প্রাথমিক শিক্ষকদের উচ্চতর গ্রেড প্রাপ্তির আবেদন পত্র pdf
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ১০ বছর পর সাধারণত একটি উচ্চতর গ্রেড পেয়ে থাকেন। এই উচ্চতর গ্রেড পেতে শিক্ষকদের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর আবেদন করতে হয়। কিন্তু অনেকেই হয়তো জানেন না কিভাবে এই আবেদন করতে হয়।
১০ বছর পূর্তিতে এই উচ্চতর গ্রেড পেতে আবেদন পত্রের সাথে যে যে কাগজ জমা দিতে হবে তা নিচে দেওয়া হলো।
উচ্চতর গ্রেড আবেদনের সাথে যে কাগজগুলো লাগবেঃ
- ১। বিগত ৩ বছরের বার্ষিক গোপনীয় প্রতিবেদন।
- ২। নিয়োগ পত্র।
- ৩। যোগদান পত্র।
- ৪। স্থায়ীকরণ আদেশ।
- ৫। সন্তোষজনক চাকুরীর প্রত্যয়ন পত্র।
উচ্চতর গ্রেডের একটি নমুনা আবেদন পত্র নিম্নরুপঃ
তারিখঃ
বরাবর
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার
মেহেরপুর
মাধ্যমঃ যথাযথ কর্তৃপক্ষ
বিষয়ঃ চাকুরীর ১০ বছর পূর্তিতে ১ম উচ্চতর গ্রেড প্রাপ্তির আবেদন।
জনাব,
যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি মোঃ মশিউর রহমান, মেহেরপুর সদর উপজেলাধীন হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছি। আমি ০৩/০৫/২০০৯ খ্রিঃ তারিখে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করার পর অদ্যাবধি কর্মরত আছি। সেই মোতাবেক আমার ০২/০৫/২০১৯ খ্রিঃ তারিখে চাকুরী ১০ বছর পূর্তি হওয়ায় ১ম উচ্চতর গ্রেড প্রাপ্ত হয়। অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের বাস্তবায়ন অনুবিভাগ, বাস্তবায়ন-১ শাখার স্মারক নং-০৭.০০.০০০০.১৬১.০০.০০২.১৬ (অংশ-১)-২৩২, বিষয় জাতীয় বেতন স্কেল ২০১৫ স্পষ্টিকরণ, তারিখ ২১/০৯/২০১৬ খ্রিঃ পরিপত্র হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়ের স্মারক নং-০৭.০৩.০০০০.০০৯.৫০.১৩৩.১৪.১৬৩ মোতাবেক একই পদে ১০ বছর পূর্তি হওয়ার পর ১১তম বছরে অর্থাৎ আমি গত ০২/০৫/২০১৯ খ্রিঃ তারিখে ১ম উচ্চতর গ্রেড প্রাপ্ত হওয়ায় ১ম উচ্চতর গ্রেড প্রাপ্তির জন্য আবেদন করছি।
অতএব, জনাব মেহেরবানী করে ১ম উচ্চতর গ্রেড প্রাপ্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে আপনার সদয় মর্জি হয়।
বিনীত নিবেদক
(মোঃ মশিউর রহমান)
সহকারী শিক্ষক
হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
মেহেরপুর সদর, মেহেরপুর।
মোবাইল নং- ০১৮৫৪-৪৫৬৪৮৯
সংযুক্তি
১। বিগত ৩ বছরের বার্ষিক গোপনীয় প্রতিবেদন।
২। নিয়োগ পত্র।
৩। যোগদান পত্র।
৪। স্থায়ীকরণ আদেশ।
৫। সন্তোষজনক চাকুরীর প্রত্যয়ন পত্র।