প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির টাকা তোলার নিয়ম || নগদের নতুন পিন সেট || নগদে টাকা পাঠানোর নিয়ম।
বাংলাদেশের প্রতিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা হয়। প্রথমে এই টাকা শিক্ষকদের মাধ্যমে হাতে হাতে প্রদান করা হতো। পরে তা রুপালি ব্যাংক শিউর ক্যাশের মাধ্যমে এবং বর্তমানে তা বাংলাদেশ ডাক বিভাগের নগদ মোবাইল ব্যাংকিংকের মাধ্যমে প্রদান করা হচ্ছে। উপবৃত্তি প্রদানের জন্য প্রথমে শিক্ষার্থীদের তথ্য অনলাইনে আপলোড করতে হয়। সেই আপলোডকৃত তথ্য থেকে শিক্ষার্থীদের ডিমান্ড শিট তৈরি হয়। সেই শিটের তথ্য অনুযায়ী শিক্ষার্থীরা তাদের অভিভাবকের মোবাইল নম্বরে নগদ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রাইমারি স্কুলের উপবৃত্তির টাকা পেয়ে থাকে।
প্রাথমিক বিদ্যালয়ের নগদ এর টাকা কিভাবে উত্তোলন করবেন
কিন্তু বেশিরভাগ শিক্ষক ও শিক্ষার্থীর অভিভাবক নগদে টাকা তোলার নিয়ম জানে না। তাই প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির টাকা নগদে তোলার নিয়ম নিয়ে আজাকের পোস্টটি করা হলো। পোস্টটিতে নগদে টাকা উত্তলোনের বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে।
নগদে নতুন পিন সেট করার নিয়মঃ
ধাপ-১ঃ প্রথামে আপনার মোবাইলের ডায়াল আপশনে যেতে হবে (নিচের চিত্রের মত)
ধাপ-২ঃ এখানে ডায়াল করুন *167#
ধাপ-৩ঃ আপনি যদি একউন্টটি প্রথমবারের মত ওপেন করছেন তহলে নতুন পিন দিতে হবে। আর যদি আপনার পিন সেট করা থাকে তাহলে ধাপ-৫ থেকে অনুসরণ করুন।
নতুন পিন দেওয়ার নিয়মঃ নতুন পিত দিতে নিচের তথ্যগুলো লক্ষ করুন।
- পিন ১২৩৪ বা ৪৫৬৭ এরকম পিন দেওয়া যাবে না।
- পিন ১১১১ অথবা, ১১২২ অথবা, ২৫৮০ ইত্যাদি দেওয়া যাবে।
ধাপ-৪ঃ এবার নিচের চিত্রের মত নতুন পিন দিন। SEND করার পর আপর আগের পিনটি দিন এবং SEND করুন।
নগদে নতুন পিন সেট করার নিয়ম |
নগদে নতুন পিন সেট করার নিয়ম (2) |
নগদে টাকা দেখার নিয়মঃ
ধাপ-২ এর পর
ধাপ-৫ঃ আপনার একাউন্টে টাকা দেখাতে MY NAGAD যেতে হবে তাই ৭ লিখে রিপ্লাই দিন।
ধাপ-৬ঃ আপনার একাউন্টে টাকা দেখতে এবার ১ লিখে রিপ্লাই দিন।
ধাপ-৭ঃ আপনার পূর্বে দেওয়া পিনটি দিন ও SEND করুন।
নগদে উপবৃত্তির টাকা তোলার নিয়মঃ
- ধাপ-২ এর পর ১ লিখে SEND করুন।
- এরপর আপনি যে উদ্যেক্তার কাছে টাকা তুলতে চান তার একাউন্ট নম্বরটা দিন।
- এরপর এমাউন্ট দিন ও SEND করুন।
- এরপর আপনার পিন দিন ও SEND করুন।
- এবং দোকানদারকে আপনার মোবাইল নম্বর বলুন ও টাকা গ্রহণ করুন।
নগদে উপবৃত্তির টাকা তোলার নিয়ম |
নগদে টাকা পাঠানোর নিয়মঃ
- ধাপ-২ এর পর ২ লিখে SEND করুন।
- এরপর আপনি যে নম্বরে পাঠাতে চান সে নম্বরটা দিন ও SEND করুন।
- এরপর টাকার পরিমাণ লিখে SEND করুন।
- অতঃপর রেফারেন্স এ আপনার নাম অথবা যে কোনো শব্দ বা নাম্বার লিখে SEND করুন।
- এরপর আপনার পিন দিয়ে SEND করুন।
নগদে টাকা পাঠানোর নিয়ম |
Vaiya text highlight kmne korlen bolen please.
উত্তরমুছুন