প্রাথমিকে চাকরি স্থায়ীকরণের আবেদন কিভাবে করবেন ও কি কি কাগজ জমা দিবেন।

 প্রাথমিকে চাকরি স্থায়ীকরণের আবেদন কিভাবে করবেন ও কি কি কাগজ জমা দিবেন।

চাকরি স্থায়ীকরণ আবেদন
চাকরি স্থায়ীকরণ 


সাধারণত সরকারি চাকরি অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। চাকরি প্রাপ্তির পর অত্র প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী কয়েক বছরের মধ্যে চাকরির স্থায়ীকরনের জন্য উর্ধ্বতন কর্মকর্তা বরাবর আবেদন করতে হয় চাকরি স্থায়ীকরনের জন্য। 

চাকরি স্থায়ীকরণের জন্য কী কী কাগজ প্রয়োজন।

  • আবেদন (নিচে নমুনা কপি দেওয়া আছে)
  • পুলিশ ভেরিফিকেশনের কপি।( না থাকলে, পুরনকৃত ফরম)
  • ২০১৭,২০১৮,২০১৯ সালের acr লাগবে 
  • শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি 
  • সি ইন এড/ডিপিএড পাশের সনদের ফটোকপি 
  • নিয়োগপত্রের ফটোকপি 
  • চাকুরীতে যোগদানের অফিস আদেশের ফটোকপি
  • যোগদানের ফটোকপি

সকল কিছুর দুই সেট

উপজেলার ভিন্নতায় কাগজপত্রের চাহিদা কিছুটা ভিন্ন হতে পারে।

আবেদন পত্রের নমুনা কপি


তারিখ

বরাবর

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার,

মেহেরপুর।

মাধ্যমঃ যথাযথ কর্তৃপক্ষ।

বিষয়ঃ চাকুরী স্থায়ীকরণের জন্য আবেদন।

জনাব,

যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি, ................. মেহেরপুর সদর উপজেলাধীন হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। চাকুরীতে আমার প্রথম যোগদানের তারিখ ১৩/০১/২০১৬ খ্রি.। আমার শিক্ষানবিশকাল উত্তীর্ণ হওয়ায় চাকুরী স্থায়ীকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি।

অতএব, মহোদয়ের নিকট আমার আকুল আবেদন চাকুরী স্থায়ীকরণের অনুমোদন সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার সদয় মর্জি হয়।

বিনীত নিবেদক

..............

সহকারী শিক্ষক

হরিরামপুর স.প্রা.বিদ্যালয়।

মেহেরপুর



আরো বিস্তারিত জানতে আমাদের ফেজবুকে পেজে লাইক দিয়ে মেসেজ করুন।


ট্যাগ

প্রাথমিকে চাকরি স্থায়ীকরণের আবেদন কিভাবে করবেন ও কি কি কাগজ জমা দিবেন।চাকরি স্থায়ীকরণের আবেদন পত্র। চাকরি স্থায়ীকরণের নীতিমালা।চাকরি স্থায়ীকরণে করণিয়। সরকারি চাকরি স্থায়ীকরণের নিয়ম। সরকারি চাকরি স্থায়ীকরণ।


Masud Rana

স্বাধীনচেতা একজন মানুষ। পেশায় একজন শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি ব্লগে লিখতে ভালোবাসে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন