(সপ্তম) ৭ম শ্রেণির বাংলা এসাইনমেন্ট সমাধান ১ম সপ্তাহ ২০২১ class 7 bangla assingment

(সপ্তম) ৭ম শ্রেণির বাংলা এসাইনমেন্ট সমাধান ১ম সপ্তাহ ২০২১ class 7 bangla assingment

৭ম শ্রেণির বাংলা এসাইনমেন্ট ১ম সপ্তাহ ২০২১ এর সমাধান এই পোস্টে পূর্ণাঙ্গভাবে করা হয়েছে। শতভাগ নির্ভূল সপ্তম শ্রেণির বাংলা অ্যাসাইনমেন্টটি তোমরা নিজেদের খাতায় লিখে বিদ্যালয়ে জমা দেবে। 

আরো পড়ুনঃ 

৭ম শ্রেণির বাংলা এসাইনমেন্ট ১ম সপ্তাহ ২০২১ প্রশ্ন

এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রমঃ 

এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ-১

অধ্যায় ও অধ্যায়ের শিরােনামঃ

 গদ্য

পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তুঃ

 কাবুলিওয়ালা, (রবীন্দ্রনাথ ঠাকুর)

এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজঃ

যৌক্তিকতা নিরুপণঃ

নিচে উল্লিখিত অংশটি সাধুরীতিতে রচিত।

উপযুক্ত কারণ দেখিয়ে তার যৌক্তিকতা তুলে ধর।

‘সংবাদ পাইলাম, কাবুলিওয়ালার সহিত মিনির এই যে দ্বিতীয় সাক্ষাৎ তাহা নহে, ইতােমধ্যে সে প্রায় প্রত্যহ আসিয়া পেস্তা বাদাম ঘুষ দিয়া মিনির ক্ষুদ্র হৃদয়টুকু অনেকটা অধিকার করিয়া লইয়াছে।”


এসাইনমেন্ট সংক্রান্ত নির্দেশনাঃ

  • *** শিক্ষার্থীরা বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইয়ের সহায়তা নিয়ে সাধুরীতির ৪৫টি বৈশিষ্ট্য লিখবে। 
  • *** উল্লিখিত পাঠ থেকে সর্বনাম, ক্রিয়াপদ, অব্যয় ও তৎসম শব্দের দৃষ্টান্ত চিহ্নিত করবে।
  • *** যৌক্তিকতা সহ উপসংহার লিখবে।

মূল্যায়ন রুব্রিক্সঃ

অতি উত্তম:

  • ১. বিষয়বস্তুর সঠিকতা;
  • ২. যথাযথ দৃষ্টান্ত;
  • ৩. বানান শুদ্ধতা;
  • ৪. মৌলিকতা/নিজস্বতা

উত্তম: ১ টির ক্ষেত্রে ঘাটতি

ভালো: ২-৩ টির ঘাটতি

অগ্রগতি প্রয়ােজন: সকলক্ষেত্রেই ঘাটতি


৭ম শ্রেণির বাংলা এসাইনমেন্ট সমাধান ১ম সপ্তাহ ২০২১


অ্যাসাইনমেন্ট শুরু


সাধু ভাষার বৈশিষ্ট্য ঃ

  • ১. সাধু ভাষা সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী । এর কাঠামো সাধারণত অপরিবর্তনীয়।
  • ২. সাধু ভাষার উচ্চারণ গুরুগন্তীর।
  • ৩. সাধু ভাষায় ক্রিয়াপদের রুপ পূর্ণাঙ্গ । 
  • ৪.  সাধু ভাষায় সর্বনাম পদের রূপ পূর্ণাঙ্গ ৷ 
  • ৫.  সাধু ভাষায় অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয়। 
  • ৬. সাধু ভাষায় তৎসম শব্দের সেংস্কৃত শব্দ) প্রয়োগ বেশি ।
  • ৭. সাধু ভাষা বক্তৃতা ও নাট্য সংলাপের অনুপযোগী ।


উল্লিখিত পাঠ থেকে বিভিন্ন পদের দৃষ্টান্ত চিহ্নিতকরণঃ

উদ্দীপকের উল্লিখিত অংশটি সাধু রীতিতে রচিত। উপযুক্ত কারণ দেখিয়ে তার যৌক্তিকতা তুলে ধরা হলো।

উদ্দীপকের অনুচ্ছেদটিতে ব্যবহৃত সর্বনাম ক্রিয়াপদ অব্যয় ও তৎসম শব্দ গুলোর দৃষ্টান্ত নিম্নে চিহ্নিত করা হলোঃ

  • সর্বমান ঃ তাহা
  • ক্রিয়াঃ পাইলাম, আসিয়া, দিয়া, করিয়া, লইয়াছে।
  • অব্যয়ঃ সহিত, ইতোমধ্যে
  • তৎসম শব্দঃ সাক্ষাৎ, ক্ষুদ্র, হৃদয়।


সাধু ভাষার যোক্তিকতা ঃ

আমরা জানি সাধু ভাষায় সর্বনাম ও ক্রিয়া পদের পূর্ণাঙ্গ রূপ ব্যবহৃত হয় । অনুচ্ছেদটিতেও সর্বনাম ও ক্রিয়া পদের পূর্ণাঙ্গ রূপ ব্যবহৃত হয়েছে যেমন -তাহা, আসিয়া, করিয়া ইত্যাদি । সাধু ভাষায় অনুসর্গের পূর্ণাপ রূপ ব্যবহৃত হয় । অনুচ্ছেদটিতে দিয়া অনুসর্গটি ব্যবহৃত হয়েছে । 

এছাড়াও উদ্দীপকের অনুচ্ছেদটিতে কিছু তৎসম শব্দের ব্যবহার লক্ষ্য করা যায় যেমন - সাক্ষাৎ, ক্ষুদ, হৃদয়। যেগুলো দেখে আমরা খুব সহজেহ বুঝতে পারি, উদ্দীপকের অনুচ্ছেদটি সাধু ভাষায় লিখিত হয়েছে।

অর্থাও উদ্দীপকের উল্লিখিত অংশটি সাধু রীতিতে রচিত। 

উপযুক্ত কারণ দেখিয়ে তার যোক্তিকতা নিরূপণ করা হলো।


অ্যাসাইনমেন্ট শেষ

আরো পড়ুনঃ 

সপ্তম শ্রেণির সকল বিষয়ের এসাইনমেন্ট পেতে এই সাইটের ফেজবুক পেজে লাইক দিয়ে রাখুন। অথবা নিচের এসাইনমেন্ট গ্রুপে জয়েন করুন।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন