নবম শ্রেণি পদার্থ বিজ্ঞান এ্যাসাইনমেন্ট-১
class 9 physics assignment 1 general or technical নবম পদার্থ ১ অ্যাসাইনমেন্ট (সাধারণ ও টেকনিক্যাল)
১ নং প্রশ্নের উত্তর (ক)
নিউটনের তৃতীয় সূত্র হলাে-
প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।
১ নং প্রশ্নের উত্তর (খ)
গতি জড়তার কারণে বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সঙ্গে সঙ্গে থেমে যায় না। জড়তার ধারণা অনুসারে প্রত্যেক বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় ধাকতে চায়। কোনো বস্ত যদি স্থির থাকে তবে সেটি স্থিরই ধাকতে চায়। আবার বস্ত গতিশীল থাকলে এটি গতিশীল থাকতে চায়। সুইচ চালু থাকলে বৈদ্যুতিক পাখা ঘূর্ণন গতিতে গতিশীল থাকে, যখন সুইচ বন্ধ করে দেওয়া হয় তখন জড়তার কারণে পাখা তর ঘুর্ণন গতি বজায় রাখাতে চায়। সুইচ বন্ধ করার সঙ্গে সঙ্গে বৈদ্যুতিক পাখা না ধেমে বেশ কিছু সময় ধরে ঘ্বুরতে থাকে।
১ নং প্রশ্নের উত্তর (গ)
১ নং প্রশ্নের উত্তর (ঘে)
ধাক্কা লাগার আগে প্রথম গাড়ি স্থির অবস্থান থেকে 0.2ms-2 তুরণে 60s চলে। এরপর
ধাক্কা লাগে, তাই ধাক্কা লাগার সময় প্রথম গাড়ির বেগ থাকবে 60s সময় অতিক্রম
করার পরের শেষবেগ।
ভরবেগের সংরক্ষণ সূত্রটি হলো-“একাধিক বস্তর মধ্যে শুধু ক্রিয়া ও প্রতিক্রিয়া ছাড়া
অন্য কোন বল কাজ না করলে কোন নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগের কোন
পরিবর্তন হয় না।"
অতএব তাদের মোট ভরবেগের কোন পরিবর্তন হয় না।
সুতরাং উদ্দীপকের ঘটনা ভরবেগের সংরক্ষণ সূত্রকে সমর্থন করে ।
class 9 physics assignment 1 general or technical নবম পদার্থ ১ অ্যাসাইনমেন্ট (সাধারণ ও টেকনিক্যাল)
Tags:
এসএসসি
ওয়ার্ড প্রসেসিং প্যাকেজ কোন ধরনের প্রোগ্রাম বননা কর?
উত্তরমুছুনওয়ার্ড প্রসেসিং এ একটি ডকুমেন্ট তৈরি করে পিন্ট করার পদ্ধতি বননা কর?
Wow correct answer. Tnx.😊😊
উত্তরমুছুন