তোমরা যারা পঞ্চম শ্রেণি গণিত ৩য় অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন ও সমাধান খুজছো তাদের জন্য সুখবর। তোমাদের গণিত তৃতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে হাজির হলাম। এখানে তোমাদের সমাপনী প্রস্তুতির জন্য গণিত ৩য় অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হবে। পঞ্চম শ্রেণি সমাপনী প্রস্তুতির জন্য গণিত ৩য় অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে এগুলোই অনুসরণ করলে যথেষ্ট। এর বাইরে সমাপনী পরীক্ষায় গণিতে ৩য় অধ্যায় থেকে আর কোনো প্রশ্ন হবেনা ইন শাহ আল্লাহ।
প্রাথমিক
শিক্ষা সমাপনী প্রস্তুতি
গণিত
৩য় অধ্যায় সংক্ষিপ্ত (চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলি)
বিগত
পিইসিই পরীক্ষায় আগত সংক্ষিপ্ত সমস্যাবলি
১।
৪টি ডাবের মূল্য ১৬০ টাকা হরে ৫টি ডাবের মূল্য কত? (প্রা,শি,স,প-২০১৯)
২।
শিমু ৮০ টাকা দিযে ৪টি খাতা কিনল। ৮টি খাতা কিনতে তার কত টাকা লাগবে? (প্রা,শি,স,প-২০১৯)
৩।৪টি
কলমের দাম ৪৪টাকা হলে, ৬টি কলমের দাম কত? (প্রা,শি,স,প-২০১৮)
৪।
একটি পেঁপের ওজন ৫০০ গ্রাম হলে, এরুপ ২টি পেঁপের ওজন কত কেজি? (প্রা,শি,স,প-২০১৮)
৫।
৬টি পেন্সিরের দাম ৩০ টাকা হলে ১০টি পেন্সিলের দাম কত? (প্রা,শি,স,প-২০১৮)
৬।
রানার টাকা মলির টাকার ৪গুণ। মলির নিকট ২০টাকা থাকরে রানার নিকট কত টাকা আছে? (প্রা,শি,স,প-২০১৮)
৭।
৯টি ডিমের দাম ৭২ টাকা হলে ১টি ডিমের দাম কত? (প্রা,শি,স,প-২০১৮)
৮।
২০÷(৫×২)=? (প্রা,শি,স,প-২০১৮)
৯।
৩১-(৩×২)+২৫=কত? (প্রা,শি,স,প-২০১৬,১৭)
১০।
দুইটি সংখ্যার ভাগফল ১২, একটি সংখ্যা ৪ হরে অপরটি কত? (প্রা,শি,স,প-২০১৭)
১১।এক
ডজন লেবুর দাম ৬০ টাকা হলে ৪টি লেবুর দাম কত? (প্রা,শি,স,প-২০১৭)
১২।
দুইটি সংখ্যার গুণফল ২২৫। একটি সংখ্যা ২৫ হলে অপর সংখ্যা কত? (প্রা,শি,স,প-২০১৭)
১৩।দৈনিক
১২০ কি.মি সাইকেল চালিয়ে কোনো ব্যক্তি ৪৮০ কি,মি পথ কত দিনে যেতে পারবে? (প্রা,শি,স,প-২০১৭)
১৪।
একটি কাজ ৩০০ জন লোক ২০টি দিনে কর করতে পারে।কাজটি ৪০ দিনে সম্পন্ন করতে কতজন লাগবে?
(প্রা,শি,স,প-২০১৭)
১৫।
(১০×৩)+(৫×২)=৪০ বাক্যটি সত্য না মিথ্যা? (প্রা,শি,স,প-২০১৭)
১৬।
৬২৭৩×৯৯৯ কে সহজ পদ্ধতিতে গুণ করলে কিভাবে লিখতে হবে? (প্রা,শি,স,প-২০১৭)
১৭।
পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের অথবা ১ বিয়োগ কররে সংখ্যাটি কত? (প্রা,শি,স,প-২০১৬)
১৮।
মুনা অপেক্ষা রীনার ৫০ টাকা বেশি আছে? রীনা অপেক্ষা রানার ২০ টাকা কম আছে।কার কাছে
সবচেয়ে বেশি টাকা আছে? (প্রা,শি,স,প-২০১৬)
১৯।
পিতা ও কন্যার বয়সের সমষ্টি ৬০ বছর। পিতার বয়স কন্যার বয়সের ৩গুণ হলে কন্যার বয়স বের
করতে কোন প্রক্রিয়া ব্যবহার করতে হবে? (প্রা,শি,স,প-২০১৬)
২০।
২ ডজন খাতার দাম ৬০০ টাকা হলে ১টি খাতার দাম কত? এই সমস্যাটির গাণিতিক রুপ লেখ। (প্রা,শি,স,প-২০১৫)
২১।
পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যার মধ্যে পার্থক্য কত? (প্রা,শি,স,প-২০১৪)
২২।
তিনটি আম গাছের প্রত্যেকটি থেকে ৮টি করে আম পেড়ে ৪ বন্ধু সমানভাবে ভাগ করে নিলে প্রত্যেকে
কয়টি করে আম পাবে? সমস্যাটির গাণিতিক রুপ লেখ। (প্রা,শি,স,প-২০১৩)
গুরুত্বপূর্ণ
কিছু সংক্ষিপ্ত প্রশ্ন:
১।
কোন ক্ষেত্রে প্রথমে একটির জন্য পরিমাপ হিসাব করা হয়?
২।
৬,৮,৯,৫,০,৪ অঙ্কগুলো দ্বারা গঠিত ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যার পার্থক্য কত?
৩।
পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত কম?
৪।
অক্টোবর মাসে সৈকত প্র্রতিদিন ২৯ টাকা খরচ করে। ঐ মাসে সে কত টাকা খরচ করেছে?
৫।
এক ব্যক্তি জানুয়ারী মাসে ৬২০০ টকা আয় করেন। ঐ মাসে ঐ ব্যক্তির দৈনিক আয় কত টাকা?
৬।
{৯-(৪৫÷৯-৩)}×২-৫=কত?
৭।
ঐকিক নিয়ম কাকে বলে?
৮।
পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে কত যোগ কররে যোগফল ১ লক্ষ হবে?
৯।
একটি গ্রামে ৫৬৭০ জন লোক ছিল। এ বছর ৫৬০ জন লোক আসল এবং ৪৩৫ জন চলে গেল। বর্তমানে লোকসংখ্যা
কত?
১০।
সরল করার সময় সমচিহ্ন বিশিষ্ট সংখ্যাগুলোকে কী করতে হয়?
১১।
সরল করার সময় একই চিহ্নযুক্ত সংখ্যাকে একত্রিত করার জন্য কী ব্যবহার করতে হয়?
১২।
২৫÷৫×[৫×{২৪÷(১৮-১৫)}] এই সরল অঙ্কটিতে কোন কাজটি আগে করতে হবে?
১৩।
১ডজন কলার দাম ১৫০ টাকা। ১ হালি কলার দাম কত?
১৪।
দুইটি গাণিতিক বাক্য থেকে একটি গাণিতিক বাক্য গঠন করতে আমরা কিসের ব্যবহার করি?
১৫।
গাণিতিক বাক্যে কোন পাশ থেকে কোন পাশ হিসাব করতে হয়?
১৬।
মাওফার বয়স ১০ বছর। তার বয়সের দ্বিগুণের সাথে কত বছর যোগ করলে, যোগফল ২৪ বছর হবে?
১৭।
রানার টাকা মলির টাকার ৪গুণ। মলির নিকট ২০ টাকা থাকলে রানার নিকট কত টাকা আছে?
১৮।
গাণিতিক বাক্যে বন্ধনী না থাকলে কোন প্রক্রিয়ার কাজটি প্রথমে করতে হবে?
প্রাথমিক শিক্ষা সমাপনী গণিত ৩য় অধ্যায় সংক্ষিপ্ত(চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলি) প্রস্তুতির সংক্ষিপ্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ।
পঞ্চম শ্রেণির গণিত ৩য় অধ্যায়ের কাঠামোবদ্ধ প্রশ্নের জন্য এই সাইটের ফেজবুক পেজে লাইক দিয়ে রাখুন।
answer kothay?
উত্তরমুছুনঐকিক নিয়ম কাকে বলে
মুছুনPlease answer
উত্তরমুছুনউত্তর গুলি চাই
উত্তরমুছুন