তোমরা যারা নবম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট সমাধান ৩য় সপ্তাহ ২০২১ এর অপেক্ষায় আছো তাদের জন্য এখানে গণিত এসাইনমেন্ট নবম শ্রেণি উত্তর নিয়ে আসা হলো। তোমাদের সুবিধার্তে এই নবম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট এর উত্তর সুন্দরভাবে উপস্থাপন করা হলো।
মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট সমাধান লেখার আগে তোমরা গণিতের প্রশ্নগুলো পড়ে নিবে। ৩য় সপ্তাহের গণিত এসাইনমেন্ট নবম শ্রেণি উত্তর খুবই সহজ। মূলত তোমাদের বীজগণিত ৩য় অধ্যায় থেকে গণিত অ্যাসাইনমেন্ট নবম শ্রেণি প্রশ্নগুলো করা হয়েছে।
৩য় সপ্তাহ নবম শ্রেণীর গণিত এসাইনমেন্ট ২০২১
গণিত অ্যাসাইনমেন্ট নবম শ্রেণি সমাধান করতে হলে তোমাদের বীজগণিতের কিছু সূত্র মুখস্থ থাকা লাগবে। সূত্রগুলো মুখস্থ থাকলে গণিত এসাইনমেন্ট নবম শ্রেণি উত্তর করা তোমাদের জন্য একদম সহজ হবে। তাই তোমরা নবম শ্রেণীর গণিত সমাধান লেখা শুরু করার আগে সূত্রগুলো নবম শ্রেণির গণিত বই থেকে পড়ে নিতে পারো।
২য় সপ্তাহে তোমর নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট ইংরেজি সমাধান ও নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট জীববিজ্ঞান/পৌরনীত/ফিন্যন্স সমাধান করেছো। ৪র্থ সপ্তাহে তোমাদের নবম শ্রেণির অ্যাসাইনমেন্ট বাংলা করতে হবে। সেই সাথে আরো একটি বিষয়।
গত বছরও ৩য় সপ্তাহে তোমরা নবম শ্রেণীর গণিত এসাইনমেন্ট করেছিলে। তাই তোমাদের এবার তোমাদের শুধু নবম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট সমাধান লিখে সার্চ দিলে হবেনা, সাথে সাথে ২০২১ কথাটাও লিখতে হবে। তাহেল তোমাদের কাক্ষিত নবম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট এর উত্তর পাবে। তবে আমি সব সময় সাজেস্ট করবো আমাদের সাইটে ডাউরেক্ট চলে আসলেই তোমরা ৯ম শ্রেণীর অ্যাসাইনমেন্ট পেয়ে যাবে।
আরো পড়ুনঃ
- ৩য় সপ্তাহের (৯ম) নবম শ্রেণির কৃষি শিক্ষা এসাইনমেন্ট উত্তর ২০২১।
- ৩য় সপ্তাহ (৯ম) নবম শ্রেণির উচ্চতর গণিত অ্যাসাইনমেন্ট সমাধান ২০২১
- নবম শ্রেণির জীব অর্থনীতি অ্যাসাইনমেন্ট ৩য় সপ্তাহ ২০২১
- ৩য় সপ্তাহ অ্যাসাইনমেন্ট প্রশ্ন উত্তর ২০২১ সকল শ্রেণি সকল বিষয়।
৯ম শ্রেণির গণিত এ্যাসাইনমেন্ট ৩য় সপ্তাহ ২০২১
৩য় সপ্তহের অ্যাসাইনমেন্ট ২০২১ নবম শ্রেণি প্রশ্ন পিডিএফ ডাউনলোড করুন। শ্রেণিঃ সপ্তম
শ্রেণিঃ নবম
বিষয়ঃ গণিত
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রমঃ এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ-০১;
অধ্যায় ও অধ্যায়ের শিরােনামঃ অধ্যায় ৩, বীজগাণিতিক রাশি;
পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও শিরােনাম/ বিষয়বস্তুঃ
বীজগাণিতিক রাশি;
বর্গ সংবলিত সূত্রাবলি;
ঘন সংবলিত সূত্রাবলি;
উৎপাদকে বিশ্লেষণ;
বাস্তব সমস্যা সমাধানে বীজগাণিতক সূত্র গঠন ও প্রয়ােগ;
নবম গণিত ৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রশ্নঃ
অ্যাসাইনমেন্টঃ ০১
A= x²-2x+1, B=x²-√3x+1, এবং C=x²+10x+16
নিচের সমস্যাগুলো সমাধান করঃ
সমস্যা-১: A=0 হলে, x এর মান নির্ণয় কর।
সমস্যা-২: C রাশিকে দুটি বর্গের অন্তররুপে প্রকাশ করা সম্ভব কী? উত্তরের স্বপক্ষে গাণিতিক যুক্তিসহ উপস্থাপন কর।
সমস্যা-৩: সূত্রের সাহয্যে A² নির্ণয় কর।
সমস্যা-৪: যদি B =0 হয়, তবে x²+1/x² এবং x³+1/x³ এর মান পরস্পর সমান হবে কী? গাণিতিকভাবে যুক্তি উপস্থাপন কর।
৯ম শ্রেণি ৩য় সপ্তাহের সমাধান নিদের্শনাঃ
- সূত্রের ব্যবহার করে x এর মান নির্ণয় করবে।
- যুক্তি উপস্থাপন করে রাশিকে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করবে।
- উল্লিখিত রাশির সাহায্য নিয়ে x²+1/x² এবং x³+1/x³ এর মান নির্ণয় করে নিজস্ব যুক্তি উপস্থাপন করবে।
মূল্যায়ণ রুব্রিক্সঃ ধারাবাহিকতা সঠিক সূত্র ও সমাধানে নির্ভূলতা যুক্তি উপস্থাপন।
নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট লেখার সময় তোমরা উত্তরের ঘাত বা পাওয়ার গুলোর দিকে একটু বেশি লক্ষি দিও। কারণ এগুলো খুব ছোট দেখাচ্ছে। তাছাড়া ভিতরে কিছু ইমেজ দেওয়া আছে সেগুলো লোড হতে কিছুটা সময় লাগতে পারে। সেই সময়টুকু অপেক্ষা করো।
৯ম শ্রেণীর গণিত এসাইনমেন্ট সমাধান ৩য় সপ্তাহ ২০২১
সমস্যা-১ এর সমাধানঃ
দেওয়া আছে , A= x²-2x+1
বা, x²-2.x.1+1² = 0 [A=0 বসিয়ে]
বা, (x-1)² = 0
বা, (x-1) = 0
বা, x = 1
∴ x =1 (ans)
সমস্যা-২ এর সমাধানঃ
দেওয়া আছে, C=x²+10x+16
বা, C = x²+8x+2x+16
বা, C= x(x+8) +2(x+8)
বা, C = (x+8)(x+2)
যা দুইটি বর্গের অন্তর রুপ।
∴ বলা যায় C কে দুইটি বর্গের অন্তররুপে প্রকাশ সম্ভব।
সমস্যা-৩ এর সমাধানঃ
সুত্রের সাহায্যে A² নির্ণয় করা হলো।
দেওয়া আছে, A= x²-2x+1
বা, A² = (x²-2x+1)²
= {(x²-2x)+1}²
= (x²-2x)²+2.(x²-2x).1+1²
= (x²)²-2.x².2x+(2x)² + 2x²-4x+1
= x⁴-4x³+4x²+2x²-4x+1
= x⁴-4x³+6x²-4x+1 (উত্তর)
সমস্যা-৪ এর সমাধানঃ
দেওয়া আছে, B=x²-√3x+1
এখন B= 0হলে x²-√3x+1 =0
আরো পড়ুনঃ