Zoom নাকি google meet? কোনটি ব্যবহার করবেন? দেখে নিন সুবিধা/অসুবিধা।

করোনা ভাইরাসের কারনে বর্তমানে বিভিন্ন অফিসে ভার্চুয়াল মিটিং অথবা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের জন্য বিভিন্ন ধরনের মিটিং এ্যপ ব্যবহার করা হচ্ছে। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় এ্যপগুলো হলো-Zoom, Google meet, Facebook room, Skype, Webex, Microsoft team, Goto meeting, Joinme

তবে এই এ্যপগুলোর মধ্যে বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহ্রত এ্যপ  Zoom ও Google meet, অনেকে এই দুইটার সুবিধা অসুবিধা নিয়ে প্রশ্ন তোলে। আজ আমারা এই দুইটা এ্যপের কোনটি বেশি সুবিধাজনক সেটা জানবো।


বিষয়

Zoom

Google meeting

ডাউনলোড

প্রয়োজন

কম্পিউটার হলে প্রয়োজন নেই, মোবাইল হলে প্রয়োজন

স্বতন্ত্র এ্যপ

আছে (google play store)

আছে (google play store)

একসাথে সর্বোচ্চ participats সংখ্যা

100/250

100

মিটিং এর সময়সীমা

বেসিক একাউন্ট এ ৪০ মিনিট, তবে প্রিমিয়াম একাউন্ট এ আনলিমিটেড

আনলিমিটেড

মিটিং শুরু

তাৎক্ষনিক/শিডিউল(zoom app)

তাৎক্ষনিক/শিডিউল(google calender)

একাউন্ট একসেস

মিটিং তৈরি করতে একাউন্ট প্রয়োজন। participates মিটিং তৈরি করতে পরেনা।

মিটিং তৈরি করতে google account প্রয়োজন। participates মিটিং তৈরি করতে পরেনা।

মিটিং এ জয়েনের মাধ্যম

মিটিং লিংক/ ID,Password

মিটিং লিংক/Just a code. password এর প্রয়োজন নাই।

Chat option

Basic chat

Raise hand/

Vote yes/no

reactions/

Individual chat

just Basic chat

Share screen

Yes/

Record screen/

Whiteboard/

Annotations

Yes/

Record screen

 

Host ইচ্ছা করলে অন্য participates দের যা করতে পারে

 

-mute person

-mute room

-Remove person

-rename participates name

-make host

-Disable chat

-close room

-Waiting room

 

-mute person

-Remove person

 

subtitle

no option

হোস্ট কথা বললে তা সাথে সাথে screen এ লেখা/ subtitle উঠবে।

layout change

no

yes

অতিরিক্ত সুবিধা

File share during meeting,

Breakout rooms

Password Protection

Background change

আরো কিছু সুবিধা....

nothing

উপরের তুলনামূলক আলোচনা থেকে দেখা যাচ্ছে যদি আপনি শুধু মিটিং এর সময়সীমা টা একটু মানিয়ে নিতে পারেন তবে ফ্রি একাউন্টের জন্যও  Zoom হলো বেস্ট।

আরো দেখুন: Zoom বেসিক/ফ্রি একাউন্ট থেকে ৪০ মিনিট লিমিট তুলে আনলিমিটেড কথা বলার ট্রিক

 Zoom ও Google Meet এ্যপ ডাউনলোড করতে নিচের ডাউনলোড লিংক এ ক্লিক করুন।

Zoom Download on Google play

Google Meet Download on Google play


Masud Rana

স্বাধীনচেতা একজন মানুষ। পেশায় একজন শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি ব্লগে লিখতে ভালোবাসে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন