পঞ্চম শ্রেণি গণিত অধ্যায় ৯ (শতকরা) কাঠামোবদ্ধ প্রশ্ন সাজেশন ও সমাধান
সমাপনী পরীক্ষায় গণিতের অধ্যায় ৯ থেকে প্রতিবছর ২টি সমস্যা থাকে যার মধ্যে ১টি উত্তর দেওয়া লাগে যার মার্কস থাকে ৮। অধ্যায় ৯ শতকরা থেকে কয়েকটি ক্যাটাগরির সমস্যা সমাধান করলে এখান থেকে উত্তর করা খুব সহজ হয়।
সমাপনী পরীক্ষার সাজেশন ২০২০
৯। বার্ষিক ২০% মুনাফায় ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর ২০০ টাকা মুনাফা দিলে। (সমাপনী ২০১৮)
ক) আসল কত টাকা ছিল?
খ) মুনাফা ও আসল একত্রে কত ছিল?
গ) বার্ষিক মুনাফা ১৫% হলে কত টাকার মুনাফা দিতে হতো?
১০। সিরাতুল ব্যাংক থেকে ৩০০ টাকা ঋণ নেন। এক বছর পর তিনি ৩৩০০ টাকা পরিশোধ করেন। (সমাপনী ২০১৮)
ক) ঐ ব্যাংকের মুনাফার হার কত?
খ) ১০০০০ টাকা ঋণ করলে তাকে ২ বছর পর কত টাকা পরিশোধ করতে হতো?
১১। একজন বিক্রেতা এক ঝুড়ি আম ১২০০ টাকায় ক্রয় করে ১০৫ লাভে বিক্রয় করলেন। (সমাপনী ২০১৮)
ক) আমের বিক্রয় মূল্য কত?
খ) আমগুলো আর কত টাকা বেশিতে বিক্রয় করলে ১৫% লাভ হতো?
উপরের সমস্যাগুলো সমাধান করলেই যথেষ্ট কারণ প্রতিবছর এরকম সমস্যাই এসে থাকে তবে অনুশীলনের জন্য নিচে কিছু গুরুত্বপূর্ণ সমস্যা দেওয়া হলো।
৬। একজন ব্যক্তি ৮টি আপেল ১৬০ টাকায় কিনে ৪টি আপেল ১৬০ টাকা দরে বিক্রি করে।
ক) ২ ডজন আপেলের ক্রয়মূল্য কত?
খ) শতকরা লাভের পরিমাণ কত?
গ) ২০% লাভ করতে হলে ২৪০ টাকায় কয়টি আপেল বিক্রয় করতে হবে?
৭। একজন বিক্রেতা ক্রয়মূল্যের চেয়ে ১২% কমে ৭০৪০ টাকায় একটি টেবিল বিক্রয় করল।
ক) টেবিলের ক্রয়মূল্য কত ছিল?
খ) টেবিলের ক্রয়মূল্য দিয়ে ৪টি চেয়ার কেনা হলো যেগুলোর প্রত্যেকটির বিক্রয়মূল্য ২২১৫ টাকা। চেয়ার প্রতি লাভ কত?
৮। ব্যাংক থেকে আসলের ওপর বার্ষিক ৮% মুনাফায় ১৫ বছরের জন্য ১৫০০০ টাকা ঋণ নেওয়া হলো।
ক) প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে?
খ) ১৫ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে?
গ) কত বছরে ৪৮০০ টাকা মুনাফা দিতে হবে?
উত্তরগুলো কোথায়
উত্তরমুছুন৯ নাম্বার অংকের সমাধান
মুছুনans koi?
উত্তরমুছুনanswer koi
উত্তরমুছুনভাই সমাধান না দিলে, কেমনে কি
উত্তরমুছুনউওর
উত্তরমুছুন৮ নম্বার প্রশ্নের উত্তরটি লাগবে স্যার
মুছুনwhere is the answer hahahahahaha
উত্তরমুছুনএগুলো করতে শিক্ষার্থীরা সমস্যায় পড়লে তাদের শিক্ষকদের সাহায্য নেবে। অন্যথায় কোন নির্দিষ্ট সমস্যার জন্য আমাদের পেজে মেসেজ করতে হবে।
মুছুনউত্তর গুলো কোথায়??
উত্তরমুছুনছবি তুলে উত্তর পাঠালে হবে?
উত্তরমুছুনউত্তর গুলো কোথায় বললে কৃতজ্ঞ থাকবো
উত্তরমুছুনবাহ সেই তো
উত্তরমুছুন