পঞ্চম শ্রেণি বিজ্ঞান ৮ অধ্যায় মহাবিশ্ব (সংক্ষিপ্ত, শূন্যস্থান পূরণ, মিলকরণ, কাঠামোবদ্ধ প্রশ্ন)

পঞ্চম শ্রেণি বিজ্ঞান ৮ অধ্যায় মহাবিশ্ব (সংক্ষিপ্ত, শূন্যস্থান পূরণ, মিলকরণ, কাঠামোবদ্ধ প্রশ্ন)

পঞ্চম শ্রেণি বা সমাপনী পরীক্ষার্থীদের জন্য মহাবিশ্ব অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে প্রতিবছর সব ধরনের প্রশ্ন প্রায় হয়ে থাকে নিচে সমাপনী প্রস্তুতির জন্য বিজ্ঞানের ৮ম অধ্যায় মহাবিশ্বের সব ধরনের প্রশ্নের একটি সাজেশন দেওয়া হলো। আশা করছি সমাপনী পরীক্ষায় এখান থেকে ১০০% কমন আসবে।

কাঠামোবদ্ধ প্রশ্ন গুলো দেখুন
সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন
১। দিন এবং রাত কী কারণে হয়? (সমাপনী ১৯, ১৬, ১৫)
উ: পৃৃথিবীর আহ্নিক গতির কারণে দিন রাত হয়।
২। পৃথিবী থেকে সূর্যের দুরুত্ব কত কি.মি? (সমাপনী ২০১৯)
উ: পৃথিবী থেকে সূর্যের দুরুত্ব প্রায় ১৫,০০,০০,০০০ কি.মি।
৩। নিজ অক্ষে একবার আবর্তন করতে পৃথিবীর কত সময় লাগে? (সমাপনী ২০১৯)
উ: নিজ অক্ষে আবর্তন করতে পৃথিবীর ২৩ঘণ্টা ৫৬ মিনিট সময় লাগে।
৪। সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর কত সময় লাগে? (সমাপনী ২০১৯)
উ: ৩৬৫ দিন ৬ ঘণ্টা।
সমাপনীর সকল সাজেশন একসাথে দেখুন এখানে
৫। দিন ও রাত্রির দৈর্ঘ্য ছোট বড় হয় কেন? (সমাপনী ২০১৮)
উ: দিন ও রাত্রির দৈর্ঘ্য ছোট বড় হয় পৃথিবীর আহ্নিক গতির কারনে।
৬। গ্রহ ও নক্ষত্রের মধ্যে একটি পার্থক্য লেখ। (সমাপনী ২০১৮)
উ: গ্রহের নিজস্ব আলো নেই কিন্তু নক্ষত্রের নিজস্ব আলো আছে।
৭। বিজ্ঞানীরা কেন দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করেন? (সমাপনী ২০১৮)
উ: মহাকাশের বিভিন্ন জিনিসকে বড় করে পর্যবেক্ষন করার জন্য।
৮। সৌরজগতের গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরছে এটা প্রমাণ করেন কে? (সমাপনী ২০১৮)
উ:  গ্যালিলিও গ্যালিলি।
৯। উপগ্রহ কী? (সমাপনী ২০১৭)
উ: উপগ্রহ হলে সেই  বস্তু যা কোনো গ্রহকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে।
১০। প্রথিবীর দুই ধরনের গতি কি কি? (সমাপনী ২০১৭, ১৬)
উ: আহ্নিক গতি ও বার্ষিক গতি।
১১। আকাশের তারা পর্যবেক্ষনের জন্য তুমি কোন যন্ত্র ব্যবহার করবে? (সমাপনী ২০১৭)
উ: দূরবীক্ষণ যন্ত্র।
১২। অক্ষ কী? (সমাপনী ২০১৬)
উ: অক্ষ হলো কোনো বস্তুর কেন্দ্র বরাবর ছেদনকারী কাল্পনিক রেখা।
১৩। আহ্নিক গতি কাকে  বলে? (সমাপনী ২০১৫)
উ: নিজ অক্ষের উপর প্রথিবীর ঘূর্ণায়মান গতিকে  পৃথিবীর আহ্নিক গতি বলে।
১৪। গ্যালাক্সি কাকে বলে? (সমাপনী ২০১৫,১৩)
উ: অনেক নক্ষত্র মিলে যে বিশাল িএক একটি সমাবেশ হয় তাকে গ্যালাক্সি বলে। যেমন-সৌরজগতের মত অনেক জগত নিয়ে একটি গ্যালাক্সি গঠিত হয়।
১৫। সৌরজগতে কয়টি গ্রহ আছে? (সমাপনী ২০১৫)
উ: ৮টি।
১৬। পৃথিবীর চারদিকে একবার ঘুরে আসতে চাঁদের কত সময় লাগে? (সমাপনী ২০১৬)
উ: ২৮ দিন।
পরীক্ষায় আসার মত কিছু অতিরিক্ত সংক্ষিপ্ত প্রশ্ন
১। বার্ষিক গতি কী?
উ: সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তনের গতিতে বার্ষিক গতি বলে।
২। মিল্কিওয়ে কী?
উ: মিল্কিওয়ে সৌরজগতের গ্যালাক্সি।
৩। কক্ষপথ কী?
উ: পৃথিবী বা অন্যান্য গুহ সমূহ যে পথে সূর্যকে আবর্তন করছে তাই কক্ষপথ।
৪। পৃথিবী থেকে চাদের দুরুত্ব কত?
উ: ৩,৮৪,৪০০ কিমি।
৫। আলোগ গতি কত?
৩.০০,০০০ কিমি।
সমাপনীর সকল সাজেশন একসাথে দেখুন এখানে


৬। চাদ থেকে পৃথিবীতে আলো পৌছাতে সময় লাগে কত?
উ: ১.৩ সেকেন্ড।
৭। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কত?
উ: ৮ মিনিট।
৮। আলোগ গতিতে মিল্কিওয়ে গ্যালাক্সির  এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যেতে কত সময় লাগবে?
উ: ১,৩০,০০০ বছর।
৯। একটি গ্যালাক্সিতে গড়ে কত নক্ষত্র আছে?
উ:  এডিংটনের মতে দশ হাজার কোাটি।
১০। মহাবিশ্বের আকার কেমন?
উ: মহাবিশ্ব প্রতি নিয়ত প্রসারিত হচ্ছে তাই এর কোনো আকার নাই।
১১। জ্যোতির্বিজ্ঞান কাকে বলে?
উ: মহাকাশ সম্পর্কিত গবেষণাকে জ্যোতির্বিজ্ঞান বলা হয়।
১২। পৃথিবী ক?
উ: পৃথিবী একটি গ্রহ।
১৩। লাটিমের ঘুর্ণন কোন ধরনের ঘুর্ণন?
উ: আহ্নিক গতির ঘুর্ণন।
১৪। পৃথিবির অক্ষরেখাটি কোন বরাবর?
উ: উত্তর-দক্ষিণ মেরু বরাবর।
১৫। পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকলে সে অংশে তখন কোন ঝতৃ?
উ: গ্রীষ্মঝতু।
১৬। চাদের দশা ক?
উ: চাদের উজ্জ্বল অংশের আকৃতির পরিবর্তনশীল অবস্থাকে চাদের দশা বলে।
১৭। পূর্ণমা কী?
উ: চাঁদের সম্পুর্ণ অংশ যখন আলোকিত হয় তাকে পূর্ণিমা বল।
১৮। আমাবস্যা কী?
চাঁদের আলোকিত কোনো অংশই দেখা  না গেলে তাই আমাবস্যা।
১৯। চাঁদের বিভিন্ন দশার কারণ কী?
উ: চাঁদের ঘুর্ণন ও পৃথিবীর ঘুর্ণনের কারনে চাঁদের আলোকিত অংশের পরিমান ভিন্ন ভিন্ন হয়, এর ফলে চাঁদের দশা বিভিন্ন হয়।

সমাপনী পরীক্ষায় আসা কিছু শূন্যস্থান পূরণ।
১। মহাবিশ্ব এখনও --- হচ্ছে। (সমাপনী ২০১৯)
উ: প্রসারিত হচ্ছে।
২। পৃথিবী --- চারপাশে একটি নির্দিষ্ট পথে ঘুরে। (সমাপনী ২০১৯)
উ: সূর্যের।
৩। মহাকাশের বিভিন্ন বস্তু --- যন্ত্রের সাহায্যে পর্যবেক্ষণ করা যায়। (সমাপনী ২০১৯)
উ: দূরবীক্ষণ।
৪। সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তনকে ---- বলে। (সমাপনী ২০১৯)
উ: বার্ষিক গতি।
৫। আমরা শুধুমাত্র চাঁদের --- অংশই দেখতে পাই। (সমাপনী ২০১৯)
উ: আলোকিত।
পঞ্চম শ্রেণি গণিতের ১১০ টি সূত্র ও সংজ্ঞা দেখুন

৬। সূর্য থেকে পৃথিবীতে আলো পৌছাতে সময় লাগে প্রায় ---- মিনিট। (সমাপনী ২০১৮)
উ: ৮
৭। চাঁদ থেকে পৃথিবীতে আলো পৌছাতে সময় লাগে প্রায় ---- সেকেন্ড। (সমাপনী ২০১৮)
উ: ১.৩
৮। পৃথিবীর উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল তখন, দক্ষিণ গোলার্ধে ----। (সমাপনী ২০১৮)
উ: শীতকাল।
৯। আহ্নিক গতির সময়কাল --- ঘণ্টা ৫৬ মিনিট। (সমাপনী ২০১৮)
উ: ২৩
১০। বার্ষিক গতির সময়কাল ---- দিন ৬ ঘণ্টা। (সমাপনী ২০১৮)
উ: ৩৬৫।
১১। দিন রাত সংঘটিত হয় পৃথিবীর --- কারণে। (সমাপনী ২০১৮)
উ: আহ্নিক গতির
কিছু গুরুত্বপূর্ণ শূন্যস্থান পূরণ।
১। রাতের আকাশে খালি চোখে তুমি অসংখ্যা ---- দেখতে পাও।
উ: তারা ও নক্ষত্র।
২। দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে অনেক দুরের বস্তুও ---- দেখায়।
উ: বড়/স্পষ্ট
৩। ---- যন্ত্রের সাহায্যে নক্ষত্রসমূহ স্পষ্ট দেখা যায়।
উ: দূরবীক্ষণ যন্ত্র।
৪। পৃথিবী থেকে চাঁদের দুরুত্ব ----- কিমি।
উ: ৩.৮৪,৪০০
জেএসসির সকল বিষয়ের সাজেশন দেখুন এখানে


৫। আলো প্রতি সেকেন্ডে ---- কি,মি বেগে চলে।
উ: ৩,০০,০০০
৬। প্রথিবী থেকে সূর্যের দুরুত্ব ---- কোটি কি.মি।
উ: ১৫
৭। মিল্কিওয়ে একটি ----।
উ: গ্যালাক্সি।
৮। প্রতিটি গ্যালাক্সিতে গড়ে ---- নক্ষত্র আছে।
উ: দশ হাজার
৯। মহাকাশ সম্পর্কিত গবেষণাকে বলা হয় ----।
উ: জ্যোতির্বিজ্ঞান।
১০। সৌরজগতের গ্রহগুলো --- কেন্দ্র করে ঘুরছে।
উ: সূর্যকে
১১। মহাকাশ পর্যবেক্ষনের জন্য বিজ্ঞানীরা মহাকাশ গবেষণা --- স্থাপন করেছে।
উ: কেন্দ্র।
১২। পৃথিবী সৌরজগতের একটি ----।
উ: গ্রহ।
১৩। যে পথে পৃথিবী এবং অন্যান্য গহসমূহ সূর্যকে আবর্তন করে তাকে ---- বলে।
উ: কক্ষপথ।
১৪। ---- অক্ষ হলো কোন বস্তুর কেন্দ্র বরাবর ছেদকারী কাল্পনীক রেখা।
উ: অক্ষ।
১৫। পৃথিবীর অক্ষরেখাটি কিছুটা --- রয়েছে।
উ: হেলে।
১৬। পৃথিবী প্রতি --- ঘন্টায় নিজ অক্ষে একবার ঘুরছে।
উ: ২৪।
১৭। পৃথিবীর যে দিকটি সূর্যের দিকে মুখ করে থাকে সে দিকটায় --- হয়।
উ: দিন।
১৮। পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের ‍বিপরীত দিকে হেলে থাকলে সে অংশে --- হয়।
উ: শীতকাল।
১৯। গ্রীষ্মকালে সূর্য উত্তর গোলার্ধে --- ভাবে কিরণ দেয়।
উ: খাড়াভাবে।
২০। আমরা শুধুমাত্র চাঁদের --- অংশই দেখতে পাই।
উ: আলোকিত।
২১। চাঁদের উজ্জ্বল অংশের আকৃতির পরিবর্তশীল অবস্থা হচ্ছে ---।
উ: দশা।
২২। চাঁদ পৃথিবীর একমাত্র ----।
উ: উপগ্রহ।
২৩। চাঁদ  সূর্যের আলো ---- করে।
উ: প্রতিফলিত
২৪। চাঁদের সম্পর্ণ অংশ আলোকিত দেখলে আমরা একে ---- চাঁদ বলি।
উ: পূর্ণিমার
এই অধ্যায় থেকে সমাপনী পরীক্ষায় কখনো মিলকরণ আসেনি। তবে এবার আসার সম্ভবনা আছে।
 নিচে কয়েকটি মিলকরণ দেওয়া হলো।

বাম পাশ
ডান পাশ
ক) মহাকাশ সম্পর্কিত গবেষণা হচ্ছে
প্রতিফলিত করে।
খ) দিন ও রাত হয়
২৩ ঘণ্টা ৫৬ মিনিট।
গ) মহাবিশ্ব এখনও
জ্যোতির্বিজ্ঞান।
ঘ) চাঁদ সূযের আলো
৩৬৫ দিন ৬ ঘণ্টা।
ঙ) সুযের চারিদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে
বার্ষিক গতির কারণে।

প্রসারিত হচ্ছে।

আহ্নিক গতি।


বাম পাশ
ডান পাশ
ক) সূয ও প্রথিবীর মধ্যে দুরুত্ব কত?
৩,০০,০০০ কি.মি
খ) চাদ থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে
২৩ ঘণ্টা ৫৬ মিনিট
গ) পৃথিবীর বার্ষিক গতি সময়কাল
১৫,০০,০০,০০০ কি.মি
ঘ) আলো প্রতি সেকেন্ডে
৩৬৫ দিন ৬ ঘণ্টা।
ঙ) পৃথিবী থেকে চাঁদের দুরুত্ব
১.৩ মিনিট

৩,৪৪,৪০০ কি,মি।

৮ মিনিট।

সমাপনী পরীক্ষায় আসা কিছু কাঠামোবদ্ধ প্রশ্ন।

১। জ্যোতির্বিজ্ঞান কী? আমাদের সৌরজগৎ কোন গ্যালাক্সির অন্তর্গত? মহাবিশ্বের বিস্তৃতি সম্পর্কে তিনটি বাক্য লে।। (সমাপনী ২০১৯)
২। পৃথিবীর গতির ধরনগুলোর নাম লেখ। ঝতু পবির্তনের কারণ সম্পর্কে দুটি বাক্য লেখ। (সমাপনী ২০১৯)
৩। প্রথিবীর গতি কত প্রকার? আহ্নিক গতি কী? সূর্যকে পূর্ব থেকে পশ্চিম আকামে চলমান মনে হয় কেন।– এ সম্পর্কে তিনটি বাক্য লেখ। (সমাপনী ২০১৮)
৪। বার্ষিক গতি কী? গ্রীষ্মকালে রাতের সময়কাল দিনের তুলনায় কেমন থাকে? পৃথিবীর উত্তর ও দক্ষিণ গোলার্ধে একই সাথে গ্রীষ্মকাল না হওয়ার তিনটি কারণ লেখ। (সমাপনী ২০১৮)
৫। গ্রীষ্মকালে তাপমাত্রা কীভাবে বৃদ্ধি পায়? দিন-রাত হওয়ার পরীক্ষা শ্রেণিকক্ষে কীভাবে করবে তা চারটি বাক্যে লেখ। (সমাপনী ২০১৮)
৬। মিল্কিওয়ে কী? ঝতু পরিবর্তনের কারণ ৫টি বাক্যে ব্যাখ্যা কর। (সমাপনী ২০১৭, ২০১৬)
আরো কিছু গুরুত্বপূর্ণ কাঠামোবদ্ধ প্রশ্ন
১। মহাবিশ্ব সম্পর্কে তোমার ধারণা ৬টি বাক্যে লেখ।
২। ময়না তার ছোট বোনকে গ্যালাক্সি সম্পর্কে বলল। এটি কী? তার বোন আরও জানলো যে, সূর্য সৌরজগতের একটি নক্ষত্র। এর চারটি বৈশিষ্ট্য লেখ।
৩। উপগ্রহ কী? পূর্ণিমা ও আমাবস্যা কী? এদের তিনটি পার্থক্য লেখ।
৪। রিমন রাতের আকাশে পৃথিবীর একমাত্র উপগ্রতটিকে কখনো ছোট আবার কখনো বড় দেখে। উপগ্রহটির না্ম  কী? এর তিনটি বৈশিষ্ট্য লেখ। উপগ্রহটির উক্ত অবস্থা সম্পর্কে দুটি বাক্য লেখ।
৫। গ্রহ কী? গ্রহ ও উপগ্রহের মধ্যে  একটি পার্থক্য লেখ। আদর্শ গ্রহ হিসেবে পৃথিবীর ৪টি বৈশিষ্ট্য লেখ।
৬। গ্রীষ্মকালে তাপমাত্রা কীভাবে বৃদ্ধি পায়? দিন রাত হওয়ার পরীক্ষা শ্রেণিকক্ষে কীভাবে করবে তা ৪টি বাক্যে লেখ।


 উপরের সাজেশনটি পিডিএফ ফাইলে ডাউনলোড করতে ক্লিক করুন এখানে

এরকম আরো সাজেশন ও প্রাথমিক সম্পর্কিত সকল তথ্যের জন্য নিচের পেজটিতে লাইক দিন।

পোস্টটি যে সম্পর্কে
পঞ্চম শ্রেণি বিজ্ঞান ৮ অধ্যায় মহাবিশ্ব (সংক্ষিপ্ত, শূন্যস্থান পূরণ, মিলকরণ, কাঠামোবদ্ধ প্রশ্ন), সমাপনী বিজ্ঞান সাজেশন ৮ অধ্যায় মহাবিশ্ব
পঞ্চম শ্রেণি বিজ্ঞান ৮ অধ্যায় মহাবিশ্ব (সংক্ষিপ্ত, শূন্যস্থান পূরণ, মিলকরণ, কাঠামোবদ্ধ প্রশ্ন)

Masud Rana

স্বাধীনচেতা একজন মানুষ। পেশায় একজন শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি ব্লগে লিখতে ভালোবাসে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন