অঙ্কবাচক, পরিমাণ/গণনাবাচক, ক্রম/পূরণবাচক, তারিখবাচক ও রোমান সংখ্যা
প্রাথমিক বিদ্যলয়ের পঞ্চম শ্রেণি থেকে শুরু করে চাকরির পড়ালেখা পর্যন্ত এই অঙ্কবাচক, পরিমাণ/গণনাবাচক, ক্রম/পূরণবাচক, তারিখবাচক ও রোমান সংখ্যাগুলো প্রয়োজন হয়।
প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনির শিক্ষার্থীদের ইংরেজি বইয়ে unit 5, days in a calendar এর মধ্যে কার্ডিনাল ও অর্ডিনাল সংখ্যার ব্যবহার শেখানো হয়েছে। কিন্তু সেখানে cardinal and ordinal numbers examples গুলো দেওয়া নাই। তাই শিক্ষার্থীদের এগুলো শিখতে সমস্যা হয়।
শুধু class five এর শিক্ষার্থী নয় অনেক মাধ্যমিক পড়ুয়া শিক্ষার্থীও এই cardinal and ordinal numbers সম্পর্কে ধারনা রাখে না। তাই আমরা আজ এই কার্ডিনাল ও অর্ডনাল অর্থাৎ অঙ্কবাচক সংখ্যা ও ক্রমবাচক/পূরণবাচক সংখ্যা নিয়ে আলোচনা করবো। এবং সেই সংখ্যাগুলোর সকল উদাহরণ দেখবো।
প্রথমে কিছু পশ্নের উত্তর জেনে নেওয়া যাক।
সংখ্যাবাচক শব্দ কাকে বলে?
যে শব্দ কোনো কিছুর সংখ্যা প্রকাশ করে তাদেরকে সংখ্যাবাচক শব্দ বলে।সংখ্যাবাচক শব্দ কত প্রকার?
সংখ্যাবাচক শব্দ চার প্রকার।সংখ্যাবাচক শব্দগুলো কী কী?
সংখ্যাবাচক শব্দগুলো হলোঃ
- অঙ্কবাচক সংখ্যা
- পরিমাণ/গণনাবাচক সংখ্যা
- ক্রম/পূরণবাচক সংখ্যা
- তারিখবাচক সংখ্যা
cardinal বা অঙ্কবাচক সংখ্যা কাকে বলে?
অঙ্ক দ্বারা কোনো কিছুর পরিমাণ বা সংখ্যা লিখলে তাকে অঙ্কবাচক সংখ্যা বলে।
অঙ্কবাচক সংখ্যার উদাহরণঃ ১ টি আপেল, ১০০ টি গরু।
সংখ্যার সকল উদাহরণ নিচে দিখুন।
পরিমাণ/গণনাবাচক সংখ্যা কাকে বলে?
কোনো কিছুর পরিমাণ অঙ্কে না লিখে যদি ভাষায় বানান করে লেখা হয় তবে তাকে পরিমাণ বা গণনাবাচক সংখ্যা বলে।
পরিমাণ বা গণনাবাচক সংখ্যার উদারহণ: একটি আপেল, এক শত গরু ইত্যাদি
ক্রম/ পূরণবাচক সংখ্যা কাকে বলে?
যে সংখ্যা কোনো একই সারি, দল, বা শ্রেণিতে অবস্থিত ব্যক্তি বা বস্তুসমূহের ক্রম বা পর্যায় বোঝায় তাকে ক্রমবাচক বা পূরণবাচক সংখ্যা বলে।
ক্রম/পূরণবাচক সংখ্যার উদাহরণ: প্রথম, দ্বিতীয়, তৃতীয় [আরো দেখুন নিচে]
তারিখবাচক সংখ্যা কাকে বলে?
যে সংখ্যা দ্বারা বাংলা মাসের তারিখ বোঝানো হয় সেই সকল সংখ্যাকে তারিখবাচক সংখ্যা বলে।
তারিখবাচক সংখ্যার উদাহরণ: পহেলা, দোসরা, তেসরা [আরো দেখুন নিচে]
রোমান সংখ্যা কাকে বলে?
রোম দেশের যে সংখ্যা ব্যবহার হতো এবং ব্যবহার হয়। সেই সংখ্যাকে রোমান সংখ্যা বলে।
তবে রোম নয় এখন সারা বিশ্বে এই রোমান সংখ্যা কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমাদের দেশ তথা বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। আমাদের দেশে শিক্ষার্থীক্ষেত্রে এই রোমান সংখ্যার ব্যবহার অনেক।
রোমান সংখ্যার উদাহরণঃ i, ii, iii, iv, v [আরো দেখুন নিচে]
নিচে যেগুলো দেওয়া থাকবে
- অঙ্কবাচক সংখ্যা ১-১০০
- পরিমাণ/গণনাবাচক সংখ্যা ১-১০০
- ক্রম/পূরণবাচক সংখ্যা ১-১০০
- তারিখবাচক সংখ্যা ১-৩১
অঙ্কবাচক সংখ্যা |
পরিমাণ/ সংখ্যাবাচক সংখ্যা |
ক্রম/ পূরণবাচক সংখ্যা |
তারিখবাচক সংখ্যা |
রোমান সংখ্যা |
১ |
এক |
প্রথম |
পহেলা |
i |
২ |
দুই |
দ্বিতীয় |
দোসরা |
ii |
৩ |
তিন |
তৃতীয় |
তেসরা |
iii |
৪ |
চার |
চতুর্থ |
চৌঠা |
iv |
৫ |
পাঁচ |
পঞ্চম |
পাঁচই |
v |
৬ |
ছয় |
ষষ্ঠ |
ছউই |
vi |
৭ |
সাত |
সপ্তম |
সাতই |
vii |
৮ |
আট |
অষ্টম |
আটই |
viii |
৯ |
নয় |
নবম |
নউই |
ix |
১০ |
দশ |
দশম |
দশই |
x |
১১ |
এগার |
একাদশ |
এগারই |
xi |
১২ |
বার |
দ্বাদশ |
বারই |
xii |
১৩ |
তের |
ত্রয়োদশ |
তেরই |
xiii |
১৪ |
চৌদ্দ |
চতুর্দশ |
চৌদ্দই |
xiv |
১৫ |
পনের |
পঞ্চদশ |
পনেরই |
xv |
১৬ |
ষোল |
ষষ্ঠদশ |
ষোলই |
xvi |
১৭ |
সতের |
সপ্তদশ |
সতেরই |
xvii |
১৮ |
আঠার |
অষ্টাদশ |
আঠারই |
xviii |
১৯ |
উনিশ |
ঊনবিংশ |
উনিশই |
xix |
২০ |
বিশ |
বিংশ |
বিশে |
xx |
২১ |
একুশ |
একবিংশ |
একুশে |
xxi |
২২ |
বাইশ |
দ্বাবিংশ |
বাইশে |
xxii |
২৩ |
তেইশ |
ত্রয়োবিংশ |
তেইশে |
xxiii |
২৪ |
চব্বিশ |
চতুর্বিংশ |
চব্বিশে |
xxiv |
২৫ |
পঁচিশ |
পঞ্চবিংশ |
পঁচিশে |
xxv |
২৬ |
ছাব্বিশ |
ষট্বিংশ |
ছাব্বিশে |
xxvi |
২৭ |
সাতাশ |
সপ্তবিংশ |
সাতাশে |
xxvii |
২৮ |
আটাশ |
অষ্টাবিংশ |
আটাশে |
xxviii |
২৯ |
ঊনত্রিশ |
ঊনত্রিংশ |
ঊনত্রিশে |
xxix |
৩০ |
ত্রিশ |
ত্রিংশ |
ত্রিশে |
xxx |
৩১ |
একত্রিশ |
একত্রিংশ |
একত্রিশে |
xxxi |
৩২ |
বত্রিশ |
দ্বাত্রিংশ |
|
xxxii |
৩৩ |
তেত্রিশ |
ত্রয়োত্রিংশ |
|
xxxiii |
৩৪ |
চৌত্রিশ |
চতুর্ত্রিংশ |
|
xxxiv |
৩৫ |
পঁয়ত্রিশ |
পঞ্চত্রিংশ |
|
xxxv |
৩৬ |
ছত্রিশ |
ষট্ত্রিংশ |
|
xxxvi |
৩৭ |
সাঁইত্রিশ |
সপ্তত্রিংশ |
|
xxxvii |
৩৮ |
আটত্রিশ |
অষ্টাত্রিংশ |
|
xxxviii |
৩৯ |
ঊনচল্লিশ |
ঊনচত্বারিংশ |
|
xxxix |
৪০ |
চল্লিশ |
চত্বারিংশ |
|
XL |
৪১ |
একচল্লিশ |
একচত্বারিংশ |
|
XLI |
৪২ |
বিয়াল্লিশ |
দ্বিচত্বারিংশ |
|
XLII |
৪৩ |
তেতাল্লিশ |
ত্রয়শ্চত্বারিংশ |
|
XLIII |
৪৪ |
চুয়াল্লিশ |
চতুঃচত্বারিংশ |
|
XLIV |
৪৫ |
পঁয়তাল্লিশ |
পঞ্চচত্বারিংশ |
|
XLV |
৪৬ |
ছিচল্লিশ |
ষট্চত্বারিংশ |
|
XLVI |
৪৭ |
সাতচল্লিশ |
সপ্তচত্বারিংশ |
|
XLVII |
৪৮ |
আটচল্লিশ |
অষ্টচত্বারিংশ |
|
XLVIII |
৪৯ |
ঊনপঞ্চাশ |
ঊনপঞ্চাশৎ |
|
XLIX |
৫০ |
পঞ্চাশ |
পঞ্চাশৎ |
|
L |
৫১ |
একান্ন |
একপঞ্চাশৎ |
|
li |
৫২ |
বায়ান্ন |
দ্বিপঞ্চাশৎ |
|
lii |
৫৩ |
তিপ্পান্ন |
ত্রিপঞ্চাশৎ |
|
liii |
৫৪ |
চুয়ান্ন |
চতুঃপঞ্চাশৎ |
|
liv |
৫৫ |
পঞ্চান্ন |
পঞ্চপঞ্চাশৎ |
|
lv |
৫৬ |
ছাপ্পান্ন |
ষট্পঞ্চাশৎ |
|
lvi |
৫৭ |
সাতান্ন |
সপ্তপঞ্চাশৎ |
|
lvii |
৫৮ |
আটান্ন |
অষ্টপঞ্চাশৎ |
|
lviii |
৫৯ |
ঊনষাট |
ঊনষষ্টি |
|
lix |
৬০ |
ষাট |
ষষ্টি |
|
lx |
৬১ |
একষট্টি |
একষষ্টি |
|
lxi |
৬২ |
বাষট্টি |
দ্বিষষ্টি |
|
lxii |
৬৩ |
তেষট্টি |
ত্রিষষ্টি |
|
lxiii |
৬৪ |
চৌষট্টি |
চতুঃষষ্টি |
|
lxiv |
৬৫ |
পঁয়ষট্টি |
পঞ্চষষ্টি |
|
lxv |
৬৬ |
ছেষট্টি |
ষট্ষষ্টি |
|
lxvi |
৬৭ |
সাতষট্টি |
সপ্তষষ্টি |
|
lxvii |
৬৮ |
আটষট্টি |
অষ্টষষ্টি |
|
lxiii |
৬৯ |
ঊনসত্তর |
ঊনসপ্ততি |
|
lxix |
৭০ |
সত্তর |
সপ্ততি |
|
lxx |
৭১ |
একাত্তর |
একসপ্ততি |
|
lxxi |
৭২ |
বাহাত্তর |
দ্বিসপ্ততি |
|
lxxii |
৭৩ |
তিয়াত্তর |
ত্রিসপ্ততি |
|
lxxiii |
৭৪ |
চুয়াত্তর |
চতুঃসপ্ততি |
|
lxxiv |
৭৫ |
পঁচাত্তর |
পঞ্চসপ্ততি |
|
lxxv |
৭৬ |
ছিয়াত্তর |
ষট্সপ্ততি |
|
lxxvi |
৭৭ |
সাতাত্তর |
সপ্তসপ্ততি |
|
lxxvii |
৭৮ |
আটাত্তর |
অষ্টসপ্ততি |
|
lxxviii |
৭৯ |
ঊনআশি |
ঊনাশীতি |
|
lxxix |
৮০ |
আশি |
অশীতি |
|
lxxx |
৮১ |
একাশি |
একাশীতি |
|
lxxxi |
৮২ |
বিরাশি |
দ্ব্যশীতি |
|
lxxxii |
৮৩ |
তিরাশি |
ত্র্যশীতি |
|
lxxxiii |
৮৪ |
চুরাশি |
চতুরশীতি |
|
lxxxiv |
৮৫ |
পঁচাশি |
পঞ্চাশীতি |
|
lxxxv |
৮৬ |
ছিয়াশি |
ষড়শীতি |
|
lxxxvi |
৮৭ |
সাতাশি |
সপ্তাশীতি |
|
lxxxvii |
৮৮ |
আটাশি |
অষ্টাশীতি |
|
lxxxviii |
৮৯ |
ঊননব্বই |
ঊননবতি |
|
lxxxix |
৯০ |
নব্বই |
নবতি |
|
xc |
৯১ |
একানব্বই |
একনবতি |
|
xci |
৯২ |
বিরানব্বই |
দ্বিনবতি |
|
xcii |
৯৩ |
তিরানব্বই |
ত্রিনবতি |
|
xciii |
৯৪ |
চুরানব্বই |
চতুর্নবতি |
|
xciv |
৯৫ |
পঁচানব্বই |
পঞ্চনবতি |
|
xcv |
৯৬ |
ছিয়ানব্বই |
ষন্নবতি |
|
xcvi |
৯৭ |
সাতানব্বই |
সপ্তনবতি |
|
xcvii |
৯৮ |
আটানব্বই |
অষ্টনবতি |
|
xcviii |
৯৯ |
নিরানব্বই |
নবনবতি |
|
xcix |
১০০ |
একশত |
একশত |
|
c |
রোমান সংখ্যায়
১-১০০০০ লেখা যাবে নিচের তথ্য ব্যবহার করে।
চিহ্ন |
মান |
I |
1 |
V |
5 |
X |
10 |
L |
50 |
C |
100 |
D |
500 |
M |
1000 |
আরো পড়ুনঃ