প্রাথমিক ও গণশিক্ষার নতুন সচিব গোলাম হাসিবুল আলমের জীবন বৃত্তন্ত

২৫ অক্টবর রবিবার জনপ্রসাশন মন্ত্রণালয়ের তথ্যমতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বর্তমান সচিব হিসেবে নিয়োগ পেলেন গোলাম হাসিবুল আলম। ৩১ অক্টবর পিআরএল এ যাবেন সিনিয়র সচিব আকরাম-আল-হোসেন। আকরাম-আল-হোসেনের ছুটিতে যাওয়ার পর যোগদান করবেন নতুন নিয়োগ পাওয়া সচিব গোলাম হাসিবুল আলম।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন প্রশাসনের এই কর্মকর্তা।

দেখে নেওয়া যাক তার জীবন বৃত্তান্ত

গোলাম হাসিবুল আলমের জীবন বৃত্তন্ত

নামঃ গোলাম হাসিবুল আলম

জন্মঃ ১৯৬৪

জন্মস্থানঃ নিলফামারি

পড়ালেখাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়

শিক্ষাগত যোগ্যতাঃ এম.এ (ইংরেজি সাহিত্য)

প্রথম যোগদানঃ সিভিস সার্ভিস ১৯৮৯ Assistant Commissioner (Land),

প্রাথমিক ও গণশিক্ষা সচিব নিয়োগপ্রাপ্ত হওয়ার আগে অবস্থানঃ জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব)

পূর্বে যে সকল বিভাগে চাকুরি করেছেনঃ Assistant Commissioner(Land), Senior Assistant Commissioner, Magistrate 1st class, Revenue Deputy Collector, Land Acquisition Officer, Second Secretary in NBR, Upazila Nirbahi Officer, Senior Assistant Secretary in ERD, Deputy Commissioner of Patuakhali, Joint Secretary in ERD and Additional Secretary in Ministry of Primary and Mass Education.

বৈবাহিক অবস্থাঃ বিবাহিত

সন্তানঃ ২টি



Masud Rana

স্বাধীনচেতা একজন মানুষ। পেশায় একজন শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি ব্লগে লিখতে ভালোবাসে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন