পিইসিই ২০১৯ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামীকাল ৩১/১২/২০১৯। সারা দেশে একসাথে ১৮/১২২০১৯ থেকে ২৬/১২/২০১৯ তারিখ পিইসিই পরীক্ষা সংঘটিত হয়।
উক্ত পরীক্ষায় ২৫৫৩২৬৭ জন সাধারণ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী
৩৫০৩৭১ জন ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার্থী
অর্থাৎ মোট ২৯০৩৬৩৮ জন পরীক্ষার্থী এবার ২০১৯ সালে শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহন করেন।
পরীক্ষার সময় ছিল সকাল ১০.০০ টা থেকে দুপুর ১:০০ টা পর্যন্ত।
পরীক্ষার ফলাফল পাওয়ার কতগুলো উপায় আছে।
- বিদ্যালয় থেকে পিইসি ফলাফল ২০১৯ সংগ্রহ করতে যাবে।
- মোবাইলে এসএসএম এর মাধ্যমেও পিইসি ফলাফর ২০১৯ সংগ্রহ করা যাবে।
- অথবা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর ওয়েবসাইট থেকেও পিইসি ফলাফল ২০১৯ সংগ্রহ করা যাবে।
মোবাইলে পিইসি ফলাফল সংগ্রহ করার পদ্ধতি।
- প্রথমে আপনার মোবাইল মেসেজ অপসনে যান।
- তারপর টাইপ করুন DPE
- তারপর একটা স্পেস দিয়ে টাইপ করুন Thana or Upazila code
- তারপর স্পেস দিয়ে লেখুন ROLL NO
- তারপর স্পেস দিয়ে লেখুন 2019
- তারপর পাঠিয়ে দিন 16222 নাম্বারে
লেখার উদাহরণ: DPE 2432 4524 2019
তারপর সেন্ড করুন: 16222
ইবতেদায়ী শিক্ষা সমাপনী ফলাফলের জন্য নিম্নরুপ
- শুধু DPE এর পরিবর্তে EBT
- অর্থাৎ এসএমএস ফরমেট হবে: EBT 2432 4524 2019
- এবং পাঠান: 16222
প্রাথমিক অধিদপ্তর থেকে পিইসি ফলাফল
- অধিদপ্তরের ওয়েবসাইট পিইসি ফলাফল পেতে প্রথমে নিচের লিংক এ প্রবেশ করুন।
- http://dperesult.teletalk.com.bd/dpe.php
- তারপর পরীক্ষার বছর নির্বাচন করুন।
- তরপর শিক্ষার্থীর পরীক্ষার রোল লিখন।
- তারপর সাবমিট করুন।
প্রাথমিক শিক্ষা
সমাপনী পরীক্ষায় ফলাফলের প্রাপ্ত নম্বর অনুযায়ী গ্রেড পয়েন্ট তালিকা
প্রাপ্ত
নম্বর
|
গ্রেড
পয়েন্ট
|
গ্রেড
|
৮০-১০০
|
৫.০০
|
এ+
|
৭০-৭৯
|
৪.০০
|
এ
|
৬০-৬৯
|
৩.৫০
|
এ-
|
৫০-৫৯
|
৩.০০
|
বি
|
৪০-৪৯
|
২.০০
|
সি
|
৩৩-৩৯
|
১.০০
|
ডি
|
০-৩২
|
০.০০
|
এফ
|
এভাবে আপনাদের পিইসি ফলাফল পেতে সমস্যা হলে পরীক্ষার্থীর পরীক্ষার বছর ও শিক্ষার্থীর রোল সহ এই লেখার নিচে কমেন্ট করুন।
Tags:
পিইসি ফলাফল