প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার
প্রস্তুতি ২০২০
অধ্যায় ৫ (গুণিতক ও গুণণীয়ক)
সংক্ষিপ্ত
১। ১৫ = ৩ ´ ৫ এবং ২৫ = ৫ ´ ৫ হলে ১৫ ও ২৫ এর গসাগু কত?
২। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৪, ৬, ও ৮ দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে
২ অবশিষ্ট থাকবে?
৩। ৭ টি আপেল ও ১৪ টি কলা সর্বাধিক কত জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া
যাবে?
৪। ৮, ও ১২ এর লসাগু কত?
অধ্যায় ৫ এর কাঠামোবদ্ধ প্রশ্ন ও সমাধান দেখুন এখানে
৫। ২৪ কে মৌলিক উৎপাদকে প্রকাশ কর।
৬। ১৮, ২৪ এর সাধারণ
মৌলিক উঃৎপাদকগুলো লেখ।
৭। ৪, ৬ এর সাধারণ গুণণীয়ক গুলো লেখ।
৮। কোন সংখ্যা যে কোনো সংখ্যারই গুণণীয়ক?
৯। ১ কেন মৌলিক সংখ্যা নয়?
১০। ৪, ৯ এর গসাগু কত?
১১। ১৮ এর তনটি গুণিতক লেখ।
১২। ২, ৩, ৫, ৭ এর গসাগু কত?
১৩। ১৫ এর মৌলিক উৎপাদক কয়টি?
১৪। মৌলিক সংখ্যা কাকে বলে?
১৫। মৌলিক উৎপাদকগুলো
গুণ করলে কী পাওয়া যাবে?
১৬। সকল সাধারণ মৌলিক উৎপাদক গুণ করলে কী পাওয়া যাবে?
১৭। ৭ এর প্রথম দুইটি গুণিতক লেখ।
১৮। ১৫ এর সকল গুণণীয়ক গুলো লেখ।
১৯। গুণণীয়কের অপর নাম কী?
প্রশ্ন সহ সমাধান দেখতে নিচের ভিডিওটি দেখুন
২০। একাধিখ সংখ্যার কোনো সাধারণ মৌলিক গুণণীয়ক বা উৎপাদক না থাকলে তাদের গসাগু কত?
২১। কোন সংখ্যার গুণণীয়কগুলোর মধ্যে সবসময় ১ এবং ওই সংখ্যা থাকে।
২২। একাধিক সংখ্যার সাধারণ গুণণীয়ক গুলোর মধ্যে সবচেয়ে কোনটি তাদের গরিষ্ঠ
সাধারণ গুণণীয়ক।
২৩। লসাগু এর পূর্ণরুপ লেখ।
২৪। গসাগু এর পূর্ণরুপ লেখ।
২৫। ২৪ কে মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ কর।
২৬। ২৪ এর গুণণীয়ক কয়টি?
২৭। ১ কি?
২৮। ৬০ এর মৌলিক গুণণীযক কয়টি?
২৯। ৬টি খাতা ও ৯ টি পেন্সিল সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে
ভাগ করে দেওয়া যাবে?
৩০। ১২, ও ১৫ এর সাধারণ গুণণীয়ক কয়টি?
৩১। কোন সংখ্যা যে কোন সংখ্যারই গুণণীয়ক?
৩২। সাধারণ গুণণীযকের মধ্যে কোন সংখ্যাকে গসাগু বলে?
৩৩। মৌলিক সংখ্যার উৎপাদকের সংখ্যা কত?
৩৪। কোন গানিতিক প্রক্রিয়ার জন্য গুণিতক প্রয়োজন।
৩৫। কোন সংখ্যার মাত্র ২টি উৎপাদক রয়েছে।
৩৬। যে কোন সংখ্যার সর্বনিম্ন গুণণীয়ক কয়টি?
৩৭। সাধারণ গুণীতকের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাকে কি বলে?
৩৮।১৮ এর বৃহত্তম গুণণীয়ক কত?
৩৯। ১৮ এর সর্বনিম্ন জোড় গুণণীয়ক কত?
৪০। তিনটি সংখ্যার সাধারণ মৌলিক গুণণীয়ক ৪ ও ৭ হলে এদের গসাগু কোনটি?
৪১। কোন ক্ষুদ্রতম সংখ্যা ৩৬, ৭২ এবং ১৮ দ্বারা নিঃশেষে বিভাজ্য?
৪২। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ১২, ১৮, ২৪ কে নিঃশেষে ভাগ করা যাবে?
অথবা, ভাগ করলে কোন ভাগশেষ থাকবে না?
৪৩। দুটি সংখ্যার কোনো মৌলিক সাধারণ গুণণীয়ক না থাকলে সংখ্য ২টির লসাগু
কী হবে?
৪৪। ২৫ এর ক্ষুদ্রতম মৌলিক উৎপাদক কত?
৪৫। দুইটি সংখ্যার লসাগু ১২ এবং গসাগু ২। একটি সংখ্যা ২ হলে অপর সংখ্যাটি
কত?
৪৬। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ১২৩ ও ২২৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ও
৫ অবশিষ্ট থাকে?
৪৭। ৫, ৬, ৭, ৮ ্র মধ্যে কোনটি ৩ এর গুণিতক?
৪৮। ২০ অপেক্ষা বড় ৮ এর পাঁচটি গুণিতক লিখ।
৪৯। ২০ থেকে ৩০ এর মধ্যে কোন কোন সংখ্যা মৌলিক?
৫০। দুইটি সংখ্যা ১২ এবং ১৫। এদের গসাগু ও লসাগু এর গুণফল কত?
৫১। ৫ এর গুণণীয়ক দ্বারা ৫ কে ভাগ করলে ভাগশেষ কত হবে?
৫২। একটি সংখ্যা দ্বারা ’ক’ কে ভাগ করলে কোন ভাগশেষ থাকবে না। সংখ্যাটি
হলো ‘ক’ এর….?
গুণিতক কাকে বলেঃ কোনো নির্দিষ্ট
সংখ্যা দ্বারা যে সকল সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায় সেই সকল সংখ্যার প্রত্যেককে ঐ নির্দিষ্ট
সংখ্যাটির গুণিতক বলে।
গুণণীয়ক কাকে বলেঃ কোনো সংখ্যা
যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য সেই সকল সংখ্যাকে গুণণীয়ক বলে।
লসাগু কাকে বলেঃ দুই বা ততোধিক
সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণতকটিকে লসাগু বলে।
প্রশ্ন গুলো পিডিএফ আকারে পেতে মেইল সহ কমেন্ট করুন।
Tags:
সমাপনী প্রস্তুতি
Thanks,,,,fine ,,,
উত্তরমুছুনwelcome
মুছুনpdf ta pete chai vaia
উত্তরমুছুনpdf ta pete chai vaia
উত্তরমুছুনপিডিএফ প্লিজ
মুছুনpdf ta pete chai vaia
উত্তরমুছুনসত্যিই বড় অসাধারণ। এখান থেকে সকল শিক্ষার্থীদের উপকার হবে।
উত্তরমুছুনঅসাধারণ একটি পোস্ট। বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই।
উত্তরমুছুনঅসাধারণ এই পোস্টগুলো। অশেষ ধন্যবাদ।
উত্তরমুছুনVaia pdf ta pls
উত্তরমুছুনfajleazimm@gmail com
Please provide pdf file with solution. akhesf1711@gmail.com.
উত্তরমুছুনPDF Please.. My Gmail: noorislam1371@gmail.com
উত্তরমুছুনআসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
উত্তরমুছুনশিক্ষক-শিক্ষার্থী সকলের জন্য খুব উপকারী।
azmalmahfuj@gmail.com
নামহীন
উত্তরমুছুনদারুন প্লাটফর্ম
খুব সুন্দর করে উপস্থাপন করা হয়েছে, ছাত্র ছাত্রীরা অনেক উপকৃত হবে। পঞ্চম শ্রেণীর সকল শীট লাগবে । দিলে আমার ভাগনীর অনেক উপকার হতো।
উত্তরমুছুনmdanowarhossen38@gmail.com
pdf ta chai vaiya
উত্তরমুছুনnice
উত্তরমুছুনসাজেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি এটা সংরক্ষণ করতে চাই। m.shaid75@yahoo.com
উত্তরমুছুনVery helpful. May I have the PDF file, please. Here is my email address, s.s.nath2017@gmail.com
উত্তরমুছুনThank you.
Pdf
উত্তরমুছুনpdf plz
উত্তরমুছুনahsanhabib0202@gmail.com
Please provide all pdf file
উত্তরমুছুনProvide all pdf file and answer
উত্তরমুছুনsreedumsarker1@gmail.com
it's very helpful. Here is my e-mail address : mohsinshathi1990@gmail.com. Thank you.
উত্তরমুছুনi want this answer please.my mail safin.bubt@gmail.com
উত্তরমুছুনধন্যবাদ
উত্তরমুছুনPlz give me pdf and answer sheet
উত্তরমুছুনsarker.sujan94@gmail.com
shapankumarb@gmail.com
উত্তরমুছুনশিক্ষার্থী ও শিক্ষকদের জন্য উপকারী পোস্ট
উত্তরমুছুন