primary job circular 2020 |
Primary Job Circular 2020
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২০ প্রকাশিত হতে যাচ্ছে ২০ অক্টোবর ২০২০ যা নিয়ে আজকের পোস্টটি সাজানো হবে। প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২০ এর বিস্তারিত তথ্য নিম্নরুপ।
প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২০ সারকুলারটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় https://mopme.gov.bd/ ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের http://www.dpe.gov.bd/ অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। এবং এপ্লিকেশন করতে এই dpe.teletalk.com.bd ওয়েবসাইটে যেতে হবে।
২০১৮ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের পর আবার এই নিয়োগ দেওয়া হচ্ছে। যে সকল চাকরি প্রত্যাশিরা এতদিন ধরে এই বিশাল নিয়োগের অপেক্ষা করছিলেন তাদের জন্য এটি আসলেই একটি সুখবর। তবে প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২০ এ নিয়োগ বিধিমালার কিছু পরিবর্তন করা হয়েছে।
Primary Job Circular 2020
- প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২০ এ নারী পুরুষ উভয়কেই ২য় শ্রেণির অথবা সমমানের সিজিপিএ সম্পন্ন স্নাতক অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে।
- বয়স হতে হবে ২১ থেকে ৩০বছর।
- প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২০ এ কোটা পদ্ধতির কিছুটা পরিবর্তন আনা হয়েছে। যেহেতু প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন ১৩ তম গ্রেডে চলে গেছে তাই এই পোস্টে আর মুক্তিযোদ্ধা কোটা বা অন্যান্য কোটা থাকছেনা। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক নোটিশ মারফত জানা যায় আভ্যন্তরিন কোটাগুলো থেকেই যাচ্ছে অর্থাৎ নারী কোটা ৬০% বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কোটা ২০% এবং পুরুষ কোটা ২০%। যদি কোটা পুরণ না হয় তবে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।
- পরীক্ষা হবে লিখিত (এমসিকিউ) পদ্ধতিতে।
- মোট ১০০ নম্বরের মধ্যে লিখিত ৮০ নম্বর ও মৌখিক ২০ নম্বর।
Primary Job Circular 2020 pdf download
- এবার ফি নির্ধারণ করা হয়েছে ১৭০ টাকা।
- ২৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে তার মধ্যে কিছু প্রাক প্রাথমিক শিক্ষক ও সহকারী শিক্ষক।
- বুয়েট ও টেলিটক কম্পানির মাধ্যমে আবেদন গ্রহণ, প্রশ্নপত্র প্রণয়ন, খাতা মূল্যায়ন, ও ফল প্রকাশ করা হবে।
প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২০ আবেদন পদ্ধতি
|
প্রথমে এই ঠিকানায় গিয়ে সারকুলারটা
ডাউনলোড করে পুরোটা ভালো করে পড়ে নিন। |
ধাপ ১ |
অনলাইন ফর্ম পূরণের জন্য পাশের ঠিকানায়
প্রবেশ করুন http://dpe.teletalk.com.bd/ |
ধাপ ২ |
Apply now বাটন এ ক্লিক করুন। |
ধাপ ৩ |
প্রয়োজন অনুযায়ী ফার্মটি আপনার তথ্য
দিয়ে পুরণ করুন। |
ধাপ ৪ |
তথ্য দেওয়া হয়ে গেলে (৩০০´৩০০)pixel
সাইজের ছাবি এবয় (৩০০´৮০) pixel সাইজের স্বাক্ষর আপলোড করুন। |
ধাপ ৫ |
সাবমিট বাটনে ক্লিক করুন। এবং দেখে
নিন সব ঠিক আছে কিনা। না থাকলে পিছনের পেজে ফিরে যান ও ঠিক করুন। |
ধাপ৬ |
প্রাপ্ত ID ও Password ব্যবহার করে
টেলিটক সিমের মাধ্যমে সারকুলার এর নিচের দিকের তথ্যমতে টাকা পরিশোধ করুন। |
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের জন্য সম্পূর্ণ প্রস্ততি নিতে ২ মাসের একটি সম্পূর্ণ কোর্স করতে ও সাপ্তাহিক পরীক্ষার মাধ্যমে নিজেকে মূল্যায়নের জন্য নিচের ফেজবুক গ্রুপে যোগ দিন।
প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০১৮ এর সারকুলারটি দেখে নিন
Tag:
primary job circular 2020 প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০