ষষ্ঠ (৬ষ্ঠ) গণিত ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট class 6 math 5th week assignment

ষষ্ঠ (৬ষ্ঠ) গণিত ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট

ষষ্ঠ (৬ষ্ঠ) গণিত ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট class 6 math 5th week assignment

শিরোনামঃ ২নং গণিত অ্যাসাইনমেন্ট

আরো দেখুনঃ 



ষষ্ঠ গণিত ৫ম সপ্তাহের প্রশ্নগুলো দেখুনঃ 

প্রশ্ন ০১

একটি ফলের দোকান থেকে ২৫০ টি ফজলি আম কিনে আনা হলো। দুইদিন পর ২ চি আম পচে গেল এবং একটি আমের দাম ৩০ টাকা।

ক) ২৫ টকা ৭৫ টাকার শতকরা কত?
খ)  শতকরা কতটি আম ভাল আছে?
গ) একটি আম কত টাকায় বিক্রয় করা হলে মোটের উপর ১০% লাভ হবে?
প্রশ্নঃ ০২
-15, 6, 11 তিনটি পূর্ণ সংখ্যা।
কা) -15 এবং 6; (6+ 5) এবং 11 এর অধ্যে ﹥ বা ﹤ বা = চিহ্ন বসাও।
খা) -(-15)+ (-11) +6 এর মান নির্ণয় কর।
গ) সংখ্যা রেখার সাহয্যে - 15 ও 6 যোগফল এবং 11 ও 6 এয় বিয়োগফল নির্সর কর।
প্রশ্ন: ০৩
+ , ₋ ×, ÷  চিহ্নের সাহয্যে লেখ:
(ক) X এর সাতগুণ থেকে Y এর তিনগুণ বিয়োগ।
(খা) a ও b  এর গুণফল এর সাথে c এর আটগুণ যোগ।
(গ) a ও b  এর যোগফলকে X, থেকে y বিয়োগফল দ্বারা ভাগ।
(ঘ) X কে 9 দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলতকে 7 দ্বারা গুণ।
(ঙ) একটি সংখ্যার ‍দ্বিগুণ এর সাথে অপর একটি সংখ্যার তিনগুণ যোগ।
প্রশ্ন: ০৪
একটি খাতার দাম a টাকা ও একটি বইয়ের দাম b, টাকা এবং কলমের মান c টাকা হলে,
(i) পাঁচটি কলম ও তিনটি খাতার দাম কত?
(ii) দশটি বই ও চারটি খাতার দাম কত?
(iii) আটটি খতা, ছয়টি বই এবং নয়টি কলমের দাম কত?


অ্যাসাইনমেন্ট শুরু


১ এর ‘ক’ প্রশ্নের উত্তর

২৫ টাকা ৭৫ টাকার ৩৩.৩৩%

১ এর ‘খ’ প্রশ্নের উত্তর

আম ভালো আছে = (২৫০-২৫) টি

                = ২২৫ টি

২৫০ টি আমে ভালো আছে ২২৫ টি

∴ ১ টি আমে ভালো আছে = (২২৫÷২৫০)টি

∴ ১০০ টি আমে ভালো আছে = (২২৫×১০০) ÷ ২৫০ টি

                            = ৯০ %

উত্তর = শতকরা ৯০ টি আম ভালো আছে।

১ এর ‘গ’ প্রশ্নের উত্তর

২৫০টি আমের ক্রয়মূল্য (২৫০×৩০) = ৭৫০০ টাকা

১০% লাভে বিক্রয়মূল্য (১০০+১০) = ১১০ টাকা

ক্রয়মূল্য  ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১১০ টাকা

                           ”        ”            (১১০÷ ১০০)টাকা

    ”            ৭৫০০ “    ”        ”         (১১০×৭৫০০)÷ ১০০ টাকা

                            = ৮২৫০ টাকা

অর্থাৎ প্রতিটা একটি আমের বিক্রয় করতে হবে (৮২৫০ ÷ ২২৫) = ৩৬.৬৬ টাকায়

২ এর ‘ক’ প্রশ্নের উত্তর

-15 ﹤6 এবং (6+5) = 11

2 এর ‘খ’ প্রশ্নের উত্তর

    -(-15) + (-11) +6

    = 15-11+6

    = 21-11

    =10 (উত্তর)

2 এর ‘গ’ প্রশ্নের উত্তর

প্রথমে একটি সংখ্যারেখা আঁকি

Class 6 math 5th week assignment

সংখ্যারেখার 0 বিন্দু থেকে বামদিকে প্রথমে 15 ধাপ অতিক্রম করে -15 বিন্দুতে পৌছায়। তারপর 6 ধাপ ডানদিকে অতিক্রম করে -9 বিন্দুতে পৌছায়। 

তাহলে (-15) ও 6 এর যোগফল = (-15)+6

                                = -9 (উত্তর)

প্রথমে একটি সংখ্যারেখা আঁকি 

Class 6 math 5th week assignment


সংখ্যারেখার 0 বিন্দু থেকে ডানদিকে প্রথমে 11 ধাপ অতিক্রম করে 11 বিন্দুতে পৌছায়। তারপর 6 ধাপ বামদিকে অতিক্রম করে 5 বিন্দুতে পৌছায়। 

তাহলে 11 ও 6 এর বিয়োগফল = 11-6

                = 5 (উত্তর)

৩ এর ‘ক’ প্রশ্নের উত্তর

x এর সাতগুণ = 7x
y এর তিনগুণ = 3y
∴ নির্ণেয় বিয়োগ = 7x-3y

৩ এর ‘খ’ প্রশ্নের উত্তর

a ও b  এর গুণফল = ab

∴ নির্ণেয় যোগফর = ab+c

৩ এর ‘গ) প্রশ্নের উত্তর

a ও b  এর যোগফল = ‍a+b

x ও y  এর বিয়োগফল = x-y

∴ নির্ণেয় ভাগফল = (a+b) ÷ (x-y)

৩ এর ‘ঘ’ প্রশ্নের উত্তর

x কে 9 দ্বারা গুণ করলে গুণফল হলো  9x
∴ নির্ণেয় গুণফল = 9x×7=63x

৩ এর ‘ঙ’ প্রশ্নের উত্তর

মনে করি একটি সংখ্যা x যার দ্বিগুণ হলো 2x

এবং অপর একটি সংখ্যা y যার তিনগুণ হলো 3y

∴ নির্ণেয় যোগফল = 2x+3y

৪ নং প্রশ্নের উত্তর

i) পাঁচটি কলমের দাম  5c টাকা

তিনটি খাতার দাম 3a টাকা

∴পাঁচটি কলম ও তিনটি খাতার মোট দাম 5c+3a

ii) দশটি বইয়ের দাম 10b টাকা

চারটি খাতার দাম 4a টাকা

∴ দশটি বই ও চারটি খাতার মোট দাম 10b+4a

iii) আটটি খাতার দাম 8a

ছয়টি বইয়ের দাম 6b

নয়টি কলমের দাম 9c

∴ আটটি খাতা, ছয়টি বই, ও নয়টি কলমের মোট দাম 8a+6b+9c

আরো দেখুনঃ 

ষষ্ঠ (৬ষ্ঠ) গণিত ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট class 6 math 5th week assignment



Masud Rana

স্বাধীনচেতা একজন মানুষ। পেশায় একজন শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি ব্লগে লিখতে ভালোবাসে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন