তোমরা যারা নবম শ্রেণির উচ্চতর গণিত অ্যাসাইনমেন্ট ৩য় সপ্তাহ ২০২১ খুঁজছো তাদের জন্য নিয়ে এলাম কাঙ্খিত পোস্টটি। ৯ম শ্রেণির উচ্চতর গণিত অ্যাসাইনমেন্ট ২০২১ তোমরা এখানে পেয়ে যাবে। ২০২১ সালের ৯ম শ্রেণির এসাইনমেন্ট ৩য় সপ্তাহ সবগুলো বিষয় তোমরা আমাদের সাইটে পেয়ে যাবে।
৯ম শ্রেণির গণিত এসাইনমেন্ট ২০২১ এর সাথে সাথে নবম শ্রেণির উচ্চতর গণিত অ্যাসাইনমেন্ট সমাধান ২০২১ ও পেয়ে যাবে। তোমরা ৯ম শ্রেণির শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্ট লেখার সময় খুব সতর্ক থাকবে।
নবম শ্রেণির উচ্চতর গণিত অ্যাসাইনমেন্ট সমাধান ২০২১
নবম শ্রেণির অ্যাসাইনমেন্ট উচ্চতর গণিত খুবই ছোট আকারে লিখতে হবে অর্থাৎ অ্যাসাইনমেন্ট টি খুব একটা বড় হবেনা। মাত্র তিনটি প্রশ্ন আছে এখানে। তোমরা নবম শ্রেণির এসাইনমেন্ট উচ্চতর গণিত উত্তর লেখার আগে অবশ্যই প্রশ্নগুলো ভালো করে পড়ে নিবে। প্রশ্ন না পড়লে উত্তর লিখলে উত্তরে যদি কোনো ভূল থেকেও যায় তা তোমরা ধরতে পারবেনা। তাই class 9 higher math 3rd week assignment 2021 অ্যাসাইনমেন্টটি লেখার আগে প্রশ্নগুলো পড়ে নিও।
higher math 3rd week assignment 2021 লিখতে তোমাদের ছবি আঁকানোর প্রয়োজন পড়বে। ছোট একটি ছবি আঁকাতে তোমাদের বেশি সময় লাগবেনা। উচ্চতর গণিত ৯ম শ্রেণি অ্যাসাইনমেন্ট এর উত্তর এ ছবি আকাতে তোমরা পেনছিলের ব্যবহার করবে।
class 9 math assignment 3rd week এর উত্তর ও তোমরা পেয়ে যাবে। ভিতরের দিকে আরো পড়ুন এর নিচে তোমরা এর লিংক পেয়ে যাবে। সেখান থেকে তোমরা ৯ম শ্রেণির এসাইনমেন্ট ৩য় সপ্তাহ উচ্চতর গণিত ও সাধারণ গণিত এর উত্তর পেয়ে যাবে।
আরো পড়ুনঃ
- ৯ম শ্রেণির উচ্চতর গণিত ৮ম সপ্তাহ এসাইনমেন্ট সমাধান ২০২১
- নবম শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট ৩য় সপ্তাহ ২০২১
- ৩য় সপ্তাহ অ্যাসাইনমেন্ট প্রশ্ন উত্তর ২০২১ সকল শ্রেণি সকল বিষয়।
- ২য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ সকল শ্রেণি সকল বিষয়
৯ম শ্রেণির উচ্চতর গণিত এ্যাসাইনমেন্ট ৩য় সপ্তাহ ২০২১
শ্রেণিঃ নবম
বিষয়ঃ উচ্চতর গণিত
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রমঃ এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ-০১;
অধ্যায় ও অধ্যায়ের শিরােনামঃ প্রথম অধ্যায়, সেট ও ফাংশন;
পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠনম্বর ও শিরােনাম/ বিষয়বস্তুঃ
- সার্বিক সেট, উপসেট, পূরক সেট ও শক্তি সেট;
- সেটের সংযােগ, ছেদ, অন্তর ও সেট প্রক্রিয়ার ধর্মাবলি;
- সমতুল সেট ও অসীম সেট;
- সেটের সংযােগের শক্তি সেট এবং ভেনচিত্র;
- বাস্তব সমস্যা সমাধানে সেট;
- অন্বয় এবং ফাংশন এর ধারণা;
- ফাংশন এর ডােমেন ও রেঞ্জ এক-এক ফাংশন, সার্বিক ফাংশন;
এ্যাসাইনমেন্ট এর প্রশ্নঃ
- (ক) বর্ণিত অন্বয়টি ফাংশন হলে তা কী ধরনের ফাংশন যুক্তিসহ উল্লেখ কর।
- (খ) (a) এর বিপরীত ফাংশন সম্ভব কিনা তা যুক্তিসহ উপস্থাপন কর।
- (গ) (b) এর ক্ষেত্রে x ≠ 3 এর জন্য ফাংশনটি এক-এক এবং সার্বিক কিনা তা যুক্তি দিয়ে নিজস্ব মতামত উপস্থাপন কর।
নির্দেশনাঃ উচ্চতর গণিত পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়ে আলােচিত সেট ও ফাংশন সম্পর্কে সম্যক ধারণা নিয়ে সমস্যাগুলাে সমাধান কর।
মূলায়ন রুব্রিক্সঃ ৯ম শ্রেণি ৩য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট গণিত, উচ্চতর, কৃষি, অর্থনীতি ও চারুকলা
- (ক). ফাংশনের বৈশিষ্ট্যের ভিত্তিতে যুক্তি উপস্থাপন;
- (খ). বিপরীত ফাংশনের বৈশিষ্ট্যের ভিত্তিতে যুক্তি উপস্থাপন;
- (গ). (i) এক-এক ফাংশনের বৈশিষ্ট্যের ভিত্তিতে মতামত উপস্থাপন। (ii) সার্বিক ফাংশনের বৈশিষ্ট্যের ভিত্তিতে মতামত উপস্থাপন।
অতি উত্তমঃ সবগুলাে অর্জিত হয়েছে;
উত্তমঃ যে কোনাে ৩টি অর্জিত হয়েছে;
ভালােঃ যে কোনাে ২টি অর্জিত হয়েছে;
অগ্রগতি প্রয়ােজনঃ ২ টির কম অর্জিত হয়েছে;
৯ম শ্রেণির উচ্চতর গণিত এ্যাসাইনমেন্ট ৩য় সপ্তাহ ২০২১ |
নবম শ্রেণির উচ্চতর গণিত ২০২১ প্রত্যাশি শিক্ষার্থীদের বলবো তোমরা লেখা শুরু করার আগে নবম শ্রেণির উচ্চতর গণিত অ্যাসাইনমেন্ট ৩য় সপ্তাহ ২০২১ প্রশ্নগুলো ভালো করে পড়ে নিও।
৩য় সপ্তাহ নবম শ্রেণির উচ্চতর গণিত অ্যাসাইনমেন্ট সমাধান ২০২১
ক প্রশ্নের উত্তর
উদ্দীপকে বর্ণিত অন্বয়টি হচ্ছে ফাংশন।
আমরা জানি, যদি কোনো অন্বয়ে একটি প্রথম উপাদান বিশিষ্ট দুটি ভিন্ন ক্রমজোড় না থাকে তবে সেই অন্বয়টিকে ফাংশন বলে।
উদ্দীপকে বর্ণিত ফাংশনটি হচ্ছে অন্টু ফাংশন।
আমরা জানি, যদি কোনো ফাংশনের রেন্জ কো-ডোমেনের উপসেট হয় তবে তাকে অন্টু ফাংশন বলে।
’খ’ প্রশ্নের উত্তর
উদ্দীপকে বর্ণিত ফাংশনটির বিপরীত অন্বয়:
আমরা জানি কোনো ফাংশনের বিপরীত ফাংশন থাকবে যদি ফাংশনটি একক এবং সার্বিক হয়। এখানে অন্বয়টিতে একই উপাদান বিশিষ্ট দুটি ভিন্ন ক্রমজোড় আছে। যেমন (b,y), (b,z) কিন্তু c ডোমেনের কোনো প্রতিচ্ছবি নেই। সুতরাং বিপরীত অন্বয়টি কোনো ফাংশন নয়।
যেহেতু বিপরীত অন্বয়টি কোনো ফাংশনই নয় তাই (a) এর বিপরীত ফাংশন সম্ভব নয়।
’গ’প্রশ্নের উত্তর
আরো পড়ুনঃ
- ৯ম শ্রেণির উচ্চতর গণিত ৮ম সপ্তাহ এসাইনমেন্ট সমাধান ২০২১
- নবম শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট ৩য় সপ্তাহ ২০২১
- ৩য় সপ্তাহ অ্যাসাইনমেন্ট প্রশ্ন উত্তর ২০২১ সকল শ্রেণি সকল বিষয়।
- ২য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ সকল শ্রেণি সকল বিষয়
তোমরা যারা ৩য় সপ্তাহ (৯ম) নবম শ্রেণির উচ্চতর গণিত অ্যাসাইনমেন্ট সমাধান ২০২১। class 9 higher math assignment 2021 টি লিখলে তাদের বলবো আমাদের সাইটের কোনো উত্তরে যদি ভূল পাও তবে আমাদের জানাতে ভূলোনা। কমেন্ট করে আমাদের জানাতে পারো।
উচ্চতর গণিত নবম শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১
তোমরা যারা নবম শ্রেনির উচ্চতর গণিত অ্যাসাইনমেন্টটি লিখলে তাদের হয়তো ৩য় সপ্তাহের (৯ম) নবম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট সমাধান ২০২১ টি লেখা হয়ে গেছে।
তোমাদের ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট থাকবে বাংলা, রসায়ন। সেই অ্যাসাইনমেন্ট দুটি পেতে আমাদের ফেজবুক পেল এবং গ্রুপে জয়েন হয়ে থাকো। সেই সাথে আমাদের ইউটিউব চ্যনেলটি সাবসক্রাইব করে রাখো।
আমাদের ইউটিউব লিংক
https://www.youtube.com/channel/UCea_DqYt9NegZgE5A-mdIag
ফেজবুক পেজ (সমস্যা ও সমাধান)
https://web.facebook.com/shomadhan.net
assignment all class (6-9)📝📝
https://web.facebook.com/groups/287269229272391