৩য় সপ্তাহ ৮ম শ্রেণির অ্যাসাইনমেন্ট গণিত সমাধান ২০২১। class 8 math assignment 3rd week 2021

৩য় সপ্তাহ ৮ম শ্রেণির অ্যাসাইনমেন্ট গণিত সমাধান ২০২১। class 8 math assignment 3rd week 2021


মাধ্যামিকের অষ্টম শ্রেণির এসাইনমেন্ট গণিত উওর ৩য় সপ্তাহ ২০২১ প্রকাশ করা হলো। তোমরা যারা ৩য় সপ্তাহ ৮ম শ্রেণির অ্যাসাইনমেন্ট গণিত সমাধান খুঁজছিলে তাদের জন্য এটা উপকারি পোস্ট হবে। ৮ম শ্রেণির গণিত এসাইনমেন্টটি তোমাদের ৮ম শ্রেণির গণিত ১ম অধ্যায় থেকে নেওয়া হয়েছে। 

এখানে তোমরা অষ্টম শ্রেণির এসাইনমেন্ট গণিত প্রশ্ন এর সাথে সাথে অষ্টম শ্রেণির এসাইনমেন্ট গণিত সমাধান ও পেয়ে যাবে। যাকে বলে এক ঢেলে দুই পাখি। তোমরা অষ্টম শ্রেণির এসাইনমেন্ট এর উত্তর লেখা শুরু করার আগে নিচে আমাদের নির্দেশনা গুলো একটু পড়ে নিও।

৮ম শ্রেণির অ্যাসাইনমেন্ট গণিত সমাধান ২০২১

৮ম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অষ্টম শ্রেণির এসাইনমেন্ট গণিত সমাধান লেখার সময় তোমাদের ৮ম শ্রেণির গণিত বই ও গাইড বইয়ের ৮ম শ্রেণির গণিত সৃজনশীল প্রশ্ন ও সমাধান অংশটা দেখতে পারো। সেখানে তোমাদের ৮ম শ্রেণির গণিত এসাইনমেন্ট সম্পর্কে একটি ধারণা জন্মাবে। তারপর তোমরা আমাদের দেওয়া উত্তরটি নমুনা হিসেবে নিয়ে লেখা শুরু করে দিবে।

তোমরা আমাদের সাইটে অন্য সপ্তাহের অষ্টম শ্রেণির এসাইনমেন্ট বাংলা উত্তর, ৮ম শ্রেণীর অ্যাসাইনমেন্ট বাংলাদেশ ও বিশ্বপরিচয়, অষ্টম শ্রেণির এসাইনমেন্ট ইংরেজি উত্তর পেয়েছো। তেমনটি ৪র্থ সপ্তাহ ২০২১ এর বাংলা অ্যাসাইনমেন্ট-২, রসায়ন, ব্যবসায় উদ্যেগ, এবং ভূগোল ও পরিবেশ এর উত্তর ও পেয়ে যাবে।

৮ম শ্রেণির অ্যাসাইনমেন্ট গণিত সমাধান লেখার সময় তোমাদের যেদিকে সমচেয়ে মনোযোগ দিতে হবে তা হলো গণিতের চিহ্নগুলোর দিকে। করণ তোমরা দেখে দেখে উত্তর লেখার সময় চিহ্নগুলো মনোযোগ সহকারে দেখনা। ফলে তোমাদের এগুলো ভূল থেকে যায়। আর তোমরা জানো চিহ্ন ভূল মানেই হচ্ছে গনিত উত্তর ভূল। তাই অষ্টম শ্রেণির এসাইনমেন্ট গণিত উওর লেখার  সময় তোমরা এটার দিকে সবচেয়ে বেশি মনোযোগ দিবে।

৮ম শ্রেণির গণিত ১ম অধ্যায় প্যাটার্ন সমস্যাগুলোর সমাধান করার সময় তোমাদের জ্যামিতিক চিত্র অঙ্কন করতে হবে। তাই প্যাটার্নের জ্যামিতিক চিত্র অঙ্কন করতে তোমরা জ্যামিতির ব্যবহার করবে। কথনোই হাতে আঁকাবে না।

আরো পড়ুনঃ

৮ম শ্রেণির গণিত এ্যাসাইনমেন্ট ৩য় সপ্তাহ ২০২১

৩য় সপ্তহের অ্যাসাইনমেন্ট ২০২১ সপ্তম শ্রেণি প্রশ্ন পিডিএফ ডাউনলোড করুন। 

শ্রেণিঃ অষ্টম

বিষয়ঃ গণিত

অধ্যায় ও অধ্যায়ের শিরোনামঃ প্রথম অধ্যায়: প্যাটার্ন

৪র্থ অধ্যায়: বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ

অ্যাসাইনমেন্টের বিষয়ঃ 

১.১ প্যাটার্ন
১.২ স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন
১.৩ সংখ্যাকে দুইটি বর্গের সমষ্টিরুপে প্রকাশ
১.৪ ম্যাজিক বর্গ গঠন
১৫ সংখ্যা নিয়ে খেলা
১৬ জ্যামিতিক পাটার্ন
৪.১ বীজগণিতীয় সূত্রাবলী
৪.২ ঘ্বনফলের সৃত্রাৰলী ও অনুসিদ্ধান্ত
৪.৩ ঘনফলের সাথে সম্পৃক্ত আরও দুইটি সূত্র
8.৪ উৎপাদকে বিশ্লেষণ

এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজঃ

৮ম গণিত অ্যাসাইনমেন্ট ২০২১
উপরের জ্যামিতিক চিত্রগুলো সমান দৈর্ঘ্যের রেখাংশ দিয়ে তৈরি করা
একটি প্যাটার্ন

ক) প্যাটার্নের চতুর্থ চিত্রটি তৈরি করে রেখাংশের সংখ্যা নির্ণয় কর।
খ) উল্লেখিত প্যাটার্নটি কোন বীজগাণিতীয় রাশিকে সমর্থন করে তা সুক্তিসহ উপস্থাপন কর।

(গ)উল্লেখিত প্যাটার্নটির প্রথম ২০টি চিত্র তৈরি করতে মোট কতটি রেখাংশ দরকার হবে- তা নির্ণয় কর।


৮ম শ্রেণির গণিত এ্যাসাইনমেন্ট ৩য় সপ্তাহ ২০২১
৮ম শ্রেণির গণিত এ্যাসাইনমেন্ট ৩য় সপ্তাহ ২০২১

৮ম শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট এর উত্তর প্রত্যাশি শিক্ষার্থীদের বলব তোমরা আগে প্রশ্ন ও নির্দেশনা গুলি আগে পড়ে নাও তারপর উত্তর লেখা শুরু কর। আমি দেখেছি অ্যাসাইনমেন্ট তোমরা এ্যাসাইনমেন্ট লিখতে গিয়ে কিছুটা পরিবর্তন করতে গিয়ে আসল জিনিসগুলো বাদ দিয়ে দাও। তাই অবশ্যই প্রশ্নগুলো আগে পড়ে উত্তর লেখা শুরু করবে।

৩য় সপ্তাহ ৮ম শ্রেণির অ্যাসাইনমেন্ট গণিত সমাধান

৩য় সপ্তাহ ৮ম শ্রেণির অ্যাসাইনমেন্ট গণিত সমাধান ২০২১

অ্যসাাইনমেন্ট শুরু

ক প্রশ্নের উত্তর

নিচে প্যাটার্নের ৪র্থ চিত্রটি দেওয়া হলো:

৮ম শ্রেণির অ্যাসাইনমেন্ট গণিত সমাধান ২০২১ প্যাটার্ন

৪র্থ চিত্রটিতে রেখাংশের সংখ্যা = ২২টি।

খ প্রশ্নের উত্তর

১ম চিত্রে রেখাংশের সংখ্যা ৪টি = ৬×১-২ টি

২য়     ’’    ’’        ’’        ১০টি = ৬×২-২ টি

৩য়     ‘’    ’’’    ’’            ১৬টি = ৬×৩-২ টি

-    -    -    -    -    -    -    -    -    -

-    -    -    -    -    -    -    -    -    -

’ক’ তম চিত্রে রেখাংশ্যের সংখ্যা = ৬×ক-২ টি

∴ উল্লেখিত প্যাটার্নটি ( ৬×ক-২) বীজগণিতীয় রাশিটিকে সমর্থন করে।

গ প্রশ্নের উত্তর

’খ থেকে পােই 

প্যাটার্নটি  বীজগণিতীয় রাশি  ( ৬×ক-২)

তাহলে ২০ তম চিত্রে রেখাংশের সংখ্যা হবে = ( ৬×২০-২) টি

        = ১১৮টি

∴ ২০ টি পদের ধারা হবে ৪, ১০ , ১৬, . . . . . . .১১৮

প্রথম ২০ টি চিত্র তৈরি করতে মোট রেখাংশের সংখা = 

৮ম শ্রেণির অ্যাসাইনমেন্ট গণিত সমাধান ২০২১ রেখাংশের সংখ্যা কত হবে


∴ রেখাংশের দরকার ১২২০ টি। (উত্তর)


অ্যসাাইনমেন্ট শেষ

আরো পড়ুনঃ

ধন্যবাদ ৮ম শ্রেণির গণিত অ্যসাাইনমেন্ট লিখিত শিক্ষার্থীদের। তোমরা আমাদের সাইটটি ভিজিট কর এবং আমাদের দেওয়া অ্যাসাইনমেন্টগুলি ফলো করো। তোমাদের অনেকেই ফোন দেই এবং অ্যাসাইনমেন্ট লিংক জানতে চাই। আমারা সব সময় তোমাদের সহযোগীতা করি।

৮ম শ্রেণির অ্যাসাইনমেন্ট গণিত সমাধান উত্তর তোমরা পেয়ে গেছো। তোমাদের ৩য় সপ্তাহে আরো একটি অ্যাসাইনমেন্ট লিখতে হবে। সেই এসাইনমেন্টটিও তোমরা এখানে পেয়ে যাবে। তোমাদের সকল অ্যাসাইনমেন্ট পেতে আমাদের ফেজবুক পেজ এ লাইক দিয়ে রাখ অথবা আমাদের ফেজবুক গ্রুপে জয়েন করে রাখো। 

অথবা অষ্টম শ্রেণির এসাইনমেন্ট গণিত উওর পেতে আমাদের ইউটিউব চ্যনেলটি সাবসক্রাইব করে রাখো। আমাদের সোসাল মিডিয়ার লিংকগুলা নিচে দেওয়া হবে।

আমাদের ইউটিউব লিংক

https://www.youtube.com/channel/UCea_DqYt9NegZgE5A-mdIag

ফেজবুক পেজ (সমস্যা ও সমাধান)

https://web.facebook.com/shomadhan.net

assignment all class (6-9)📝📝

https://web.facebook.com/groups/287269229272391


ধন্যবাদ সবাইকে ৩য় সপ্তাহ ৮ম শ্রেণির অ্যাসাইনমেন্ট গণিত সমাধান ২০২১ দেখার জন্য।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন