পঞ্চম শ্রেণি বাংলা যুক্ত বর্ণ (সকল গদ্য,কবিতা, শব্দ ও বাক্য সহ)




পঞ্চম শ্রেণি বাংলা যুক্ত বর্ণ (সকল গদ্য,কবিতা, শব্দ ও বাক্য সহ)


প্রতিটা গদ্য ও কবিতার জন্যা আলাদা করে যুক্তবর্ণ দেওয়া হলো সমাপনী পরীক্ষায় এর বাইরে কখনো আসেনি আর আশা করা যায় আসবেন।
এই দেশ এই মানুষ

যুক্ত বর্ণ
বিভাজন
শব্দ
বাক্য
সমাপনী
পরীক্ষা
ম্প
ম+প
সম্পদ
লোকটি অনেক সম্পদের মালিক।
পিইসিই ১৮
ক্ষ
ক্+ষ
ক্ষ্রদ্র
বাংলাদেশ একটি ক্ষুদ্র দেশ
পিইসিই ১৮,১৭,১৬
ত্ত
ত্+ত
সত্তা
চাকমারা ক্ষ্রদ্র জাতিসত্তার লোক
পিইসিই ১৯
ষ্ট
ষ্+ট
খ্রিষ্টান
বাংলাদেশে খ্রিষ্টান সম্প্রদায়ের লোক বসবাস করে।
পিইসি ১৮
চ্ছ
চ্+ছ
পরিচ্ছদ
বিভিন্ন পোশাকের মানুষ এদেশে বসবাস করে।
পিইসিই ১৯
ন্ন
ন্+ন
ভিন্ন
মানুষ ভিন্ন হলেও সকলের মধ্যে ভালোবাসা থাকা উচিত।
পিইসিই ১৮
স্ট
স্+ট
ইস্টার সানডে
ইস্টার সানডে খ্রিষ্টানদের ঘর্মীয় উৎসব।
Pece 19
ত্ম
ত্+ম
আত্মীয়
প্রতিটি বাঙালি একে অন্যের আত্মীয়।

স্ব
স্+ব
স্বজন
বাংলাদেশে বসবাসকারী সকলে আমাদের স্বজন।
পিইসি ১৮,১৯
স্ন
স্+ন
স্নেহ
বাবা-মা আমাদের স্নেহ করেন।

ন্ম
ন্+ম
জন্মভূমি
বাংলাদেশ আমার জন্মভূমি।

ঞ্চ
ঞ্+চ
তঞ্চঙ্গা
তঞ্চঙ্গা একটি ক্ষুদ্র জাতিসত্তার নাম।
পিইসিই ১৯,১৮
১৭
ঙ্গ
ঙ্+গ
মঙ্গল
আমি তোমার মঙ্গল কামনা করি।
পিইসি ১৮,১৭
ন্ধ
ন্+ধ
বন্ধু
নিশাত আমার ভালো বন্ধু।
পিইসিই ১৯,১৭,১৬
ন্দ
ন্+দ
আনন্দ
আজ আমার খুব আনন্দ হচ্ছে।
পিইসি ১৯,১৬
স্প
স্+প
পরস্পর
আমরা পরস্পর মিলেমিশে থাকি।
পিইসিই ১৯
দ্ধ
দ্+ধ
শ্রদ্ধা
বড়দের শ্রদ্ধা করা উচিত।
পিইসিই ১৯,১৮
ব্র
ব্+র
ব্রিজ
গাড়িটি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে।
পিইসি ১৮
র্থ
র্+থ
সার্থক
সার্থক জনম মাগো জন্মেছি এই দেশে

গ্য
গ্+য
সৌভাগ্য
আমাদের সৌভাগ্য যে আমরা এদেশে জন্মেছি।

প্র
প্+র
প্রায়
বাংলাদেশের প্রায় সকল লোক বাংলায় কথা বলে।

কৃ
ক্+ঋ
কৃষক
কৃষক ফসল ফলান।

ত্র্য
ত্+র্+য
বৈচিত্র্য
বাংলাদেশ বৈচিত্র্যময় দেশ।

ন্ত
ন্+ত
প্রান্তর
দেশ মানে এর মানুষ, নদী, প্রান্তর, পাহাড় ইত্যাদি।
পিইসিই ১৯,১৭,১৬

আরো দেখুনা: সমাপনী সকল বিষয়ের সাজেশন এখানে


সংকল্প
যেগুলো আগের গল্পে আছে সেগুলো আর পুনরাবৃত্তি করা হলোনা।
যুক্ত বর্ণ
বিভাজন
শব্দ
বাক্য
সমাপনী
পরীক্ষা
ল্প
ল্+প
সংকল্প
আমি সংকল্প করেছি পরীক্ষায় প্রথম হবো।
পিইসিই ১৯,১৮,
১৭,১৬
ন্ত্র
ন্+ত্+র
যন্ত্র
মোবাইল একটি যন্ত্র।

ন্দ্র
ন্+দ্+র
চন্দ্র
চন্দ্র পৃথিবীর একটি উপগ্রহ।

শ্ব
শ্+ব
বিশ্ব জগৎ
আমি বিশ্বজগৎ ঘুরে দেখতে চাই।

র্ণ
র্+ণ
ঘূর্ণি
ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি উড়ে যায়।
পিইসিই ১৯
জ্ঞ
জ্+ঞ
অভিজ্ঞ
তিনি অভিজ্ঞ লোক।
পিইসিই ১৯,১৮,
১৬

বাংলা ভাষার সকল যুক্তবর্ণ দেখতে ক্লিক করুন এখানে


সুন্দরবনের প্রাণী
যুক্ত বর্ণ
বিভাজন
শব্দ
বাক্য
সমাপনী
পরীক্ষা
ম্ভ
ম্+ভ
সম্ভার
প্রকৃতির অপার সম্ভার সুন্দরবন।

স্ট্র
স্+ট্+র
অস্ট্রেলিয়া
ক্যাঙ্গারু থাকে অস্ট্রেলিয়ায়।
পিইসিই ১৯
য়্য
য়্+য
র‌য়্যাল
রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের জাতীয় পশু।

ঙ্ক
ঙ্+ক
ভয়ঙ্কর
বাঘ দেখতে ভয়ঙ্কর।
Pece 19
ণ্ড
ণ্+ড
গণ্ডার
সুন্দরবনে প্রচুর গণ্ডার ছিল।
পিইসিই ১৯
মূ
ম্ +ঊ
অমূল্য
পশুপাখি অমূল্য সম্পদ।

প্ত
প্+ত
বিলুপ্ত
শকুন বিলুপ্তপ্রায় পাখি।

ধ্ব
ধ্+ব
ধ্বংস
প্রকৃতি ধ্বংস করতে নেই।
পিইসিই ১৯,১৭
হ্ম
হ্+ম
ব্রহ্মপুত্র
ব্রহ্মপুত্র একটি নদীর নাম।
পিইসিই ১৯,১৮,১৬

পঞ্চম শ্রেণি বাংলা যুক্ত বর্ণ 

হাতি আর শিয়ালের গল্প
যুক্ত বর্ণ
বিভাজন
শব্দ
বাক্য
সমাপনী
পরীক্ষা
ত্ব
ত্+ব
রাজত্ব
বনে পশুদের রাজত্ব থাকে।

স্ত
স্+ত
মস্ত
হাতি একটি মস্ত বড় প্রাণী।
পিইসি ১৮,১৯,১৬
ম্ব
ম্+ব
লম্বা
হাতির শূঁড় লম্বা
pece 19
ক্ত
ক্+ত
শক্তি
হাতির শক্তি অনেক।
পিইসি ১৮,১৬
স্তু
স্+ত্ +ু
প্রস্তুত
বিপদের জন্য সদা প্রস্তুত থাকতে হয়।

শ্চ
শ্+চ
নিশ্চিন্ত
হরিনটি নিশ্চিন্ত চিত্তে ঘাস খাচ্ছে।

ক্ক
ক্+ক
ভরিক্কি
ছোট হয়েও রিতা ভারিক্কি ভাব নিচ্ছে।

স্থ
স্+থ
তটস্থ
বনের সবাই তটস্থ ছিলো।

           
ফুটবল খেলোয়াড়
যুক্ত বর্ণ
বিভাজন
শব্দ
বাক্য
সমাপনী
পরীক্ষা
ন্ধ্য
ন্+ধ্+য
সন্ধ্যা
সন্ধ্যাবেলায় চাঁদ ওঠে

স্ম
স্+ম
বিস্ময়
বিস্ময়ে তাদের দিকে চেয়ে ছিলাম।
পিইসিই ১৮

 সমাপনী বাংলা যুক্ত বর্ণ


বীরের রক্তে স্বাধীন এ দেশ
যুক্ত বর্ণ
বিভাজন
শব্দ
বাক্য
সমাপনী
পরীক্ষা
ম্ম
ম্+ম
মোহাম্মদ
নূর মোহাম্মদ শেখ একজন মুক্তিযোদ্ধা।

প্ট
প্+ট
সেপ্টেম্বর
সেপ্টেম্বরে যুদ্ধ চলছিলো।

ম্প
ম্+প
ক্যাম্প
ছুটিপুর ক্যাম্প যশোরে ছিলো।

ষ্ঠ
ষ্+ঠ
বীরশ্রেষ্ঠ
নুর মোহাম্মদ শেখ একজন বীরশ্রেষ্ঠ
পিইসিই ১৯
ন্স
ন্+স
মুন্সী
মুন্সী আবদুর রউফ একজন বীরশ্রেষ্ঠ।

ন্ম
ন্+ম
জন্ম
নুর মোহাম্মদ শেখ নড়াইলে জন্মগ্রহণ করেন।

ত্ত
ত্+ত
একাত্তর
একাত্তর সালে আমাদের মুক্তিযুদ্ধ হয়।

স্প
স্+প
স্পিডবোট
পাকিস্তানিরা স্পিডবোট ব্যবহার করেছিলো।
পিইসিই ১৯
ঞ্চ
ঞ্+চ
লঞ্চ
লঞ্চগুলো ডুবে গিয়েছিলো।

ঞ্জ
ঞ্+জ
রঞ্জিত
বীরের রক্তস্রোতে রঞ্জিত হলো মাটি।
পিইসিই ১৯,১৭
স্মৃ
স্+ম্+ঋ
স্মৃতিস্তম্ভ
স্মৃতিস্তম্ভে আমরা ফুল দিই।

দ্ম
দ্+ম
পদ্মা
পদ্মা বাংলাদেশের একটি নদীর নাম।
পিইসিই ১৯

ফেব্রুয়ারির গান
যুক্ত বর্ণ
বিভাজন
শব্দ
বাক্য
সমাপনী
পরীক্ষা
ব্রু
ব্+র্+উ
ফেব্রুয়ারি
২১শে ফেব্রুয়ারি মাতৃভাষা ‍দিবস।

গ্ধ
গ্+ধ
মুগ্ধ
পাখির সুরে সবার প্রাণ মুগ্ধ হয়।

দ্দ
দ্+দ
সমুদ্দুর
নদী হচ্ছে স্রোতস্বিনী সাগর সমুদ্দুর।

ষ্ম
ষ্+ম
গ্রীষ্ম
গ্রীষ্মে বাতাসের প্রতিধ্বনি হয়।


শখের মৃৎশিল্প
যুক্ত বর্ণ
বিভাজন
শব্দ
বাক্য
সমাপনী
পরীক্ষা
মৃ
ম্+ঋ
মৃৎশিল্প
মাটির তৈরি শিল্পিই হলো মৃৎশিল্প।

ট্ট
ট্+ট
ছোট্ট
ছোট্ট পুতুল মাটির তৈরি ছিলো।

ম্প্র
ম্+প্+র
সম্প্রদায়
কুমার সম্প্রদায় মাটি দিয়ে জিনিস তৈরি করে।

ষ্ক
ষ্+ক
পরিষ্কার
পুতুর তৈরি হয় পরিষ্কার এঁটেল মাটি দিয়ে।

ষ্কৃ
ষ্+ক্+ঋ
আবিষ্কৃত
পাহাড়পুরে  আবিষ্কৃত হয়েছে প্রাচীন বিহার।

ণ্ঠ
ণ্+ঠ
কণ্ঠ
তোমার কণ্ঠ খুব মধুর।
পিইসিই ১৯

শব্দদূষণ
যুক্ত বর্ণ
বিভাজন
শব্দ
বাক্য
সমাপনী
পরীক্ষা
ব্দ
ব্+দ
শব্দদূষণ
শব্দদূষণে কান বধির হয়ে যায়।

জ্ব
জ+ব
জ্বালা
তোমার কথায় আমার গা জ্বালা করে।


স্মরণীয় যাঁরা চিরদিন
যুক্ত বর্ণ
বিভাজন
শব্দ
বাক্য
সমাপনী
পরীক্ষা
স্ম
স্+ম
স্মরনীয়
বীরশ্রেষ্ঠরা আমাদের কাছে স্মরনীয় হয়ে থাকবে।

স্ত্র
স্+ত্+র
সশস্ত্র
সশস্ত্রযুদ্ধে মুক্তিসেনারা প্রাণ দেন।

ত্ম
ত্+ম
আত্মদান
আমরা আত্মদানকারিদের কথা জেনেছি।

জ্জ
জ+জ
মুনিরুজ্জামান
মুনিরুজ্জামান শহিদ হন ২৫মার্চ রাতে।

ন্দ্র
ন্+দ্+্র
গোবিন্দচন্দ্র
ড.গোবিন্দচন্দ্র দেব একজন শহিদ ব্যক্তি।

ষ্ট্র
ষ্+ট্+র
রাষ্ট্রভাষা
আমাদের রাষ্ট্রভাষা বাংলা।

স্ক
স্+ক
বয়স্ক
তারা ৮৪ বছর বয়স্ক মানুষকে মারতেও ছাড়েনি।
পিইসিই ১৯
ল্ল
ল্+ল
শহীদুল্লা
শহীদুল্লা কায়সার ছিলেন একজন সাংবাদিক।


স্বদেশ
যুক্ত বর্ণ
বিভাজন
শব্দ
বাক্য
সমাপনী
পরীক্ষা
শ্ন
শ্+ন
প্রশ্ন
পরীক্ষায় প্রশ্নে উত্তর লিখতে হয়।


কাঞ্চনমালা আর কাঁকনমালা
যুক্ত বর্ণ
বিভাজন
শব্দ
বাক্য
সমাপনী
পরীক্ষা
ত্ন
ত্+ন
যত্ন
রানি রাজার যত্ন নেন।

দ্ভু
দ্+ভ+উ
অদ্ভুত
রানি একটি অদ্ভুত মন্ত্র শুনতে পান।


পরের পঞ্চম শ্রেণি বাংলা যুক্ত বর্ণ গুলো দেখতে নিচের ছবিতে ক্লিক করুন এখানে।



এই পোস্টটি যে বিষেয়ে:
পঞ্চম শ্রেণি বাংলা যুক্ত সমাপনী বাংলা সজেশন বর্ণ পঞ্চম শ্রেণির বাংলা মডেল টেস্ট পঞ্চম শ্রেণীর বাংলা ব্যাকরণ পঞ্চম শ্রেণীর বাংলা রচনা
Masud Rana

স্বাধীনচেতা একজন মানুষ। পেশায় একজন শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি ব্লগে লিখতে ভালোবাসে।

8 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন