বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে দৈনিক সমাবেশ কর্মসূচি অবশ্যই পালন করার নির্দেশ রয়েছে। সাধারণত শুষ্ক মৌসুমে বিদ্যালয়ে উন্মুক্ত প্রাঙ্গণে এবং বর্ষা মৌসুমে বারান্দায় বা শ্রেণী কক্ষে দৈনিক সমাবেশ অনুষ্ঠিত হবে।
প্রাথমিক বিদ্যালয়ের দৈনিক সমাবেশ:
লাইন, ফাইল, সোজা ও আরামে দাঁড়ানো
জাতীয় পতাকার প্রতি সম্মান, পবিত্র ধর্ম গ্রন্থ থেকে পাঠ,
শপথ পাঠ ও জাতীয় সংগীত পরিবেশন
দৈনিক সমাবেশের ধারাবাহিক কাজগুলো হলো :
১। জাতীয় পতাকা উত্তোলন এবং অভিবাদন : বিদ্যালয়ে প্রধান শিক্ষক জাতীয় পতাকা উত্তোলন করবে। এ সময় সকলে সোজা অবস্থায় থাকবে। পতাকা উত্তোলন করে এক পদক্ষেপ পিছনে এসে জাতীয় পতাকাকে সম্মান জানাবে। উপস্থিতি সকলে হাত তুলে একসাথে পতাকাকে সম্মান জানাবে।
২। পবিত্র কোনআন থেকে পাঠ : (অন্যান্য ধর্মের শিক্ষার্থীরা থাকলে তাদের ধর্ম গ্রন্থ থেকে ও পাঠ করা যেতে পারে) একজন পাঠ করবে অন্যরা সকলে শ্রবণ করবে। এ সময় সকলে সম্পূর্ণ আরামে প্রার্থনার ভঙ্গিতে দাড়িয়ে থাকবে।
৩। আনুগত্যের শপথ গ্রহণ : এক জন শিক্ষার্থী শপথ বাক্য পাঠ করবে, অন্যরা তার সাথে বলবে। শপথ এর সময় শিক্ষার্থীদের ডান হাত কাঁধ বরাবর সম্মুখে তুলে সোজা হয়ে দাঁড়াবে।
প্রাথমিক বিদ্যালয়ের দৈনিক সমাবেশ:
- বিদ্যালয়ের শারীরিক শিক্ষক বা প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক সমাবেশ অনুষ্ঠান পরিচালনা করবে।
- বিদ্যালয়ের সকল শিক্ষকগণের সমাবেশে উপস্থিতি বাধ্যতামূলক হবে।
- শিক্ষার্থীরা জাতীয় পতাকাকে সামনে রেখে হাউজ বা শ্রেণী অনুযায়ী লাইন ও ফাইলে উচ্চতায় ছোট থেকে বড় সাজিয়ে দাঁড়াবে।
- বিদ্যালয়ের শিক্ষকগণ সকল শিক্ষার্থীদের মুখামুখী হইয়া জাতীয় পতাকাকে সামনে রেখে সমাবেশে দাঁড়াবে।
লাইন, ফাইল, সোজা ও আরামে দাঁড়ানো
জাতীয় পতাকার প্রতি সম্মান, পবিত্র ধর্ম গ্রন্থ থেকে পাঠ,
শপথ পাঠ ও জাতীয় সংগীত পরিবেশন
দৈনিক সমাবেশের ধারাবাহিক কাজগুলো হলো :
১। জাতীয় পতাকা উত্তোলন এবং অভিবাদন : বিদ্যালয়ে প্রধান শিক্ষক জাতীয় পতাকা উত্তোলন করবে। এ সময় সকলে সোজা অবস্থায় থাকবে। পতাকা উত্তোলন করে এক পদক্ষেপ পিছনে এসে জাতীয় পতাকাকে সম্মান জানাবে। উপস্থিতি সকলে হাত তুলে একসাথে পতাকাকে সম্মান জানাবে।
২। পবিত্র কোনআন থেকে পাঠ : (অন্যান্য ধর্মের শিক্ষার্থীরা থাকলে তাদের ধর্ম গ্রন্থ থেকে ও পাঠ করা যেতে পারে) একজন পাঠ করবে অন্যরা সকলে শ্রবণ করবে। এ সময় সকলে সম্পূর্ণ আরামে প্রার্থনার ভঙ্গিতে দাড়িয়ে থাকবে।
৩। আনুগত্যের শপথ গ্রহণ : এক জন শিক্ষার্থী শপথ বাক্য পাঠ করবে, অন্যরা তার সাথে বলবে। শপথ এর সময় শিক্ষার্থীদের ডান হাত কাঁধ বরাবর সম্মুখে তুলে সোজা হয়ে দাঁড়াবে।
[শপথ : আমি শপথ করছি যে, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখব। দেশের প্রতি অনুগত থাকব। দেশের একতা ও সংহতি বজায় রাখার জন্য সচেষ্ট থাকব। হে প্রভু আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করতে পারি, বাংলাদেশকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারি। আমিন।]নতুন শপথ বাক্য দেখতে নিচের পোস্টটি পড়ুন
৪। জাতীয় সংগীত পরিবেশেন : সকলে সমম্বরে তাল ও লয় ঠিক রেখে জাতীয় সংগীত গাইবে। এ সময় সকলে সোজা অবস্থায় দাড়াবে।
[বাংলাদেশের জাতীয় সংগীত: ]
জাতীয় সংগীত
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি ।
চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি ॥
ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে,
মরি হায়, হায় রে—
ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে আমি কী দেখেছি মধুর হাসি ॥
কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো—
কী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে ।
মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো,
মরি হায়, হায় রে—
মা, তোর বদনখানি মলিন হলে, ও মা, আমি নয়নজলে ভাসি ॥
চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি ॥
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি ।
৬। পাঁচ মিনিটের জন্য শরীর চর্চা (পিটি)- এমন ভাবে পিটি করানো যাবে না যাতে শিক্ষার্থীর হাতে বা জামা কাপড়ে মাটি লাগে।
৭। সমাবেশ শেষে শিক্ষার্থীরা শৃঙ্খলার সাথে নিজ নিজ শ্রেণি কক্ষে গমন করবে।
উল্লে¬খ্য দৈনিক সমাবেশে রুটিন অনুযায়ী দেশাত্ত¡বোধক গান শিক্ষার্থীরা গাইবে।
প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা দৈনিক সমাবেশের মধ্যে দিয়ে বিভিন্ন রকমের সামাজিক গুণাবলি অর্জন করে। এই সমাবেশের মাধ্যমে শিশুদের দেশাত্ত¡বোধ, ধর্মীয় অনুভূতি, নেতৃত্ত¡দান, শৃঙ্খলাবোধ এবং সুন্দর চরিত্র গঠনে ভূমিকা রয়েছে।
প্রাথমিক বিদ্যালয়ে সমাবেশের জন্য নির্বাচিত ১৫ টি পিটি ভিডিও সহ দেখতে এখানে ক্লিক করুন।
লাইন কোনটি: শিক্ষার্থীরা হাত তুলে পাশাপাশি সমানে দাড়ানোকে লাইন বলে।
ফাইল কোনটি: শিক্ষার্থীরা হাত তুলে সামনে পিছনে জায়গা নিয়ে সোজা দাড়ানোকে ফাইল বলে।
প্রাথমিক বিদ্যালয়ের দৈনিক সমাবেশ, দৈনিক সমাবেশের উদ্দেশ্য, দৈনিক সমাবেশের ধারাবাহিক কাজগুলো, শপথ গ্রহণ, জাতীয় সংগীত পরিবেশেন, লাইন কোনটি ফাইল কোনটি এগুলো সব প্রাথমিকের যে কোন বিষয় জানতে বিডিপ্রাইমারি সাইটে ভিজিট করুন।
Tags:
প্রাথমিক শিক্ষা