পঞ্চম শ্রেণি গণিত অধ্যায় ৯ (শতকরা) সংক্ষিপ্ত প্রশ্ন সাজেশন ও সমাধান

পঞ্চম শ্রেণি গণিত অধ্যায় ৯ (শতকরা) সংক্ষিপ্ত প্রশ্ন সাজেশন ও সমাধান


পঞ্ম শ্রেণির শিক্ষার্থীদের গণিত বিষয়ের প্রস্তুতির জন্য এই সাইটে প্রকাশিত গণিতের সকল অধ্যায়ের সংক্ষিপ্ত ও কাঠামোবদ্ধ প্রশ্নগুলোর সাজেশন ও গাইডলাইন অনুসরণ করলে শিক্ষার্থীরা গণিত বিষয়ের পূর্ণ প্রস্তুতি গ্রহন করতে পারবে বলে আশা করা যায়।
এই করোনাকালীন সময়ে অনেকে বলছে পরীক্ষা হবে কিনা ঠিক নাই তো পড়ালেখা করে কি করবে। তাদের উদ্দেশ্যে বলি পড়ালেখা কি শুধু পরীক্ষায় ভালো করার জন্য নাকি জ্ঞানী হওয়ার জন্য? তাই শিক্ষার্থীদের পড়তে উৎসাহিত করুন

📌বিগত সমাপনী পরীক্ষায় আসা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন📌
১। ২০০ লিটারের ১৫০% = কত লিটার? (সমাপনী ২০১৯)
১। উ: ৩০০ লিটার।
২। ৭৫% কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ কর। (সমাপনী ২০১৯)
২। উ: ৩/৪
৩। শতকরা কী? (সমাপনী ২০১৯, ২০১৬)
৩। উ: শতকরা হলো এমন একটি অনুপাত, যা ১০০ এর ভগ্নাংশ রুপে প্রকাশ করা হয়।
৪। লাভ বা ক্ষতি  কিসের উপর হিসাব করা হয়? (সমাপনী ২০১৯, ১৬,১০)
৪। উ: ক্রয়মূল্যের উপর
৫। বার্ষিক ৭% মুনাফায় ৩০০ টাকার ১ বছরের মুনাফা কত? (সমাপনী ২০১৯)
৫। উ: ২১ টাকা
সমাপনী সকল বিষয়ের সাজেশন দেখুন এখানে
৬। একটি পণ্য ২০% লাভে ১২০ টাকায় বিক্রয় করলে পণ্যটির ক্রয়মূল্য কত? (সমাপনী ২০১৯)
৬। উ: ১০০ টাকা
৭। ২৯% কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ কর। (সমাপনী ২০১৯)
৭। উ: ২৯/১০০
৮। কোনো বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির ৬০ জন শিক্ষার্থীর ৫% অনুপস্থিত থাকলে কতজন অনুপস্থিত? (সমাপনী ২০১৯)
৮। উ: ৩ জন।
৯। ১/৪ কে শতকরায় প্রকাশ কর। (সমাপনী ২০১৯)
৯। উ: ২৫%
১০। ১% কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ কর। (সমাপনী ২০১৮)
১০। উ: ১/১০০
১১। ৩/৫কে শতকরায় প্রকাশ করলে কত হবে? (সমাপনী ২০১৮)
১১। উ: ৬০%
১২। একটি বই ১০% ক্ষতিতে ৯০ টাকায় বিক্রয় করলে বইটির ক্রয়মূল্য কত? (সমাপনী ২০১৮)
১২। উ: ১০০ টাকা
১৩। একটি বইয়ের ক্রয়মূল্য ১০০ টাকা হলে ৮% লাভে বিক্রয়মূল্য কত? (সমাপনী ২০১৮)
১৩। উ: ১০৮ টাকা
১৪। একটি খাতা ১০০ টাকায় ক্রয় করে ১২৫ টাকায় বিক্রয় করলে লাভ কত % হবে? (সমাপনী ২০১৮)
১৪। উ: ২৫%
১৫। ৫% লাভ কথাটির অর্থ কী? (সমাপনী ২০০১)
১৫। উ: ১০০ টাকায় ৫ টাকা লাভ।
১৬। বিক্রয়মূল্য থেকে ক্রয়মূল্য বেশি হলে কি হয়? (সমাপনী ২০১৬)
১৬। উ: ক্ষতি হয়
১৭। বার্ষিক মুনাফা নির্ণয়ের সূত্রটি লেখ। (সমাপনী ২০১৬)
১৭। উ:

১৮। আসল কাকে বলে? (সমাপনী ২০১৬)
১৮। উ: বিনিয়োগকৃত টাকাকে আসল বলা হয়।
১৯। ১০০ টাকায় ১ বছরে যে মুনাফা হয় তাকে কি বলে? (সমাপনী ২০১৫)
১৯। উ: শতকরা মুনাফার হার্
২০। আসল নির্ণয়ের সূত্রটি লেখ। (সমাপনী ২০১৪)
২০। উ:
📌সমাপনী পরীক্ষায় আসা বাদে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন।📌
১। বার্ষিক মুনাফা ৬% বলতে কি বোঝায়?
১। উ: ১০০ টাকার ১ বছরের মুনাফা ৬ টাকা
২। ০.৫৪ কে শতকরায় প্রকাশ কর।
২। ‍উ: ৫৪%
৩। শককরা একটি ভগ্নাংশ হলে এর হর কত হবে?
৩। উ: ১০০
৪। বিনিয়োগকৃত টাকাকে কী বলা হয়?
৪। উ: আসল
সমাপনী গণিত সকল অধ্যায়ের সাজেশন দেখুন এখানে
৫। বিক্রয়মূল্য থেকে ক্রয়মূল্য বেশি হলে কি হয়।
৫।উ:  ক্ষতি হয়
৬। ক্রয়মূল্য থেকে বিক্রয়মুল্য বেশি হলে কি হয়।
৬। উ: লাভ হয়
৭। ৭৩ % কে দশমিক ভগ্নাংশে প্রকাশ কর।
৭। উ: ০.৭৩
৮। রাজু ১ হালি কলা ২০ টাকায় ক্রয় করে ৩০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ/ক্ষতি হয়?
৮। উ: ৫০%
৯। 
চিত্রের কত % জায়গা রং করা হয়েছে?
৯। উ: ৬০%
১০। ১ কে শতকরায় প্রকাশ করলে কত হয়?
১০। উ: ১০০%
১১। শাহীন ১ ডজন কলা ৪৫ টাকায় কিনে ৫৫ টাকায় বিক্রয় করলে কত লাভ হবে?
১১। উ: ১০ টাকা
১২। মুলধনের অতিরিক্ত যে টাকা ব্যাংক প্রদান করে তাকে কি বলে?
১২। উ: মুনাফা
১৩। ১০০% এর মান কত?
১৩। উ: ১
১৪। মুনাফার হার নির্ণয়ের সূত্রটি লেখ।
১৪। উ:

১৫। কত টাকার ৪% = ৩ টাকা। 
১৫। উ: ৭৫ টাকার
১৬। ৮ টাকার ৭৫% = কত?
১৬। উ: ৬
১৭। একটি সংখ্যার ৫০% = ৬ হলে সংখ্যাটি কত?
১৭। ‍উ: ১২
১৮। ৫/৮ কে শতকরায় প্রকাশ কর।
১৮। উ: ৬২পূর্ণ১/২
১৯। একটি দোকানে ১৫০০ টাকার পণ্য ৫% কমে বিক্রয় করা হলো। পণ্যটির বিক্রয়মূল্য কত?
১৯। উ: ১৪২৫ টাকা
২০। ২০টি আমের ৪টি পচা, শতকরা কতটি ভালো।
২০। উ: ৮০টি
২১। ২৫% লাভ করতে ২৪০ টাকার টি-শার্ট বিক্রয় করতে হবে কত টাকায়?
২১। উ: ৩০০ টাকা
পঞ্চম শ্রেণি গণিত অধ্যায় ৯ কাঠামোবদ্ধ প্রশ্নগুলো পেতে নিচের ফেজবুক গ্রুপটিতে জয়েন করুন।
২২। শতকরা শব্দটি সংক্ষেপে কোন চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়।
২২। উ: %
২৩। কোন ভগ্নাংশের হর ১০০?
২৩। উ: শতকরার
২৪। ৬০ টাকার ৬০% এবং ৪০টাকার ৮০% এর মধ্যে পার্থক্য কত?
২৪। উ: ৪ টাকা
২৫। ভগ্নাংশের হর কত নিয়ে শতকরা করা হয়?
২৫। উ: ১০০
উপরের প্রশ্ন উত্তরগুলোর পিডিএফ ডাউনলোড করতে নিচের ডাউনলোড এ ক্লিক করুন।
tag
পঞ্চম শ্রেণি গণিত অধ্যায় ৯ (শতকরা) সংক্ষিপ্ত প্রশ্ন সাজেশন ও সমাধান। সমাপনী গণিত সাজেশন ২০২০। পঞ্চম শ্রেণি গণিত পড়ালেখা। সমাপনী পরীক্ষার সাজেশন। সমাপনী গণিত ছোট প্রশ্ন। পঞ্চম শ্রেণি মডেল প্রশ্ন। পঞ্চম শ্রেণি গণিত সৃজনশীল প্রশ্ন।
Masud Rana

স্বাধীনচেতা একজন মানুষ। পেশায় একজন শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি ব্লগে লিখতে ভালোবাসে।

1 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন