zoom ফ্রি একাউন্ট থেকে ৪০ মিনিট লিমিট ছাড়িয়ে আনলিমিটেড মিটিং করবেন যেভাবে

আমরা অনেকেই zoom cloud meeting  সফটওয়্যারটি ব্যবহার করে মিটিং করছি অথবা অনলাইন ক্লাস পরিচালনা করছি। এবং সেক্ষেত্রে আমারা জুমের ফ্রি একাউন্ট ব্যবহার করছি। ফ্রি একাউন্টের একটি বড় সমস্যা হলো ৪০ মিনিট পর পর আমাদের মিটিং অফ হয়ে যায় এবং আমাদের পুনরায় মিটিং শুরু করতে হয়। এটা একদিকে যেমন বিরক্তিকর তেমনি সময় অপচয় করে। তাই আজকে আমরা দুইটি টিপস এর মাধ্যমে জানবো কিভাবে zoom cloud meeting ফ্রি একাউন্ট থেকে আনলিমিটেড মিটিং করা যায়।

টিপস-১
সম্পূর্ণ প্রক্রিয়াটি ভিডিওতে দেখতে ভিডিওটি প্লে করুন। অথবা নিচের ধাপগুলো অনুসরণ করুন।


প্রথমে যেকোনো একটি ব্রাউজার থেকে zoom.us সাইটে প্রবেশ করুন।

আপনার পুরাতন একাউন্ট দিয়ে Sign in করুন।
নিচের চিত্রের মত Solution এ ক্লিক করুন। তারপর Education এ ক্লিক করুন।

step 2 এর নিচে ফরম টি পুরণ করুন। ফরম পূরণে মেইল এর জায়গায় একটি কাস্টম মেইল ব্যবহার করুন। অর্থাৎ gmail, yahoo mail, এরকম মেইল গুলো বাদে অন্য মেইলগুলো ব্যবহার করুন। সেক্ষেত্রে 10miniture.net থেকে মেইল এড্রেস ব্যবহার করতে পারেন। তবে নিচের কোনো সাইট অথবা কাস্টম ডোমেইন মেইল ব্যবহার করলে ভালো হয়।

তারপর ফরমের মধ্যে নাম, বিদ্যালয়ের নাম, একটি এডুকেশন সাইট এড্রেস, স্টুডেন্ট সংখ্যা, দেশ সিলেক্ট করুন ও সাবমিট এ ক্লিক করুন।

২৪/৭২ ঘণ্টা অপেক্ষা করুন। zoom থেকে একটি মেইলের মাধ্যমে আপনাকে জানানো হবে আপনার অফার টি গ্রহণ করা হয়েছে কিন।

টিপস-২
টিপস ২ এর জন্য চেনেলটি সাবসক্রাইব করুন ও চোখ রাখুন।



Masud Rana

স্বাধীনচেতা একজন মানুষ। পেশায় একজন শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি ব্লগে লিখতে ভালোবাসে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন