৩য় সপ্তাহ (সপ্তম) ৭ম শ্রেণির কৃষি শিক্ষা এসাইনমেন্ট সমাধান ২০২১। class 7 agriculture assignment 3rd week 2021

৩য় সপ্তাহ (সপ্তম) ৭ম শ্রেণির কৃষি শিক্ষা এসাইনমেন্ট সমাধান ২০২১। class 7 agriculture assignment 3rd week 2021


তোমরা যারা ৭ম শ্রেণির কৃষি এসাইনমেন্ট সমাধান ৩য় সপ্তাহ ২০২১ খুঁজাছিলে তাদের জন্য নিয়ে এলাম  সপ্তম শ্রেণীর অ্যাসাইনমেন্ট কৃষি শিক্ষা সমাধান ২০২১। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে ৭ম শ্রেণির এসাইনমেন্ট কৃষি শিক্ষা প্রশ্ন প্রকাশ পাওয়ার পরপরই আমরা তোমাদের ৭ম শ্রেণির এসাইনমেন্ট লেখা শুরু করি। 

৭ম শ্রেণির কৃষি এসাইনমেন্ট সমাধান তোমাদের সবাইকে লেখা লাগবেনা। যাদের কৃষি শিক্ষা ও গার্হস্থ্য বিজ্ঞানের মধ্যে কৃষি বিষয়টা নেওয়া আছে শুধুমাত্র তারাই এসাইনমেন্ট কৃষিশিক্ষা ৭ম শ্রেণী লিখবে।
আর যাদের কৃষি শিক্ষা এসাইনমেন্ট নাই তরা গণিত এর সাথে সাথে গার্হস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্ট ২০২১ লিখবে।

৭ম শ্রেণির কৃষি শিক্ষা এসাইনমেন্ট সমাধান ২০২১

তোমাদের মধ্যে যারা কৃষি শিক্ষা এসাইনমেন্ট সপ্তম শ্রেণি লিখবে তাদের বরাবরেই মতই বলবো। তোমরা সপ্তম শ্রেণীর অ্যাসাইনমেন্ট কৃষি শিক্ষা সমাধান 2021 লেখার আগে অবশ্যই ৭ম শ্রেণির এসাইনমেন্ট কৃষি শিক্ষা প্রশ্ন পড়ে নিবে।

সপ্তম শ্রেনির ৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট গুলোর মধ্যে তোমাদের আছে সপ্তম শ্রেণীর অ্যাসাইনমেন্ট গনিত, সপ্তম শ্রেণির কৃষি শিক্ষা এসাইনমেন্ট ও সপ্তম শ্রেণি গার্হস্থ্য বিজ্ঞান এসাইনমেন্ট।

৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট কৃষি লেখার সময় তোমরা যেটা খেয়াল রাখবে সেটা হচ্ছে কোনো ভূল তথ্য যেন অ্যাসাইনমেন্টের মধ্যে অন্তর্ভূক্ত না হয়। সেই সাথে তোমরা অনলাইন থেকে হুবুহু না তুলে একটু পরিবর্তন করার চেষ্টা করো।

৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২১ ষষ্ঠ শ্রেণি কৃষি শিক্ষা উত্তর তোমাদের জন্য অনেক সহজ হবে, কারণ কৃষি শিক্ষা বিষয়টি খুবই সহজ। এটা তেমরা বানিয়ে লিখতে পারবে। শুধু সপ্তম শ্রেণির কৃষি শিক্ষা এসাইনমেন্ট এর একটি নমুনা উত্তর দরকার। যেটা তোমরা এখানে পেয়ে যাবে।



৭ম শ্রেণির কৃষি শিক্ষা এ্যাসাইনমেন্ট ৩য় সপ্তাহ ২০২১

শ্রেণিঃ সপ্তম

বিষয়ঃ কৃষি শিক্ষা

এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রমঃ  এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ-০১;

অধ্যায় ও অধ্যায়ের শিরোনামঃ প্রথম অধ্যায়, কৃষি এবং আমাদের সংস্কৃতি;

পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও শিরােনাম/ বিষয়বস্তুঃ

১: পরিবার গঠনে কৃষি;
২: সমাজ গঠনে কৃষি;
৩: কৃষি ও কৃষকের উপর মানুষের নির্ভরশীলতা;
৪: কৃষি পরিবেশ, বাংলাদেশের ঋতুচক্র ও কৃষিজ উৎপাদন পাঠ;
৫: কৃষিজ উৎপাদনে বৈচিত্র্য;
৬: উদ্যান ফসলের বৈচিত্র্য;
৭: কৃষিতে প্রাণিজ উৎপাদনের বৈচিত্র্য;
৮: বাংলাদেশের কৃষি ও সংস্কৃতি;

এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজঃ

তাহিরপুর গ্রামের আদর্শ কৃষক রফিক তার বাড়িটি একটি আদর্শ খামারে পরিণত করেছেন। তিনি বাড়ির পাশের জমিতে ধান, গম চাষ করেন। বাড়িতে ফল, শাকসবজি, ভেষজ উদ্ভিদ ও কাষ্ঠল গাছ রােপন করেছেন।

পাশাপাশি তিনি পুকুরে মাছ চাষ, হাঁস-মুরগি পালন ও গরু-ছাগল লালন-পালন করেন। তােমার দেখা এরূপ একজন কৃষক গ্রামের আর্থ সামাজিক উন্নয়নে কীভাবে ভূমিকা পালন করছেন। নিচের প্রশ্নগুলাের আলােকে উত্তর দাও-

  • ১. পরিবারের মৌলিক চাহিদা পূরণে তার ভূমিকা কী?
  • ২. তার কার্যক্রম পরিবারের অর্থনৈতিক উন্নয়নে কীভাবে সহায়তা করতে পারে?
  • ৩. তােমার গ্রামের অন্যান্য কৃষিজীবীদের স্বাবলম্বি করতে তিনি কীভাবে সহায়তা করতে পারবেন?

এ্যাসাইনমেন্ট এর উত্তর লেখার নির্দেশনাঃ

  • ১. অ্যাসাইনমেন্ট তৈরি করতে এনসিটিবি প্রণীত ২০২১ শিক্ষাবর্ষের কৃষিশিক্ষা পাঠ্য বই এ প্রদত্ত প্রথম অধ্যায়ের পাঠ ১, ২ ও ৩ থেকে সহায়তা নেওয়া যেতে পারে;
  • ২. এছাড়াও বিষয় শিক্ষক, অভিভাবক, ইন্টারনেট ও কৃষি বিষয়ে অভিজ্ঞ ব্যক্তি বর্গের সহায়তা নেওয়া যেতে পারে;

মূল্যায়ন নির্দেশক/রুব্রিক্সঃ

অতি উত্তমঃ

  • ১. সকল প্রশ্নের উত্তরের বিষয়বস্তু পরিপূর্ণ মাত্রায় সঠিক ও ধারাবাহিক;
  • ২. তথ্য, ধারণা পাঠ্যপুস্তকের সাথে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ;
  • ৩. লেখায় লক্ষণীয় মাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা;

উত্তমঃ

  • ১. অধিকাংশ প্রশ্নের উত্তরের বিষয়বস্তু সঠিক ও ধারাবাহিক;
  • ২. তথ্য,ধারণা পাঠ্যপুস্তকের সাথে অধিকাংশ ক্ষেত্রেই সঙ্গতিপূর্ণ;
  • ৩. লেখায় আংশিক নিজস্বতা ও সৃজনশীলতা।

ভালােঃ

  • ১. অধিকাংশ প্রশ্নের উত্তরের বিষয়বস্তু সঠিক হলেও ধারাবাহিকতার অভাব;
  • ২. তথ্য, ধারণা পাঠ্যপুস্তকের সাথে আংশিক সঙ্গতিপূর্ণ;
  • ৩. লেখায় সামান্য মাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা;

অগ্রগতি প্রয়ােজনঃ

  • ১. প্রশ্নের উত্তরের বিষয়বস্তুর সঠিকতা ও ধারাবাহিকতার অভাব;
  • ২. তথ্য, ধারণা পাঠ্যপুস্তকের সাথে সঙ্গতির অভাব;
  • ৩. লেখার নিজস্বতা ও সৃজনশীলতা অনুপস্থিত;
৭ম শ্রেণির কৃষি শিক্ষা এ্যাসাইনমেন্ট ৩য় সপ্তাহ ২০২১
৭ম শ্রেণির কৃষি শিক্ষা এ্যাসাইনমেন্ট ৩য় সপ্তাহ ২০২১


সপ্তম শ্রেণির কৃষি শিক্ষা এসাইনমেন্ট লেখার আগে তোমরা প্রশ্ন ও উত্তর লেখার নির্দেশনা গুলো ভালোকরে পড়ে নিও। কারণ এগুলো না পড়লে তোমাদের কৃষি শিক্ষা এসাইনমেন্ট লিখতে ভূল হতে পারে। প্রশ্ন ও উত্তরগুলো জানা থাকলে উত্তর তোমরা নিজেরা কিছুটা পরিবর্তন করে লিখতে পারবে।

৩য় সপ্তাহ  ৭ম শ্রেণির কৃষি এসাইনমেন্ট সমাধান ২০২১

এসাইনমেন্ট শুরু

১নং প্রশ্নের উত্তর
পরিবারের মৌলিক চাহিদা পূরণে কৃষকের ভূমিকা নিচে দেওয়া হল:-

মানুষের মৌলিক চাহিদাগুলো হলো:  (i) খাদ্য (ii) বস্ত্র (iii) বাসস্থান (iv) চিকিৎসা (v)  শিক্ষা
একজন কৃষক দেশের মানুষের চাহিদা পূরণ করে। কিন্তু দেশের চাহিদা পূরণ করার আগে সে তার পরিবারের চাহিদা পূরন করে। কৃষির মাধ্যমে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ চাহিদা যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা. বিনোদন ইত্যাদি পুরণ হয়ে ধাকে। বিভিন্ন ফসল উৎপাদন, পশুপাখি প্রতিপালন, মৎস্য চাষ ও বনায়নের মাধ্যমে কৃষকরা তাদের পরিবারের সদস্যদের মৌলিক চাহিদা পূরণ করে ধাকেন।

২নং প্রশ্নে উত্তর

তার কার্যক্রম পরিবারের অর্থনৈতিক উন্নয়নে সহায়তাগুলো নিচে দেওয়া হল:

একজন আদর্শ কৃষক পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি পরিবারকে অর্থনৈতিক ভাবে সচল করতে পারে। কৃষিকাজের মাধ্যমে ফসল উৎপাদন করে পরিবারের মৌলিক চাহিদাগুলো পূরণের পাশাপাশি অতিরিক্ত উৎপাদন ক্রয়-বিক্রয়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন করতে পারেন। এক্ষেত্রে উপার্জিত অর্থ পরিবারের যেকোনো ক্ষেত্রে সহজেই ব্যবহার করতে পারেন।

৩নং প্রশ্নের উত্তর
আমার গ্রামের অন্যান্য কৃষিজীবীদের স্বাবলম্বী করতে তিনি বিভিন্নভাবে সহায়তা করতে পারবেন।
কৃষি উন্নয়নের প্রয়োজনে এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন চাহিদা মেটাতে কৃষিভিত্তিক শিল্প যেমন- বস্ত্র, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, কৃষিযস্ত্র ইত্যাদির গ্রকে একে বিকাশ ঘটতে লাগলো। বেশী উৎপাদনের জন্য পুঁজি বিনিয়োগ বাড়তে লাগল। যার ফলে অধিকাংশ মানুষ কৃষির দিকে ঝুকে পড়ে। একজন সার্থক কৃষক সঠিকভাবে কৃষিকাজ করে জন্যান্য কৃষিজীবিদের- আদর্শ হতে পারেন। অন্যসব কৃষকদেরও স্বাবলম্বী করতে পারেন।গ্রামের বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন। গ্রামের কুষকদের সঠিক তথ্য দিয়ে কৃষি কাজে সহায়তা করতে পারেন। যার ফলে, গ্রামের কৃষিজীবীরা বেশি ফসল উৎপাদন করতে পাররে। এভারে আনা কষিজীবিরাও স্বাবলম্বী হতে পারেন।

এসাইনমেন্ট শেষ


৭ম শ্রেণির কৃষি এসাইনমেন্ট সমাধান লেখার সময় তোমরা আগে উত্তরটা পড়ে নিবে। তারপর লেখা শুরু করবে। এবং মনে রাখাবে এসাইনমেন্ট কৃষিশিক্ষা ৭ম শ্রেণী হুবুহু না লিখে কিছুটা পরিবর্তন করে নিও। কিছুটা পরিবর্তন করা তোমাদের সুবিধা কারণ কৃষি শিক্ষা অনেকটা সহজ বিষয়।

কৃষি শিক্ষা এসাইনমেন্ট ৭ম শ্রেণি ৩য় সপ্তাহ ২০২১


সপ্তম শ্রেণীর অ্যাসাইনমেন্ট কৃষি শিক্ষা সমাধান তোমরা পেয়েছো তেমনি ৭ম শ্রেণির গনিত এসাইনমেন্ট সমাধান ও পেয়েছো। ৭ম শ্রেণি বিজ্ঞান ৪র্থ সপ্তাহ ২০২১, ৭ম শ্রেণি চারু ও কারুকলা ৪র্থ সপ্তাহ ২০২১ পেতে আমাদের সাইটের সাথে থেকো।
৪র্থ সপ্তাহের সকল অ্যাসাইনমেন্ট সবার আগে পেতে আমাদের  সাইটের ফেজবুক পেজে লাইক ও ফেজবুক গ্রুপে জয়েন হয়ে থাকো। অথবা আমাদের ইউটিউব চ্যনেল সাবসক্রাইব করে রেখো।
আমাদের ইউটিউব লিংক

ফেজবুক পেজ (সমস্যা ও সমাধান)

assignment all class (6-9)📝📝

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন