অতিরিক্ত সচিব (প্রশাসন) মহোদয়ের ২৯ নির্দেশনা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) জনাব মোঃ তাজুল ইসলাম গত ০৭ মার্চ ২০২০ তারিখে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকারে উপজেলা নির্বাহিী অফিসার ও সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, ব্রাহ্মণবাড়িয়া, পিটিআই সুপার, উপজেলা শিক্ষা অফিসার ও ইন্সট্রাক্টর, ইউআরসি, শিক্ষক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বিদ্যালয়সমূহ পরির্দশন শেষে উক্ত কর্মকর্তাগণের সাথে এক মতবিনিময় সভা করা হয়। মত বিনিময় সভায় নিম্নবর্ণিত দিকনির্দেশনা প্রদান করা হয়।


  1. প্রধান শিক্ষকদের মাসিক সমন্ময সভার কার্যবিবরণী পরবর্তী সভায় উপস্থাপন, অগ্রগতি পর্যালোচনা এবং কার্যবিবরণী প্রতিটি বিদ্যালয়ে প্রেরণ নিশ্চিতকরণ।
  2. প্রত্যেক শিক্ষকের লেসন প্ল্যান প্রস্তুতপূর্বক শ্রেণি পাঠদান পরিচালনার বিষয়টি প্রধান শিক্ষক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক নিশ্চিত করা।
  3. প্রতিদিন সময়মত বিদ্যালয়ে আগমন-প্রস্থানসহ শ্রেণি কক্ষে গমন নিশ্চিত করা।
  4. one day one word কর্মসূচির যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা। (সকল শ্রেণির one day one word ডাউনলোড করতে  এখানে ক্লিক করুন।)
  5. বিদ্যালয়ে ভর্তি ছাত্র-ছাত্রীর উপস্থিতি শতভাগ নিশ্চিত করা।
  6. নিয়মিত পঠন ও লিখন দক্ষতা বৃদ্ধিসহ  প্রতিদিন ১ পৃষ্ঠা করে বাংলা ও ইংরেজি হাতের লিখা বাড়ির কাজ হিসেবে প্রদান ও মূল্যায়ন করা এবং প্রতিযোগিতার আয়োজন করা।
  7. প্রতিটি শিক্ষার্থীকে বর্ণ পরিচয়, সংখ্যার ধারনাসহ মৌলিক বিষয়সমূহের বাস্তবায়ন নিশ্চিত করা।
  8. মাল্টিমিডিয়া  প্রজেক্টরের মাধ্যেমে পাঠদান নিশ্চিত করা।
  9. বিদ্যালয়ে প্রতিটি শ্রেণিকক্ষের ব্লাক বোর্ডে শিক্ষার্থীদের উপস্থিতি ও অনুপস্থিতির সংখ্যাসহ মনিটরিং তথ্য নিয়মিত লিপিবদ্ধ করা।
  10. শ্রেণিকক্ষে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা গ্রহণসহ অনুল পরিবেশ তৈরি করা।
  11. প্রথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের সন্তান-সন্তুতিরা কোন বিদ্যালয়ে অধ্যায়নরত তার তথ্য সংগ্রহ করা।
  12. বিদ্যালয়ে ছাত্র-শিক্ষক অনুপাতে শিক্ষক সমন্ময় করা।
  13. বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষককে আলাদা হোম ভিজিট রেজিস্টার সংরক্ষণ  এবং হোম ভিজিটের সময় সংশ্লিষ্ট শিক্ষার্থীর অভিভাবকের মোবাইল নম্বর লিপিবদ্ধ করা। প্রধান শিক্ষক কর্তৃক হোম ভিজিটের প্রতিবেদন মাসিক সমন্ময় সভায় উপস্থাপন এবং প্রয়োজন কর্মকর্তাগণ তা যাচাই করণ।
  14. প্রতিটি বিদ্যালয়ের ক্লাশ রুটিন উপজেলা শিক্ষা অফিসার ও সহকারী উপজেলা শিক্ষা অফিসারের নিকট সংরক্ষণ করবেন এবং ক্লাশ রুটিন অনুসরণপূর্বক শিক্ষক শ্রেণি কার্যকৃম পরিচালনা করছেন কিনা তা যাচাই করা 
  15. প্রত্যেক শিক্ষকের মোবাইল নম্বর সংরক্ষণ করা।
  16. প্রত্যেক  সহকারী উপজেলা শিক্ষা অফিসার প্রতে মাসে কমপক্ষে ০২ টি বিদ্যালয় cross visit করবেন। পরিদর্শন প্রতিবেদনের প্রিন্ট আউট নিয়ে মাসিক সমন্ময় সভায় আলোচনা।
  17. পরিদর্শনকারী কর্মকর্তাগণ কর্তৃক মাসিক বিদ্যালয় পরিদর্শন প্রতিবেদনের উল্লিখিত পারফরমেন্সের ভিত্তিতে উত্তম বিদ্যালয় এবং চলতি মানের নিম্নে বিদ্যালয়ের নাম প্রধান শিক্ষকদের মাসিক সমন্ময় সভায় উপস্থাপন।
  18. পাঠদান দুর্বল শিক্ষক চিহ্নিত করে প্রয়োজনে একাধিকবার প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা নিশ্চিতকরন।
  19. উপজেলায় বিদ্যালয় বিহীন গ্রামের তালিকা প্রস্তুতকরণ।
  20. প্রতিটি বিদ্যালয়ে জাতীয় পতাকার স্ট্যন্ড, সঠিক পরিমাপ ও রং অনুযায়ী পতাকা যথাযথ উত্তোলন নিশ্চিতকরণ।
  21. দৈনিক সমাবেশে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, শপথ বাক্য পাঠ, জাতীয় সংগীত পরিবেশনসহ প্রত্যেক শিক্ষার্থীকে পর্যায়ক্রমে সামনে  এনে অনুশীলন করণ। (জাতীয় সমাবেশ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।)
  22. শ্রেণিকক্ষে প্রত্যেক শিক্ষার্থীকে বলার দক্ষতা অর্জনের জন্য অনুশীলন করানো এবং ইউনিয়ন, ক্লাস্টার ও উপজেলা পর্যায়ে উপস্থিত বক্তৃতা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা।
  23. প্রতিদিন শ্রেণিকক্ষ, অফিস কক্ষ, ওয়াশ ব্লক, মাঠ পরিষ্কার রাখাসহ সপ্তাহে অন্তত ১দিন পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা।
  24. সহকারী উপজেলা শিক্ষা অফিসারগণ প্রতিদিন  একাধিক বিদ্যালয় আকষ্কি ভিজিট করা।
  25. শ্রেণি শিক্ষক সকল শিক্ষার্থীর বাবা-মা/অভিভাবকের মোবাইল নম্বর সংরক্ষণ করা।
  26. শিক্ষকদের পরিপাটি পোষাক ও শিক্ষার্থীদের শতভাগ ইউনিফর্ম পরিধান নিশ্চিত করা।
  27. উপজেলা রিসোর্স সেন্টারেতে বিষয়ভিত্তিক প্রশিক্ষণের মান, পদ্ধতি এবং বাস্তবায়ন যথায়থ হচ্ছে কিনা তা মনিটরিং।
  28. উপজেলা রিসোর্স সেন্টার এবং ‍ উপজেলা শিক্ষা অফিসের সাথে সকল কাজের সমন্ময় সাধন করা।
  29. উপজেলা রিসোর্স সেন্টারে প্রশিক্ষণের সময় উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা শিক্ষা অফিসারের উপস্থিতি নিশ্চিত করা।
নির্দেশনাটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
প্রাথমিক শিক্ষার যে কোন বিষয় জানতে এই সাইটের ফেজবুক পেজে লাইক দিয়ে রাখুন।

Masud Rana

স্বাধীনচেতা একজন মানুষ। পেশায় একজন শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি ব্লগে লিখতে ভালোবাসে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন