৫ম শ্রেণি গণিত ১৪ অধ্যায় কম্পিউটার

 ৫ম শ্রেণি গণিত ১৩৪অধ্যায় কম্পিউটার 
সমাপনী পরীক্ষায় গণিত ১৩ অধ্যায় কম্পিউটার থেকে শুধুমাত্র সংক্ষিপ্ত প্রশ্ন এসে থাকে।  এখন পর্যন্ত কোনো কাঠামোবদ্ধ প্রশ্ন আসেনি। তবে প্রতি বছরেই ২/১ সংক্ষিপ্ত প্রশ্ন আসেই। এই পোস্টে ১৩ অধ্যায় কম্পিউটারের কতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন তুলে ধরে হলো যা পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

পরীক্ষায় আসা কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন।
১। রাহাত একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তিনি কোন ধরনের ক্যালকুলেটর ব্যবহার করবেন? (সমাপনী ২০১৯)
২। দৈনন্দিন বাড়ির কাজে কোন ধরনের ক্যালকুলেটর ব্যবহার করা হয়? (সমাপনী ২০১৯)
৩। কম্পিউটারের একটি অংশের নাম লেখ। (সমাপনী ২০১৯)
৪।  আসিফ নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। তার কোন ধরণের ক্যালকুলেটর ব্যবহার করা প্রয়োজন? (সমাপনী ২০১৮)
৫। মানুষ কোন উদ্দেশ্যে কম্পিউটার ব্যবহার করে? (সমাপনী ২০১৮)
৬।  আধুনিক কম্পিউটারের জনক কে? (সমাপনী ২০১৫)

৭। ইংরেজি কম্পিউট (Compute) এর বাংলা অর্থ কী? (সমাপনী ২০১৫)
৮। ক্যালকুলেটর কী? (সমাপনী ২০১৬)
৯। ‘অন’ করা ক্যালকুলেটর ১৭+৯=২৬ হিসাবটি পেতে কয়টি বোতাম টিপতে হবে? (সমাপনী ২০১৫)
১০। ক্যালকুলেটর ব্যবহারের শুরুতে কোন বোতাম টিপে মেশিন সচল করতে হয়? (সমপনী ২০১৫)
১১। কম্পিউটারের একটি ইনপুট ডিভাইসের নাম লিখ। (সমাপনী ২০১৪)
১২। কম্পিউটারর মূল অংশ কয়টি? (সমাপনী ২০১৫)
সমাপনী পরীক্ষায় আসা বাদে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন

১৩। Calculator শব্দের অর্থ কী?
১৪। ক্যালকুলেটরের  একটি উল্লেখযোগ্য ব্যবহার লেখ।
১৫। একটি কলার দাম ১০ টাকা হলে, ১২ টি কলার দাম বের করতে সচল ক্যালকুলেটরে মোট কতবার বোতাম চাপতে হবে?
১৬। ON ৭০ 𞺱 ৭ = ১০ ফাঁকা ঘরে কোন প্রতীকটি হবে?
১৭। বর্তমান যুগকে প্রায়ই কিসের যুগ বলা হয়।
১৮। কম্পিউটারের চারটি মূল অংশের নাম লিখ।
১৯। কম্পিউটার কী ধরনের যন্ত্র?
২০। কোন শব্দ থেকে কম্পিউটার শব্দের উৎপত্তি?
২১। তিনটি ইনপুট ডিভাইসের নাম লেখ।
২২। তিনটি আউটপুট ডিভাইসের নাম লিখ।

২৩। মাধ্যমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোন ধরনের ক্যালকুলেটর ব্যবহার করা হয়।
২৪। কম্পিউটার কিসের সাহায্যে সচল থাকে?
২৫। হিসাবের ফলাফল পেতে কোন বোতাম চাপতে হবে?
২৬। মনিটর কী?
২৭। বৈজ্ঞানিক ক্যালকুলেটর কোন কাজে ব্যবহার করা হয়।
২৮। ল্যাপটপ কম্পিউটারে থাকে কিন্তু ডেস্টটপ কম্পিউটারে থাকে না, এমন একটি অংশের নাম লেখ।
২৯। কম্পিউটারের হার্ডওয়ার ক ী দ্বারা পরিচালিত হয়?
৩০। সাধারণ ক্যালকুলেটরে কতটি বোতাম থাকে?
৩১। ক্যালকুলেটর কয় ধরনের?
পরীক্ষায় আসা কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর

১। ‍উ: সাধারণ ক্যালকুলেটর
২। উ: সাধারণ ক্যালকুলেটর।
৩। উ: মনিটর
৪।  উ: বৈজ্ঞানিক ক্যালকুলেটর।
৫। উ: যাবতীয় হিসাব, নিকাশে, লেখচিত্র ও ছবি, সংগ্রহীত উপাত্ত বিশ্লেষণ, ইন্টারনেট ব্যবহার করে যোগাযোগ প্রভৃত্তি কাজকে অতি সহজে করার জন্য কম্পিউটার ব্যবহার করে।
৬। উ: চার্লস ব্যাবেজ
৭। হিসাব করা
৮। উ:ক্যালকুলেটর হলো সাধারণ গণনার জন্য একটি ইলেকট্রনিক যন্ত্র বা বৈদ্যুতিক ব্যাটারি দ্বারা চলে।
৯। উ: ৫টি
১০।  উ: ON/AC
১১। উ: মাউস 
১২। ৪টি
সমাপনী পরীক্ষায় আসা বাদে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর।

১৩। উ: গণনাকারী যন্ত্র।
১৪। দৈনন্দিন হিসাব-নিকাশ
১৫। উ: ৬ বার
১৬। উ: ÷
১৭। উ: কম্পিউটারের যুগ
১৮। উ: ইনপুট, মেমোরি, প্রসেসর ও আউটপুট।
১৯। উ: ইলেকট্রনিক
২০। উ: কম্পিউট
২১।উ: কী-বোর্ড, মাইস, স্ক্যনার।
২২। ‍উ: মনিটর, প্রিন্টার, স্পিকার
২৩। উ: বৈজ্ঞানিক ক্যালকুলেটর।
২৪। উ: বৈদ্যুতিক ব্যাটারি।
২৫। উ: =
২৬। উ: মনিটর হচ্ছে একটি আউটপুট ডিভাইস।
২৭। উ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও পরীক্ষাগারে।
২৮। উ: টাচপ্যাড
২৯। ‍উ: সফটওয়্যার দ্বারা।
৩০। উ: ২৫ টি?
৩১। ‍উ: দুই ধরনের।
উপরের প্রশ্ন ও উত্তরগুলো পিডিএফ আকারে ডাউনলোড করতে নিচের ডাউনলোড লেখায় ক্লিক করুন।


tag:
৫ম শ্রেণি গণিত ১৪ অধ্যায় কম্পিউটার , সমাপনী গণিত ১৪ অধ্যায়, pece math chapter 14 
Masud Rana

স্বাধীনচেতা একজন মানুষ। পেশায় একজন শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি ব্লগে লিখতে ভালোবাসে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন