পঞ্চম শ্রেণি গণিত ১১ অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন সাজেশন
সমাপনী পরীক্ষার্থীদের জন্য গণিত ১১ অধ্যায়টি থেকে দুটি প্রশ্ন থাকবে যার একটির উত্তর দিতে হবে। এখানে দুটি অনুশীলনী আছে ১১(ক) ও ১১(খ)। দুটি অনুশীলনীর সংক্ষিপ্ত প্রশ্নসমূহ নিয়ে এই পোস্টটি সাজানো। এই প্রশ্নগুলো অনুশীলন করলে ইন শাহ আল্লাহ ১০০% উত্তর করা সম্ভব হবে।
সমাপনী পরীক্ষায় আসা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন
১১(ক) অধ্যায়
১। ৪ কি.মি ৩২০ মি. + কত মি? (সমাপনী ২০১৯)
উ: ৪৩২০
২। ৭ লি. ২৫০ মিলিলিটার = ◻ মিলিলিটার। (সমাপনী ২০১৯)
উ: ৪৩২০
২। ৭ লি. ২৫০ মিলিলিটার = ◻ মিলিলিটার। (সমাপনী ২০১৯)
উ: ৭২৫০
৩। ১০ কেজি ওজনের কয়টি ড্রামের ওজন ১ কুইন্টাল? (সমাপনী ২০১৯)
উ: ১০টি
৪। ৬০০০ মি. = ◻ কি.মি। (সমাপনী ২০১৯)
উ: ৬কিমি
৫। হিয়া ১ ঘণ্টায় ৩ কি.মি হাঁটতে পারে। সে ২ ঘণ্টায় কত মিটার হাঁটাতে পারবে? (সমাপনী ২০১৮)
উ: ৬০০০ মি.
৬। ১০০ সেমি = কত মিমি? (সমাপনী ২০১৮)
উ: ১০০০ মিমি
৭। ২ কেজি = কত গ্রাম? (সমাপনী ২০১৮)
উ: ২০০০ গ্রাম
৮। এক কুইন্টাল চালের দাম ৫৬০০ টাকা হলে প্রতি কেজি চালের দাম কত? (সমাপনী ২০১৮)
উ: ৫৬ টাকা
৯। একটি বেঞ্চের দৈর্ঘ্য ১ মি.৫০ সেমি হরে অনুরুপ ২টি বেঞ্চের দৈর্ঘ্য কত? (সমাপনী ২০১৫)
উ: ৩মি
১০। ১৫০০ কেজিকে কুইন্টালে প্রকাশ করলে কত হবে? (সমাপনী ২০১৫)
উ: ১৫ কুইন্টাল
অধ্যায় ১১(ক) বোর্ডে আসা বাদে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন
১১। তরল পদার্থ পরিমাপের একক কী?
উ: লিটার।
১২। এক টন চালের দাম ২৫৬৭৫ টাকা হলে ১ কেজি চালের দাম কত?
উ: ২৫.৬৭৫ টাকা।
১৩। ১ লিটার = কত ঘন সেন্টিমিটার।
উ: ১০০০
আরো দেখুন: সমাপনী পরীক্ষার সকল বিষযের সাজেশন
১৪। ১ ঘন মিটার = কত লিটার?
উ: ১০০০ লিটার
১৫। কত কিলোগ্রামে ৫.০৯ টন?
উ: ৫০৯০ কিলোগ্রাম
১৬। কিলোমিটার ডেসিমিটারের কত গুণ?
উ: ১০০০০ গুণ।
১৭। ৮.৫ ইঞ্চি = কত সেমি?
উ: ২১.৫৯ সেমি।
১৮। কত এয়রে এক হেক্টর?
উ: ১০০
১৯। কত কুইন্টালে ১ মেট্রিক টন?
উ: ১০ কুইন্টালে।
২০। এক মাইল সমান ১.৬১ কিমি হলে ৪০ মাইরে কত কিমি হবে?
উ: ৬৪.৪০ কিমি
অধ্যায় ১১(খ) থেকে সমাপনী পরীক্ষায আসা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন।
২১। ২০মিটার দৈর্ঘ্য িএবং ১০ মি প্রস্থবিশিষ্ট আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত?(সমাপনী ২০১৯)
উ: ২০০ বর্গ মি
২২। ১ বর্গ কিমি -= কত হেক্টর? (সমাপনী ২০১৯)
উ: ১০০ হেক্টর।
২৩। ১০০০০ বর্গ মিটারে কত হেক্টর? (সমাপনী ২০১৮)
উ: ১ হেক্টর।
২৪। বর্গের একটি বাহুর দৈর্ঘ্য ৪ সেমি হলে ক্ষেত্রফল কত? (সমাপনী ২০১৯)
উ: ১৬ বর্গ সেমি।
২৫। রিভার কক্ষটির ক্ষেত্রফল ৯ বর্গমিটার। কক্ষটির দৈর্ঘ্য ৩ মি হলে এর প্রস্থ কত? (সমাপনী ২০১৮)
উ: ৩মি
২৬। ১০০ মিটার বাহুবিশিষ্ট একটি বর্গের ক্ষেত্রফল কত হেক্টর?(সমাপনী ২০১৮)
উ: ১ হেক্টর।
২৭। হেক্টর এয়রের কত গুণ? (সমাপনী ২০১৮)
উ: ১০০
২৮। একটি আয়তাকার কাগজের দৈর্ঘ্য ০.৩ সেমি এবং প্রস্থ ০.২ সেমি হলে ক্ষেত্রফল কত বর্গ সে মি হবে। (সমাপনী ২০১৮)
উ: ০.০৬
অধ্যায় ১১(খ) থেকে সমাপনী পরীক্ষায় না আসা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন
২৯। ত্রিভুজের ক্ষেত্রফল ১.২ বর্গ কিমি এবং উচ্চতা ০.৬ কিমি হলে ভূমি কত?
উ: ৪ কিমি
৩০। বর্গক্ষেত্রের ১ বাহুর দৈর্ঘ্য ৪.৪ সেমি হলে এর ক্ষেত্রফল কত হবে?
উ: ১৯.৩৬
৩১। ১৫ সেমি ভূমি এবং ৭ সেমি উচ্চতা বিশিষ্ট সামান্তরিকের ক্ষেত্রফল কত?
উ: ১০৫ বর্গ সেমি।
৩২। একটি বর্গের ক্ষেত্রফল ৪৯ বর্গ সেমি হলে এর এক বাহুর দৈর্ঘ্য কত?
উ: ৭
৩৩। বর্গের একটি কর্ণ ৫সেমি হলে অপর কর্ণটি কত?
উ: ৫সেমি
Tags:
সমাপনী সাজেশন
Thanks
উত্তরমুছুনPdf
উত্তরমুছুন