প্রাথমিক বিদ্যালয়ের হোম ভিজিট পরিবীক্ষণ টুলস ফর্ম || ওয়ার্ড ও পিডিএফ ফাইলে ||

প্রাথমিক বিদ্যালয়ের হোম ভিজিট পরিবীক্ষণ টুলস ফর্ম  ওয়ার্ড ও পিডিএফ ফাইলে

করোনাকালীন সময়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো মার্চ ২০২০ থেকে বন্ধ থাকায় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে অনেক বড় একটা ব্যবধান তৈরি হয়েছে। প্রতি মাসে অন্তত একটি শিক্ষার্থীর বাসায় ভিজিট করার নিয়ম থাকলেও করোনার সময়ে সেটা করা শিক্ষকদের পক্ষে সম্ভব হয় না। এখানো করোনার প্রভাব থেকে আমারা মুক্ত হতে পারিনি তাই এই করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের বাড়িতে যাওয়ার জন্য ০১/০৩/২০২১ তারিখে নতুন নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিবিক্ষণ ও মূল্যায়ন বিভাগ কর্তৃক হোম ভিজিটের ফরমেটটি পরিবর্তন করা হয়েছে। শিক্ষকরা করোনকালীন সময়ে হোম ভিজিট করতে নিম্নে পদত্ত হোম ভিজিট ফরমেটের ফর্মটি ব্যবহার করবেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ কর্তৃক প্রণীত ’হোম ভিজিট পরিবিক্ষণ টুলসফর্ম ২০২১

প্রাথমিক বিদ্যালয়ের হোম ভিজিট পরিবীক্ষণ টুলস ফর্ম ১
প্রাথমিক বিদ্যালয়ের হোম ভিজিট পরিবীক্ষণ টুলস ফর্ম ১

প্রাথমিক বিদ্যালয়ের হোম ভিজিট পরিবীক্ষণ টুলস ফর্ম  ওয়ার্ড ও পিডিএফ ফাইলে  ২
প্রাথমিক বিদ্যালয়ের হোম ভিজিট ফর্ম ২

প্রাথমিক বিদ্যালয়ের হোম ভিজিট পরিবীক্ষণ টুলস ফর্ম  ওয়ার্ড ও পিডিএফ ফাইলে ডাউনলোড করতে নিচের লেখার উপর ক্লিক করুন।


হোহ ভিজিট পরিচালনাগত নির্দেশনাঃ

  • প্রধান শিক্ষকগণ শ্রেণি ও বিষয় শিক্ষকদের নির্থারিত ছক অনুসরণ করে হোম ভিজিট নিশ্চিত করবেন।
  • প্রত্যেক হোমতিজিট কার্যক্রমে অংশরহণকারীকে পেশাগত সম্পর্ক স্থাপন ও শিক্ষার্থীর সমস্যা ভিত্তিক উদ্বুদ্ধকরণ কৌশল প্রয়োগ করবেন।
  • সরকারের স্ব সচেতনতা ও সুরক্ষা নির্দেশনা (কোভিড-১৯সহ) সমূহ সম্পর্কে সকল হোমভিজিটকারীগণ অবগত হবেন এফংহোমডিজিট কালীন শিক্ষার্থীর পরিবারের সদস্যদের পালনে উদ্বুদ্ধ করবেন।
  • প্রত্যেক শ্রেণি ও বিষয় শিক্ষকের সংশ্লিষ্ট শ্রেণির সমস্যাগ্রস্থ সকল শিশুর সমস্যায় হোষ ভিজিট করা অত্যাবশ্যক । তবে প্রত্যেককে  মাসে বিদ্যালয় চলাকালীন সমদের বর্হিভূত সুবিধাজনক সময়ে কমপক্ষে ১টি করতে হবে প্রত্যেক হোম ভিজিট কারীকে হোম ভিজিটর রেকর্ড একটি ক্লিপ সংযুক্ত ফোল্ডারে সংরক্ষণ করতে হবে।
  • মনিটরিং কর্মকর্তাগণ শিক্ষকগণের পরিচালিত হোমডিজিট মঠপর্যায়ে সরেজমিনে মাসে কমপক্ষে ৫টি যাচাই করবেন এবং ফোল্ডারে সংরক্ষিত রেকর্ড পরীক্ষা করে যৌথভাবে সমাধানের পদক্ষেপ গ্রহ করবেন।
  • প্রধান শিক্ষকগণ শিক্ষকগণের মাঠ পর্যায়েরহোমডিজিট মাসে কমপক্ষে ১টি যাচাই করবেন এবং ফোল্ডারে সংরক্ষিত হোম ভিজিট রেকর্ড পরীক্ষান্তে সমাধানে যৌথ পদক্ষেপ গ্রহণ করবেন।

  • প্রধান শিক্ষকগণ স্টাফ মিটিং/এসএমসি মিটিং /মা সমাবেশে (স্পর্শকাতর বিষয় ব্যতিত) হোম ভিজিট কার্যক্রমের প্রত্যেক শিক্ষক  এর সম্বলিত  রিপোর্ট উপস্থাপনের ব্যবস্থা করবেন এবং জটিল সমস্যায় সমন্বিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করবেন ।
  • কোন সমস্যা লমাধানে অপারগ ছলে সংসরি্টি উপজেলা শিক্ষা অফিসার/সহকারী শিক্ষা অফিসারকে অবহিত করবেন।

করোনাকালীন নতুন হোম ভিজিট পরিবিক্ষণ টুলস ফর্ম পরিপত্র






একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন