৩য় সপ্তাহের সপ্তম শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১। class 7 math assignment 2021

৩য় সপ্তাহের সপ্তম শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১। class 7 math assignment 2021

মাধ্যমিক পড়ুয়া ৭ম শ্রেণির গণিত এসাইনমেন্ট সমাধান ৩য় সপ্তাহ ২০২১ খোঁজকারি শিক্ষার্থীদের জন্য সুখবর নিয়ে আসলাম। গণিত অ্যাসাইনমেন্ট ৭ম শ্রেণি ৩য় সপ্তাহের প্রশ্ন প্রকাশ হওয়ার সাথে সাথেই আমারা ৭ম শ্রেণির গণিত সৃজনশীল প্রশ্ন ও সমাধান নিয়ে আসলাম।

তোমরা যারা সপ্তম শ্রেণীর গণিত এসাইনমেন্ট সমাধান পেয়ে উত্তর লিখবে তাদের জন্য আমাদের কিছু কথা রয়েছে। প্রথম কথা হলো তোমরা ৭ম শ্রেণির গণিত এসাইনমেন্ট উত্তর পেয়েই লেখা শুরু করে দেবে না। প্রথমে অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো ভালো করে পড়বে। একটু নিচেই সপ্তম শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট প্রশ্নগুলো পেয়ে যাবে।

সপ্তম শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১

৩য় সপ্তাহে সপ্তম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্টটিতে মূলত তোমাদের বর্গমূল সম্পর্কিত সমস্যার সমাধান করতে হবে। এই সমস্যা সমাধান করতে তোমরা ৭ম শ্রেণির গণিত সৃজনশীল প্রশ্ন ও সমাধান অংশটি গাইড থেকে ভালোকরে দিখে নিচে পারো। অথাব অনলাইন থেকে ৭ম শ্রেণীর গণিত সৃজনশীল প্রশ্ন pdf নামিয়ে নিতে পারো।

৭ম শ্রেণির গনিত এসাইনমেন্ট সমাধান pdf পেতে তোমরা সর্বনিচে ডাউনলোড লিংক দেখতে পাবে। সেখান থেকে সপ্তম শ্রেণীর গণিত এসাইনমেন্ট সমাধান টি ডাউনলোড করে নিবে।

সপ্তম শ্রেণি ২০২১ সালের অ্যাসামেন্টগুলোর মধ্যে ছিলো ৭ম শ্রেণির বাংলা এসাইনমেন্ট সমাধান এবং ৭ম শ্রেণির বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর। সেগুলো তোমরা এই সাইটে পেয়েছো এই সপ্তাহে সপ্তম শ্রেণীর গণিত এসাইনমেন্ট এর সাথে তোমাদের ৭ম শ্রেণির কৃষি এসাইনমেন্ট সমাধান করতে হবে। সপ্তম শ্রেণির কৃষি অ্যাসাইনমেন্ট ৩য় সপ্তাহ ২০২১ এর উত্তর ও তোমরা এখানেই পেয়ে যাবে।

আরো পড়ুনঃ

 

৭ম শ্রেণির গণিত এ্যাসাইনমেন্ট ৩য় সপ্তাহ ২০২১

বিষয়ঃ গণিত

এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রমঃ  এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ-০১;

অধ্যায় ও অধ্যায়ের শিরোনামঃ প্রথম অধ্যায়, মূলদ ও অমূলদ সংখ্যা;

পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও শিরােনাম/ বিষয়বস্তুঃ 

১. সংখ্যার বর্গ ও বর্গমূল;

২. উৎপাদক ও ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বর্গমূল;

৩. সংখ্যার বর্গমূল নির্ণয়;

৪. মূলদ ও অমূলদ সংখ্যা;

৫. সংখ্যারেখায় মূলদ ও অমূলদ সংখ্যার অবস্থান;

৭ম শ্রেণির গণিত এ্যাসাইনমেন্ট ৩য় সপ্তাহ ২০২১


এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজঃ

  • ১. তুমি একটি তিন অঙ্কের পূর্ণ বর্গসংখ্যা লিখ এবং দুটি ভিন্ন পদ্ধতিতে সংখ্যাটির বর্গমূল নির্ণয় কর।
  • ২. একটি সৈন্যদলকে ৯, ১২ ও ২০ সারিতে সাজানাে যায় কিন্তু বর্গাকারে সাজানাে যায় না। সৈন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সৈন্যদলকে বর্গাকারে সাজানাে যাবে, তা নির্ণয় কর।

সপ্তম শ্রেণির গণিত এ্যাসাইনমেন্ট ১ লেখার নির্দেশনাঃ

  • ১. উৎপাদক ও ভাগ প্রক্রিয়ায় সংখ্যাটির বর্গমূল নির্ণয় করবে।
  • ২. প্রদত্ত সংখ্যাগুলাের ল.সা.গু. নির্ণয় করে, সারিতে সাজানাে সৈন্য সংখ্যা বের করবে। প্রাপ্ত সৈন্য সংখ্যাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে উৎপাদকের জোড়া তৈরির মাধ্যমে পূর্ণ বর্গসংখ্যা তৈরি করে সৈন্য সংখ্যা নির্ণয় করবে।

মূল্যায়ন রুব্রিক্সঃ

  1. বর্গসংখ্যা লিখন;
  2. উৎপাদক ও ভাগ প্রক্রিয়ায় সংখ্যাটির বর্গমূল নির্ণয়;
  3. সারিতে সাজানাে সৈন্যসংখ্যা নির্ণয়;
  4. বর্গাকারে সাজানাে সৈন্য সংখ্যা নির্ণয়;
সপ্তম শ্রেণির ৩য় সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট লিখিত শিক্ষার্থীদের আবারো বলবো তোমরা উত্তর লেখার আগে অবশ্যই প্রশ্নগুলো ভালো করে পড়ে নিবে। পশ্ন না পড়লে উত্তর ঠিক হচ্ছে কিনা তা বুঝতে পরবেনা। ৭ম শ্রেণির গণিত এসাইনমেন্ট সমাধান টি লিখতে তোমরা নিচের নমুনা উত্তরটি ব্যবহার করবে।

৩য় সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট সপ্তম শ্রেণির উত্তর ২০২১

অ্যাসাইনমেন্ট শুরু

১নং প্রশ্নের উত্তর

মনে করি তিন অঙ্কের একটি ক্ষুদ্রতম সংখ্যা ১৪৪। 

দুটি পক্রিয়ায় ১৪৪ এর বর্গমূল নির্ণয় নিচে দেখানো হলো

উৎপাদক প্রক্রিয়াঃ

১৪৪ কে মৌলিক গুণনীয়ক বা উৎপাদকে বিশ্লেষণ করে পাই

১৪৪= ২×২×২×২×৩×৩

        = (২×২)×(২×২)×(৩×৩)

প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক বা উৎপাদক নিয়ে পাই ২×২×৩=১২

∴ ১৪৪ এর বর্গমুল √১৪৪ = ১২

ভাগ প্রক্রিয়াঃ

ভাগের সাহায্যে ১৪৪ এর বর্গমূল নির্ণয়

সপ্তম শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ বর্গমূল



∴ নির্ণেয় ১৪৪ এর বর্গমুল  √১৪৪ = ১২



২নং প্রশ্নের উত্তর

সৈন্য দলটিকে ৯, ১২ ও ২০ সারিতে সাজানো যায়। তাই ঐ সৈন্য সংখ্যা ৯,১২ ও ২০ দ্বারা বিভাজ্য। এরুপ ক্ষ্রদ্রতম সংখ্যা ৯, ১২, ও ২০ এর ল,সা,গু

সপ্তম শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ সৈন্য দল


∴ ল,সা,গু = ২×২×৩×৩×৫= ১৮০
প্রাপ্ত ল,সা,গু ১৮০ দ্বারা ৯, ১২, ও ২০ সৈন্য দলকে সাজানো গেলেও বর্গাকারে সাজানো যায় না। কারণ ১৮০ বর্গ সংখ্যা নয়।
এখন ১৮০ বা ২×২×৩×৩×৫ কে বর্গ সংখ্যা করতে হলে ল,সা,গু কে কমপক্ষে ৫ দ্বারা গুণ করতে হবে।
∴ সৈন্য সংখ্যাকে ৫ দ্বারা গুণ করলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে।
অ্যাসাইনমেন্ট শেষ
আরো পড়ুনঃ


৩য় সপ্তাহ ৭ম শ্রেণির গণিত এসাইনমেন্ট সমাধান ২০২১

সপ্তম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা তোমরা গণিত অ্যাসাইনমেন্টটির উত্তর এ যদি কোনো সমস্যা বা ভূল পাও তাহলে অবশ্যই কমেন্ট এ জানাবে যদিও জানা মতে কোনো ভূল নেই। তোমাদের অন্যা অ্যাসাইনমেন্ট গুলো পেতে অবশ্যই আমাদের সাথে থাকবে।

তোমরা আমাদের সাইটির সাথে সাথে আমাদের ফেজবুক পেজে লাইক, ফেজবুক গ্রুপে জয়েন অথবা আমাদের ইউটিউব চ্যনেল সাবসক্রাইব করতে পারো। নিচে এগুলোর লিংক দিয়ে দেওয়া হবে।
আমাদের ইউটিউব লিংক

ফেজবুক পেজ (সমস্যা ও সমাধান)

assignment all class (6-9)📝📝


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন