পঞ্চম শ্রেণি গণিত অধ্যায় ৬ (ভগ্নাংশ, ক,খ) কাঠামোবদ্ধ প্রশ্ন।
সমাপনী শিক্ষার্থীদের জন্য গণিত ৬ অধ্যায় ভগ্নাংশের সমস্যাগুলো খুবই গুরুত্বপূর্ণ করণ এই অধ্যায়ের সমস্যাগুলো শিক্ষার্থীরা বেশি ভুল করে। নিচে অধ্যায় ৬ ভগ্নাংশের কিছু সমস্যা দেওয়া হলো এই সমস্যাগুলোর বাইরে সমাপনী পরীক্ষায় কখনো প্রশ্ন হয়নি। তাই এই সমস্যাগুলো সমাধান করলেই যথেষ্ঠ। তবে মনে রাখতে হবে বাক্য বা সংখ্যা কিন্তু পরিবর্তন হতে পারে। শিক্ষার্থীদের ভগ্নাংশের সমস্যাগুলো সমাধানে যে ভুলগুলো করে থাকে সে ভুলগুলো কিভাবে সহজে বুঝে সমাধান করা যায় তা নিচে একটি ভিডিও পোস্ট করা হলো আশা করি এই ভিডিওটি দেখলে ভগ্নাংশের সমস্যাগুলো কটিয়ে ওঠা শিক্ষার্থীদের সহজ হবে।
অধ্যায় ৬ (ক) কাঠামোবদ্ধ প্রশ্ন
১। মাহমুদ সাহেবের মাসিক আয় ৩০,০০০ টাকা। তিনি প্রতি মাসেতার আয়ের ১/৫ অংশ বাড়ি ভাড়া। ১/৬ অংশ ছেলেমেয়েদের লেকাপড়া এবং ১/৩ অংশ সংসারের অন্যান্য খরচ বাবদ ব্যয় করেন। বাকী অংশ ব্যাংকে জমা রাখেন। (সমাপনী ২০১৮)(অনুরুপ সমস্যা প্রতিবার কোনো না কোনো সেটে আসেই)
ক) তিনি তাঁর আয়ের মোট কত অংশ ব্যয় করেন? ৩
খ) তিনি কত অংশ ব্যাংকে জমা রাখেন? ৩
গ) তিনি মাসে কত টাকা ব্যাংকে জমা রাখেন। ২
২। লিপি দৈনিক ৪পূর্ণ ৩/৪ ঘন্টা বাড়িতে এবং ৪ পূর্ণ ১/৪ ঘন্টা বিদ্যালয়ে পড়ালেখা করে। (সমাপনী ২০১৮)
ক) সে দৈনিক মোট কত ঘন্টা পড়ালেখা করে? ৪
খ) সে সপ্তাহে বাড়িতে কত ঘন্টা পড়ালেখা করে? ২
গ) সে দৈনিক বিদ্যালয়ে অপেক্ষা বাড়িতে কত ঘন্টা বেশি পড়ালেখা করে? ২
সমাপনী সকল বিষয়ের সাজেশন দেখতে ক্লিক করুন এখানে
৩। গিতার কাছে ১পূর্ণ ৫/৬ লিটার ও মামুনের কাছে ১৩/৮লিটার জুস আছে।
ক) গিতা ও মামুনের জুসের পরিমানকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ কর। ২
খ) কার জুসের পরিমান বেশি এবং কত বেশি? ২
গ) গিতার জুসের পরিমান গিতা ও মামুনের মোট জুসের পরিমানের সমান হলে তাদের জুসের পরিমান একত্রে কত লিটার? ৪
৪। জেরিন দোকান থেকে ৩পূর্ণ৩/৪ মিটার ও ২পূর্ণ১/৪ মিটার দৈর্ঘ্যের দুইটি ফিতা কিনল। তা থেকে সে জেসমিনকে ২ পূর্ণ ১/২ মিটারর ফিতা দিল।
ক) সে মোট কত মিটার ফিতা কিনল? ৩
খ) তার কাছে কত মিটার ফিতা অবশিষ্ট রইল? ৩
গ) প্রতি মিটর ফিতার মূল্য ৪০ টাকা হলে জেসমিন কত টাকার ফিতা পেল? ২
অধ্যায় ৬ ক,খ এর ১০০% কমন সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখুন এখানে
৫। মিতা ২পূর্ণ৫/৬ লিটার এবং মাহমুদ ১পূর্ণ ৩/৮ লিটার দুধ ক্রয় করল। (সমাপনী ২০১৮)
ক) তারা দুইজনে কত লিটার দুধ ক্রয় করল। ৩
খ) মিতা কত লিটার দুধ বেশি ক্রয় করল। ৩
গ) আর কত লিটার দুধ ক্রয় করলে তাদের দুইজনের মোট ৫ লিটার দুধ হতো? ২
৬। কিরন সাহেব ৬০০ টাকা নিয়ে বাজারে গেলেন। তিনি ১৫০পূর্ণ১/৪ টাকার চাল, ১২০পূর্ণ১/৪ টাকার ডাল ও ১০৯পূর্ণ১/২ টাকার মাছ কিনলেন।
ক) তিনি মোট কত টাকা খরচ করলেন? ৩
খ) বাজার করার পর তার নিকট কত টাকা রইল? ২
গ) তিনি যে পরিমাণ চাল কিনলেন তার দ্বিগুন পরিমাণ কিনলে মোট কত টাকা খরচ হবে? ৩
পঞ্চম শ্রেণি গণিত সাজেশন অধ্যায় ৬ ভগ্নাংশ
৭। ৬/৭ বর্গমিটার দেয়াল রং করতে ৩/৪ ডেসিলিটার রং লাগে। (সমাপনী ২০১৯)
ক)
১ ডেসিলিটার রং দিয়ে দেয়ালটির কত বর্গমিটার রং করা যাবে? ৪
খ)
১পূর্ণ৩/৭ বর্গমিটার দেয়াল রং করতে কত ডেসিলিটার রং লাগবে? ৪
ভগ্নাংশ সমস্যার সহজ সমাধানের জন্য ভিডিওটি দেখুন ও চেনেলটি সাবসক্রাইব করুন।
৮।
একটি ব্ল্যাকবোর্ডের দৈর্ঘ্য ৩পূর্ণ১/৩ মিটার এবং প্রস্থ ২পূর্ণ১/৫ মিটার। (সমাপনী ২০১৯)
ক)
ব্ল্যাটবোর্ডটির ক্ষেত্রফল কত বর্গমিটার। ৪
খ)
দৈর্ঘ্য ১/৩ মিটার কম হরে ব্ল্যাকবোর্ডটির ক্ষেত্রফল
কত বর্গমিটার হবে? ৪
৯।
একজন কৃষক ২৪০০০ টাকার ১/.৪ অংশ নিজের জন্য রাখলেন। এবং অবশিষ্ট টাকা ৩ সন্তানের মধ্যে সমানভাবে
ভাগ করে দিলেন। (সমাপনী ২০১৯) (এই ধরনের একটা সমস্যা প্রতিবার আসে)
ক)
প্রত্যেক সন্তান কত টাকা করে পেল? ৪
খ)
যদি কৃষকের নিকট ৮০০০ টাকা বেশি থাকত তাহলে প্রত্যেক সন্তান কত টাকা কের পেত? ৪
১০।
একটি বাশের ১/৬ অংশ কাদায়, ১/২অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে। (সমাপনী ২০১৮) (এই ধরনের একটা সমস্যা প্রতিবার আসে তবে ১৯ সালে আসেনি তার অর্থ
২০২০ সালে আসার সম্ভাবনা খুব বেশি)
ক)
কাদায় ও পানিতে বাশটির মোট কত অংশ আছে? ২
খ)
পানির উপরে কত অংশ আছে। ২
গ)
পানির উপরের অংশ ২ মিটার হলে সম্পুর্ণ বাশটির দৈর্ঘ্য কত? ৪
১১।
হাসান সাহেব তার সম্পত্তি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ের মধ্যে ভাগ করে দিলেন। ছেলেরা অংশ ৪/৩ এবং মেয়ে ১/.৮ অংশ পেল। বাকী সম্পত্তি স্ত্রী পেল। (সমাপনী ২০১৭)
ক)
৩ ছেলে ও ১ মেয়ে মোট কত অংশ সম্পত্তি পেল? ৪
খ)
স্ত্রী সম্পত্তির কত অংশ পেল? ২
গ)
৩ ছেলে, ১ মেয়ের চেয়ে কত অংশ বেশি পেল। ২
সাজেশনটি ডাউনলোড করতে ক্লিক করুন এখানেসমাপনী বিষয়ের গাইডলাইন ও সাজেশনের জন্য এই সাইটের ফেজবুক পেজে লাইক দিয়ে রাখুন।
সমাপনী গণিত সাজেশন অধ্যায় ৬ ভগ্নাংশ
পোস্টটি যে সম্পর্কে
পঞ্চম শ্রেণি গণিত অধ্যায় ৬ (ভগ্নাংশ, ক,খ) কাঠামোবদ্ধ প্রশ্ন সাজেশন। প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষার সাজেশন-২০২০। ৫ম শ্রেনির গণিত সাজেশন ২০২০। গণিত অধ্যায়ভিত্তিক সাজেশন। পঞ্চম শ্রেণির গণিত সৃজনশীল প্রশ্ন। প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণি।
Tags:
সমাপনী সাজেশন
বাংলাভাষায় সাজেশন গনিত
উত্তরমুছুনAns
উত্তরমুছুনউত্তর লাগবে
উত্তরমুছুন