প্রাক প্রাথমিক শ্রেণিকক্ষের জন্য কি উপকরণ কিনবেন? দেখে নিন বিশাল তালিকা।



প্রাক প্রাথমিক শ্রেণিকক্ষের জন্য কি উপকরণ কিনবেন? দেখে নিন বিশাল তালিকা।

প্রাক-প্রাথমিক স্তরে শিখন-শেখানো কাজে শিখন সামগ্রী ও উপকরণ
জাতীয় শিক্ষক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (nctb) ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০১১ সালে প্রাক-প্রাথমিক শিক্ষার কারিকুলাম প্রণয়ন করে। প্রণয়নকৃত নতুন কারিকুলামের আলোকে ২০১৪ শিক্ষাবর্ষ হতে সারাদেশে প্রাক-প্রাথমিক শিক্ষার শিখন-শেখানো সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। ২০১৬ শিক্ষাবর্ষে শিখন -শেখানো সামগ্রীগুলোর ট্রাইআউট করা হয়েছে এবং ২০১৭ শিক্ষাবর্ষ হতে পরিমার্জিত শিখন-শেখানো সামগ্রী সারাদেশে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। প্রাক-প্রাথমিক স্তরের জন্য জাতীয় শিক্ষক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (nctb) ০৮ (আট) ধরনের শিখন -শেখানো সামগ্রী প্রণয়ন ও বিতরণ করছে। শিখন -শেখানো সামগ্রী নিম্নরুপ:

১. শিক্ষক সহায়িকা
২. আমার বই
৩. স্বরবর্ণ চার্ট ও ব্যঞ্জনবর্ণ চার্ট
৪. ফ্লিপচার্ট
৫. ফ্লাসকার্ড (৭০টি কার্ডের একটি সেট)
৬. গল্পের বই (১০টি গল্পের বই এর একটি সেট)
৭. এসো লিখতে শিখি


৮. সম্পুরক শিখন সামগ্রী
৯. ছড়া, গান, খেলা ও ব্যায়াম
১০. হাজিরা খাতা ও মূল্যায়ন

প্রাক প্রাথমিক শিক্ষা উপকরণ তালিকা কর্নারভিত্তিক শিখন সামগ্রী

কল্পনার কর্নার
১. অ্যালুমিনিয়ামের/ প্লাস্টিকের তৈরি রান্না করার সামগ্রী (হাঁড়িপাতিল, কড়াই, চুলা) (২ সেট)
২. অ্যালুমিনিয়ামের/প্লাস্টিকের তৈরি খাবার পরিবেশন করার সামগ্রী (৬টি থালা, ৬টি বাটি, ৬টি চামচ, ৬টি গ্লাস)
৩. মাটির/ কাঠের/ কাগজের তৈরি আসবাবপত্র (খাট, চেয়ার,
৪. টেবিল, আলনা) ২ সেট
৫. প্লাস্টিকের/ মাটির তৈরি
৬. টেলিফোন ২টি, মোবাইল সেট ২টি
৭. কাপড়ের তৈরি পুতুল ৪টি (২টি বড়, ২টি ছোট)
৮. কাপড়ের তৈরি টেনিস বল (৪টি)
৯. মাটির তৈরি বিভিন্ন ফল (আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, আপেল, পেয়ারা, কমলা,
১০. নারিকেল, তাল)

১১. প্লাস্টিকের/ মাটির তৈরি বিভিন্ন খেলনা (টেলিভিশন, গাড়ি, পশুপাখি)
১২. মাটির তৈরি বিভিন্ন মিষ্টি সামগ্রী
১৩. কাগজের তৈরি রঙিন ফুল
১৪. পাটের/ খড়ের তৈরি বিভিন্ন খেলনা (পুতুল, শিকা, থলে)
১৫. বাঁশ/ নারকেল পাতা দিয়ে তৈরি ঝুড়ি (৪টি)
১৬. কাঠ/ কাগজ দিয়ে খেলনা বাদ্যযন্ত্র
১৭. প্লাস্টিকের/ মাটির তৈরি পশুপাখি (২ সেট)
১৮. প্লাস্টিকের/ মাটির তৈরি মাছ (১০ টি )
১৯. তেঁতুলের/ সিমের বিচি (১ ক্সবয়াম)
২০. বাঁশের/ পাটের কাঠি (৬ ইঞ্চি লম্বা- ১০০টি)
২১. পাটের/ খড়ের তৈরি বিভিন্ন খেলনা (পুতুল, শিকা, থলে)
২২. বাঁশ/ নারকেল পাতা দিয়ে তৈরি
ঝুঁড়ি (৪টি)
২৩. কাঠ/কাগজ দিয়ে খেলনা বাদ্যযন্ত্র
২৪. প্লাস্টিকের/ মাটির তৈরি পশুপাখি (২ সেট )
২৫. প্লাস্টিকের/ মাটির তৈরি মাছ
২৬. (১০ টি)
২৭. তেঁতুলের/সিমের বিচি (১ বৈয়ম)
২৮. বাঁশের/ পাটের কাঠি (৬ ইঞ্চি লম্বা- ১০০টি)
২৯. প্লাস্টিকের/কাঠের তৈরি গাড়ি, ট্রাক (৪টি)
৩০. প্লাস্টিকের/ কাঠের/কাগজের/ মাটির তৈরি নৌকা (৪টি)
৩১. নারকেল পাতা/ প্লাস্টিকের তৈরি হাত ঘড়ি (৪টি)
৩২. লাফানোর জন্য দড়ি/স্কিপিং রোপ
৩৩. (৩ টি )
৩৪. বাঁশের তৈরি বাঁশি
৩৫. লেইসিং বোর্ড (তিনকোনা, চারকোনা, আয়তাকার, তারা)-৪টি
৩৬. ডমিনো (ডট ও সংখ্যা) - ৪ সেট বিভিন্ন রঙের পাথর
৩৭. বিচি

বই ও আঁকার কর্নার
১. গল্পের বই:

  • অপুরবিড়াল, 
  • কোথায় আমার মা,
  • টিং টং এর কান্ড, 
  • ফুল ফোটার আনন্দ, 
  • মজার মামা, 
  • লাল পোকার গল্প, 
  • চাচা বাজারে যান, 
  • বর্গরাজা ও ত্রিভুজরানি, 
  • বেড়ানের একদিন, 
  • খুশি একদিন কুসুমপুরে

 এ ধরনের আরো অনেক ছবির মাধ্যমে গল্পের বই রাখা যেতে পারে

২. আঁকার সামগ্রী ক্রেয়ন (বিভিন্ন রঙের)
৩. পেন্সিল-৩০টি, কাগজ-প্রয়োজন অনুযায়ী
৪. অন্যান্য উপকরণ, ছবি আঁকার বই, বর্ণের কার্ড, সংখ্যার কার্ড
৫. মোটা কাগজের তৈরি মুখোশ মুকুট এবং মুখোশ (৪টি)

ব্লক ও নাড়াচাড়ার কর্নার
১. কাঠের/ প্লাস্টিকের/ তৈরি বিভিন্ন আকৃতির ব্লক:

  • বর্গাকার বিভিন্ন আকারের ৩০টিআয়তাকার, 
  • ৪০টি ত্রিভুজাকার, 
  • ২০টি কলাম, 
  • ২০টি কিউব, 
  • ৪ রঙের ৪০০, প্যাটানর্ ব্লক 
  • ৬ ধরনের ৬ রঙের ৬০০ পিস (ব্লক দিয়ে মজার খেলা বইসহ)

২. পাজল:
  • ৮ টুকরা পাজল (৬টি), 
  • ১২ টুকরা পাজল (৬টি), 
  • ১৬ টুকরা পাজল (৬টি)
৩. বিন ব্যাগ - ৫টি
৪. থ্রেডিং টয়েজ (বিভিন্ন রঙের ৪০ পিছ)- ৪টি
৫. প্লাস্টিকের/ মাটির তৈরি পশুপাখির সেট ৪ সেট
৬. বোতাম-১ বৈয়ম।

বালি ও পানির কর্নার
১. প্লাস্টিকের তৈরি
গামলা (২৪ লিটার)- ২টি
২. পানি - আধা গামলা
৩. বালি - আধা গামলা
৪. প্লাস্টিকের তৈরি বিভিন্ন রঙের বাটি - ৬টি
৫. প্লাস্টিকের তৈরি মাছ - ১০টি
৬. প্লাস্টিকের তৈরি বিভিন্ন আকারের বোতল - ৬টি
৭. প্লাস্টিকের তৈরি নৌকা - ৪টি
৮. প্লাস্টিকের তৈরি ফানেল - ৪টি
৯. প্লাস্টিকের তৈরি ছাঁকনি - ২টি
১০. বিভিন্ন রঙের ছোট ছোট পাথর (৩০-৪০টি )
১১. পেঁপে গাছের ডাটা
১২. প্লাস্টিকের তৈরি পানি মাপার কে․টা ইত্যাদি ভাসে এবং ডোবে
১৩. এমন প্রাকৃতিক উপকরণ


শ্রেণিকক্ষ ও উপকরণ বিন্যাস, সজ্জা ও ব্যবস্থাপনা নির্দেশিকা ডাউনলোড করতে নিচের ডাউনলোড লেখায় ক্লিক করুন।


download

প্রাক-প্রাথমিক পর্যায়ে শিক্ষা উপকরন তৈরি, সংগ্রহ ও সংরক্ষণ


প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম শিশুদের জন্য নির্দিষ্ট কিছু কাজ করতে স্থানীয়ভাবে কিছু উপকরণ সংগ্রহের প্রয়োজন পড়বে। যেমন-পাতা, কাঠি, কাগজ, বোতাম, ছোট ইটের টুকরা বা পাথর ইত্যাদি। পাঠ পরিচালনার রুটিন অনুসরণ করে শিক্ষককে ক্লাস শুরুর পূর্বেই প্রয়োজনীয় উপকরণসমূহ সংগ্রহ বা তৈরি করতে হবে।

প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রমে শিশুদের ইচ্ছেমতো খেলার জন্য চারটি কর্নারের বিভিন্ন উপকরণ শিক্ষক/ শিক্ষিকা কমিউনিটির সহযোগিতায় এবং নিজে স্থানীয়ভাবে সংগ্রহের উদ্যোগ গ্রহণ করতে পারেন। সেইসাথে অনেক উপকরণ নিজে ‣তরি ও সংগ্রহ করতে পারেন। এছাড়া শিক্ষক শিশুদের পিতা-মাতা ও স্থানীয় অভিভাবকদের সহায়তায় বিভিন্নভাবে খেলনা সংগ্রহ করতে পারেন, তবে তা হতে হবে শিশুবান্ধব এবং নিরাপদ। তবে উপকরণ তৈরি ও সংরক্ষণে শিক্ষার্থীদের উৎসাহিত করা যায়।
শ্রেণীকক্ষে সংগৃহীত উপকরণগুলো দীর্ঘদিন আকর্ষণীয় ও টেকসই রাখার জন্য যত্ন সহকারে সংরক্ষণ করা গুরুত্বপূর্ণ, যেন অনেক দিন ব্যবহার করা যায়। শ্রেণিতে বিভিন্ন কাজের সময় শিশুরা যেসব খেলনা তৈরি করবে শিক্ষক সেগুলোকেও কর্নারে দেয়ার জন্য সংরক্ষণ করবেন। উপকরণ সংরক্ষণে শিক্ষক নিচের পদক্ষেপগুলো গ্রহণ করতে পারেন । প্রতিদিন কাজের শুরুতে যেখানে যে উপকরণ প্রয়োজন, সে অনুযায়ী উপকরণগুলো সাজিয়ে রাখবেন। প্রতিদিন কাজ শেষে উপকরণগুলো পরিষ্কার করে গুছিয়ে রাখবেন। এক্ষেত্রে শিশুদেরকে সম্পৃক্ত করে দায়িত্ব দেয়া যায়। তবে কোন কোন দায়িত্ব কে কে পালন করবে, তা দিনের শুরুতে শিশুদের জানিয়ে দিতে হবে। তাতে শিশুদের মাঝে নেতৃত্বের গুণাবলি গড়ে উঠবে। স্থানীয় উপকরণ সংগ্রহ ও ব্যবহার করার ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে। সহজলভ্য উপকরণ সংগ্রহ ও ব্যবহারে মনোযোগী হতে হবে।
শিক্ষাক্রমের চাহিদা অনুযায়ী যে সমস্ত শিখন শেখানো সামগ্রী ও উপকরণ শ্রেণি পর্যায়ে পৌছানো প্রয়োজন যথাসময়ে যথাযথভাবে তার সরবরাহ নিশ্চিত করা জরুরি। শিক্ষাক্রমের সফল বাস্তবায়নের জন্য অনুক্ত বিশ্লেষণপূর্বক এই সামগ্রী ও উপকরণসমূহ উন্নয়ন করা হয়েছে বিধায় এগুলোর যথাসময়ে সরবরাহ ও কার্যকর ব্যবহার বিঘ্নিত্ব হলে কাক্ষিত ফল অর্জন সম্ভব নয়। এছাড়া শিখন শেখানো কার্যক্রমের নির্দেশনা মোতাবেক বিভিন্ন সময়ে যে ধরনের সামগ্রী/ উপকরণ স্থানীয়ভাবে তৈরি, সংগ্রহ, ব্যবহার ও সংরক্ষণের কথা বলা হয়েছে শ্রেণি পর্যায়ে তাও নিশ্চিত করা জরুরি।

পোস্টটি যে সম্পর্কে
প্রাক প্রাথমিক শিক্ষা উপকরণ তালিকা। প্রাক প্রাথমিক শ্রেণি সজ্জিত করণ। প্রাক'প্রাথমিক শিশুদের জন্য উপকরণসমূহের বিশাল তালিকা। প্রাক- প্রাথমিক শ্রেণির কর্ণার কয়টি ও কী কী ? প্রাক-প্রাথমিক উপকরণ ক্রয় কমিটি। 

আরো পড়ুনঃ
Masud Rana

স্বাধীনচেতা একজন মানুষ। পেশায় একজন শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি ব্লগে লিখতে ভালোবাসে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন