সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস রুটিন প্রতিনিয়ত পরিবর্তন হতেই আছে। এই পরিবর্তনশীলতার গোলক ধাদায় পড়ে শিক্ষকরা আসলে দ্বিধা দ্বন্দে পড়ে যাচ্ছে কোনটা নতুন সময়সূচী। অনেক সময় শিক্ষকরা আপডেট না থাকায় সর্বশেষ ক্লাস রুটিনটি জানা থাকে না। বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে আবার দুইটা শিফটে ক্লাস নেওয়া হয়। তাই এক শিফট ও দুই শিফট বিদ্যালয়ের ক্লাস রুটিন আলাদা হয়ে থাকে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এই দ্বিধা দ্বন্দ দুর করতে এবং সর্বশেষ বিদ্যলয়ের সময়সূচি জানাতে এই পোস্টটি সমসময় হালনাগাদ করা হবে, এবং সেই সাথে আপডেটের তারিখ ও দেওয়া থাকবে।
সর্বশেষ আপডেক ০১/০১/২০২০
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিফট ও দুই শিফট বিদ্যালয়ের নতুন ক্লাস রুটিন নিচে ইমেজ ও পিডিএফ আকারে ডাউনলোড করুন।
এক শিফট বিদ্যালয়ের নতুন ক্লাস রুটিন JPG PDF
দুই শিফট বিদ্যালয়ের নতুন ক্লাস রুটিন JPG PDF
জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (NAPE) কর্তৃক প্রণিত এক শিফট ও দুই শিফট বিদ্যালয়ের নতুন সময়সূচী ২০২১ নিচে দেওয়া হলো।
এক শিফট বিদ্যালয়ের নতুন ক্লাস রুটিন |
দুই শিফট বিদ্যালয়ের নতুন ক্লাস রুটিন |