পঞ্চম শ্রেণির গণিত ৩য় অধ্যায় চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলি কাঠামোবদ্ধ প্রশ্ন নিয়ে হাজির হলাম। তোমাদের জন্য গণিত তৃতীয় অধ্যায় সৃজনশীল প্রশ্ন দেওয়া হলো। এই সৃজনশীল প্রশ্নগুলো অনুশীলন করতে তোমাদের ৩য় অধ্যায় গণিত পঞ্চম শ্রেণির জন্য আর অন্য কোনো প্রশ্ন অনুশীলন করা লাগবেনা। তাই তোমারা সমাপনী সাজেশন হিসেবে গণিত ৩য় অধ্যায়ের এই প্রশ্ন গুলি অনুসরণ কর। তাহলেই তোমাদের সমাপনী প্রস্তুতি সম্পন্ন হবে।
[বি:দ্র: ৩য় অধ্যায়
থেকে ২টি প্রশ্ন থাকবে ১টির উত্তর দিতে হবে]
১। দীনা ও বীণার একত্রে ৯৫০ টাকা আছে। দীনার চেয়ে বীণার ৫৪ টাকা বেশি আছে। [সমাপনী-২০১৯]
ক) তাদের প্রত্যেকের কত টাকা আছে?
খ) যদি বীণার চেয়ে দীনার ৫০ টাকা বেশি থাকত, তাহলে প্রত্যেকের টাকার পরিমাণ
কত হত?
২। মাতা ও কন্যার বয়সের সমষ্টি ৭৬ বছর্। মাতার বয়স কন্যার বয়সের ৩ গুণ।
[ সমাপনী ২০১৯]
ক) মাতা ও কন্যার বয়সের সমষ্টি কন্যার বয়সের কতগুণ।
খ) মাতার বয়স কত?
গ) ১০ বছর পর মাতা ও কন্যার বয়সের সমষ্টি কত হবে?
৩। ৩টি মোবাইল ফোন ও ২টি টেলিভিশনের দাম একত্রে ৯৮০০০ টকা। ১টি মোবাইল ফোনের
দাম ১১৭৫০ টাকা। [ সমাপনী ২০১৯]
ক) ৩টি মোবাইল ফোনের দাম কত?
খ) ১টি টেলিভিশনের দাম কত?
গ) ১টি টেলিভিশন ও ১টি মোবাইল ফোনের দাম কত?
৪। ১জন শ্রমিক সপ্তাহে ২১০০ টাকা আয় করেন এবং মাসে ৮৩৫০ টাকা ব্যয় করেন। বাকি
টাকা সঞ্চয় করেন। [সমাপনী ২০১৯]
ক) তিনি দৈনিক কত টাকা আয় করেন?
খ) তার মাসিক সঞ্চয় কত?
গ) ৪৫৫০ টাকা সঞ্চয় করতে তার কত মাস
সময় লাগবে?
৫। ১৫টি শার্ট ও ১২টি প্যান্টের মূল্য একত্রে ১৪৫৫০ টাকা। একটি শার্টের মূল্য
৪৫০ টাকা। [সমাপনী ২০১৯]
ক) ১৫টি শার্টের মূল্য কত?
খ) ১টি প্যান্টের মূল্য কত?
গ) ৩২৫০ টাকায় কয়টি প্যান্ট কেনা যাবে?
৬। ১০ জনে একটি কাজ ১৫ দিনে শেষ করে এবং প্রত্যেকে দৈনিক ৫০০ টাকা মজুরি পায়।
[সমাপনী ২০১৮]
ক) ১ জনে কাজটি কত দিনে শেষ করতে পারবে?
খ) ১০ জনে দৈনিক একত্রে কত টাকা মজুরি পায়?
গ) ৫দিনে কাজটি শেষ করতে চাইরে কতজন লোকের প্রয়োজন?
৭। জালাল সাহেব প্রতি কেজি ৪৫ টাকা দরে ২২৫০ টাকার চাল কিনলেন। [সমাপনী ২০১৮]
ক) জালাল সাহেব কত কেজি চাল কিনলেন?
খ) তিনি যদি অর্ধেক পরিমাণ চার কিনতেন, তাহলে তার কত টাকা লাগতো?
গ) যদি চালের দর দ্বিগুর হয় তাহলে ২২৫০ টাকায় কত কেজি চাল কিনতে পারবেন?
৮। একটি ক্রিকেট ম্যাচে নাসির ও কায়েসের রানের সমষ্টি ১০২। নাসিরের রান কায়েসের
রানের ৫গুণ। [সমাপনী ২০১৮]
ক) কায়েস কত রান করল?
খ) নাসির কত রান করল?
গ) দুইজনের রানের পার্থক্য কত?
৯। মিনা ২৬৪ টাকা দিযে ৮টি খাতা ও ৬টি কলম কিনল। ১ টি কলমের দাম ১২ টাকা। [সমাপনী
২০১৮]
ক) ১টি খাতার দাম কত?
খ) ১৫টি খাতা কিনতে তার কত টাকা লাগবে?
গ) ৮টি খাতা ও ৬টি কলমের দামের পার্থক্য কত?
১০। স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনে
রনি, মারুফ ও মাহিন অংশগ্রহণ করে। মারুফ ও মাহিন একত্রে ৫৩২ ভোজ পেল। মারুফ মাহিন অপেক্ষা
১৮ ভোট কম পেল। [সমাপনী ২০১৮]
ক) মারুফ কত ভোট পেল?
খ) মাহিন কত ভোট পেল?
গ) রনি মারুফ অপেক্ষা ৩৭ ভোট বেশি পেলে সে কত ভোট পেল?
১১। একটি কাজ ৩০ জন লোক ১৮ দিনে করতে পারে।
ক) কাজটি ১দিনে শেষ করতে কতজন লোক লাগবে?
খ) কাজটি ৬ দিনে শেষ করতে চাইলে অতিরিক্ত কতজন লোক লাগবে?
গ) লোক সংখ্যা অর্ধেক করলে কাজটি শেষ করতে অতিরিক্ত কত দিন লাগবে?
১২। জাহিদ সাহেবের মাসিক আয় ৮৫০০ টাকা। তিনি প্রতিমাসে বাড়ি ভাড়া বাবদ ৩১০০
টাকা ও অন্যান্য খরচ বাবদ ৪৫০০ টাকা ব্যয় করেন। বাকি টাকা ব্যাংকে জমা রাখেন। [সমাপনী
২০১৬]
ক) বাড়ি ভাড়া ও অন্যান্য খরচ বাবদ মোট কত টাকা ব্যয় করেন।
খ) তিনি প্রতিমাসে ব্যাংকে কত টাকা জমা করেন?
গ) জাহিদ সাহেব এক বছরে কত টাকা জমা করেন?
১৩। পিতা ও পূত্রের বর্তমান বয়সের সমষ্টি ৮০ বছর। পিতার বয়স পূত্রের বয়সের ৪
গুণ।
ক) পূত্রের বর্তমান বয়স কত?
খ) পিতা ও পূত্রের বর্তমান বয়সের ব্যবধান কত হবে?
গ) ১৫ বছর পরে পিতা ও পূত্রের বয়সের ব্যবধান কত হবে?
১৪। মিনা ৪ মিনিটে ২০০ মিটার হাটে এবং আয়েশা ৫মিনিটে ৩০০ মিটার হাটে।
ক) ১ মিনিটে মিনা কত মিটার হাটে?
খ) আধা ঘন্টায় মিনা কত মিটার হাটতে পারবে?
গ) ১ মিনিটে মিনা অপেক্ষা আয়েশা কত মিটার বেশি হাটতে পারে?
১৫। একটি মোটরসাইকেল ১২ লিটার পেট্রল দিয়ে ৩০০ কিমি যেতে পারে এবং প্রতি লিটার
পেট্রোলের দাম ১১৫ টাকা।
ক) ১ লিটার পেট্রল দিয়ে কত কিমি যেতে পারে?
খ) ২০০ কিমি যাওয়ার জন্য কত লিটার পেট্রল লাগবে?
গ) ৮০০ কিমি যেতে কত টাকা খরচ হবে?
১৬। কোনো ছাত্রাবাসে ৪০০ জন ছাত্রের ৩০ দিনের খাবার আছে। [সমাপনী ২০১৭]
ক) ২০০ জন ছাত্র আসলে ছাত্রাবাসে মোট ছাত্র সংখ্যা কত হবে?
খ) ২০০ জন ছাত্র আসলে ঐ খাদ্য তাদের কতদিন চলবে?
গ) ৪০ জন ছাত্র চলে গেলে ঐ খাদ্যে কত দনি চলবে?
১৭। একটি ব্যবসায় ১৫ জন সমান অংশীদার। তারা বছরে ৮২৪৪০ টাকা লাভ করল। [সমাপনী২০১৬]
ক) প্রত্যেকে কত টাকা লাভ পেল?
খ) প্রত্যেকের মাসিক লাভের পরিমাণ কত?
গ) প্রত্যেকের মাসিক ১০ টাকা বেশি লাভ হলে ঐ ব্যবসায় বার্ষিক কত টাকা বেশি লাভ
হবে?
১৮। একটি গ্রামে ৩৪৮ টি পরিবার আছে। রাস্তা মেরামতের জন্য প্রত্যেক পরিবার ২৭৫
টাকা করে চাঁদা দেয়।
ক) প্রত্যেক পরিবারে ২টি শিশু থাকরে মোট শিশুর সংখ্যা কত?
খ) মোট চাঁদার পরিমান কত?
গ) চাঁদার পরিমাণ পরিবার প্রতি ৩৪৫ টাকা হরে মোট চাঁদার পরিমাণ কত? এবং ৩৪৮
টি পরিবার থেকে প্রাপ্ত চাঁদার পার্থক্য কত টাকা?
১৯। একটি পানির ট্যাংকে প্রতি মিনিটে ৫লিটার পানি আসে এবং ২ লিটার পানি খরচ
হয়।
ক) আধা ঘণ্টায় কত লিটার পানি আসে?
খ) ১০ মিনিটে পানির ট্যাংকটিতে কত লিটার পানি থাকবে?
গ) যদি পানি খরচ না করা হয়, তবে ট্যাংকটি কত মিনিটে পানিপূর্ণ হবে?
২০। একজন মাংস বিক্রেতা প্রতি কেজি গরুর মাংস ৩৮০ টাকা এবং প্রতিকেজি খাসির
মাংস ৪৫০ টাকায় বিক্রিয় করেন। জাহিদ সাহেব ৪ কেজি গুরুর মাংস এবং ৩ কেজি খাসির মাংস
ক্রয় কর বিক্রেতাকে ৩০০০ টাকা দিলেন।
ক) গরুর মাংসের দাম কত?
খ) খাসির মাংসের দাম কত?
গ) গরু ও খাসির মাংসের মোট দাম কত?
ঘ) জাহিদ সাহেব কত টাকা ফেরত পাবেন?
২১। কোনো একটি সংখ্যার ভাজক ৭৮, ভাগফল ২৫ এবং ভাগশেষ হলো ভাজকের এক তৃতীয়াংশ।
ক) ভাগশেষ কত?
খ) সংখ্যাটি নির্ণয় কর?
গ) অপর একটি সংখ্যা ‘খ’ এ প্রাপ্ত সংখ্যার চারগুণ থেকে ৯৯৯ বেশি। অপর সংখ্যাটিকে
৮৭ দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ ২৯ হয় তবে ভাগফল কত?
২২। মাজিদ সাহেব প্রতি হালি ২০ টাকা দরে ১২ হালি কলা ক্রয় করলেন। [সমাপনী
২০১৭]
ক) মাজিদ সাহেব মোট কত টাকার কলা ক্রয় করলেন?
খ) তিনি ৮ জনের মধ্যে ৪ হালি কলা বিতরণ কররে কয়টি কলা অবশিষ্ট থাকবে?
গ) যদি তিনি ১৫ জনের মধ্যে ১ হালি কলা বিতরণ করতে চান তবে তার কত টাকা বেশি
লাগবে?
chaptr 5
উত্তরমুছুনসমাধান
উত্তরমুছুনউত্তর কই
উত্তরমুছুন