নবম শ্রেণি পৌরনীতি ও নাগরিকতা অ্যাসাইনমেন্ট উত্তর ২য় সপ্তাহ ২০২১ পোস্ট করা হলো এখানে। তোমরা যারা নবম শ্রেণির এসাইনমেন্ট পৌরনীতি ও নাগরিকতা ২য় সপ্তাহ খুজছিলে তাদের জন্য এটি উপকারী হবে। ৯ম শ্রেনির পৌরনীতি ও নাগরিকতা অ্যাসাইনমেন্টটি শুধুমাত্র মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য।
তোমরা যারা ৯ম শ্রেনির মানবিক শাখায় পড় তাদের এর অ্যাসাইনমেন্টটি লিখতে হবে। অ্যাসাইনমেন্টটি লেখার জন্য তোমরা ৯ম শ্রেণির পৌরনীতি বই টি ব্যবহার করতে পার। নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট পৌরনীতি লেখার সময় তোমাদের যে যে দিকে লক্ষ দিতে হবে তা হলো।
তোমাদের প্রথমেক ৯ম শ্রেণির পৌরনীতি বই থেকে ১ম অধ্যায় পৌরনীতি ও নাগরিকতাটি ভালো করে পড়ে নিতে হবে। তারপর নাগরিকতা, পরিবার, সমাজ, রাষ্ট্র, ও আন্তর্জাতিক সংস্থা সম্পর্কে পোস্টার তৈরি করতে হবে।
নবম শ্রেণি পৌরনীতি ও নাগরিকতা অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লেখার সময় তোমরা বিভিন্ন সোর্চ ব্যবহার করতে পারো। যেমন: পাঠ্য বইয়ের বাইরের বই সমূহ, ইন্টারনেট, অন্য শিক্ষকের সহযোগীতা।
পোস্টর তৈরির সময় তোমরা শুধু খাতা ব্যবহার কর। কিন্তু আসলে পোস্টর তৈরি করতে বড় পোস্টার পেপার ব্যবহার করলে ভালো হয়। তবে তোমাদের হাতের কাছে পোস্টার পেপার না থাকলে তোমাদের বাসায় যদি পুরাতন ক্যালেন্ডার থাকে তবে তার পিছনে তোমরা নবম শ্রেণির এসাইনমেন্ট পৌরনীতি ও নাগরিকতা ২য় সপ্তাহ ২০২১ উত্তরটি লিখতে পারো।
আরো পড়ুনঃ
- পৌরনীতি ও নাগরিকতা।
- পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের পরিসর বা বিষয়বস্তু
- পরিবার,পরিবারের শ্রেণিবিভাগ
- পরিবারের কার্যাবলী
- সমাজ
- রাষ্ট্র
- রাষ্ট্রের উৎপত্তি
- সরকারের ধারণা
- রাষ্ট্র ও সরকারের সম্পর্ক
- ১। নাগরিকতা;
- ২। পরিবার;
- ৩। সমাজ
- ৪। রাষ্ট্র
- ৫। আন্তর্জাতিক সংস্থা
- ১। পাঠ্যপুস্তকের পাশাপাশি অন্য বই এর সহায়তা নেয়া যেতে পারে;
- ২। পত্র-পত্রিকা থেকে তথ্য সংগ্রহ করা যেতে পারে;
- ৩। পােস্টার পেপার/ক্যালেন্ডারে র উলটা পৃষ্ঠা/খাতার পৃষ্ঠা জোড়া দিয়ে পােস্টার তৈরি করা যেতে পারে;
- ১। বিষয়বস্তু যথার্থ ও ধারাবাহিক
- ২। সঠিক তথ্য উপস্থাপন
- ৩। উপস্থাপনায় নিজস্বতা ও সৃজনশীলতা বিদ্যমান
- ১। অধিকাংশ ক্ষেত্রে বিষয়বস্তু যথার্থ ও ধারাবাহিক
- ২। অধিকাংশ সঠিক তথ্য উপস্থাপন
- ৩। উপস্থাপনায় আংশিক ক্ষেত্রে নিজস্বতা ও সৃজনশীলতা বিদ্যমান
- ১। বিষয়বস্তুর যথার্থতা ও ধারাবাহিকতার অভাব
- ২। আংশিক সঠিক তথ্য উপস্থাপন
- ৩। উপস্থাপনায় নিজস্বতা ও সৃজনশীলতার অভাব
- ১। বিষয়বস্তু যথার্থ ও ধারাবাহিক ভাবে বিন্যস্ত নয়;
- ২। তথ্য উপস্থাপনায় সঠিকতার অভাব;
- ৩। উপস্থাপনায় নিজস্বতা ও সৃজনশীলতার অনুপস্থিতি
৯ম শ্রেণির ২য় সপ্তাহের পৌরনীতি ও নাগরিকতা অ্যাসাইনমেন্ট ২০২১ |
নবম শ্রেণির এসাইনমেন্ট পৌরনীতি ও নাগরিকতা ২য় সপ্তাহ লেখার আগে অবশ্যই তোমাদের প্রশ্নগুলো পড়ে নিতে হবে। কারণ প্রশ্নে অনেকগুরুত্বপূর্ণ তথ্য দেওয়া থাকে যা পৌরনীতি ও নাগরিকতা অ্যাসাইনমেন্ট লেখার জন্য সহায়ক ভূমিকা পালন করবে।
৯ম শ্রেণির পৌরনীতি অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১
নাগরিকতা |
* রাষ্ট্রের সেবা করা * কর প্রদান করা * ভোট প্রদান করা |
পরিবার |
* সন্তান-লালন পালন করা * মৌলিক চাহিদা পূরণ করা * সুনাগরিক করে গড়ে তোলা |
সমাজ |
* নির্ভরশীলতা * ঐক্য ও পারম্পারিক সহযোগীতা * সামাজিক মূল্যবোধের বিকাশ |
আন্তর্জাতিক সংস্থা |
*
বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা *
সামাজিক ও অর্থনৈতিক সহযোগিতা করা *
আন্তর্জাতিক পর্যায়ে স্বাস্থ্য সুরক্ষা প্রধান করা |
রাষ্ট্র |
* জনসমষ্টি * নিদিষ্ট ভূখন্ড * সরকার * সার্বোভৌমত্ত |