির্বাচনী প্রশ্নগুলি ভালোভাবে আয়ত্ব করলে ইন শাহ আল্লাহ আপনারা ভালো করবেন। প্রশ্নগুলো নিচে দেওয়া হলো।
dped science(sk) mcq suggestion ডিপিএড বিজ্ঞান(বিষয়জ্ঞান) বহুনির্বাচনী
পোস্টটি আপনাদের সামান্যতম উপকারে আসলে  এই সাইটের ফেজবুক পেজে লাইক দিয়ে রাখুন।
অধ্যায় ১
১। নিচের কোন প্রবাহচিত্র খাদ্য শৃঙ্খলের নমুনা?(ডিপিএড ২০১৬)
i) উদ্ভিদ >ঘাসফড়িং>মুরগি>মানুষ
ii) ঘাসফড়িং>উদ্ভিদ>মানুষ>মুরগি
iii)মুরগি>ঘাসফড়িং>উদ্ভিদ>মানুষ
iv) উদ্ভিদ>মুরগি>ঘাসফাড়িং>মানুষ
২। কোনটি অমেরুদণ্ডী প্রাণি? (ডিপিএড ২০১৬)
রুই/কাতলা/মৃগেল/চিংড়ি
৩।মাটিতে খনিজ ও অজৈব পদার্থের পরিমাণ শতকরা? (ডিপিএড ২০১৫)

২৫/৩৫/৪৫/৫০
৪। দ্বিবীজ পত্রী উদ্ভিদ কোনটি? (ডিপিএড ২০১৪)
নারিকেল/গম/ভুট্টা/শিম
৫। কোন উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না? (ডিপিএড ২০১৪)
ক্লোরেলা/অ্যাগারিকাস/মস/ঢেকিশাক।
৬। মাটিতে খনিজ পদার্থের পরিমাণ কতভাগ? (ডিপিএড ২০১৩)
/১৫/২৫/৪৫
৭। পরিবেশের অর্থ
সংকীর্ণ/ক্ষুদ্র//সরু/ব্যাপক
৮। জীবের জীবনকালকে কয় পর্যায়ে ভাগ করা হয়েছে?
এক/দুই/তিন/পাঁচ
৯। উদ্ভিদের কোনো একটি শ্রেণির কোনো সমস্যকে ভালোভাবে জানার জন্য জানতে হবে?
শ্রেণিবিন্যাস/শ্রেণিকরণ/বন্যস্ত/শ্রেণিবদ্ধ
১০। অপুষ্পক উদ্ভিদ কত প্রকার?
/৫/৭/৯
১১। সমাঙ্গবর্গীয় উদ্ভিদ কত শ্রেণিতে বিভক্ত?
/৪/৬/৮
১২। কোনটি শৈবালের উদাহরণ?
ক্লোরেলা/মস/এগারিকাস/মিউকর
১৩। কোনটি ছত্রাকের উদাহরণ?
স্পাইরোগাইরা/মস/ক্লোরেলা/মিউকর
১৪। নগ্নবীজী উদ্ভিদের উগারহরণ কোনটি?
সাইকাস/আম/জাম/কাঁঠাল
১৫। আবৃতবীজী উদ্ভিদের উদাহরণ কোনটি?
সাইকাস/পাইন/এগারিকাস/আম
১৬। একবীজপত্রি উদ্ভিদের উদাহরণ কোনটি?
নারিকেল/সাইকাস/পাইন/এগারিকাস
১৭। উভচর প্রাণির উদাহরণ কোনটি?
ঘড়িয়অল/গিরগিটি/গুইসাপ/সালামান্ডার
১৮। পরিবেশ অনুসারে বাস্তুসংস্থান কত প্রকার?
দুই/তিন/চার/ছয়
১৯। প্রথম স্তরের খাদক কোনটি?
ভাগমান ক্ষুদে প্লাঙ্কটন/ছোটো ছোট মাছ/চিংড়ি/ব্যাঙ
২০। দ্বিতীয় স্তরের খাদক কোনটি?
ভাসমান ক্ষুদে পোকা/মশার শূককীট/জুয়োপ্লাঙ্কটন/চিংড়ি
দ্বিতীয় অধ্যায়
২১। জীবের খাদ্য সরবরাহের জন্য অত্যাবশ্যক- (ডিপিএড ২০১৫)
আর্গন/অক্সিজেন/নাইট্রোজোন/কার্বন ডাই অক্সাইড
২২। কার্বন ডাই অক্সাইড বেড়ে যাওয়া পৃথিবীর একটি বড় সমস্যা, অথচ কার্বন ডাই অক্সাইড মিথেন আর জলীয় বাষ্প বায়ুমণ্ডলে না থাকলে পৃথিবী? (ডিপিএড ২০১৬)
গরম হয়ে যেত/ ঠাণ্ডা হয়ে পড়ত/ বরফ গলে যেত/ গাছপালা বেড়ে যেত
২৩। পদার্থের বৈশিষ্ট্য কোনটি?
ওজন আছে/জায়গা দখল করে/ বল প্রয়োগে বাধা দেয়/ সবগুলো
২৪। বায়ুর প্রধান দুটি উপাদান কী?
নাইট্রোজেন ও ফসফরাস/ নাইট্রোজন ও ম্যাগনেসিয়াম/অক্সিজেন ও ম্যাঙ্গানিজ/ অক্সিজেন ও নাইট্রোজেন।
২৫। কোন সার মাটিতে মিশিয়ে নাইট্রোজেন দেয়া হয়?

ইউরিয়া/টিএসপি/পটাশ/জৈব।
২৬। বায়ুর প্রধান উপাদান কোনটি?
তিনটি/চারটি/দুটি/পাঁচটি
২৭। ঝালাইয়ের কাজে কোন গ্যাস ব্যবহৃত হয়?
অক্সিজেন/নাইট্রোজেন/কার্বন মানোক্সাইড/ সালফার
২৮। সূক্ষ পরিমাপের জন্য যে ব্যারোমিটার ব্যবহার করা হয় তার নাম কী?
পারদ ব্যারোমিটার/ পানি ব্যারোমিটার/ অ্যানরয়েড ব্যারোমিটার/ ফরটন ব্যারোমিটার।
অধ্যায় ৩
২৯। আমাদের শরীরে কত ভাগ পানি? (ডিপিএড ২০১৪)
৬৫ভাগ/৭০ভাগ/৭৫ভাগ/৮০ভাগ
৩০। কোনটি পানিবাহিত রোগ নয়? (ডিপিএড ২০১৫)
ডায়রিয়া/জন্ডিস/আমাশয়/বসন্ত
৩১। আর্সেনিকের সহনীয় মাত্রা কত মিলিগ্রাম/লিটার? (ডিপিএড ২০১৪)
০.০৫/০.৫/০.০১/০.১
৩২। প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত পানির মধ্যে কোন পানি সবচেয়ে বিশুদ্ধ
বৃষ্টিরপানি/ ভূগর্ভস্থ পানি/ সমুদ্রের পানি/ নদীর পানি
৩৩। পানির প্রধান উৎস কোনটি?
নদী/সমুদ্র/বৃষ্টি/খাল-বিল
৩৪। পানি বিদ্যুৎকেন্দ্র কোথায়?
কাপ্তাই/রাঙামাটি/চট্রগ্রাম/বান্দরবান
৩৫। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত পানীয় জলে কী পরিমাণ আর্সেনিক যুক্ত থাকে?
৫০/২৫/৭৫/১০০ মাইক্রোগ্রাম
৩৬। পানিবাহিত রোগ কোনটি?
কলেরা/ক্যান্সার/জ্বর/ জন্ডিস
৩৭। কোন এলাকার চীনামাটির তৈরি ফিল্টার জনপ্রিয়?
কুমিল্লা/রাজশাহী/বগুড়া/যশোর
৩৮। পানি আলাদা করার পদ্ধতিকে কী বলা হয়?
ছাঁকন/থিতানো/ফুটানো/পানি বিশিুদ্ধকরন
৩৯। রাসায়নিক পদার্থ মিশিয়ে পানি বিশুদ্ধকরণের ক্ষেত্রে ছাঁকন ও থিতানোর পর কোন গ্যাস মিশানো হয় পানিতে?
ক্লোরিন/এ্যামোনিয়া/সালফার/পটাশিয়াম পার ম্যঙ্গানিজ
অধ্যায় ৪
৪০। উত্তর গোলার্ধে সবচেযে বড় দিন কোন তারিখে? (ডিপিএড ২০১৪)
২১ডিসেম্বর/২১জুন/২২মার্চ/২৩সেপ্টেম্বর
৪১। হ্যালির ধুমকেতু আবার দেখা যাবে? (ডিপিএড ২০১৫)
২০৫২/২০৬২/২০৭৬/২০৮৬
৪২। উত্তর গোলার্ধে দিন-রাত সমান হয় কোন তারিখে? (ডিপিএড ২০১৬)
২১ডিসেম্বর/২১জুন/২১মার্চ/২১সেপ্টেম্বর
৪৩। খালিচোখে আমরা কী পরিমাণ জ্যেতিষ্ক দেখতে পাই?
প্রায় ৬০০০/ প্রায় ৫০০০/ প্রায় ৪০০০/প্রায় ৩০০০
৪৪। মহাবিশ্বে এক একটি ছায়াপথের মধ্যে কোটি কোটি কী আছে?
নক্ষত্র/গ্রহ/উপগ্রহ/গ্যালাক্সি
৪৫। আমাদের মিল্পিওয়ে ছায়াপথে কত বিলিয়ন নক্ষত্র আছে?
প্রায় ২০০ বিলিয়ন/ প্রায় ৪০০ বিলিয়ন/ প্রায় ১০০ বিলিয়ন/প্রায় ৬০০ বিলিয়ন
৪৬। বিশাল মাহবিশ্বে কযেকশ বিলিয়নের বেশি কী নিয়ে গঠিত?
গ্যালাক্সি/নক্ষত্র/গ্রত/উপগ্রহ
৪৭। সূর্যের ব্যাস পৃথিবীর ব্যাসের প্রায় কতগুণ?
১০০গুণ/৫০গুণ/১০গুণ/১৫গুণ
৪৮। জ্বলন্ত গ্যাসপিণ্ডে মূলত কী কী গ্যাস রয়েছে?
হাইড্রোজেন/হিলিয়াম/অক্সিজেন/হাইড্রোজেন ও হিলিয়াম
৪৯। সর্বশেষ কত সালে হ্যালির ধুমকেতু দেখা যায়?
১৯৮৬/১৯৮৪/১০৮২/১০৮৩ সালে
৫০। কোন দেশীয় রুপকথায় পৃথিবী কসমিক ডিম থেকে জন্মলাভ করেছে?
চীন/গ্রীস/জাপান/বাংলাদেশ
৫১। সবচেয়ে লম্বা দিন ও ছোট রাত কবে?
২১জুন/২১জুলাই/১২মে/২রা মার্চ
অধ্যায় ৫
৫২। বিশ্বিক উষ্ণায়ন আর জলবায়ু পরিবর্তন কীভাবে রোধ করা যায়? (ডিপিএড ২০১৬)
মিথেন গ্যাস কমানো/কার্বন ডাই অক্সাইড কমানো/অক্সিজেন কমানো/ নাইট্রোজেন কমানো
৫৩। আবহাওয়া পরিবর্তনে মূল ভূমিকা কে রাখে (ডিপিএড ২০১৬)
সূর্যতাপ/জলীয় বাষ্প/বায়ূ চাপ/বায়ুপ্রবাহ
৫৪। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ূচাপের কী অবস্থা হয়?
বেড়ে যায়/ কমে যায়/ অপরিবর্তিত থাকে/কখনো বাড়ে কখনো কমে।
৫৫। টর্নেডো সৃষ্টির কারণ কী?
বায়ুচাপ কমে যাওয়া/ বায়ুচাপ ভীষন কমে যাওয়া/ বায়ুচাপ বেড়ে যাওয়অ/ আর্দ্রতা হ্রাস পেলে।
৫৬। বাতাসের গতি ঘণ্টায় কত কি,মি পর্যন্ত হতে পারে?
৪৫০-৫০০কিমি/ ৫০০-৭০০কিমি/৮০০-১০০০কিমি/ ৪০০-৬০০কিমি
৫৭। ভারত মহসাগর অঞ্চলে উৎপন্ন ঘূর্ণিঝড় কে কী নামে ডাকা হয়?
সাইক্লোন/হারিকেন/সিডর/টাইফুন
৫৮। জাপান ও পূর্ব এশিয়ায় উৎপন্ন ঘূর্ণিঝড় কে কী নামে ডাকা হয?
সাইক্লোন/সিডর/টাইফুন/হারিকেন।
অধ্যায ৬
৫৯।পদার্থের বৈশিষ্ট্য কয়টি?
১/২//৪
৬০। গঠনের উপর ভিত্তি করে পদার্থকে সাধারণত কয়টি ভাগে ভাগ করা হয়? াভাভ
দুই/তিন/চার/পাঁচ
৬১। যৌগিক পদার্থের ক্ষুদ্র কলার নাম কী?
অণু/পরমাণু/ইলেকট্রন/প্রোটন
৬২। ধাতুর মধ্যে সবচেয়ে ব্যবহৃত ধাতু?
লোহা/অ্যলুমিনিয়াম/স্বর্ণ/তামা
৬৩। উপধাতু বা অপধাতুর উদাহরণ কোনটি?
অক্সিজেন/ পানি/স্বর্ণ/আর্সেনিক
৬৪। নিচের কোনটি উপধাতু? (ডিপিএড ২০১৫)
সালফার/সিলিকন/সোডিয়াম/ম্যাগনেসিয়াম
অধ্যায় ৭
৬৫। যে কোন পরিবর্তনের জন্য কী দরকার?
শক্তি/ধাতু/অধাতু/উপধাতু
৬৬। পদার্থের গঠনের ওপর ভিত্তি করে পদার্থকে কয়টি ভাগে ভাগ করা যায়?
দুই/তিন/চার/পাঁচ
৬৭। আলট্রাসনিক শব্দ তরঙ্গ ব্যবহার করে সূক্ষ যন্ত্রপাতি পরিষ্কার করা হয় , এক্ষেত্রে শক্তির পরিবর্তন হয়?
আলো থেকে বিদ্যুৎ শক্তি/ তাপ থেকে যান্ত্রিক শক্তি/ শব্দ থেকে যান্ত্রিক শক্তি/ পারমানবিক শক্তি থেকে যান্ত্রিক শক্তি
অধ্যায় ৮
৬৮। শিক্ষাক্ষেত্রে প্রথমে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসে কোন উদ্ভাবন?
কাগজ/কম্পিউটার/ইন্টারনেট/টেলিভিশণ
৬৯। সাধারণ অর্থে তথ্য হলো?
অর্থবোধক সংকেত/অঙ্ক/প্রযুক্তি/বিজ্ঞান
৭০। স্যামুয়েল মোর্স কত সালে তারের মধ্য দিয়ে সংকেত পাঠাতে পারেন?
১৮৩৭/১৯৩৭/১৮৪১/১৮৪৩
৭১। বর্তমান সময়ে তথ্য যোগাযোগের অন্যতম প্রযুক্তি কী?
টেলিভিশণ/টেলিগ্রাফ/স্যাটেলাইট/ইন্টারনেট
৭২। বিজ্ঞান ও প্রযুক্তি দুটোরই কেন্দ্রে রয়েছে?
বিজ্ঞান/প্রকৃতি/প্রযুক্তি/মানুষ
অধ্যায় ৯
৭৩। মানবদেহে তন্ত্র আছে?
১১টি/১৫টি/১৮টি/২১টি
৭৪। মানব কঙ্কাল কয় ভাগে বিভক্ত?
৪ভাগে/৬ভাগে/৭ভাগে/১০ভাগে
৭৫। শ্বসনতন্ত্রের অন্তর্গত নয় কোনটি?
স্বরতন্দ্র/শ্বাসনালী/মুখগহব্বর/ব্রঙ্কাস
৭৬। দেহের বৃদ্ধি ও বিকাশের জন্য প্রয়োজন?
হরমোন/রক্ত/লোহিত কণিকা/শ্বেত কণিকা
৭৭। কোনটি মানবদেহের রক্ত সংবহন তন্ত্রের অন্তর্গত?
মুখগহব্বর/শ্বাসনালী/ব্রঙ্কাস/হৃৎপিণ্ড
৭৮। স্নায়ূতন্ত্রের প্রধান অংশ কী?
মস্তিষ্ক/সুষুম্না/নিউরন/নাসিকা
অধ্যায় ১০
৭৯। উৎস হিসেবে আমিষ কত প্রকার?
দুই/তিন/চার/পাঁচ
৮০। আমাদের দেহের বৃদ্ধি কত বছর পর্যন্ত হয়ে থাকে?
২৬/২৫/২৭/২৮
৮১। একজন পূর্ণবয়স্ক সুস্থ কর্মক্ষম ব্যক্তির দৈনিক কত গ্রাম আমিষের প্রয়োজন।
৬৫/৬০/৭০/৭৫
৮২। সাধারনত কত বছর বয়সে শিশুদের কোয়াশিয়রকর রোগ হয়?
৩-৫/২-৪/১-৩/৭-৮
৮৩। কোন খাদ্যে শতকরা ৪০-৬০ ভাগ স্নেহ জাতীয় উপাদান থাকে?
ঘি/মাখন/কড মাছের তেল/চিনাবাদাম
৮৪। পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটি?(পানিতে অদ্রবনীয় হলো এ,ই,ডি,কে)
ভিটামিন এ/ভিটামিন ডি/ভিটামিন বি কমপ্লেক্স/ভিটামিন ই
৮৫। ভিটামিন বি সমৃদ্ধ খাবার কোনটি?
 দুধ/মাখন/কলিজা/মাছের তেল
৮৬। ভিটামিন ডি সমৃদ্ধ খাবার কোনটি?
দুধ/মাখন/ডিম/মাছের তেল
৮৭। ভিটামিন কে/ই আছে কোনটিতে/
মটরসুটি/অঙ্কুরিত ছোলা/লেটুস/পালংশাক
৮৮। রিকেট রোগ হয় কিসের অভাবে?
ভিটামিন ই/ভিটামিন কে/ভিটামিন ডি/ভিটামিন সি
৮৯। শরীর গঠনে আমিষের পরে কোনটি প্রয়োজন?
শর্করা/স্নেহ/ভিটামিন/খনিজ লবণ
৯০। অস্থি,পেশি,রক্ত িইত্যাদি গঠনে সক্রিয় অংশ নেয় কোনটি?
সোডিয়াম/সালফার/আয়োডিন/পটাশিয়াম
৯১। প্রোটিন গঠনের উপাদান (ডিপিএড ২০১৫)
অ্যামাইনো এসিড/ফ্যাটি এসিড/লিপিড/গ্লুকোজ
৯২। স্নেহজাতীয় পদার্থের দ্রবণীয় ভিটামিন হল ।(ডিপিএড ২০১৫)
এসি/  এবি/ডিই/বিকে
৯৩। কোন ভিটামিনের অভাবে রিকেটস রোগ হয়? (ডিপিএড ২০১৪)
ভিটামিন ই/ভিটামিন কে/ভিটামিন ডি/ভিটামিন সি
অধ্যায় ১১
৯৪।হাতে তৈরি খাবার স্যালাইন কত ঘণ্টা পর্যন্ত খাওয়ানো যায়?
৬ঘণ্ট/৭/৮/১২
৯৫। কতগুলি স্বাস্থ্যবিধি মেনে চললে মানুষ সুস্থ থাকতে পারে
৫/৬//৮
৯৬। কোনটি ব্যাকটেরিয়াজনিত রোগ?
যক্ষা/ডায়রিয়া/জন্ডিস/রিকেটস
৯৭। যক্ষা রোগের প্রতিশেষক টিকার নাম কি?
 ইসিজি/বিসিজি/পিসিজি/ডিসিজি
৯৮। সাধারণত শিশু জেন্মের কত বছরের মধ্যে বিসিজি টিকা দিতে হয়?
এক বছরের মধ্যে/দু্িই বছরের মধ্যে পাঁচ বছরের মধ্যে/সাত বছরের মধ্যে
৯৯। স্ট্রেপটোকক্কাস কোন রোগের জিবাণু?
বাতজ্বর/জন্ডিস/আমাশয়/টাইফয়েড
১০০। ভাইরাস জনিত রোগ কোনটি?
জন্ডিস/আমাশয়/সোয়ইন ফ্লু/টাইফয়েড















একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন