প্রাথমিক সহকারী শিক্ষকদের গ্রেডেশন সম্পর্কিত তথ্য। গ্রেডেশন তালিকার জন্য কী কী লাগবে?

 

গ্রেডেশন তালিকার জন্য কী কী লাগবে

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১৫ তম গ্রেড থেকে ১৩ তম গ্রেডে উন্নিতকরনের জন্য গ্রেডেশন কার্যক্রম শুরু হয়েছে। উক্ত গ্রেডেশনের উপজেলা থেকে একটি ফর্ম দেওয়া হয়েছে। এই ফর্মে কতগুলো তথ্য চাওয়া হয়েছে। শিক্ষকদের মধ্যে ‍প্রশ্ন তৈরি হচ্ছে  গ্রেডেশন তালিকার জন্য কী কী লাগবে, কিভাবে ফর্মটি পূরণ করতে হবে।  শিক্ষকদের এই তথ্যগুলো সংগ্রহ করতে অনেক সমস্যার সম্মুখিন হতে হচ্ছে এবং অনেক তথ্যের জন্য দ্বিধা দ্বন্দে পড়ে যাচ্ছেন। কোন শিক্ষকের কোন তথ্যটা লাগবে সেটা বুঝতে অনেকের সমস্যা হচ্ছে। 

এই পোস্টে মাধ্যেমে এই ধরনের সকল সমস্যার সমাধান নিয়ে আলোচনা করা হবে। এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করতে পারেন। 

আরো পড়ুনঃ প্রাথমিক শিক্ষক নিয়োগ সকল বিজ্ঞপ্তি (১৯৯৩ থেকে বর্তমান) pdf

গ্রেডেশন তালিকার জন্য কী কী লাগবে?

 গ্রেডেশন তালিকার জন্য নিচের তথ্যবহুল ফর্মটির তথ্যগুলো পূরণ করতে হবে।

গ্রেডেশন তালিকার তথ্য ছক
গ্রেডেশন তালিকার তথ্য ছক


গ্রেডেশন সম্পর্কিত তথ্য কিভাবে পূরন করবেন।

১। শিক্ষক পিন নম্বরঃ  ই প্রাইমারী সিস্টেম থেকে সংগ্রহ করতে হবে।

২। ক্রম ও বিদ্যালয়ের নামঃ  যে বিদ্যালয়ে কর্মরত আছেন সেই বিদ্যালয়ের ক্রম ও বিদ্যালয়ের নাম।

৩। শিক্ষকের নাম (বাংলা) ঃ 

৪। পদবিঃ প্রধান  শিক্ষক / সহকারী শিক্ষক (ওয়েবসাইটে উভয় পদের অপশন আছে)। তাই মনে হচ্ছে  সকলকেই তথ্য জমা দিতে হবে।

৫। নিয়োগের ধরণঃ  তিনটি ধরণ উল্লেখ আছে।১/রাজস্ব ২/উন্নয়ন প্রকল্প( প্রকল্পে যাদের নিয়োগ) ৩/ জাতীয়করণ /প্যানেল।

৬। উন্মুক্ত বিজ্ঞপ্তির তারিখ (dd/mm/yyyy)ঃ  জাতীয়করণকৃতদের লিখতে হবে না 

৭।  নিয়োগ আদেশের তারিখ(dd/mm/yyyy)ঃ নিয়োগ পত্রে প্রথম পাতার উপরে ডান পার্শ্বে তারিখ পাওয়া যাবে। জাতীয়করণকৃতদের লিখতে হবে না

৮।  নিয়মিত করনের তারিখঃ  শুধু প্রকল্পের শিক্ষকগন লিখবেন। জাতীয়করণ বা রাজস্বরা লিখতে হবে না

৯। আত্মীকরণের তারিখঃ শুধু জাতীয়করণ শিক্ষকগন লিখবেন।

১০। রাজস্ব পদে যোগদানের তারিখঃ  সবারই লিখতে হবে।

১১। চাকরি স্থায়ী করনের তারিখঃ শুধু  রাজস্ব শিক্ষকগন লিখবেন

১২। মেধা ক্রমঃ সর্বশেষ নিয়োগকৃতরা লিখবেন। (২০১৮ সালের পরে যাদের নিয়োগ)

১৩। জন্ম তারিখঃ সবাই লিখবেন

১৪। EFT তে প্রদত্ত  মোবাইল নাম্বারঃ সবাই লিখবেন

১৫। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতাঃ সবাই লিখবেন।

১৬। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা অর্জনের তারিখ(dd/mm/yyyy)ঃ ফলাফল প্রকাশের তারিখ লিখতে হবে। সার্টিফিকেট বা নম্বর পত্রের বাম পাশে নিচে উল্লেখ থাকে।

১৭। সি.ইন-এড/ডি.পি. এড প্রশিক্ষণের পাসের সাল ঃ যে সালে ফলাফল প্রকাশ হয়েছিল। সেখানে সিইনএড/ ডিপিএড ও বিএড তিনটিই রয়েছে।

১৮। বহিরাগত শিক্ষক কিনা ঃ অন্য উপজেলা থেকে বর্তমান উপজেলায় বদলি হয়ে আসলে হ্যাঁ লিখবেন

১৯। উক্ত উপজেলায় যোগদান ঃ বর্তমান উপজেলায় যোগদানের তারিখ লিখতে হবে। যারা অন্য উপজেলা থেকে বদলি হয়ে এসেছেন।

২০। প্রধান শিক্ষক চলতি দায়িত্ব কিনা ঃ  এখানে ও তিনটি ধরন আছে ১) না ২) যোগদানকৃত ৩) আদেশ প্রাপ্ত আর্থাৎ যারা আদেশ পেয়েছেন কিন্তু যোগদান করেন নি।

তবে প্রধান শিক্ষকের বর্তমান পদে যোগদানের তারিখ অপশনটি সংযোজন করতে হবে। না হলে রাজস্ব পদে যোগদান অর্থাৎ সহকারী শিক্ষক পদে যোগদানের তারিখ লিখতে হবে। আশা করি কর্তৃপক্ষ নিশ্চয়ই সুনজর দিবেন।


গ্রেডেশন তালিকার পূরণকৃত নমুনা ছকঃ 

গ্রেডেশন তালিকার পূরণকৃত নমুনা ছকঃ
গ্রেডেশন তালিকার পূরণকৃত নমুনা ছকঃ


আরো পড়ুনঃ প্রাথমিক শিক্ষক নিয়োগ সকল বিজ্ঞপ্তি (১৯৯৩ থেকে বর্তমান) pdf

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন