প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সংসদ টেলিভিশন এর ’ঘরে বসে শিখি’র কার্যক্রমকে আরো বেগবান ও ফলপ্রসূ করার জন্য ডিপিই সাইটে একটি নতুন মেনু বা সফ্টওয়্যার যোগ করা হয়েছে। যার মাধ্যমে ’ঘরে বসে শিখি’ কার্যক্রমে অংশ নেওয়া শিক্ষার্থীদের তথ্য বিদ্যালয় পর্যায় থেকে শুরু করে উপজেলা/থানা শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার ও বিভাগীয় পরিচালক পর্যন্ত এই সফ্টওয়্যারে এট্রি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সকল প্রাথমিক বিদ্যালয় থেকে উক্ত সফ্টওয়্যারে তথ্য এন্ট্রি দিতে বলা হয়েছে।
’ঘরে বসে শিখি’র তথ্য সফ্টওয়্যারে এন্ট্রি কিভাবে দিতে হয় জানতে নিচের ম্যানুয়ালটি ডাউনলোড করুন। অথাব নিচের ধাপগুলো অনুসরণ করুন।
সফ্টওয়্যার এ তথ্য এন্ট্রির কারিগরী নির্দেশনাবলী নিম্নরূপঃ
* ডিপিই-র ওয়েবসাইটে প্রবেশ করে সফ্টওয়্যারে (ই-প্রাইমারী সিস্টেমের আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে) ’লগ ইন’ করতে হবে অথবা সরাসরি লিংক http://180.211.137.51:1010/login.aspx ব্যবহার করেও ’লগ ইন’ করা যাবে।;
* বিদ্যালয় পর্যায়ে প্রধান শিক্ষক কর্তৃক তথ্য এন্ট্রির জন্য সংশ্লিষ্ট বিদ্যালয়ের EMIS কোড দিয়ে ’লগ ইন’ করতে হবে। অত:পর ছাত্র/ছাত্রী, শিক্ষক ও অভিভাবকের (18 কলাম) তথ্য শুধুমাত্র একবারই সঠিকভাবে ক্রমান্বয়ে Software এ এন্ট্রি করতে হবে। তবে প্রয়োজন হলে একই নিয়মে প্রবেশ করে পরবর্তীতে এডিট করা যাবে;
* ’সংসদ বাংলাদেশ টেলিভিশন’ এ প্রচারিত সাপ্তাহিক পাঠদান ‘ঘরে বসে শিখি’র তথ্য এন্ট্রির জন্য উপজেলা/থানা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং বিভাগীয় উপরিচালকগণ নিজ নিজ ই-প্রাইমারী সিস্টেমের ইউজার আইডি দিয়ে লগ ইন করে তারপর সংগৃহীত তথ্য ক্রমান্বয়ে এন্ট্রি করতে হবে;
* ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবক এবং সাপ্তাহিক পাঠদান ‘ঘরে বসে শিখি’র তথ্য দেখার জন্য মাঠ পর্যায়, অধিদপ্তর ও মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা নিজ নিজ ই-প্রাইমারী সিস্টেমের ইউজার আইডি দিয়ে ’লগ ইন’ করে বিভাগ, জেলা, উপজেলা/থানা এবং তারিখ নির্বাচন করে এ সংক্রান্ত তথ্য দেখতে পারবেন;
* বিদ্যালয়ের তথ্য প্রদান করার পূর্বে অবশ্যই ই-প্রাইমারী সিস্টেমে মোট ছাত্র ছাত্রী; অনুমোদিত শিক্ষক পদ সংখ্যা, প্রধান শিক্ষক এর নাম, মোবাইল নম্বর ও ই-মেইল, বিদ্যালয়ের ইমেইল, বিদ্যালয়ে বিদ্যুৎ এর তথ্যসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য অবশ্যই হালফিল করতে হবে;
* তথ্য এন্ট্রি সংক্রান্ত কারিগরি যে কোন সমস্যায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য ব্যবস্থাপনা বিভাগের জনাব মোঃ আশরাফুল আলম, সহঃ প্রোগ্রামার, মোবাইল নাম্বার: 01715816781 এবং সেভ দ্য চিলড্রেন এর জনাব মারুফ বিল্লাহ, এমআইএস অফিসার এর সাথে যোগাযোগ করতে হবে।
* ডিপিই-র ওয়েবসাইটে প্রবেশ করে সফ্টওয়্যারে (ই-প্রাইমারী সিস্টেমের আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে) ’লগ ইন’ করতে হবে অথবা সরাসরি লিংক http://180.211.137.51:1010/login.aspx ব্যবহার করেও ’লগ ইন’ করা যাবে।;
* বিদ্যালয় পর্যায়ে প্রধান শিক্ষক কর্তৃক তথ্য এন্ট্রির জন্য সংশ্লিষ্ট বিদ্যালয়ের EMIS কোড দিয়ে ’লগ ইন’ করতে হবে। অত:পর ছাত্র/ছাত্রী, শিক্ষক ও অভিভাবকের (18 কলাম) তথ্য শুধুমাত্র একবারই সঠিকভাবে ক্রমান্বয়ে Software এ এন্ট্রি করতে হবে। তবে প্রয়োজন হলে একই নিয়মে প্রবেশ করে পরবর্তীতে এডিট করা যাবে;
* ’সংসদ বাংলাদেশ টেলিভিশন’ এ প্রচারিত সাপ্তাহিক পাঠদান ‘ঘরে বসে শিখি’র তথ্য এন্ট্রির জন্য উপজেলা/থানা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং বিভাগীয় উপরিচালকগণ নিজ নিজ ই-প্রাইমারী সিস্টেমের ইউজার আইডি দিয়ে লগ ইন করে তারপর সংগৃহীত তথ্য ক্রমান্বয়ে এন্ট্রি করতে হবে;
* ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবক এবং সাপ্তাহিক পাঠদান ‘ঘরে বসে শিখি’র তথ্য দেখার জন্য মাঠ পর্যায়, অধিদপ্তর ও মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা নিজ নিজ ই-প্রাইমারী সিস্টেমের ইউজার আইডি দিয়ে ’লগ ইন’ করে বিভাগ, জেলা, উপজেলা/থানা এবং তারিখ নির্বাচন করে এ সংক্রান্ত তথ্য দেখতে পারবেন;
* বিদ্যালয়ের তথ্য প্রদান করার পূর্বে অবশ্যই ই-প্রাইমারী সিস্টেমে মোট ছাত্র ছাত্রী; অনুমোদিত শিক্ষক পদ সংখ্যা, প্রধান শিক্ষক এর নাম, মোবাইল নম্বর ও ই-মেইল, বিদ্যালয়ের ইমেইল, বিদ্যালয়ে বিদ্যুৎ এর তথ্যসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য অবশ্যই হালফিল করতে হবে;
* তথ্য এন্ট্রি সংক্রান্ত কারিগরি যে কোন সমস্যায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য ব্যবস্থাপনা বিভাগের জনাব মোঃ আশরাফুল আলম, সহঃ প্রোগ্রামার, মোবাইল নাম্বার: 01715816781 এবং সেভ দ্য চিলড্রেন এর জনাব মারুফ বিল্লাহ, এমআইএস অফিসার এর সাথে যোগাযোগ করতে হবে।
Tags:
প্রাথমিক শিক্ষা