নবম শ্রেণি পদার্থ ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট class 9 physics 5th week assignment
শিরোনামঃ পদার্থের অবস্থা ও চাপ
আরো দেখুনঃ
- ৯ম ইংরেজি ৫ম সপ্তাহের অ্যাসইনমেন্ট
- ৯ম শ্রেণি বাংলা ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট
- ৯ম শ্রেণি ভূগোল ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট
- ৯ম শ্রেণি হিসাববিজ্ঞান ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট
- সকল শ্রেনির সকল বিষয়ের ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট
- ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট গুলো দেখুন
৯ম পদার্থ ৫ম সপ্তাহের প্রশ্নগুলো দেখে নিন
২। 400 cm³ আয়তনের একটি বস্তুর বাতাসের ওজন 19.6 N পানিতে নিমজ্জিত করলে বন্তুটির ওজন হয় 15.68N। পরীক্ষণীয় স্থানের অভিকর্ষজ ত্বরণ,g = 9.8m/s²
(খ) নির্দিষ্ট গভীরতায় চাপ তরলের প্রকৃতির উপর নির্ভরশীল- ব্যাখ্যা কর।
(গ) উদ্দীপকের বন্তুটির ঘনত্ব নির্ণয় কর।
(ঘ) উদ্দীপকের তথ্যটি আর্কিমিডিসের নীতিকে সমর্থন করে কিনা- গাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও।(ক) প্যাসকেলের সূত্র বিবৃত কর।
১এর ‘ক’ প্রশ্নের উত্তর
প্যাসকেলের সুত্র: পাত্রে আবদ্ধ তরল বা বায়বীয় পদার্থের কোনো অংশের উপর বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ কিছুমাত্র না কমে তরল বা বায়বীয় পদার্থের সব দিকে সমানভাবে সঞ্চালিত হয় এবং তরল বা বায়বীয় পদার্থের পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে।
১এর ‘খ’ প্রশ্নের উত্তর
তরল পদার্থের ভিতরে কোনো বিন্দুতে চাপ বলতে ঠিক ঐ বিন্দুর চারদিকে প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে অনুভূত বলকে বোঝায়। এখন, 𝛒 ঘনত্ব বিশিষ্ট তরলের h গভীরতায় চাপ P হলে আমরা জানি, P=h𝛒g এখানে, g হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এখন নির্দিষ্ট গভীরতার জন্য h ও g এর মান অপরিবর্তিত থাকে। ফলে চাপ, P ∝ 𝛒. যেহেতু বিভিন্ন তরলের ঘনত্ব বিভিন্ন, সেহেতু নির্দিষ্ট গভীরতায় তরলের চাপও বিভিন্ন। তাই বলা যায়, নির্দিষ্ট গভীরতায় চাপ তরলের প্রকৃতির উপর নির্ভর করে।
১ এর ’গ’ প্রশ্নের উত্তর
এখানে বস্তুর আয়তন, V = 400 cm³
= 400 ×10⁻⁶ m³
= 4×10⁻⁴ m³
বস্তুর বাতাসে ওজন W = 19.6 N
অভিকর্ষজ ত্বরণ, g =9.8 ms⁻²
বস্তুর ঘনত্ব 𝛒 = ?
আমরা জানি, বস্তুর ভর W =mg
বা, m= w/g
বা, m = 19.6/9.8 kg
∴ m = 2kg
আবার ঘনত্ব 𝛒 = m/v
= 2÷(4×10⁻⁴) kgm⁻³
= 5000 kgm⁻³ (ans)
১ এর ’ঘ’ প্রশ্নের উত্তর
এখানে,
বস্তুর আয়তন, V = 400 cm³
= 400 ×10⁻⁶ m³
= 4×10⁻⁴ m³
অভিকর্ষজ ত্বরণ, g =9.8 ms⁻²
ঘনত্ব 𝛒 = 5000 kgm⁻³
বস্তুর বাতাসে ওজন W₁ = 19.6 N
বস্তুর বাতাসে ওজন W₂ = 15.68 N
বস্তুর হারানো ওজন, W′ = W₁ - W₂
= 19.6-15.68 N
= 3.92 N
এখন, আর্কিমিডিসের নীতি অনুযায়ী বস্তুর হারানো ওজন = বস্তু দ্বা অপসারিত তরলের ওজনের সমান।
বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন, W′′ = V𝛒🇼g
= 4×10⁻⁴×1000×9.8
= 3.92 N
∴ W′′ = W′
অর্থাৎ বস্তুর হারানো ওজন এবং বস্তু দ্বারা অপসারিত পানির ওজন সমান।
সুতরাং আমরা বলতে পারি উদ্দীপকটি আর্কিমিডিসের নীতিকে সমর্থন করে।
আরো দেখুনঃ
- ৯ম ইংরেজি ৫ম সপ্তাহের অ্যাসইনমেন্ট
- ৯ম শ্রেণি বাংলা ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট
- ৯ম শ্রেণি ভূগোল ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট
- ৯ম শ্রেণি হিসাববিজ্ঞান ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট
- সকল শ্রেনির সকল বিষয়ের ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট
- ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট গুলো দেখুন
নবম শ্রেণি পদার্থ ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট class 9 physics 5th week assignment