নবম(৯ম) শ্রেণি হিসাববিজ্ঞান ৫ম সপ্তাহের অ্যাসইনমেন্ট
শিরোনামঃ মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন ও জাবেদা
আরো দেখুনঃ
- ৯ম ইংরেজি ৫ম সপ্তাহের অ্যাসইনমেন্ট
- ৯ম শ্রেণি বাংলা ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট
- ৯ম শ্রেণি ভূগোল ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট
- সকল শ্রেনির সকল বিষয়ের ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট
- ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট গুলো দেখুন
হিসাববিজ্ঞান ৯ম শ্রেণি ৫ সপ্তাহের প্রশ্নগুলো দেখুন।ক) নিয়লিখিত লেনদেনগুলো হতে মুলধন জাতীয় ও মুনাফা জাতীয় লেনদেন চিহ্নিত করে পাঠ্যপুস্তকে প্রদত্ত ছক ও নিয়ম অনুসারে কারণ ব্যাধ্যা কর।
১. ব্যবসায়ের জন্য মেশিন ক্রয় ৫০.০০০ টাকা
২. অগ্রিম দোকান ভাড়া প্রদান ২০,০০০ টাকা
৩. বিক্রয়ের উদ্দেশ্যে গাড়ী ক্রয় ১০০,০০০ টাকা
৪. ত্রীত মেশিনের সংস্থাপন ব্যয় প্রদান ৫.০০০ টাকা
৫. বাকিতে পণ্য বিক্রয় ৬০,০০০ টাকা
খ) নিম্নলিখিত লেনদেনগুলো “শাপলা ফ্যাশনস” এর সাধারণ জাবেদায় লিপিবদ্ধ কর:
২০২০ সালের ১ মার্চ মি. রুবাইয়াত নগদ ২০.০০০ টাকা, আসবাবপত্র ১০০,০০০ টাকা এবং ১,০০.০০০ টাকার তৈরি পোশাকসহ “শাপলা ফ্যাশনস” এর কার্যক্রম শুরু করেন।
মার্চ-২, ব্যাংকে ১০,০০০ টাকা জমা দিয়ে হিসাব খোলেন।
মার্ট-১০, ৫ ডজন থ্রি পিছ ও ২ ডজন শাড়ি বাকিতে ক্রয় ৪০,০০০ টাকা।
মার্চ-১০, প্রতিটি ১.০০০ টাকা করে ২ ডজন প্রি পিছ নগদে কিক্রয়।
মার্চ-২০. ব্যক্তিগত প্রয়োজনে মালিক উত্তোলন করেন ২.০০০ টাকা।
ক এর উত্তর
নিন্নলিখিত লেনদেনগুলো হতে মুলধন জাতীয় ও মুনাফা জাতীয় লেনদেন চিহ্নিত করে পাঠ্যপুত্তকে প্রদত্ত ছক ও নিয়ম অনুুসারে কারণ ব্যাখ্যা করা হলো:
১. ব্যবসায়ের জন্য মেশিন ক্রয় ৫০,০০০ টাকা
২. আগ্রীম দোকান ভাড়া প্রদান ২০,০০০ টাকা;
৩. বিয়ের উদ্দেশ্যে গাড়ী ক্রয় ১,০০,০০০ টাকা;
৪. ক্রীত মেশিনের সংস্থাপন ব্যয় প্রদান ৫.০০০ টাকা;
৫. বাকিতে পণ্য বিক্রয় ৬০.০০০ টাকা;
১ মূলধন জাতীয় লেনদেন কারণসহ ব্যাখ্যা
ক্রমিক
নং |
বিবরণ |
কারণসহ
ব্যাখ্যা |
০১ |
ব্যবসায়ের জন্য মেশিন ক্রয় ৫০,০০০ টাকা |
এর দ্বারা পরবর্তী বছরগুলোতে সুবিধা পাওয়া
যাবে। তাই ইহা মূলধন জাতীয় লেনদেন। |
০২ |
ক্রীত মেশিনের সংস্থাপন ব্যয় ৫,০০০ টাকা |
মেশিন ক্রয় মূলধন জাতীয় হওয়ায় এর সাথে সম্পৃক্ত
সকল ব্যয়ই মূলধন জাতীয় ব্যয়। |
২নং মুনাফা জাতীয় লেনদেন কারণসহ ব্যাখ্যা
ক্রমিক
নং |
বিবরণ |
কারণসহ
ব্যাখ্যা |
০১ |
বিক্রয়ের উদ্দেশ্যে গাড়ীক্রয় ১,০০,০০০ টাকা |
বিক্রয়ের উদ্দেশ্যে গাড়ী ক্রয় করা হলো, এটি
ব্যবসায়ের একটি পণ্য তাই ইহা মুনাফা জাতীয় লেনদেন। |
০২ |
বাকীতে পণ্য বিক্রয় ৬০,০০০ টাকা |
পণ্য বিক্রয় করায় ব্যবসায়ের আয় অর্জিত হয়েছে,
তাই বিক্রয় হিসাব মুনাফা জাতীয় লেনদেন। |
খ প্রশ্নের উত্তর
নিম্নলিখিত লেনদেনগুলো ’শাপলা ফ্যাশনস’ এর সাধারণ জাবেদায় লিপিবদ্ধ করা হলো।
২০২০ সালের ১ মার্চ মি. রুবাইয়াত নগদ ২০,০০০ টাকা, আসবাবপত্র ১,০০,০০ টাকা এবং ১,০০,০০০ টাকার তৈরি পোশাক সহ ‘শাপলা ফ্যাশনস’ এর কার্যক্রম শুরু করেন।
- মার্চ-২ ব্যাংকে ১০,০০০ টাকা জমা দিয়ে হিসাব খোলেন।
- মার্চ-১০, ৫ ডজন থ্রি পিচ ও ২ ডজন শাড়ি বাকিতে ক্রয় ৪০,০০০ টাকা
- মার্চ-১০, প্রতিটি ১,০০০ টাকা করে ২ ডজন থ্রি পিচ নগদে বিক্রয়।
- মার্চ-২০, ব্যক্তিগত প্রয়োজনে মালিক উত্তোলন করেন ২,০০০ টাকা
নিচের ছকটি মোবাইলে দেখতে সমস্যা হলে মোবাইলটা অনুভমিক করে ধরুন।
মেসার্স শাপলা ফ্যাশনস এর সাধারণ জাবেদা:
তারিখ |
বিবরণ |
খতিয়ান পৃষ্ঠা |
ডেবিট |
ক্রেডিট |
২০২০ মার্চ-১ |
নগদ হিসাব(ড্রে) আসবাবপত্র হিসাব(ড্রে) ক্রয় হিসাব (ড্রে) মূলধন হিসাব(ক্রে) (যেহেতু, নগদ টাকা, আসবাবপত্র, এবং পণ্য দ্রব্য
নিয়ে ব্যবসা শুরু করেন) |
|
২০০০০ ১,০০,০০০ ১,০০,০০০ |
২,২০,০০০ |
মার্চ-২ |
ব্যাংক হিসাব (ড্রে) নগদান হিসাব (ক্রে) (যেহেতু ব্যাংকে নগদ অর্থ জমা দিয়ে হিসাব
খোলা হলো) |
|
১০,০০০ |
১০,০০০ |
মার্চ-১০ |
ক্রয় হিসাব (ড্রে) পাওনাদার হিসাব (ক্রে) (যেহেতু, বাকীতে পণ্য ক্রয় করা হলো) |
|
৪০,০০০ |
৪০,০০০ |
মার্চ-১০ |
নগদান হিসাব(ড্রে) (১০০০X২৪) বিক্রয় হিসাব (ক্রে) (যেহেতু, নগদে পণ্য বিক্রয় করা হলো, যার ফলে
নগদ সম্পদ বৃদ্ধি এবং বিক্রয় আয় বৃদ্ধি পেয়েছে) |
|
২৪,০০০ |
২৪,০০০ |
মার্চ-২০ |
উত্তোলন হিসাব(ড্রে) (যেহেতু ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে নগদ
উত্তোলন করেন।) |
|
২০০০ |
|
|
|
মোট |
২,৯৬,০০০ |
২,৯৬,০০০ |
আরো দেখুনঃ
- ৯ম ইংরেজি ৫ম সপ্তাহের অ্যাসইনমেন্ট
- ৯ম শ্রেণি বাংলা ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট
- ৯ম শ্রেণি ভূগোল ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট
- সকল শ্রেনির সকল বিষয়ের ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট
- ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট গুলো দেখুন