তেমারা যারা পঞ্চম শ্রেণির গণিত ২য় অধ্যায় ভাগ সংক্ষিপ্ত প্রশ্ন ও সমাধান খুজছো তাদের জন্য নিয়ে এলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সমাপনী গণিত সাজেশনা ২য় অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে তোমরা বিগত সালে আসা সহ কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন পেয়ে যাবে। আর তোমরা জানো গণিত দ্বিতীয় অধ্যায়ে কোনো বড় প্রশ্ন আসেনা। তাই তোমাদের গণিত ২য় অধ্যায় ভাগ থেকে শুৃধুমাত্র সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করা শিখতে হবে।
১। ৫৩১৪৬ কে
১০ দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? (সামপনী-১৯)
উত্তর: ৬
২। দুইটি সংখ্যার
ভাগফল ১২, একটি সংখ্যা ৪ হলে, অপর সংখ্যাটি কত? (সামপনী-১৭)
উত্তর: ৪৮
গুরুত্বপূর্ণ
কিছু সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১। ৯৯০০০ কে ১০ দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে?
উত্তর: ৯৯০০
২। ৫টি আমের দাম ৭৫ টাকা হলে ১টির দাম কত? (সমাপনী-১৫)
উত্তর: ১৫
৩। নিংশেষে বিভাজ্য না হলে, ভাজ্য নির্ণয়ের সূত্রটি লেখ।
উত্তর: ভাজ্য=ভাজক×ভাগফল+ভাগশেষ
৪। ২৪৫০০ কে তিন অঙ্কবিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফর কত?
উত্তর: ২৪৫
৫। একজন লোক প্রতি মাসে ৮৫০ টাকা সঞ্চয় করেন। কততম মাসে তার সঞ্চিত টাকা ৫০০০০
অতিক্রম করবে?
উত্তর: ৫৯ মাসে
৬। কোন দৌড় প্রতিযোগিতায় পথের এক চক্র সমান ৮০০ মিটার। কততম বারে ১০০০০ মিটার
পথ অতিক্রম করবে?
উত্তর: ১৩ তম বারে
৭। ৫০ দ্বারা একটি সংখ্যাকে ভাগ করে ভাগফল ১৮ ও ভাগশেষ ১০ পাওয়া গেল। সংখ্যাটি
কত?
উত্তর: ৯১০
৮। কোনো ভাগ অঙ্ক নিংশেষে বিভাজ্য হয়েছে, কীভাবে তা বুঝতে পারা যায়?
উত্তর: ভাগশেষ শুন্য হলে।
৯। ৭৬৯৬৫÷১৫=৫১৩১, গাণিতিক বাক্যটিতে ভাজ্য কত?
উত্তর: ৭৬৯৬৫
১০। ৯৩৫০০÷১০০ = কত? (সমাপনী-১৬)
উত্তর: ৯৩৫
১১। দুই অঙ্কের কোন সংখ্যা দ্বারা ২০০ কে গুণ করলে গুলফল ১৯৮০০ হবে? (সমাপনী-১৭)
উত্তর: ৯৯
১২। নিংশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজক নির্ণয়ের সূত্রটি লেখ। (সমাপনী-১৫)
উত্তর: ভাজক=ভাজ্য÷ভাগফল
১৩। নিংশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজ্য নির্ণয়ের সূত্রটি লেখ। (সমাপনী-১৫)
উত্তর: ভাজ্য=ভাজক×ভাগফল
১৪। নিংশেষে বিভাজ্য না হলে ভাজক সমান কী?
উত্তর: ভাজক=(ভাজ্য-ভাগশেষ) ÷ ভাগফল
১৫। ভাগফল নির্ণয়ের সূত্রটি লেখ।
উত্তর: ভাগফল=(ভাজ্য-ভাগশেষ) ÷ভাজক
১৬। ভাগশেষ ও ভাজকের মধ্যে সম্পর্ক কী?
উত্তর: ভাগশেষ, ভাজক অপেক্ষা ছোট হয়।
১৭। কোন বাড়িতে ৯৮০০০ গ্রাম চাল আছে। প্রতিদিন যদি ৬৫০ গ্রাম চাল লাগে, তবে
কততম দিনে চাল শেষ হবে?
উত্তর: ১৫১ তম দিনে
১৮। একটি বাক্সে ২৫০ টি বস্তু প্যাকেট করা যায়। এ রকম ৪৩৫৪৮ টি বস্তু প্যাকেট
করার জন্য কতটি বাক্য প্রয়োজন?
উত্তর: ১৭৫টি
১৯। একটি বইয়ে ৮০ পৃষ্ঠা আছে। ৫২০০ পৃষ্ঠায় কতটি বই হবে?
উত্তর: ৬৫ টি বই
২০। একটি কোম্পানির ব্যবসায় ৯৪২৫০ টাকা লাভ হলো। কর্মচারীর সংখ্যা ৬৫০ জন হরে
প্রত্যেকে কত লাভ পাবেন?
উত্তর: ১৪৫
২১। তোমার গ্রামে ৮০টি পরিবার আছে। রাস্তা মেরামতের জন্য ৬০০০০ টাকা দরকার।
প্রত্যেক পরিবার কত টাকা দিবে?
উত্তর: ৭৫০
২২। একটি বাসে ১০০ জন যাত্রী যেতে পারে। ৪৫০০ জন যাত্রী যেতে এরুপ কয়টি বাস
লাগবে? (সমাপনী-১৭,১৮)
উত্তর: ৪৫
২৩। এক কুইন্টাল চালের দাম ৫৬০০ টাকা হলে প্রতি কেজি চালের দাম কত? (সমাপনী-১৫,১৮)
উত্তর: ৫৬ টাকা
২৪। দুইটি সংখ্যার গুণফল ২২৫। একটি সংখ্যা ২৫ হলে, অপর সংখ্যাটি কত?
উত্তর: ৯
২৫। ১৫টি টেবিলের দাম ৪৫০০০ টাকা হলে ১টি টেবিলের দাম কত? (সমাপনী-১৮)
উত্তর: ৩০০০
২৬। একজন লোক ১ বছরে ২৪০০০ টাকা সঞ্চয় করেন। ১ মাসে কত টাকা সঞ্চয় করেন। (সমাপনী-১৮)
উত্তর: ২০০টাকা
২৭। ৫৩৯১÷১০০: এর ভাগশেষ কত? (সমাপনী-১৮)
উত্তর: ৯১
২৮। ভাজ্য ২৫০০০ এবং ভাজক ১০০ হলে ভাগফল কত? (সমাপনী-১৮)
উত্তর: ২৫০
২৯। কোনো ভাগ অঙ্কে ভাজ্য ২০১৫০ এবং ভাজক ১০০০ হলে ভাগশেষ কত? (সমাপনী-১৪)
উত্তর: ১৫০
৩০। ৩৩৩৮৪÷১২৪ এর ভাগফল ২৬৯ ও ভাগশেষ ২৮। সঠিক কি না যাচাই কর।
উত্তর: সঠিক
৩১। ভাজ্য শূন্য হলে ভাগফল কত?
উত্তর: ০
৩২। ভাগশেষ ৪ এবং ভাজক ভাগশেষের ৩গুণ হলে, ভাজক কত?
উত্তর: ১২
৩৩। একটি ভাগ অঙ্কে ভাজ্য ২৯৮৭৫, ভাগফল ১০১০, ভাগশেষ ২৮২ হলে ভাজক কত?
উত্তর: ২৯৩
প্রশ্নগুলো পিডিএফ আকারে ডাউনলোড করতে নিচের ডাউনলোড লেখায় ক্লিক করুন।